Afiyah Women's Hijama Therapy

Afiyah Women's Hijama Therapy A Sunnah Oriented Treatment for Women

15/07/2025
"হিজামা নিয়েতো অনেকে কথাই বলেন,কিন্তু মেডিক্যাল ও বাস্তব অভিজ্ঞতা দিয়ে কয়জন বলেন?"দেহ-মন-আত্মা সবই তো আরোগ্যের অংশ।হিজাম...
14/07/2025

"হিজামা নিয়েতো অনেকে কথাই বলেন,
কিন্তু মেডিক্যাল ও বাস্তব অভিজ্ঞতা দিয়ে কয়জন বলেন?"

দেহ-মন-আত্মা সবই তো আরোগ্যের অংশ।
হিজামা চিকিৎসার মাধ্যমে কেবল শরীর নয়,
রুকইয়াহ ও সাইকোলজির ছোঁয়ায় তা হয়ে ওঠে পরিপূর্ণ।

এবার সরাসরি একজন অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকেই আসুন জানি:-
✔️ কারা হিজামা করবেন।
✔️কখন করবেন, করবেন না।
✔️ কী ভুল করলে হতে পারে বিপদ।
✔️ আর কীভাবে হিজামা হতে পারে আপনার রিকভারির চাবিকাঠি।

এই ওয়েবিনারে পাচ্ছেন:-
🩺 হিজামা নিয়ে বিস্তারিত আলোচনা
🧠 মানসিক ভারসাম্যের সংক্ষিপ্ত দিক
🕊️ রুহানিয়াতের ছোঁয়া
এ সবকিছুই একসাথে, একটি ভারসাম্যপূর্ণ আলোচনায়।

🎙️ স্পিকার: ডা. সজীব হোসেন An-Nahyan Medical Practice

📆 ১৮ই জুলাই
⏰ শুক্রবার রাত ৯টা
🎙️ Zoom & Facebook Live
💸 সম্পুর্ন ফ্রি

টেলিগ্রাম চ্যানেল: https://t.me/+7cG52hKU0lE3NmRl
ফেসবুক পেজ: https://www.facebook.com/share/16xxGH3gbX

11/07/2025
10/07/2025

🍁 লিভার অসুস্থ কিভাবে বুঝবেন?

উত্তর: যখন আপনি এর ফাংশান বা কাজ সম্পর্কে জানবেন। কারণ, তখন বুঝতে পারবেন লিভার সঠিক ভাবে কাজ করছেনা। তাই এর যত্ন নেয়া প্রয়োজন ও হিজামা বা কাপিং করা প্রয়োজন।

🟢লিভারের কিছু গুরুত্বপূর্ণ ফাংশান: (Part-01)

▫️লিভার পিত্তরস তৈরি করে ফ্যাটি অর্থাৎ চর্বিযুক্ত খাবার কে ডায়জেশনের জন্য প্রস্তুত করে এবং Waste material রিমুভ করতে হেল্প করে।

▫️লিভার অসুধের ক্ষতিকর পদার্থ,টক্সিন ও অন্যান্য ক্ষতিকর পদার্থ রিমুভ করে।

▫️অতিরিক্ত গ্লুকোজ যদি আমরা খাই,তাহলে সেটা লিভার স্টোর করে আর প্রয়োজন হলে ব্লাডে সাপ্লাই করে।

⭐"আন-নাহিয়ান মেডিকেল প্র‍্যাক্টিস"- একটি দক্ষ ও বিশ্বস্ত হিজামা,কাপিং-আকুপাংচার এডুকেশনাল & ট্রেইনিং সেন্টার। ⭐

©An-Nahyan Medical Practice

উপুড় হয়ে শোয়া থেকে বিরত থাকুন। গবেষণায় দেখা গেছে, উপুড় হয়ে শোয়া SIDS (Sudden Infant De*ath Syndrome)-এর ঝুঁ-কি কয়েকগুণ ব...
09/07/2025

উপুড় হয়ে শোয়া থেকে বিরত থাকুন। গবেষণায় দেখা গেছে, উপুড় হয়ে শোয়া SIDS (Sudden Infant De*ath Syndrome)-এর ঝুঁ-কি কয়েকগুণ বাড়িয়ে দেয়। যাই হোক, আমি এই কথাগুলো এ জন্যে বললাম, আমি জানি এখানে কিছু বাবা-মাও আছেন। এই যে পেটের ওপর ভর দিয়ে না শোয়া, এটার পেছনেও একটি বিজ্ঞান আছে। আপনাদের যদি কারও ছোট বাচ্চা থাকে, তবে তাকে অবশ্যই উপুড় করে শোয়ানো উচিত নয়। কারণ এতে SIDS-এর উচ্চমাত্রার ঝুঁ-কি রয়েছে। আপনি হয়তো সকালে উঠে তাকে এভাবে আবিষ্কার করবেন, কিন্তু ততক্ষণে হয়তো বাচ্চাটা আর বেঁচে নেই। এটাকেই বলা হয় Sudden Infant De*ath Syndrome (SIDS)। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এটা থেকে হেফাজত করুন। ডাক্তারগণ মানুষকে সতর্ক করে দেন, যখন তারা তাদের বাচ্চাকে ঘুমানোর জন্য বিছানায় নিয়ে যায় তখন যেন পিঠের ওপর বিছানায় শোয়ায়, পেটের ওপর নয়। ডাক্তাররা এই বিষয়ে সচেতনতা তৈরির জন্য একটা মুভমেন্ট পরিচালনা করেন। তার নাম 'Back to sleep'। বাচ্চারা যাতে ঘুমের সময় চিৎ হয়ে শুয়ে থাকে, সেটা মনে করিয়ে দিতেই তাদের এই কার্যক্রম। চমৎকার ব্যাপার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আগেই সতর্ক করে গেছেন। তিনি আলাদা করে SIDS-এর ব্যাপারে কিছু না বলে উপুড় হয়ে শোবার ব্যাপারে সাবধান করে গেছেন এবং সেটা করেছেন চৌদ্দ শ বছর আগেই। এক সাহাবীকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিয়ে বলেন,

'এভাবে উপুড় হয়ে শুয়ে থাকা আল্লাহ তাআলা (এবং অবধারিতভাবেই তাঁর রাসূলও) অপছন্দ করেন।' (১)

সুবহানাল্লাহ! তাই আমাদের অবশ্যই এভাবে শুয়ে থাকা পরিহার করা উচিত।

(১) বুখারী, আল আদাবুল মুফরাদ, ১১৮৭। সহীহ।

বই : সুন্নাহ ও সুস্থতা, পৃষ্ঠা ১১৫, ১১৬

আলহামদুলিল্লাহ !! চোখের পলকে ৪টা বছর কেটে গেলো আর আমাদের এই রাজশাহীর  বোনেরা এখনও আমাদের কাছে হিজামা করিয়ে যাচ্ছেন। শুধু...
08/07/2025

আলহামদুলিল্লাহ !! চোখের পলকে ৪টা বছর কেটে গেলো আর আমাদের এই রাজশাহীর বোনেরা এখনও আমাদের কাছে হিজামা করিয়ে যাচ্ছেন। শুধু তারাই নন, এখন তো চট্টগ্রাম, সিলেট, থেকেও আপুরা আসেন শুধুমাত্র হিজামা করাতে। আল্লাহ আমাদের সকল পেশেন্ট বোনদের সুস্থতার নেয়ামত দ্বারা ভরপুর করে দেন। আমাদের সাথে আপনাদের পথচলা কে জান্নাত অবধি কবুল করুন, আ-মীন, ইয়া রব্বাল আলামীন।



আমাদের পেশেন্ট বোনদের মধ্যে এমন অনেক বোনই আছেন যারা দীর্ঘদিন যাবত ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন। নানা রকমের মেডিকেল ট্রিট...
07/07/2025

আমাদের পেশেন্ট বোনদের মধ্যে এমন অনেক বোনই আছেন যারা দীর্ঘদিন যাবত ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন। নানা রকমের মেডিকেল ট্রিটমেন্ট নিয়েও এর সমাধান হয়নি। তাদের জন্য একটি অন্যতম সমাধান আমাদের প্রিয় নবীজি ﷺ এর দেয়া সুন্নাহচিকিৎসা " হিজামা "

কি অবাক হচ্ছেন !! তাই তো !!
কিন্তু এটিই সত্যিই, কারণ অনেক অনেক বোন যেখানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়ে আশানুরূপ ফলাফল না পেয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছেন সেখানে হিজামা করিয়ে তাদেরই কোলজুড়ে আলোকিত হয়ে আছে এই উম্মাহর নতুন প্রজন্ম।

কিছুদিন আগেরই কথা, আমাদের এক পেশেন্ট বোনের কোলজুড়ে এসেছে ২য় সন্তান। সুবহানাল্লাহ!! অথচ কয়েক বছর আগে এই বোনই ইনফার্টিলিটির জন্য কতশত চেষ্টা আর ট্রিটমেন্ট করিয়েছিলেন। আল্লাহ চাইলে সব-ই সম্ভব। সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি

তাই যাদের এগ এর সাইজে সমস্যা,
অভুলেশনে সমস্যা,
হরমোনাল ইস্যু আছে,
পিরিয়ডের সমস্যা ও ব্যাথা,
এন্ডোমেট্রিওসিস,
এডেনোমায়োসিস আছে,
PCOS আছে

তারা মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি হিজামা সেশন নিয়ে দেখুন, ইনশাআল্লাহ হতাশ হবেন না। কারণ আমার রব চাইলে সব সম্ভব। 🌸





হিজামা আবার তেমন কি জিনিস, এটার জন্য এত শত জানতে হয় না, এত কিছু শিখারও কিছু নেই।কোনো মতে ব্লেড একটা নিয়ে কাপ,গান দিয়ে কে...
06/07/2025

হিজামা আবার তেমন কি জিনিস, এটার জন্য এত শত জানতে হয় না, এত কিছু শিখারও কিছু নেই।কোনো মতে ব্লেড একটা নিয়ে কাপ,গান দিয়ে কেটে দিলেই হবে।রক্ত বের হইলেই হলো, কাজ হয়ে যায়....!!!
আফসোস!!এমন মানসিকতা পোষণ করে বহু মানুষ আছেন। অথচ হিজামা,কাপিং থেরাপি মেডিকেলেরই একটি অংশ। এই চিকিৎসায়ও অনেক মেডিকেল রিলেটেড নলেজ ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন।যাতে করে রোগীর জীবন ঝুঁকিতে না পড়ে যায়।

📌ছবিতে হিজামা কাটের কয়েকটা নমুনা দেখালাম যার সবগুলোই ভুল প্রসেসে করা হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুক,আমীন।





⚠️ কারবালা নিয়ে প্রচলিত কিছু ভ্রান্তি: ⛔ ভ্রান্তি ১. কারবালার ঘটনা সুন্নি-শিয়া দ্বন্দ্ব।✅ সত্য: এটি ছিল জুলুমের বিরুদ্ধে...
05/07/2025

⚠️ কারবালা নিয়ে প্রচলিত কিছু ভ্রান্তি:

⛔ ভ্রান্তি ১. কারবালার ঘটনা সুন্নি-শিয়া দ্বন্দ্ব।
✅ সত্য: এটি ছিল জুলুমের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। হুসাইন (রা.) ছিলেন রাসুল (সা.)-এর নাতি ও সাহাবী, কোনো শিয়া নেতা নন। তিনি ইয়াযিদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।

⛔ ভ্রান্তি ২. আশুরার অর্থ শুধুই শোক।
✅ সত্য: আশুরা শুধু শোকের দিন নয়। এ দিন আল্লাহ্ তাআলা মূসা আ. কে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। আর এই কৃতজ্ঞতাস্বরূপ রাসুল (সা.) এ দিনে রোজা রাখতেন এবং বলেছেন যে আশুরার রোজা এক বছরের গুনাহ মাফ করিয়ে দেয়। (সহীহ মুসলিম: ১১৬২)

⛔ ভ্রান্তি ৩. তাজিয়া বা শোক মিছিল ইসলামে আছে।
✅ সত্য: না। রাসুল সা. বা সাহাবীরা এভাবে শোক পালন করেননি। শরীরে আঘাত করা বা উচ্চস্বরে কান্নাকাটি ইসলামে নিষিদ্ধ। (সহীহ বুখারী: ১২৯৪)

⛔ ভ্রান্তি ৪. হুসাইন রা. শুধু শিয়াদের নেতা।
✅ সত্য: হুসাইন (রা.) সমগ্র উম্মাহর নেতা এবং রাসুল (সা.)-এর প্রিয় নাতি। রাসুল (সা.) বলেছেন, তিনি জান্নাতী যুবকদের সরদার। (সহীহ তিরমিযী: ৩৭৬৮)

⛔ ভ্রান্তি ৫. কারবালায় রাসুল (সা.) এর পরিবারের সবাই নিহত হয়েছিলেন।
✅ সত্য: না। ইমাম হুসাইন (রা.) ও তাঁর সাথীদের একটি অংশ শাহাদাতবরণ করেছিলেন, সবাই নন।

⛔ ভ্রান্তি ৬. আশুরায় বিশেষ খাবার না রান্না করলে দুর্ভিক্ষ হয়।
✅ সত্য: এটি একটি কুসংস্কার। এমন কোনো সহীহ হাদিস নেই।

⛔ ভ্রান্তি ৭. আশুরার রাতে আকাশে রক্তের ছাপ দেখা যায়।
✅ সত্য: এটি বিভ্রান্ত কিছু গোষ্ঠী এবং কিছু লোকজ বিশ্বাস। এর কোনো সহীহ ভিত্তি নেই।

⛔ ভ্রান্তি ৮. আশুরার রাতে মোম জ্বালানো, পানি বিতরণ ও কবর জিয়ারত বাধ্যতামূলক।
✅ সত্য: এগুলো রাসুল (সা.) বা সাহাবীদের আমল নয়। এসবকে আশুরা উপলক্ষে আমল মনে করা বিদআত।

⛔ ভ্রান্তি ৯. "হায় হাসান, হায় হুসাইন" বলে আহাজারি করলে গুনাহ দূর হয়।
✅ সত্য: দুআ সরাসরি আল্লাহর কাছে করতে হয়। কারও নামে সাহায্য চাওয়া শিরকের পর্যায়ে পড়তে পারে।

⛔ ভ্রান্তি ১০. তাজিয়া মিছিলে অংশ নিলে মনের ইচ্ছা পূরণ হয়।
✅ সত্য: ইসলামে এমন বিশ্বাসের কোনো ভিত্তি নেই। এটি একটি বিদআত এবং শিরকের কাছাকাছি ধারণা, যা শরিয়ত অনুমোদন করে না।

চট জলদি কমেন্টে বলে যান,ছবির প্রানীর সাথে কাপিং থেরাপির কি সম্পর্ক আছে!!??
04/07/2025

চট জলদি কমেন্টে বলে যান,ছবির প্রানীর সাথে কাপিং থেরাপির কি সম্পর্ক আছে!!??






• জুম'আর দিনের বিশেষ রিমাইন্ডারএই বরকতময় এবং ফজিলতপূর্ণ দিনটি আমাদের আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। আমরা যেন এই পবিত্র দি...
04/07/2025

• জুম'আর দিনের বিশেষ রিমাইন্ডার

এই বরকতময় এবং ফজিলতপূর্ণ দিনটি আমাদের আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। আমরা যেন এই পবিত্র দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারি ইন শা আল্লাহ। ইবাদত-বন্দেগি, দোয়া এবং নেক আমলের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করতে পারি। আজকের দিনটি যেন কোনোভাবেই আমাদের বিফলে না যায়।

জুম'আর দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল:

𖦹 জুম'আর নামাজে সময়মতো উপস্থিত হোন।
𖦹 সূরা আল-কাহফ তিলাওয়াত করুন (সহিহ হাদীসে এই সূরার অনেক ফজিলত এসেছে)।
𖦹 আল্লাহর কাছে বেশি বেশি দুআ করুন। কেননা আজকের দিনে দুআ কবুল হওয়ার বিশেষ মুহূর্ত রয়েছে।
𖦹 সদাকাহ্ করুন কমপক্ষে এক টাকা করে হলেও।
𖦹 রাসূলুল্লাহ ﷺ এর উপর প্রচুর দুরুদ পাঠ করুন। দুরুদ জুম'আর দিনের সর্বোত্তম আমলগুলোর মধ্যে একটি।

আল্লাহ সুবনাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তমরূপে কবুল করুন। এবং এই দিনটিকে আমাদের জন্য ফলপ্রসূ করুন।



Address

Wari

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801775757519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afiyah Women's Hijama Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Afiyah Women's Hijama Therapy:

Share