Miraculous Quran

Miraculous Quran সুন্নাহভিত্তিক ইসলামিক চিকিৎসা রুকইয়্যাহ শারইয়্যাহ করানো হয়।তাবিজ-কবচ হারাম,কুফর,শিরক মুক্ত চিকিৎসা রুকইয়্যাহ..

12/07/2025

গত একবছর আগে আমাদের থেকে অনলাইন রুকইয়্যাহ সেশন নিয়েছিলেন ফ্রান্স প্রবাসী ভদ্রমহিলা এবং তার ফ্যামিলি।

সমস্যা ছিল ২ বছর যাবত ব্লিডিং হচ্ছে সারাক্ষণ দিনে-রাতে সবসময় এরমধ্যে ফ্রান্সে উনি মেডিক্যাল ট্রিটমেন্ট করেন টেস্ট করেন এতে জরায়ুতে একেবারে সামান্য সিস্ট ধরা পরে তারপর ডা: অপারেশন করতে সাজেশন দেন তিনি অপারেশন করেন কিছুদিন ভালো(ইনি বলেছে ১ মাসের মত ভালো ছিলো ব্লিডিং) থাকার পর আবারও সেই ব্লিডিং ফিরে আসে তিনি সেখানে ডা: দেখান রিপোর্ট নরমাল ভালো আছে। কোনো মাধ্যমে গতবছর আমাদের সাথে যোগাযোগ করেন এবং অনলাইন রুকইয়্যাহ সেশন নেন। শারীরিক এবং মানসিক আরও বিভিন্ন সমস্যা হয়।

প্রতিদিন রাতে বিভিন্ন স্বপ্ন দেখেন : মৃত মানুষ, কবরস্থান,সাপ তারা করছে, এবং স্বপ্নে খাবারদাবার খাওয়া দেখেন প্রতিদিন। উনার বোনকে দেখেন যে উনি ভিক্টিমকে মারতে আসতেছে কখনো কখনো কালো যাদু করছে।



রুকইয়্যাহ করার পর থেকে আলহামদুলিল্লাহ যে ব্লিডিং অফ হয়েছে গত একবছর কোনো সমস্যা'ই ছিলনা। আমরা উনাকে সাজেশন দিয়েছিলাম আমাদের ফলোআপ সেশনে থাকার জন্য বাট সেগুলো রেগুলার করেনি।

ডায়াগনোসিস রুকইয়্যাহতে ধরা পরেন উনি

১,হত্যা করা যাদুতে আক্রান্ত।
২,বেবি নষ্টের যাদুতে আক্রান্ত।

উনি ফ্রান্স যাওয়ার আগে বোনের কাছে স্বর্ণ এবং জায়গাজমির কাগজপত্র জমা রেখে যান আপন বোনের কাছে। বাট বোন সেগুলোর লোভ সামলাতে না পেরে এখন হুমকিধামকিসহ আরও বিভিন্ন সমস্যা করছে কারণ উনারা যেনো দেশে আসতে না পারেন।উনার ভাষ্যমতে উনাদেরকে যাদু করে উনার আপন বোন এবং বোনের ছেলে কারণ হিসেবে বলেন উনাদের ঢাকাতে(উত্তরা মেবি)একটি বাড়ি আছে (কুমিল্লা গ্রামের জমি এবং স্বর্ণ) বাড়িটি আত্মসাৎ করার জন্যই বারবার যাদু করে। বোনের অত্যাচারের জন্য দেশে আসতে পারেন না উনারা। গতকাল থেকে আবার ব্লিডিং শুরু হওয়াতে আমাদের সাথে যোগাযোগ করেন..

আল্লাহ তায়ালা হেফাজত করুন সুস্থ করুন।

লেখা: Miraculous Quran

সরাসরি রুকইয়্যাহ করতে যোগাযোগ করুন : 01932-738884

বাচ্চাটির বয়স ৯-১০ বছর হবে মারাত্মকভাবে জ্বীনে আক্রান্ত সে তার বডিতে জ্বীন একটিভ হয়ে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে কখনো ...
11/07/2025

বাচ্চাটির বয়স ৯-১০ বছর হবে মারাত্মকভাবে জ্বীনে আক্রান্ত সে তার বডিতে জ্বীন একটিভ হয়ে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে কখনো কখনো কার্যকরীও হয়ে যায়। অসংখ্য কবিরাজ দেখিয়েছে বেশিরভাগ চিকিৎসা করতে আগ্রহ প্রকাশ করেনি।

আবার অনেক কবিরাজ,হুজুর দাবি করেছে বাচ্চার শরীরে থাকা জ্বীনটা কে জবা*ই করেছে।
(যদিও জ্বিন জবা*ই কখনো হয়না এগুলো মিথ্যা,ভুয়া) বাট শরীরে জিন এখনো আছে..

বাসায় বিভিন্ন আঁকা আঁকি করে বেশিরভাগ যাদু সাইন দের এরকম লেখা দেয়ালে।

ছবিতে থাকা নকশা দেয়ালে এঁকেছে বাচ্চাটি বাট কিছুক্ষণ পর বলে এটি সে করেনি তার কিছু মনে নেই।

আমাদের পুরানা এক পেশেন্ট ছবিগুলো পাঠিয়ে জানতে চেয়েছেন এগুলো কীসের সাইন। পেশেন্ট এর বন্ধুর ভাইয়ের বডিতে জিন একটিভ (আছর)হলে ৪-৫ জন পুরুষ মানুষ ধরে রাখতে পারেনা অথচ ভিক্টিমের বয়স ৯-১০....

লেখা: Miraculous Quran

11/07/2025

"রিমাইন্ডার পোস্ট"

মুশকিল আসান হয় যেসব আমলে, তার অন্যতম দুরুদ শরিফ!©

এক পেশেন্ট তার শ্বশুর বাড়িতে পেয়েছেন যাদু। আল্লাহ তায়ালা যাদুকরদের ধংস করুক। © Miracle Healing থেকে নেয়া।
10/07/2025

এক পেশেন্ট তার শ্বশুর বাড়িতে পেয়েছেন যাদু।

আল্লাহ তায়ালা যাদুকরদের ধংস করুক।

© Miracle Healing থেকে নেয়া।

আজ ঝিনাইদহতে আসছি আমরা হোম সার্ভিসে।ফুল ফ্যামিলি যাদুতে আক্রান্ত রুকইয়্যাহ করতে।
09/07/2025

আজ ঝিনাইদহতে আসছি আমরা হোম সার্ভিসে।

ফুল ফ্যামিলি যাদুতে আক্রান্ত রুকইয়্যাহ করতে।

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।-আসসালামু আলাইকুম...
08/07/2025

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা হয়।

মহিলাঃ আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।

জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।

-আসসালামু আলাইকুম
- ওয়া 'আলাইকুমুস সালাম।
- হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।

শায়খঃ জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলেঃ শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খঃ কী ঘটনা?

ছেলেঃ জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভবত হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পারলিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলে। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার আমনে এজন ফিরিশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,

তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ পুড়ে ছাই হয়ে গেলো।

আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো।

আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?

শায়খঃ প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আল মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভয় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা যাদুকর/কবিরাজ/কুফরী হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃত্যু অতি সন্নিকটে।]

Atik Ullah হাফিযাহুল্লাহ।

Miraculous Quran(রুকইয়্যাহ-শারইয়্যাহ)

08/07/2025

আমরা তাবিজ দেই গলায়-হাতে ঝুলিয়ে আর মুহাম্মদ ﷺ তাবিজ দিতেন সিনায়(অন্তরে)ঢুকিয়ে..

07/07/2025

কারো কারো সফলতার পিছনে একমাত্র বাধা কিছু আত্মীয় স্বজনদের নজর হাসাদ+যাদু। ©

07/07/2025

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারন বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!

ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত -- এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে??

পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজাদুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জাদুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিন দেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"

সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"

উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা! এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইট গুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"

তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‌"আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"

ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকার গুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমল গুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান। এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন, এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। (সুরা ইয়াসিনের ৯নাম্বার আয়াত তিলোয়াত করলে শয়তান দেখে না।) যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন!

আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
Copy post..

Miraculous Quran(রুকইয়্যাহ-শারইয়্যাহ)

06/07/2025

কোনো কারণ ছাড়া মন খারাপ/বিষন্নতা, অস্থিরতা, কান্না পাওয়া একা অন্ধকার ঘর পছন্দ করা এবং প্রায় সময় আত্মহত্যা করতে মন চাওয়া হত্যার(মেরে ফেলার)যাদুতে আক্রান্ত। অতি সম্ভব যাদুটি কবরে পুতে রাখা।

লেখা: Miraculous Quran

05/07/2025

আপনার গুনাহ মাফ হতে চাইলে ইস্তিগফার করুন।

‎রিজিকের প্রাচুর্য চাইলে ইস্তিগফার করুন।

‎কষ্ট থেকে মুক্তি পেতে হলে ইস্তিগফার করুন।

‎সকল বিপদ থেকে মুক্তির পথ চাইলে ইস্তিগফার করুন।

‎আল্লাহর ভালোবাসা চাইলে ইস্তিগফার করুন।

‎ইস্তিগফার হলো আমাদের নিজেদের বোঝা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর একটি উপহার, এটি আশার দরজা।©

Miraculous Quran(রুকইয়্যাহ-শারইয়্যাহ)

05/07/2025

হাত-পা,মাথার তালু জ্বালাপোড়া করা। অস্থির লাগা শীতের দিনেও শরীর জ্বালাপোড়া গরম লাগা, আইন-হাসাদ (বদনজর-হিংসায়)আক্রান্ত

Address

Wari

Telephone

+8801932738884

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miraculous Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share