Dr. Md Mazharul Islam

Dr. Md Mazharul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md Mazharul Islam, Doctor, Holistica, Ranavola Main Road, West from Road-4, Sector-10, Uttara, Uttarati.

13/05/2025

গর্ভপাতের পর কি আল্ট্রাসনোগ্রাম করা প্রয়োজন?

কিছুদিন আগে, আমি গর্ভপাতের পরে প্রসাবের প্রেগনেন্সি টেস্ট সম্পর্কে পোস্ট করেছিলাম। তারপর আমার কিছু স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল যে, গর্ভপাতের পরে আল্ট্রাসনোগ্রাম করা প্রয়োজন কিনা। তাই আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করলাম।

যদি গর্ভাবস্থা ক্লিয়ার হয়েছে কিনা সন্দেহ থাকে এবং রোগীর জটিলতার কোনও লক্ষণ না থাকে, তাহলে কেবল সন্দেহের ভিত্তিতে গর্ভপাতের পরে আল্ট্রাসনোগ্রাম প্রয়োজন হয় না।

তারপরেও, গর্ভপাত সফল হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য যদি আল্ট্রাসনোগ্রামের প্রয়োজন হয়, তাহলে সাধারণত গর্ভপাতের ২ সপ্তাহ পরে আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়, তবে কিছু ক্ষেত্রে এটি ১সপ্তাহ পরেও করা যেতে পারে। তবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে সফল গর্ভপাতের পরেও কিছু টিস্যু এবং রক্ত জরায়ুতে থেকে যেতে পারে।

গর্ভপাত এমন একটি প্রক্রিয়া যা জরায়ু থেকে সমস্ত টিস্যু এবং উত্পাদিত বস্তু সম্পূর্ণরূপে বের করে দিতে শরীর কয়েক সপ্তাহ সময় নিতে পারে। এটি সম্পূর্ণ স্বাভাবিক।

গর্ভাবস্থা শেষ হয়ে গেলেও, অনেক মহিলার জরায়ুর ভেতরে বেশ কয়েক সপ্তাহ ধরে টিস্যু এবং রক্ত থাকবে। যদি পেটে তীব্র ব্যথা, ক্রমাগত জ্বর, তীব্র রক্তপাত, বা দুর্গন্ধযুক্ত যোনি স্রাবের মতো জটিলতার কোনও লক্ষণ না থাকে, তাহলে ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের মতো কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই, এমনকি যদি তা করার প্রয়োজন হয়, তাহলে তা পরবর্তী মাসিকের পরে পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। অথবা চিকিৎসকের পরামর্শে কিছু ঔষধ খাওয়া যেতে পারে।

আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় গর্ভপাতের কিছু অবশিষ্টাংশ দেখা গেলেও, চিকিৎসাগতভাবে সুস্থ ব্যক্তির ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু অপসারণ (কিউরেটেজ/ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের মাধ্যমে) নির্দেশিত হয় না। এমনকি যদি আল্ট্রাসনোগ্রামের ফলাফলে এন্ডোমেট্রিয়াল পুরুত্ব বা জরায়ুর আয়তন বৃদ্ধি পায় তবে এর অর্থ এই নয় যে কোনও জটিলতা বা চিকিৎসা হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে।

10/05/2025

যদি আপনি না জানেন, তাহলে আপনি জালিয়াতি এবং ক্ষতির সম্মুখীন হবেন। সাম্প্রতিক সময়ে, আমি কিছু লোককে, এমনকি কিছু হোমিওপ্যাথিক ডাক্তারকেও এই ধরনের ভুলের শিকার হতে দেখেছি।

অনেকেই, যদি অপ্রত্যাশিতভাবে গর্ভধারণ করে, তাহলে তারা সেই গর্ভাবস্থা বহন করতে চান না। সেক্ষেত্রে, তারা প্রথমেই যা করেন তা হল তাদের পিরিয়ড নিয়মিত করার জন্য ফার্মেসি থেকে ঔষধ কিনে খেয়ে থাকেন। অথবা যদি কারো অকাল গর্ভপাত হয়ে থাকে।

তারপর তাদের সেই গর্ভাবস্থা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে কিনা, সেটা জানতে আবারো প্রসাবের প্রেগনেন্সি টেস্ট করেন, এবং পরীক্ষার ফলাফল যথারীতি পজিটিভ আসে। আর তখনই বিপত্তি/ঝামেলার শুরু হয়। তারা ভাবতে শুরু করে যে তাদের গর্ভাবস্থা এখনও সম্পূর্ণরূপে ক্লিয়ার হয় নাই। এরপর তারা কোন নার্সিং হোম, ক্লিনিক বা কোন ডাক্তারের কাছে যায়, এবং তারপর তাদের অন্ধকারে হাইকোর্ট দেখানো হয় এবং ডিএন্ডসি বা অন্য কোনও জটিল চিকিৎসা পরিকল্পনার প্রস্তাব দিয়ে প্রচুর অর্থ হাতিয়ে নেওয়া হয়।

এখনে আসল সত্য হল, গর্ভধারণ করার পরে প্রসাবে যে হরমোন পাওয়া যায়, যা প্রস্রাব পরীক্ষার ফলাফলকে পজিটিভ করে তোলে তা গর্ভপাতের পরে রক্ত বা প্রস্রাব থেকে তাৎক্ষণিকভাবে অদৃশ্য হয়ে যায় না। এটি ২ মাস বা ৬০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে রক্ত বা প্রসাব পরীক্ষা করলে রিপোর্টটি পজিটিভ হবে।

09/05/2025

The reality
----------------
আমি প্রায়শই অনেক মানুষকে TSH পরীক্ষার রিপোর্ট মূল্যায়ন করার সময় একটা ভুল বোঝাবুঝির শিকার হতে দেখেছি। সেটা হচ্ছে, TSH পরীক্ষার রিপোর্ট-এর ফলাফল, নরমাল রেঞ্জ থেকে বেশি, অথচ ডাক্তার বলছে hypothyroidism, কিন্তু নরমাল রেঞ্জ থেকে যেহেতু বেশি তাই এটা hyperthyroidism হল না কেন?
আবার একইভাবে TSH পরীক্ষার রিপোর্ট-এর ফলাফল, নরমাল রেঞ্জ থেকে কম, অথচ ডাক্তার বলছে hyperthyroidism, কিন্তু নরমাল রেঞ্জ থেকে যেহেতু কম তাই এটা hypothyroidism হল না কেন? তাই, এর একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম।

TSH মাত্রা যা খুব বেশি বা খুব কম, থাইরয়েড গ্রন্থি কতটা ভাল কাজ করছে তা মূল্যায়ন করতে ব্যবহৃত হয়।
TSH হল একটি pituitary hormone যা থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন (T4 এবং T3) তৈরি করতে উদ্দীপিত করে।
শরীরে থাইরয়েড হরমোন মাত্রা কম হলে পিটুইটারি গ্রন্থি বেশি TSH তৈরি করে। থাইরয়েডের মাত্রা বেশি হলে পিটুইটারি গ্রন্থি কম TSH তৈরি করে।
যখন থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি করে না। এই অবস্থাকে বলা হয় hypothyroidism, তখন পিটুইটারি গ্রন্থি থাইরয়েডকে উদ্দীপিত করতে এবং থাইরয়েড হরমোনের উৎপাদন বাড়াতে বেশি TSH তৈরি করে।
যদি থাইরয়েড গ্রন্থি অত্যধিক থাইরয়েড হরমোন তৈরি করে এই অবস্থাকে বলা হয় hyperthyroidism. তখন পিটুইটারি গ্রন্থি থাইরয়েড হরমোনের উত্পাদন হ্রাস করার চেষ্টায় কম TSH উত্পাদন করে।

সবাইকে ঈদ মোবারক
15/06/2024

সবাইকে ঈদ মোবারক

Wishing you all “Happy World Homeopathy day”. Tribute to Dr Samuel Hahnemann, founder of Homeopathy on his Birthday, Apr...
10/04/2024

Wishing you all “Happy World Homeopathy day”. Tribute to Dr Samuel Hahnemann, founder of Homeopathy on his Birthday, April 10th.

23/08/2023

যৌন দুর্বলতার সঠিক সমাধান:

আমাদের দেশে পুরুষদের মধ্যে যৌন দুর্বলতার রোগীর সংখ্যা অনেক। তারা অনেক আশা নিয়ে যখন হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে আসে, তখন বেশিরভাগ ডাক্তার যে ঔষধগুলোর দিকে বেশি গুরুত্ব দেয়, সেগুলো হচ্ছে - Avena, Damiana, Ashwagandha, Agnus castus, Yohimbinum, Lycopodium, Conium ইত্যাদি, এই জাতীয় ঔষধসমূহ। এইধরণের ঔষধগুলো ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট কেউ পেয়েছেন, এমনটা খুব কমই শুনেছি। এই ঔষধগুলো সাধারণত ধ্বজভঙ্গের ঔষধ, অর্থাৎ যারা পূর্ণ অক্ষম তাদের জন্য প্রযোজ্য। কিন্তু বাস্তব সত্য হচ্ছে আমাদের দেশে এমন পূর্ণ অক্ষম রোগীর সংখ্যা খুবই কম। আমাদের দেশে বেশিরভাগ রোগীই হচ্ছে আংশিক অক্ষম ধরণের, যারা অল্প বয়সে অতিরিক্ত হস্তমৈথুন সহ নানাবিধ অপকর্ম করে লিংগের সাইজ এবং সক্ষমতা অনেকটা নষ্ট করে ফেলেছেন এবং পরবর্তীকালে বিয়ে করে পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছে না। এরা কেউই পরিপূর্ণ অক্ষম না, আংশিক অক্ষম। তাই, আংশিক অক্ষম রোগীদের যখন পূর্ণ অক্ষম রোগীদের ঔষধ দেওয়া হয়, তখন হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী সদৃশ নির্বাচন হয়না, ফলে রেজাল্ট পাওয়া যায়না বা অনেক সময় ঔষধজনিত লক্ষণ সৃষ্টি হয়ে অবস্থা আরো খারাপ হয়। হোমিওপ্যাথিতে যেবস্তু যে রোগ সৃষ্ট করে, সেই বস্তুই সেই রোগ ভালো করে। ঔষধ যদি সম লক্ষণে প্রয়োগ না হয়, তাহলে এখানে ঔষধের কারণেই পূর্ণ অক্ষমতা সৃষ্টি হবে, অর্থাৎ- যেটুকু আছে সেটুকুও চলে যাবে। তাই, আংশিক অক্ষম রোগীদের জন্য একটি উপযুক্ত আংশিক ধ্বজভঙ্গের ঔষধ নির্বাচন করতে হবে।

এমন একটি উপযুক্ত ঔষধ হচ্ছে - Ikshugandha extract

এই ঔষধের প্রধান লক্ষণগুলো হচ্ছে -
১) যৌবনের শুরুতে অস্বাভাবিক উপায়ে বির্যপাত ঘটিয়ে লিঙ্গের স্বাভাবিক সাইজ নষ্ট হয়ে যাওয়া।
২) আংশিক ধ্বজভঙ্গ
৩) অতি শীঘ্র বির্যপাত এবং বির্য পাতলা হয়ে যাওয়া।

এই লেখাটি কাউকে নিজে নিজে এই ঔষধ কিনে খেতে পরামর্শ দিচ্ছে না। পরামর্শ দিচ্ছে একজন উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে।

03/08/2023

পৃথিবীতে কোন ফল পাকে না???

কাউকে যদি হঠাৎ এমন প্রশ্ন করা হয়, তাহলে হয়তো অনেকই অবাক হবেন এবং খুব সহজ এই উত্তরটি হয়তো মনে করতে কষ্ট হবে। পৃথিবীতে এমন অনেক ফল থাকতে পারে, তার সবগুলোর নাম আমাদের জানা নাও থাকতে পারে। তবে “আমলকি”-এর নাম জানে না, এমন মানুষ হয়তো আমাদের উপমহাদেশে কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ, “আমলকি” এমনই একটি ফল, যা কখনো পাকে না। কিন্তু কেন এই ফলটি পাকে না, তা নিয়ে বিজ্ঞানিদের কৌতুহল ও গভেষণার কোন শেষ নেই। আর চিকিৎসা বিজ্ঞানে আমলকির উপকারিতারও শেষ নেই। একটি বিষয়ে মোটামুটি সকলের মত হচ্ছে, কেউ যদি নিয়মিত আমলকি খায়, তাহলে সেই ব্যক্তিটিও পাকবে না, অর্থাৎ সহজে বার্ধক্যের ছাপ পড়বে না। আর কারো যদি দেহে অল্প বয়েসে বার্ধক্যের ছাপ এসেও পড়ে, সেটা পরিবর্তন হয়ে আবার তারুণ্য ফিরে আসবে। অকাল বার্ধক্যের চিহ্নগুলো হচ্ছে, অল্প বয়েসে চেহারার লাবণ্যতা নষ্ট হওয়া, চুল পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, যৌবনের শক্তি কমে যাওয়া ইত্যাদি।

তাই তারুণ্য ধরে রাখতে বা ফিরিয়ে আনতে সম্পূর্ণ প্রাকৃতিক সমাধান হচ্ছে আমলকি। আমলকির পরিপূর্ণ উপকারিতা পেতে আমলকির নির্যাস অধিক কার্যকরী।

02/08/2023

উপযুক্ত খাবার ও ঔষধ গ্রহণের পরেও কেন দেহের কোন উন্নতি হয় না:

আমরা খাদ্য বস্তুর মধ্যে দিয়ে যেসকল খনিজ উপাদান গ্রহণ করে থাকি, প্রকৃতিতে বিদ্যমান সেসব খাদ্যে খনিজ উপাদানের অণুগুলো যে সাইজে থাকে, সেই খনিজ গুলো আমাদের দেহ কোষে ঐ সাইজের থেকে সর্বনিম্ন ১২০ ভাগের ১ ভাগ সাইজে থাকে এবং এর চাইতেও আরো অনেক সুক্ষ সাইজে থাকে। কাজেই খাবার থেকে পাওয়া খনিজগুলো সরাসরি আমাদের দেহ কোষে রিপ্লেস হয় না।

খাবার থেকে গ্রহণ করা খনিজ উপাদানগুলো যখন পরিপাক তন্ত্রে পরিপাক হয়, তখন সেগুলো ভেংগে ৪০ ভাগের ১ ভাগে রুপান্তর হয়ে আমাদের রক্তে আসে, তারপর আমাদের লিভার সেগুলোকে কোষের প্রয়োজন অনুযায়ী সুক্ষ করে কোষে প্রেরণ করে।

যেসব রোগীদের লিভার ফাংশন দূর্বল, তাদের এই কাজটি যথাযথভাবে সম্পন্ন হতে পারে না। তাই, তারা ঔষধ এবং খাবারের মাধ্যমে যতই খনিজ উপাদান গ্রহণ করুক না কেন, তাতে কোনোই উপকারে আসে না।

তাই, যেসব রোগী খাবার খায় ভালো কিন্তু শরীরে তেমন কাজে আসেনা বা যথাযথ ঔষধ সেবনের পরেও দেহে তেমন কোন উপকার লক্ষ্য করা যায় না। তারা ঔষধ বা খাদ্য উপাদান বা পরিপূরক হিসাবে ঐসকল খনিজ উপাদানকে কৃত্রিমভাবে সুক্ষ করা, যা সরাসরি কোষে প্রবেশ করতে সক্ষম, এমন উপায়ে গ্রহণ করবে, তখন সেটা কাজে আসবে।
অনেক সময় দেখা যায় যথাযথভাবে নির্বাচিত মাদার টিংচার ঔষধগুলোও ঐ একই কারণে কাজ করে না। সেসব ক্ষেত্রে ন্যানো টেকনোলজির দ্বারা সুক্ষকরা সেসব ঔষধি উপাদানগুলোর নির্যাস অধিক কার্যকরী।

লিভার আমাদের দেহের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং এর ফাংশন অনেক ব্যাপক। যা দুর্বল হলে আমাদের সারা দেহ যন্ত্রই দুর্বল হয়ে যায়। তাই আমাদের সকলের উচিত লিভারের যত্ন নেওয়া এবং লিভারকে সবল রাখতে মাঝেমধ্যে কিছু লিভার টনিক সেবন করা, যা লিভারকে রিফ্রেশ করবে।

31/07/2023

পুরুষের লিঙ্গের সাইজগত যেকোনো সমস্যা এবং যৌন অক্ষমতার সমাধান করতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান হচ্ছে “ইক্ষু গন্ধা" নির্যাস:

“ইক্ষু গন্ধা” কিভাবে এই সমস্যার সমাধান করবে??

অল্প বয়স থেকে অতিরিক্ত হস্তমৈথুন এবং যেকোনো বয়সে সেক্সের অপব্যবহারের মাধ্যমে যাদের লিঙ্গ ছোট, চিকন, বাকা এবং উত্থান ত্রুটি বা পুরুষত্বহীনতা বা লিঙ্গ শৈথিল্য সমস্যা সহ যেকোন সমস্যার সমাধান করে একটি পারফেক্ট সাইজ ফিরিয়ে আনতে “ইক্ষু গন্ধা” গাছের রয়েছে অপরিসীম ক্ষমতা।

বর্তমান সময়ে আমাদের দেশে এই ধরণের যৌন সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক। তারা সবাই যখন চিকিৎসকের নিকট যায়, তখন নিজেরা সুপারম্যান হতে চিকিৎসকের কাছে ডিমান্ড করে, এবং অযোগ্য ও অদক্ষ চিকিৎসকেরা রোগীদের সুপারম্যান তৈরি করে নিজেদেরকেও সুপার ডাক্তার তৈরি করতে এই রোগের সবচেয়ে কার্যকর এবং পাওয়ারফুল ঔষধ দিয়ে থাকেন। কিন্তু বাস্তবে রোগীর কোন উপকারতো হয়ইনা, উল্টো আরো অধপাতনে যায়।

এর বিশেষ কারণ হচ্ছে দুইটা।
১) আমাদের দেশে অক্ষমতার রোগী অনেক থাকলেও সম্পূর্ণভাবে অক্ষম রোগী তেমন নেই। বেশির ভাগেরই যৌন উত্তেজনা থাকে, তবে সময় কম পায়, যাকে বলা যায় আংশিক অক্ষমতা। কিন্তু ঔষধ নির্বাচন করার সময়, সকলেই নির্বাচন করে পূর্ণ অক্ষমতার পাওয়ারফুল ঔষধ গুলো।

২) হোমিওপ্যাথিক ঔষধ গুলো হচ্ছে দুই ধারী তলোয়ারের মতো। যেবস্তু যে রোগ সৃষ্টি করে, সেই বস্তু সেই রোগ আরোগ্য করে। তাই, একজন ব্যক্তি যখন পূর্ণ অক্ষম না হয়ে যখন পূর্ণ অক্ষমতার ঔষধ খায়, তখন সেটা রোগ অবস্থার সাথে সদৃশ না হয়ে অসদৃশ হয়ে যায়, ফলে সে যেটুকু সক্ষম ছিলো, সেটুকুও ঔষধের প্রভাবে অক্ষম হয়ে যায়।

তাই ঔষধ হতে হবে রোগের সাথে সদৃশ, আংশিক অক্ষমতার জন্য, আাংশিক অক্ষমতা সৃষ্টি করে এমন ঔষধ।

“ইক্ষু গন্ধা” তেমনই একটি ঔষধ। এটি সুপার পাওয়ারফুল না হওয়ার কারণে বেশিরভাগ ডাক্তারই এটিকে উপেক্ষা করে চলে যায়।

প্রকৃত সত্য হচ্ছে পাওয়ারফুল নয়, উপযুক্ত সদৃশ ঔষধ সিলেকশন করতে হবে। আর রোগীকেও উপযুক্ত ডাক্তার খুঁজে বের করতে হবে, যে ডাক্তার রোগীর কথায় এবং আবেগ দ্বারা বিচলিত না হয়ে, উপযুক্ত ঔষধ নির্বাচন করতে সক্ষম। আর ডাক্তারকে অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ করে উপযুক্ত জ্ঞান অর্জন করতে হবে।

যাইহোক, “ইক্ষু গন্ধা” হচ্ছে এমন একটি ঔষধ, যা লিঙ্গের সাইজগত যেকোনো ত্রুটিগুলো দূর করতে সক্ষম এবং আংশিক অক্ষমতার একটি শ্রেষ্ঠ এবং উপযুক্ত ঔষধ।

এই লেখাটি কাউকে নিজে নিজে এই ঔষধ কিনে খেতে পরামর্শ দিচ্ছে না। পরামর্শ দিচ্ছে একজন উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে।

13/03/2023

যে মহিলারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারা সাধারণত গর্ভবতী হন না কেন?

উত্তর: বাচ্চারা ব্রেস্টের নিপল চুষলে উচ্চ মাত্রার প্রোল্যাক্টিন হরমোন তৈরি হয়। উচ্চ প্রোল্যাক্টিন মাত্রা FSH এর নিঃসরণকে বাধা দেয়, (FSH যা ডিম্বস্ফোটনকে ট্রিগার করে)। সুতরাং, প্রোল্যাক্টিনের মাত্রা বেশি হলে ডিম্বস্ফোটন দমন করা যেতে পারে। এই কারণে যে মহিলারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন (এবং এইভাবে উচ্চ মাত্রার প্রোল্যাক্টিন রয়েছে) তারা সাধারণত গর্ভবতী হন না।

29/01/2023

নবজাতকের জন্ডিস দুই প্রকার:
১) ফিজিওলজিক্যাল জন্ডিস বা নির্দোষ জন্ডিস এবং
২) প্যাথলজিক্যাল জন্ডিস বা ঝুঁকিসম্পন্ন জন্ডিস

ফিজিওলজিক্যাল জন্ডিসের বৈশিষ্ট্য হলো: এটা সাময়িক জন্ডিস, কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

প্যাথলজিক্যাল জন্ডিসের বৈশিষ্ট্য হলো: এটা বিপজ্জনক এবং সময়মতো সঠিক চিকিৎসা না হলে মৃত্যু ঝুঁকি থাকে। বাংলাদেশে প্রতি ১০০ শিশুতে ৪ জন শিশু এই রোগে মারা যায়।

সকল নবজাতকের জন্ডিসের ঝুঁকি বিবেচনায় নিয়ে ৩-৫ দিন বয়সে
• আনকনজুগেটেড বিলিরুবিন
• কনজুগেটেড বিলিরুবিন এবং
• টোটাল বিলিরুবিন
পরীক্ষা করা উচিত।

Address

Holistica, Ranavola Main Road, West From Road-4, Sector-10, Uttara
Uttarati
1230

Opening Hours

Monday 09:00 - 13:00
17:00 - 21:00
Tuesday 09:00 - 13:00
17:00 - 21:00
Wednesday 09:00 - 13:00
17:00 - 21:00
Thursday 09:00 - 13:00
17:00 - 21:00
Friday 09:00 - 13:00
17:00 - 21:00
Saturday 09:00 - 13:00
17:00 - 21:00
Sunday 09:00 - 13:00
17:00 - 21:00

Telephone

+8801716956063

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Mazharul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md Mazharul Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category