Life Circle

Life Circle Welcome to Life Circle's official page!

We are Counselling about Disability (Autism, ID, Down's, CP, etc)
Parenting, Marital Struggles, Addiction Recovery, and Mental Health Skill Development.

18/07/2025

প্রতিবন্ধী বিষয়ক ৩ মাস ব্যাপী অনলাইন
সাটিফিকেট কোর্স
Disability Management certificate Course
(DMC)
ক্লাস শুরু ১৪ই অগাস্ট ২০২৫, আপনার স্কিল
ডেভেলপ করার জন্য যুক্ত হতে পারেন আমাদের সাথে।

আমরা ৪ জন বিশেষজ্ঞগণ মিলে আছি আপনাদের পাশে,সবাই মিলে একটি ইনক্লুসিভ সমাজ গড়ার প্রত্যাশায় একসাথে পথ চলা।

এই কোর্সটিতে আপনি জানতে পারবেন -

★ যে কোন শিশুর (বিশেষ কিংবা রেগুলার) ভাষা ও বুদ্ধির বিকাশে করণীয়

★ শিশুর মস্তিষ্ক বিকাশের ধাপগুলো কিভাবে উন্নতি করা সম্ভব।

★ শিশুর সবগুলো এরিয়াতে কেমন করে উন্নতি করা সম্ভব।

★ আর্লি ইন্টারভেনশন কাদের জন্য প্রয়োজন হয়, কিভাবে ও কাদের সাহায্যে দিতে হয়?

★ কিভাবে শিশুদেরকে শিখাবো

★ বিশেষ শিশুদের ব্যবস্থাপনা সম্পর্কে জানবো আরও জানতে পারবো --

★ স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি কাদের জন্য, কেন প্রয়োজন এবং কখন দিতে হবে?

★ অকুপেশনাল থেরাপি কাদের জন্য, কখন ও কেন দিতে হয়?

★ ফিজিওথেরাপি কার জন্য দরকার কখন দরকার?

★ কাউন্সেলিং কার জন্য লাগে,কেন লাগে?

★অটিজম, আইডি ও অন্যান্য অ্যাডাল্ট শিক্ষার্থীদের
মানসিক চ্যালেঞ্জগুলোতে কারণীয় কি কি ?

এই সবগুলো বিষয় সম্বন্ধে আমরা
Disability Management Certificate course ( DMC) এ জানতে পারবো।

আরো জানবো ইনক্লুসিভ এডুকেশন সম্বন্ধে

যেখানে প্রতিবন্ধী / বিশেষ, জেনারেল শিক্ষার্থীদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।

আমাদের উদ্দেশ্য হবে সঠিক নিয়ম জেনে কিভাবে আমরা আমাদের সোনামনিদের কে সুন্দর ভবিষ্যত
এর নিশ্চয়তা দিতে পারি।

আর এই সব বিষয় জানতে DMC কোর্সটি আপনাকে সাহায্য করতে পারে, আরো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জার বা 01716-437859 এই নাম্বারে whatsapp এর মাধ্যমে।

কোর্স টি অনলাইনে হওয়ায়

দেশের যেকোনো জায়গা থেকে যুক্ত হতে পারবেন আমাদের সাথে কোন রকম যাওয়া আসার ঝামেলা ছাড়াই

আপনি সন্তান লালন পালন ও প্রতিবন্ধিতা বিষয়ে কষ্ট করে সার্টিফিকেট নিয়ে নিজের ও পরিবারের উন্নতি করতে পারবেন ইন শা আল্লাহ।

Oppositional Defiant disorder (ODD)অপজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার(ওডিডি)এর বাংলা অর্থ হল - বিরোধীতাকারী ডিসঅর্ডার / অবাধ্য...
03/07/2025

Oppositional Defiant disorder (ODD)
অপজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার(ওডিডি)

এর বাংলা অর্থ হল - বিরোধীতাকারী ডিসঅর্ডার / অবাধ্যতা রোগ।

এটি একটি মানসিক ও আচরণগত রোগ।

যার ফলে ব্যক্তি অবাধ্যতা, প্রতিহিংসাপরায়ণতা,অবমাননাকরা, তর্ক করা,
পরিবারের কর্তৃত্বে যিনি থাকেন( বাবা-মা,ভাই)
তাদের বিরুদ্ধাচারণ ও তর্কাত্নক আচরণ করে থাকেন।

এই ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির মুড,আচরণ এবং প্রতিহিংসা পরায়ণ মনোভাব এই তিন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়।

এর ৩ টি মাএা :-

১: মৃদু
২:মাঝারি ও
৩: তীব্র

প্রভাব : এই সমস্যার ফলে ব্যক্তি শিক্ষা,কর্ম, সামাজিক ও পারিবারিক জীবনে নানা রকম প্রতিবন্ধকতার স্বীকার হোন।

এই ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হলো :-

নিজের ভাই বোন ছাড়াও কমপক্ষে অন্য একজনের সাথে প্রকাশ পেতে পাবে -

মোটকথা নিম্নোক্ত আচরণ গুলি নিজের ভাই বোনের সাথে এবং বাইরের মানুষের সাথে করে থাকে (ভাই বোনের সাথেতো করবেই পাশাপাশি এক বা অধিক বাইরের মানুষের সাথে করে থাকে)

আচরণ গুলো হলো-

√ প্রায় সময় রাগী এবং বিরক্ত থাকা

√ অনেক সময় রাগের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না

√ প্রায় অধিকাংশ সময় অভিমান করে

√ অকারণে বড়দের প্রতি প্রতিশোধ নিতে চাওয়া

√ খুব দ্রুত বিরক্তি হওয়া

√ প্রায় সময় কর্মস্থানে মানুষের সাথে বাক-বিতণ্ডাতে জড়ানো

√ প্রায় সময় কাছের মানুষের ও সহকর্মীদের অনুরোধ অগ্রাহ্য করা

√ প্রায় ইচ্ছাকৃতভাবে অন্যদের বিরক্ত করা

√ নিজের ভুল আচরণের জন্য অন্যকে দোষারোপ করা

√ নিজের খারাপ ও অন্যায় আচরণের জন্য অন্যকে দোষারোপ করা

√ রেগে গিয়ে খারাপ ও নোংরা ভাষায় কথা বলা

√ অন্যকে হেয়ো/ ছোট করে কথা বলা

√ বড়দের ডিসিশন অমান্য করা ও তর্ক করা

√ এরা ৬ মাসের মধ্যে কমপক্ষে ২ বার প্রতিহিংসা পরায়ণ আচরণ করে

আপনার পরিবার আপনজন পাড়া-প্রতিবেশী বন্ধুবান্ধব সহপাঠী সহকর্মী এদের মধ্যে কারো আচরণে যদি উপরিউক্ত বিষয়গুলি প্রকাশ পায় তাহলে অবশ্যই

একজন মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট নাহলে একজন কাউন্সিলরের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন।

আমরা অনেকেই মানুষের সুস্থতা বলতে শারিরীক সুস্থতার কথা ভাবি কিন্তু এটি ভুল ভাবনা

শরীরের সাথে মনের সম্পর্ক অত্যন্ত গভীর তাই শরীরের পাশাপাশি মনের যত্ন নেয়া খুবি প্রয়োজন।

তা নাহলে আপনার পরিবার, আপনজন ও কাছের মানুষ গুলো কেউ ভালো থাকতে পারবে না এই ধরনের ডিসঅর্ডারে আক্রান্ত হলে।

আসুন আমরা সবাই শরীরের ও মনের সমান ভাবে যত্ন নেই

একটি সুস্থ ও নিরাপদ জীবন গড়ে তুলি

লেখায়
শারমিন মুজাহিদ
০৩/০৭/২৫ ইং

অস্বাভাবিক আচরণ? অস্বাভাবিক আচরণ বলতে সেই আচরণগুলোকে বোঝায় যা সাধারণত সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং যার মাত্রা গত দিক থেকে...
01/07/2025

অস্বাভাবিক আচরণ?
অস্বাভাবিক আচরণ বলতে সেই আচরণগুলোকে বোঝায় যা সাধারণত সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং যার মাত্রা গত দিক থেকে বিচ্যুত।

মানুষ মাত্রই কোন না কোন সময় কিছু বা কিছু অনাকাঙ্ক্ষিত বা অসঙ্গত আচরণ করতে পারে।

কিন্তু আচরণ ঠিক তখনই অস্বাভাবিক হয় যখন তা প্রতিনিয়ত ঘটে এবং তুলনামূলক স্থায়ী রূপ লাভ করে।

যেকোনো বয়সে এমন হতে পারে।

অস্বাভাবিক বা অসঙ্গতা আচরণ দেশ ভেদে ভিন্ন হয়ে থাকে।

কোন একটি আচরণ একটি অঞ্চলের স্বাভাবিক হলেও অন্য অঞ্চলে অসঙ্গত হিসেবে বিবেচ্য হতে পারে।

যেমন শিক্ষককে নাম ধরে ডাকা আমাদের দেশে কোনভাবে গ্রহণযোগ্য নয় কিন্তু পাশ্চাত্য দেশে এটি স্বাভাবিক।

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে যেসব আচরণ পরিলক্ষিত হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো -

√ অত্যাধিক ক্রোধ
√ ক্রোধান্বিত যোগাযোগ
√ সব কিছুতেই বিরক্ত ভাব
√ অযাচিতভাবে মনোযোগ আকর্ষণের চেষ্টা করা
√ চিৎকার করা
√ দৌড়াদৌড়ি করা
√ অন্যকে আঘাত করা
√ জিনিসপত্র ছুড়ে মারা আরে না নাই
√ নিজেকে আঘাত করা
√ দেয়ালে প্রতিনিয়ত মাথা ঠুকা
√ অন্যের জিনিসপত্র নষ্ট করা

ইত্যাদি আচরণগুলো যখন মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পায় তখনই সেগুলোকে অস্বাভাবিক আচরণ হিসেবে চিহ্নিত করা হয় ।

আমাদের বিশেষ শিশু সম্বন্ধে জানবো, তাদেরকে বোঝার চেষ্টা করবো,

কেন তারা এমন আচরণ করছে সেই সমস্যা গুলো খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করবো।

লেখায়-
শারমিন মুজাহিদ

বুদ্ধি -" বুদ্ধি হলো এমন ক্ষমতা যা দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, চুক্তি পূর্ণভাবে চিন্তা করা যায় এবং পরিবেশের ...
28/06/2025

বুদ্ধি -
" বুদ্ধি হলো এমন ক্ষমতা

যা দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়,

চুক্তি পূর্ণভাবে চিন্তা করা যায় এবং

পরিবেশের সাথে উপযুক্ত ভাবে

মোকাবিলা করা যায় "

মানুষের সুখে থাকার জন্য,

ভালোভাবে জীবন যাপন করার জন্য কতোটুকু বুদ্ধি থাকতে হয়??

ADHD সম্বন্ধে সাধারণ ধারণা -Attention Deficit Hyperactivity Disorder (ADHD)ADHD একটি আচরণগত ব্যাধী যা Impulsivity, অমনোয...
01/06/2025

ADHD সম্বন্ধে সাধারণ ধারণা -
Attention Deficit Hyperactivity Disorder (ADHD)

ADHD একটি আচরণগত ব্যাধী যা Impulsivity, অমনোযোগী এবং কিছু ক্ষেত্রে হাইপার একটিভিটি দ্বারা চিহ্নিত করা যায়।

এটি অল্প বয়স থেকে দৃশ্যমান হয়, সাধারণত শিশুর পারিপার্শ্বিক অবস্থা যখন পরিবর্তন হয় তখন এই সমস্যাটি নজরে আসে অর্থাৎ যখন শিশুরা স্কুলে যাওয়া শুরু করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ৬ থেকে ১২ বছর বয়সের মধ্যে সনাক্ত করা যায়।

ADHD মূলত মস্তিষ্কের সাথে সম্পর্কিত একটি ব্যাধি
এটিকে প্রাথমিকভাবে ADD (Attention Deficit Disorder) হিসেবে উল্লেখ করা হয়েছিল, পরবর্তীতে এটিকে ADHD নাম দেয়া হয়েছে।

কারণ :-
এখন পর্যন্ত এর সঠিক কোন প্রধান কারণ চিহ্নিত করা যায়নি তারপরেও গবেষণা করে কিছু কারণ চিহ্নিত করা হয়েছে -

★জেনেটিক
★মস্তিষ্কে আঘাত
★গর্ভাবস্থায় সংক্রমণ
★গর্ভাবস্থায় ধূমপান ও মাদক সেবন
★অপুষ্টি
★কম জন্য জন্ম নেয়া শিশু
★বিষাক্ত পরিবেশ

লক্ষণ :-
★ অমনোযোগী,
★ অতি চঞ্চলতা
★অনবরত কথা বলা
★ অন্যকে কথা বলার সুযোগ কম দেয়া
★ একটি কাজ শেষ না হতেই অন্য কাজ শুরু করা
★অস্থিরতা
★কেউ কেউ বেশি আবেগী হওয়া
★ দিবাস্বপ্ন দেখা
★ স্কুলের ও বাসার কাজে অপারগতা
★বন্ধুত্ব ধরে রাখতে অক্ষমতা

উপরোক্ত লক্ষণগুলো ছাড়াও আরো অনেক লক্ষণ আছে

ADHD - র প্রধান সমস্যা :-

১)অমনোযোগী
২) অতি চঞ্চলতা
৩) ইমপালসিভিটি বা আবেগ তাড়না

চিকিৎসা :-

★ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন
★বিহেভিয়ার পরিবর্তন এর জন্য থেরাপি
★অভিভাবক প্রশিক্ষণ
★অভিভাবক কাউন্সেলিং

পরিশেষে বলা যায় ADHD একটি আচরণগত ব্যাধী হওয়ায়, সঠিক সময়ে সঠিক গাইড লাইনের মাধ্যমে পরিচর্যা করতে পারলে অনেকটা অনুকূল পরিবেশে খাপ খাওয়ানো সম্ভব ইন শা আল্লাহ।

তাই অভিভাবকদের প্রতি পরামর্শ হলো চিন্তিত না হয়ে
সময় মতো early intervention এর মাধ্যমে আপনার শিশুর যত্ন নিন, একটা সময় ভালো রেজাল্ট পাবেন ইন শা আল্লাহ।

লেখায় :-
শারমিন মুজাহিদ
তাং-০১/০৬/২৫ ইং

" পারিবারিক নির্যাতন "পারিবারিক নির্যাতন বলতে আমরা অনেক সময় শুধু শারিরীক নির্যাতনের কথাই মনে করি, আসলেই কি তাই ?  উত্তর ...
26/05/2025

" পারিবারিক নির্যাতন "
পারিবারিক নির্যাতন বলতে আমরা অনেক সময় শুধু শারিরীক নির্যাতনের কথাই মনে করি, আসলেই কি তাই ?

উত্তর : না।

পারিবারিক নির্যাতন অনেক রকম হতে পারে যেমন -শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক।

মোট কথা, যখন কোন পরিবারে একজন সদস্য অন্য সদস্যের উপর উপরিউক্ত নির্যাতন করে তাই পারিবারিক নির্যাতন।

দিনের পর দিন যদি কোন ব্যক্তি (পুরুষ কিংবা মহিলা ) এই ধরনের নির্যাতন গুলো সহ্য করেন তাহলে তার মধ্যে যে সমস্যা গুলো তৈরী হয় যার কারণে তার পারিবারিক জীবনের প্রতি অনিহা চলে আসে সাথে সাথে জীবন দুর্বিষহ মনে হয়।

আর তাই ঐ ওই ব্যক্তির নিম্নক্ত সমস্যা গুলো তার জীবনে বয়ে নিয়ে বেড়ায়-

★ সহ্য ক্ষমতা কমে যাওয়া
★আক্রমণাত্মক হওয়া
★ সন্দেহ প্রবণতা বেড়ে যাওয়া
★কারো সাথে ঘনিষ্ঠ হতে ভয় পাওয়া
★একা একা থাকতে ভয় পাওয়া
★আত্মবিশ্বাস কমে যাওয়া
★অন্যায়ের প্রতি বিশ্বাস কমে যাওয়া
★প্রায় সব সম্পর্ক গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা
★সবকিছুরই বিচার বিশ্লেষণ করতে থাকা

আর সমস্যা গুলোর কারণে হতে পারে ওই ব্যক্তির কেন না কোন মানসিক রোগ, যেমন -

★বিষন্নতা
★পোস্ট ডিসঅর্ডার
★প্যানিক অ্যাটাক
★ইটিং ডিসঅর্ডার
★ব্যক্তিত্বের সমস্যা

আর এর ফলে ব্যক্তি যা হয়,তাহলো-

★ আত্মহত্যার চেষ্টা করা
★নিজের বা অন্যের ক্ষতি করা
★ঘুমের সমস্যা
★ক্রনিক পেইন
★সেক্সুয়াল আচরণ বেড়ে যাওয়া
★অ্যালকোহল সেবন
★কোন নিয়ম কানুন না মানা
★বিভিন্ন রকম শারীরিক সমস্যা হওয়া
★আত্ম - মর্যাদার সমস্যা হওয়া

আসুন আমরা সচেতন হই নিজের ও পরিবারের সদস্যের প্রতি যেন জেনে বা না জেনে কোন পরিবারের কেউ এমন জীবন যাপন না করেন।

তবে যদি এমন হয়েই যায় তাহলে যেন দেরি না করে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা একজন কাউন্সেলরের কাছে নিয়ে যাই যারা কিনা

★ সিস্টেমিক ফ্যামিলি থেরাপি ★ বা অন্য কোন থেরাপি দিয়ে ওই ব্যক্তিকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে।

পারিবারিক কলহ মুক্ত জীবন কোটি কোটি শিশুকে সুস্থ ও স্বাভাবিক জীবন দান করতে পারে পাশাপাশি অনেকেই অকাল মৃত্যু থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে ইনশাআল্লাহ।

লেখায়

শারমিন মুজাহিদ
তাং-২৬/০৫/২৫ ইং

' আত্নহত্যা 'আত্নহত্যা নিয়ে কিছু কথা -আমাদের সমাজে আত্নহত্যা যেন আজকাল কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে।এই আত্নহত্যাই কি একমাত্র স...
21/05/2025

' আত্নহত্যা '
আত্নহত্যা নিয়ে কিছু কথা -
আমাদের সমাজে আত্নহত্যা যেন আজকাল কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই আত্নহত্যাই কি একমাত্র সমাধানের পথ?
না,তা কিন্তু নয়।

চলুন একটু জানার চেষ্টা করি মানুষ কখন এই পথটি বেছে নেয় এবং তার পিছনে কোন মানসিক রোগ বা অন্য কিছু জড়িত আছে কি না?

কারা আত্নহত্যার ঝুঁকিতে রয়েছেন -

মানসিক রোগের সাথে আত্নহত্যার একটি অনেক বড় সম্পর্ক আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে যা প্রমাণিত।

যেমন-
বিষণ্ণতা,
বাইপোলার ডিসঅর্ডার,
সিজোফ্রেনিয়া,
কনডাক্ট ডিসঅর্ডার,
মাদক সেবন
এসমস্ত মানসিক রোগীরা আত্নহত্যা করাটা খুব স্বাভাবিক বলে মনে করেন।

তবে এ ছাড়াও সম্পর্কের চাপ অথবা ক্রনিক পেইন ও উদ্বেগ, আর্থিক সমস্যা, একাকিত্ব, নির্যাতন, বিভিন্ন ক্ষয়ক্ষতি, বেকারত্ব, ডিভোর্স, বুলিং,পারিবারিক কলহ,
ও মিডিয়া বা কোন নিকট কাউকে আত্নহত্যা করতে দেখলেও নিজের আত্নহত্যা করার প্রবনতা বাড়ে।

যারা আত্মহত্যা করতে চায়
তাদের মধ্যে পূর্ব সতর্কতামূলক চিহ্ন -

নিজেকে অনেক একা একা লাগে এমন অনুভূতি প্রকাশ করা,

নিজেকে শেষ করার পরিকল্পনা করে বিভিন্ন উপায় খুঁজে বের করা যেমন-অনলাইনে উপায় খুঁজা,ঘুমের ঔষধ খোঁজা,

অসহ্য লাগা,
নিজেকে অন্যের বোঝা মনে করা,
অ্যালকোহল সেবন,
পরিবার, সমাজ ও বন্ধুদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয়া,

মেজাজের তারতম্য যেমন- হঠাৎ করে খুবই খারাপ থেকে খুবই শান্ত হয়ে যাওয়া।

গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয় গুলো কাউকে বুঝিয়ে দেয়া বা বলা।

যারা আত্মহত্যার পরিকল্পনা করে তাদের মধ্যে এমন কিছু আচরণ লক্ষ্য করা যায়।

আপনার পরিচিত কাউকে এমন আচরণ করতে দেখলে অবশ্যই একজন
বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন যিনি এসমস্ত মানসিক রোগীর চিকিৎসা করেন।

মনে রাখবেন আত্মহত্যা কোন সমাধান নয়,
এমন হলে চিকিৎসা করা প্রয়োজন পাশাপাশি পরিবারের সাপোর্ট অনেক বেশি দরকার।

তা না হলে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব নয়,

আত্নহত্যার ব্যবস্থাপনা হিসেবে

কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ও ডায়ালেকটিকাল বিহেভিয়ার থেরাপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যা একজন সচেতন নাগরিক হিসেবে আপনার আমার জন্য জেনে রাখা দরকার।

চলুন আত্মহত্যা সম্পর্কে আরো সচেতন হই,সমাজ ও দেশের মঙ্গলআর্থে কিছু করি।

লেখায়

শারমিন মুজাহিদ
তাং ২২/০৫ ২৫ ইং

05/05/2025

প্রতিবন্ধিতা সম্পর্কে সাধারণ ধারণা

শিক্ষা এমন একটি শক্তি যা কখনো শেষ হয়ে যায় না,জীবনের প্রতিটি মুহূর্তেই শিক্ষা তার সৌন্দর্য চারপাশে ফুটিয়ে তোলে।আর সেই শিক...
28/04/2025

শিক্ষা এমন একটি শক্তি যা কখনো শেষ হয়ে যায় না,
জীবনের প্রতিটি মুহূর্তেই শিক্ষা তার সৌন্দর্য চারপাশে ফুটিয়ে তোলে।
আর সেই শিক্ষা যদি হয় সন্তান লালন পালনের জন্য, সন্তানের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য,
এ না হলেও হতে পারে নিজের ক্যারিয়ারকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য,
তাহলে তো এই শিক্ষার সৌন্দর্য কখনো ফুরিয়ে যাবে না, দিনের পর দিন তার সৌন্দর্য ছড়াতেই থাকবে।

হ্যাঁ, আমি বলছি শিক্ষকতা পেশায় নিজেকে গড়ে তোলার জন্য ও সন্তান লালন পালনের জন্য সেই সন্তান স্পেশাল হোক বা জেনারেল উভয় দিকেই আপনি একজন সফল ব্যক্তি হিসেবে গড়ে তোলার তাগিদে আমাদের DMC কোর্সটিতে যুক্ত হতে পারেন।

আপনি হতে পারেন একজন শিক্ষক,হতে পারেন, অভিভাবক ( বিশেষ কিংবা রেগুলার ) না হয় অন্য যেকোন পেশায় যুক্ত নিজের জায়গাটি আরো শক্ত ও মজবুত করতে আপনার আদরের সোনামণিকে সঠিক গাইড লাইনের মাধ্যমে গড়ে তুলতে DMC কোর্সটি হতে পারে আপনার আস্থার জায়গা, এখানে যুক্ত হলে আপনি চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু লালন পালনের বিভিন্ন কৌশল, থেরাপি, প্রতিবন্ধিতা, আই ই পি,ই আই ও ইনক্লুসিভ এডুকেশন ইত্যাদি সম্বন্ধে জানতে পারবেন, যা আপনার কাজের মনোবল বাড়াতে সাহায্য করবে।
আসুন নিজেকে গুছিয়ে নিয়ে কাজ করি, কোন ভেদাভেদ না রেখে সমাজের সকল স্তরে বিশেষ শিশু ও জেনারেল শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।

কোর্স টিতে যুক্ত হতে এই 01716 43 78 59 নাম্বারে যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত তথ্য জানতে।

20/02/2025

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি

মহান বিজয় দিবসের শুভেচ্ছা 💚❤️💚
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা 💚❤️💚

31/10/2024

অনেকেই জানেনা কখন, কোথায়, কিভাবে, কেমন করে কথা বলতে হয়? কথায় সুখী, কথাতেই দু:খী

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Life Circle:

Share