Dr. Tajkiatul Islam Mohua

Dr. Tajkiatul Islam Mohua Inspiring Better Health...

22/07/2025

সুপারফিশিয়াল বার্ণে মারাত্মক পেইন হয়। ডীপ বার্ণে যখন নার্ভ পুড়ে যায় তখন সে সকল রোগীরা ফেইন ফীল করেন না। বাইরে থেকে তাদের অনেকটা সুস্থ আছে বলে মনে হয়। কিন্তু বার্ণ পেশেন্টরা মারা যায় সবচেয়ে বেশি ইনফেকশন এ। এবং এটা শুরু হয় ১/২ দিন পর থেকে। সাধারণত বার্ণের রোগীরা Pseudomonas & Stap. Aureus ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়। এসব ব্যাকটেরিয়া সাধারণত হাসপাতাল থেকে ছড়ায়। বার্ণ পেশেন্টদের ইনফেকশানের রিস্ক অনেক বেশি। Skin barrier নষ্ট হওয়ায় wound colonize করতে শুরু করে।
চট্রগ্রাম মেডিকেলে শীতাকুণ্ড ট্রাজেডির সময় দেখেছি ৯৫% মানুষই ইনফেকশানের কথা চিন্তা না করে শুধু আবেগের বশে সাহায্য করতে যায়, কোন কাজ না থাকলেও দাড়িয়ে থাকে, ভিড় করে, ভিডিও করে। এতে কাজের কাজ কিছুই হয় না বরং ক্ষতি আরো বেশি হয়। ডাক্তার, নার্সদের কাজের ব্যাঘাত ঘটে এবং ইনফেকশন এর রিস্ক বেড়ে যায়। দয়া করে হাসপাতালে গিয়ে ভিউ ব্যবসা করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না। অপ্রয়োজনে কেউ অবস্থান করবেন না।স্বেচ্ছাসেবকরা প্রোপার হাইজিন মেইনটেইন করবেন। আপনার অতি উৎসাহ, আবেগ যেনো বাচ্চাগুলোর জীবনের জন্য আরো ক্ষতির কারণ না হয়।

Summary of CKD
02/07/2025

Summary of CKD

28/06/2025

Short video on Fatty Liver Disease

We’re Growing to Serve You Better!Dr. Tajkiatul Islam Mohua is now available at two chambers for your convenience:Chambe...
22/06/2025

We’re Growing to Serve You Better!

Dr. Tajkiatul Islam Mohua is now available at two chambers for your convenience:

Chamber 1:
Wellness Health & Aesthetics
Sector 11, road 19, Uttara, Dhaka
Visiting Hours: 12-5pm (everyday)

Chamber 2 :Medilife Diagnostic Centre
Tongi station road,Dhaka
Visiting Hours: Saturday, Monday,Wednesday (6-10pm)

Book your appointment at your preferred location!
Contact: 01786667340

Get the same compassionate care—now closer to you.

Fresh Anonna  ❤️
18/06/2025

Fresh Anonna ❤️

এই ঘটনা প্রতিদিন ঘটছে। সবাই সাবধান হন। জীবন রক্ষাকারী Heimlich ...
17/06/2025

এই ঘটনা প্রতিদিন ঘটছে। সবাই সাবধান হন। জীবন রক্ষাকারী Heimlich ...

14/06/2025

নতুন কোভিড ভ্যারিয়েন্ট: কতটা ভয় পাওয়া দরকার?

সাম্প্রতিক সময়ে কোভিড-১৯-এর একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে। এটি গত দুই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত ছড়ানো ভ্যারিয়েন্ট, কিন্তু এর মানেই এই নয় যে আমরা আগের মতোই ঝুঁকির মধ্যে আছি। চলুন ধাপে ধাপে জেনে নেই:
---

১. নতুন ভ্যারিয়েন্ট কী?

Omicron-এর সাবভ্যারিয়েন্ট। আগের চেয়ে বেশি ছোঁয়াচে হলেও এখন পর্যন্ত কম প্রাণঘাতী হিসেবে ধরা হচ্ছে

২. ঝুঁকি কতটা?

এটি গত দুই বছরে সবচেয়ে সংক্রমণক্ষম স্ট্রেইন। কিন্তু বহু মানুষের শরীরে আংশিক ইমিউনিটি থাকায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল। বড় আকারে লকডাউনের সম্ভাবনা কম, তবে মহামারির প্রকৃতি পরিবর্তনশীল - একটা কথা আছে - only a fool makes predictions during an epidemic

৩. কারা বেশি ঝুঁকিতে?

বয়স্ক (>৬৫ বছর)

ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার বা ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা

ইমিউন কম্প্রোমাইজড (যেমন কেমোথেরাপি নিচ্ছেন বা HIV আছে)

যাদের ভ্যাকসিন নেয়া হয়নি বা শেষ ডোজ অনেক আগে

৪. লক্ষণগুলো কী কী?

সাধারণ লক্ষণ: জ্বর, কাশি, গলা ব্যথা, মাথাব্যথা, দুর্বলতা, ক্লান্তি (fatigue) ও খাওয়ার প্রতি অনিহা (anorexia)

কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে: গন্ধ ও স্বাদের পরিবর্তন, পেটের সমস্যা - যেমন ডায়েরিয়া, কষ্টকাঠিন্য, বমি।

৫. কখন হাসপাতালে যাওয়া উচিত?

যদি নিচের যেকোনো লক্ষণ দেখা দেয়, দ্রুত হাসপাতালে যান:

একটানা কথা বলার সময় মাঝপথে থেমে যেতে হয় (inability to finish a sentence)

ঠোঁট বা হাতের চামড়া নীল হয়ে যাওয়া

খুব বেশি শ্বাসকষ্ট

প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বা খুব অল্প পরিমাণে প্রস্রাব হওয়া

৬. কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যাবে?

ভ্যাকসিন: পাওয়া গেলে ভ্যাক্সিন বুস্টার দেয়া দরকার

মাস্ক: জনবহুল জায়গায় মাস্ক ব্যবহার করুন

অসুস্থ বোধ করলে ঘরে থাকুন এবং অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলুন

৭. চিকিৎসা কী কী আছে?

হালকা উপসর্গে ঘরোয়া বিশ্রাম ও সাপোর্টিভ কেয়ার যথেষ্ট

গুরুতর ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা দরকার হতে পারে

আন্দাজে ওষুধ খাওয়ার দরকার নাই - ডাক্তারের পরামর্শের বাইরে কিছু নেয়া লাগবেনা।

৮. অন্যান্য সতর্কতা:

বাংলাদেশের শহরাঞ্চলে কোভিডের উপসর্গ থাকলে ডেঙ্গু পরীক্ষাও করানো জরুরি, কারণ উভয়ের উপসর্গ প্রাথমিকভাবে অনেকটা একই রকম। কো-ইনফেকশন হলে রোগ জটিল হয়ে উঠতে পারে, তাই সচেতন থাকা গুরুত্বপূর্ণ

09/06/2025

🦠 বিশ্বব্যাপী আবার করোনা: এবার জ্বর নেই, কাশি নেই--সোজা ফুসফুসে আঘাত করছে XBB!

নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।
নতুন রূপ -- XBB -আগের মতো নয়।
এই ভাইরাসে সাধারণভাবে জ্বর বা কাশি হয় না,
তবে শরীরের ভেতরে নীরবে চলতে থাকে ভয়াবহ সংক্রমণ।

রোগীরা মাথাব্যথা, গলা ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, পিঠে অস্বস্তি--এসব উপসর্গ নিয়ে আসেন।
অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে,
কিন্তু এক্স-রেতে ধরা পড়ে নিউমোনিয়া।

XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত ৫ গুণ বেশি সংক্রামক এবং
সরাসরি ফুসফুসে আঘাত করে--তাই উপসর্গ হালকা হলেও ঝুঁকি অনেক বেশি।

🔍 লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে:
• মাথা ব্যথা
• গলা ও জয়েন্টে ব্যথা
• পিঠে চাপ
• ক্ষুধা হ্রাস
• ক্লান্তি
• এক্স-রেতে নিউমোনিয়া

শরীরের বাইরে থেকে ধরা না পড়লেও ভিতরে আক্রান্ত হচ্ছে শ্বাসতন্ত্র।

⚠️ এই রূপ আরও ছলনাময়, আরও নীরব।
তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

✅ করণীয়:
• মাস্ক ব্যবহার করা
• জনসমাগম এড়িয়ে চলা
• ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা
• নিয়মিত হাত ধোয়া
• উপসর্গ থাকলে প্রয়োজনে এক্স-রে বা HRCT করানো

06/06/2025
Clinical session done in Stamford University Bangladesh .Thanks to Fresh Anonna  for this wonderful arrangement.
03/06/2025

Clinical session done in Stamford University Bangladesh .Thanks to Fresh Anonna for this wonderful arrangement.

Grateful to attend BADCON 2025 alongside such dedicated peers. When passionate dermatologists come together, magic happe...
28/05/2025

Grateful to attend BADCON 2025 alongside such dedicated peers. When passionate dermatologists come together, magic happens. Here’s to lifelong learning and lifting each other higher.Honored to be part of great gathering that reflects the best of Bangladesh's dermatology community🩺✨

Let’s Break the Silence. Period!Menstruation is natural, normal, and nothing to be ashamed of. Yet millions of girls and...
16/05/2025

Let’s Break the Silence. Period!

Menstruation is natural, normal, and nothing to be ashamed of. Yet millions of girls and women still face stigma, lack of access to sanitary products, and misinformation.

This Menstrual Hygiene Awareness Campaign, we stand together to-

Educate young girls on safe menstrual practices

Break harmful myths and taboos

Ensure access to clean sanitary products

Promote dignity and confidence

Together, let’s empower with knowledge and protect with care.

Campaign on Menstrual Hygiene at Sonargaon University sponsored by Fresh Anonna

Address

Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tajkiatul Islam Mohua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tajkiatul Islam Mohua:

Share