21/08/2024
অহেতুক ভীতি বা ভয়(Phobia)
ভীতি বা ভয় মানুষের একেবারে স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে এই ভীতি যদি অযৌক্তিক হয়, তখন সেটিকে বলা হয় ফোবিয়া বা অহেতুক ভীতি।
অহেতুক ভীতি বা ভয় হল এক ধরনের উদ্বেগজনিত ব্যাধি যা একটি বস্তু বা পরিস্থিতির প্রতি মানুষের প্রতিরোধের অক্ষমতা এবং অসহনীয় ভয় দ্বারা চিহ্নিত করা হয়।
অহেতুক ভীতিতে আক্রান্ত ব্যক্তি গভীর ভয় বা আতঙ্কের অনুভূতি অনুভব করতে পারে, যখন তারা তাদের ভয়ের উৎসের মুখোমুখি হয়ে থাকে। এই পরিস্থিতি সাধারণভাবে ভয়ঙ্কর বা ভীতিজনক নয় তবুও কিছু মানুষ বিশেষ কিছু পরিস্থিতি, বস্তু বা প্রাণী থেকে অযৌক্তিক ভয় পেয়ে থাকে, যেমন– টিভিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করা, উঁচু জানালা থেকে বাইরে তাকালে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া ইত্যাদি। এছাড়াও যারা মানুষের ভিড় বা খোলা জায়গায় ভয় পায়- তারা দাওয়াতে যায় না, বাজারে যায় না।
আবার যারা বদ্ধ জায়গায় ভয় পায়- তারা সব সময় ঘরের দরজা খোলা রাখে, লিফটে ওঠে না।
সাধারণভাবে ফোবিয়াকে তিন ভাগে ভাগ করা হয়–
সুনির্দিষ্ট ফোবিয়াঃ
কোনো বস্তু বা বিশেষ পরিস্থিতির প্রতি অহেতুক, অযৌক্তিক ভয়। যেমন কোনো বিশেষ প্রাণী বা পোকার প্রতি ফোবিয়া, সাপের ছবি দেখে উদ্বিগ্ন হওয়া, উঁচু জায়গায় উঠে ভয় পাওয়া ইত্যাদি।
সামাজিক ফোবিয়াঃ
সামাজিক অনুষ্ঠান, সভা, দাওয়াতে মানুষের সঙ্গে কথা বলতে, নিজেকে প্রকাশ করতে ভীষণভাবে অস্বস্তি বোধ করে। সে কারণে সে সামাজিকতা এড়িয়ে চলে।
অ্যাগোরাফোবিয়াঃ
উন্মুক্ত খোলা জায়গা, জনবহুল এলাকা, বাজার, বাস, ট্রেন ইত্যাদিতে আতঙ্কিত হয়ে পড়ে। ফলে সে এগুলো এড়িয়ে চলে।
কারণঃ • কোনো বিষয়ে ভয় পাওয়ার পিছনে অতীতের কোনো ঘটনা থাকে।
• কোনো তিক্ত বা কষ্টকর অভিজ্ঞতা থেকে।
• অনেক সময় অপছন্দনীয় বা বিরক্তিকর পরিস্থিতি থেকে ও ভয়ের উদ্ভব হয়ে থাকে।
• শৈশবের ঘটনা-দুর্ঘটনা।
• একজন মানুষের বেড়ে ওঠা।
• মানুষের মনের গড়ন, ব্যক্তিত্ব ইত্যাদি।
লক্ষণঃ • হার্টরেট বেড়ে যাওয়া
• গলা, মুখ শুকিয়ে যাওয়া • বমিবমি ভাব
• বুকে ব্যথা • পেশিতে টান, কাপুনি
• প্রচণ্ড ঘাম নির্গত হওয়া
• পেটে অসুবিধা, ডায়রিয়া
• মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া
• চিৎকার করা
• অস্বাভাবিক আচরণ করা
• বাইরের লোকজন এড়িয়ে চলা আত্মবিশ্বাস কমে যাওয়া
• হতাশ লাগা
চিকিৎসাঃ
ফোবিয়ার চিকিৎসায় প্রধানত সাইকো থেরাপি,কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ইত্যাদির একটু ধৈর্য্য ধরে চিকিৎসা করালে ভালো ফল পাওয়া যায়। যে বিষয় বা পরিস্থিতির প্রতি ফোবিয়া আছে, তা এড়িয়ে না চলে ধাপে ধাপে সেটির সঙ্গে নিজেকে পরিচিত করাতে হবে; প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
Israt Jahan Laboni
Psychologist, Life logo
MS in School Psychology, DU