22/07/2025
সুপারফিশিয়াল বার্ণে মারাত্মক পেইন হয়। ডীপ বার্ণে যখন নার্ভ পুড়ে যায় তখন সে সকল রোগীরা ফেইন ফীল করেন না। বাইরে থেকে তাদের অনেকটা সুস্থ আছে বলে মনে হয়। কিন্তু বার্ণ পেশেন্টরা মারা যায় সবচেয়ে বেশি ইনফেকশন এ। এবং এটা শুরু হয় ১/২ দিন পর থেকে। সাধারণত বার্ণের রোগীরা Pseudomonas & Stap. Aureus ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়। এসব ব্যাকটেরিয়া সাধারণত হাসপাতাল থেকে ছড়ায়। বার্ণ পেশেন্টদের ইনফেকশানের রিস্ক অনেক বেশি। Skin barrier নষ্ট হওয়ায় wound colonize করতে শুরু করে।
চট্রগ্রাম মেডিকেলে শীতাকুণ্ড ট্রাজেডির সময় দেখেছি ৯৫% মানুষই ইনফেকশানের কথা চিন্তা না করে শুধু আবেগের বশে সাহায্য করতে যায়, কোন কাজ না থাকলেও দাড়িয়ে থাকে, ভিড় করে, ভিডিও করে। এতে কাজের কাজ কিছুই হয় না বরং ক্ষতি আরো বেশি হয়। ডাক্তার, নার্সদের কাজের ব্যাঘাত ঘটে এবং ইনফেকশন এর রিস্ক বেড়ে যায়। দয়া করে হাসপাতালে গিয়ে ভিউ ব্যবসা করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না। অপ্রয়োজনে কেউ অবস্থান করবেন না।স্বেচ্ছাসেবকরা প্রোপার হাইজিন মেইনটেইন করবেন। আপনার অতি উৎসাহ, আবেগ যেনো বাচ্চাগুলোর জীবনের জন্য আরো ক্ষতির কারণ না হয়।