Icon Care Limited

Icon Care Limited A Premium Psychiatric & De-Addiction Hospital. Where Change Begin🤞

মানসিক রোগের আধুনিক চিকিৎসামানসিক রোগের আধুনিক চিকিৎসা বলতে- একজন মনোরোগ বিশেষজ্ঞের ওষুধ, কাউন্সেলিং, সাইকোথেরাপি ও সুশৃ...
15/07/2025

মানসিক রোগের আধুনিক চিকিৎসা

মানসিক রোগের আধুনিক চিকিৎসা বলতে- একজন মনোরোগ বিশেষজ্ঞের ওষুধ, কাউন্সেলিং, সাইকোথেরাপি ও সুশৃঙ্খল জীবনশৈলীর মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান করাকে বোঝায়। এই চিকিৎসা পদ্ধতি ব্যক্তির মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

বর্তমানে মানসিক রোগের আধুনিক চিকিৎসায় দেশে যে কয়েকটি মানসিক স্বাস্থ্য সেবা দানকারী হাসপাতাল আছে তার মধ্যে ‍‌'আইকন কেয়ার' অন্যতম। বিশ্বমানের এই হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা নিয়ে ভালো থাকুন।

জনসচেতনতায়-
আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্ব মানের মানসিক রোগ নিরাময় হাসপাতাল।
🏤 ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
☎️ কেয়ার লাইনস: ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

মাদক ছেড়ে দিনমানুষ মাত্রই ভুল হয়। বিপথে হারানো মানুষের সহজাত। কিন্তু সেটাই শেষ নয়। জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে ফ...
21/06/2025

মাদক ছেড়ে দিন

মানুষ মাত্রই ভুল হয়। বিপথে হারানো মানুষের সহজাত। কিন্তু সেটাই শেষ নয়। জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে ফিরে আসার চেষ্টায়, নিজের সঙ্গে যুদ্ধ করার সাহসে। আপনি যদি কোনো নেশায় বা ভুল অভ্যাসে জড়িয়ে পড়েও নিজেকে বদলাতে চান, তবে আপনি দুর্বল নন- আপনি সাহসী। নিজেকে আবার খুঁজে নিই। আপনি একা নন, আমরা আছি আপনার পাশে।

আপনি দিন-রাত ২৪ ঘণ্টা আইকন কেয়ার-এ ভর্তি হয়ে মাদকাসক্তির চিকিৎসা নিতে পারেন।

জনসচেতনতায়-
আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্ব মানের মাদক নিরাময় হাসপাতাল।

🏤 ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
☎️ কেয়ার লাইনস: ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

06/06/2025

ঈদুল আজাহা মাহাত্বময়! মুসলমানদের জাতীয় জীবনে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম এই কোরবানি ঈদ। এই ঈদে ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয়।

আইকন কেয়ার লিমিটেড-এর সকল সেবা গ্রহীতা, অভিভাবক, মনোরোগ বিশেষজ্ঞবৃন্দ ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদুল আযহার শুভেচ্ছা! ঈদ মোবারক!

মানসিক রোগের চিকিৎসা নিনমানসিক রোগে ভুগছেন?মানসিক রোগের মধ্যে হতাশা, বিষণ্নতা, অ্যাংজাইটি, বাইপোলার মুড ডিজঅর্ডার, সিজোফ...
03/06/2025

মানসিক রোগের চিকিৎসা নিন

মানসিক রোগে ভুগছেন?

মানসিক রোগের মধ্যে হতাশা, বিষণ্নতা, অ্যাংজাইটি, বাইপোলার মুড ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, সাইকোসিস ডিজঅর্ডার, সাবস্টেন্স অ্যাবিউজ, ওসিডি, পোস্ট ট্রমাটিক ট্রেস ডিজঅর্ডার, প্যানিক অ্যাটাক, ফোবিয়া, পার্সোনালিটি ডিজঅর্ডার-এর রোগী বেশী। শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষ যেকোনো বয়সের মানুষই মানসিক রোগে আক্রান্ত হতে পারেন।

বর্তমানে এ রোগের আধুনিক চিকিৎসা রয়েছে। বাংলাদেশে যে কয়েকটি মানসিক স্বাস্থ্য সেবা দানকারী হাসপাতাল আছে তার মধ্যে ‍‌'আইকন কেয়ার' অন্যতম।

আপনার আপনজন বা পরিবারে কেউ মানসিক রোগে ভুগলে দেরি না করে দ্রুত তাঁকে সঠিক চিকিৎসার আওতায় নিয়ে আসুন। মানসিক রোগে আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সিলিং নিতে আইকন কেয়ার-এ চিকিৎসা নিন।

'আইকন কেয়ার' দিন-রাত ২৪ ঘণ্টা মানসিক রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য খোলা রয়েছে।

জনসচেতনতায়-
আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্ব মানের মানসিক রোগ নিরাময় হাসপাতাল।

🏤 ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
☎️ কেয়ার লাইনস: ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

নেশা থেকে জীবনে ফেরাঅনেকেই হতাশা কাটাতে নেশা শুরু করেন। দিনে দিনে নেশায় বুদ হন। একসময় এই নেশাই বিষিয়ে তোলে তার জীবন। কিন...
08/05/2025

নেশা থেকে জীবনে ফেরা

অনেকেই হতাশা কাটাতে নেশা শুরু করেন। দিনে দিনে নেশায় বুদ হন। একসময় এই নেশাই বিষিয়ে তোলে তার জীবন। কিন্তু তখন বড্ড দেরি হয়ে যায়।

একবার নেশায় জড়িয়ে হয়ে গেলে সহজেই নেশার জগত থেকে বের হয়ে আসা যায় না। তবে নেশার জগত থেকে বের হয়ে আসাটা সহজ না হলেও অসম্ভব নয় মোটেই।

এজন্য প্রথমেই একজন মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসা নিতে হবে। অনেক সময় সম্পূর্ণ নেশামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে একটি উন্নত মানের রিহ্যাবে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে।

মাদক নির্ভরশীলদের সঠিক ও সর্বাধুনিক চিকিৎসা নিতে আপনি দিন-রাত সার্বক্ষণিক ‌'আইকন কেয়ার'-এর সহযোগিতা নিতে পারেন।

জনসচেতনতায়-
আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্ব মানের মাদকাসক্তি নিরাময় হাসপাতাল।
🏤 ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
☎️ কেয়ার লাইনস: ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

জয় হোক মেহনতি মানুষের!আজ মহান মে দিবস। বিশ্বময় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবারের প্রতিপাদ্য 'শ্রমিক-মালিক এক হ...
01/05/2025

জয় হোক মেহনতি মানুষের!

আজ মহান মে দিবস। বিশ্বময় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবারের প্রতিপাদ্য 'শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে'

‌'মে দিবস' উপলক্ষে আইকন কেয়ার পরিবার-এর পক্ষ থেকে দেশের শ্রমিক শ্রেণির পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও অফুরান ভালোবাসা !

জনসচেতনতায়-
আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্ব মানের মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় হাসপাতাল।

🏤 ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
☎️ কেয়ার লাইনস: ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

মানসিক রোগের চিকিৎসা নিন মানসিক রোগে ভুগছেন?  হতাশা ঘিরে ধরছে চারপাশ থেকে?বিষণ্ণতা গ্রাস করছে প্রতিনিয়ত?জীবন অর্থহীন লাগ...
21/04/2025

মানসিক রোগের চিকিৎসা নিন

মানসিক রোগে ভুগছেন?
হতাশা ঘিরে ধরছে চারপাশ থেকে?
বিষণ্ণতা গ্রাস করছে প্রতিনিয়ত?
জীবন অর্থহীন লাগছে?
রাগ নিয়ন্ত্রন করতে পারছেন না?

আপনি বা আপনার প্রিয়জনের ওপরের লক্ষণগুলো থাকলে- দ্রুত একজন অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

বর্তমানে অসংখ্য মানুষ মানসিক রোগে আক্রান্ত হলেও সঠিক সময়ে চিকিৎসা নেয়ায় ঘাটতি রয়েছে। অথচ শুরুতে চিকিৎসা নেয়া হলে এ রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়।

মানসিক রোগের সঠিক চিকিৎসায় আপনি দিন-রাত সার্বক্ষণিক আইকন কেয়ার-এ চিকিৎসা নিতে পারেন।

জনসচেতনতায়-
‌আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্বমানের মানসিক রোগ নিরাময় হাসপাতাল।

🏤 ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
☎️ কেয়ার লাইনস: ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

শুভ নববর্ষ!আজ বাঙালির প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। এই দিনে জীর্ণ-পুরোনোকে পেছনে ফেলে সম্ভাবনার নব বছরে প্রবেশ করে গোট...
13/04/2025

শুভ নববর্ষ!

আজ বাঙালির প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। এই দিনে জীর্ণ-পুরোনোকে পেছনে ফেলে সম্ভাবনার নব বছরে প্রবেশ করে গোটা জাতি।

নববর্ষের প্রতিটি দিন হোক স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জ্বল! সবার জন‍্য শুভকামনা!

মাদক ছেড়ে দিন, জীবন বদলে যাবে!জীবনে শান্তিতে বাঁচতে চাইলে মাদক ছাড়তেই হবে। এক্ষেত্রে মনের জোড় ও পরিবারের সহানুভূতি দু'টো...
10/04/2025

মাদক ছেড়ে দিন, জীবন বদলে যাবে!

জীবনে শান্তিতে বাঁচতে চাইলে মাদক ছাড়তেই হবে। এক্ষেত্রে মনের জোড় ও পরিবারের সহানুভূতি দু'টোই প্রয়োজন। সঠিক চিকিৎসা নিলে মাদকাসক্তি থেকে নিশ্চিতভাবে মুক্তি মিলবে।

মাদকনির্ভরশীলদের সঠিক ও সর্বাধুনিক চিকিৎসা নিতে আপনি দিন-রাত সার্বক্ষণিক ‌'আইকন কেয়ার'-এর সহযোগিতা নিতে পারেন।

জনসচেতনতায়-
আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্ব মানের মাদকাসক্তি নিরাময় হাসপাতাল।

🏤 ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
☎️ কেয়ার লাইনস: ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

30/03/2025

ঈদ মোবারক!

“ঈদের খুশির তুফানে আজ ভাসলো দো জাহান;
এই তুফানে ডুবু ডুবু জমিন ও আসমান।
ঈদের চাঁদের পানসি ছেড়ে বেহেশত হতে-
কে পাঠালো এত খুশি দুখের জগতে;
শোন ঈদগাহ হতে ভেসে আসে তাহারি আজান”।

পবিত্র ‘ঈদুল ফিতর‘ উপলক্ষে আইকন কেয়ার লিমিটেড-এর পক্ষ থেকে দেশের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ! ঈদ মোবারক!!!

জনসচেতনতায়-
আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্বমানের মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় হীসপাতাল।

ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা-১২৩০।

কেয়ার লাইনঃ ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা!আজ ২৬ মার্চ। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পর...
25/03/2025

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা!

আজ ২৬ মার্চ। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।

যে শহীদদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন, তাঁদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি!

জনসচেতনতায়-
আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্ব মানের মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় হাসপাতাল।

🏤 ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
☎️ কেয়ার লাইনস: ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

মানসিক রোগ থেকে মুক্তিএকজন মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকলে তখনই তিনি পুরোপুরি সুস্থ। কিন্তু অনেক সময় আমাদের শরীর সুস্...
18/03/2025

মানসিক রোগ থেকে মুক্তি

একজন মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকলে তখনই তিনি পুরোপুরি সুস্থ। কিন্তু অনেক সময় আমাদের শরীর সুস্থ থাকলেও পারিপার্শ্বিক অবস্থা, মানসিক চাপ ও স্বাভাবিক আচার-আচরন পরিপন্থী জীবনযাপন করার ফলে মানসিক সুস্থতা বিপর্যস্ত হয়। এ চাপ দীর্ঘসময় বয়ে বেড়ালে বিষণ্নতা, হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগ সঙ্গী হতে পারে। দেখা দিতে পারে বড় ধরনের মানসিক রোগও।

আপনার পরিবারে বা আপনজন কেউ মানসিক রোগে ভুগলে দেরি না করে দ্রুত তাঁকে সঠিক চিকিৎসার আওতায় নিয়ে আসুন।

মানসিক রোগে আক্রান্ত রোগীদের অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা সঠিক চিকিৎসা, দক্ষ কাউন্সেলরের কাউন্সিলিং ও প্রয়োজনীয় জীবন ব্যবস্থা নিশ্চিত করতে আইকন কেয়ার হাসপাতালে চিকিৎসা নিন। দিন-রাত ২৪ ঘণ্টা রোগী ভর্তি করা হয়।

জনসচেতনতায়-
আইকন কেয়ার লিমিটেড
একটি বিশ্ব মানের মানসিক রোগ নিরাময় হাসপাতাল।

🏤 ঠিকানাঃ বাড়ী- ৪৫, রোড- ১৯, সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
☎️ কেয়ার লাইনস: ০১৩২৯৫৭১৮৬৩, ০১৭১৩০১২৬৫৭
ওয়েবসাইটঃ www.iconcareltd.com

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Icon Care Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Icon Care Limited:

Share