12/07/2025
গত একবছর আগে আমাদের থেকে অনলাইন রুকইয়্যাহ সেশন নিয়েছিলেন ফ্রান্স প্রবাসী ভদ্রমহিলা এবং তার ফ্যামিলি।
সমস্যা ছিল ২ বছর যাবত ব্লিডিং হচ্ছে সারাক্ষণ দিনে-রাতে সবসময় এরমধ্যে ফ্রান্সে উনি মেডিক্যাল ট্রিটমেন্ট করেন টেস্ট করেন এতে জরায়ুতে একেবারে সামান্য সিস্ট ধরা পরে তারপর ডা: অপারেশন করতে সাজেশন দেন তিনি অপারেশন করেন কিছুদিন ভালো(ইনি বলেছে ১ মাসের মত ভালো ছিলো ব্লিডিং) থাকার পর আবারও সেই ব্লিডিং ফিরে আসে তিনি সেখানে ডা: দেখান রিপোর্ট নরমাল ভালো আছে। কোনো মাধ্যমে গতবছর আমাদের সাথে যোগাযোগ করেন এবং অনলাইন রুকইয়্যাহ সেশন নেন। শারীরিক এবং মানসিক আরও বিভিন্ন সমস্যা হয়।
প্রতিদিন রাতে বিভিন্ন স্বপ্ন দেখেন : মৃত মানুষ, কবরস্থান,সাপ তারা করছে, এবং স্বপ্নে খাবারদাবার খাওয়া দেখেন প্রতিদিন। উনার বোনকে দেখেন যে উনি ভিক্টিমকে মারতে আসতেছে কখনো কখনো কালো যাদু করছে।
•
রুকইয়্যাহ করার পর থেকে আলহামদুলিল্লাহ যে ব্লিডিং অফ হয়েছে গত একবছর কোনো সমস্যা'ই ছিলনা। আমরা উনাকে সাজেশন দিয়েছিলাম আমাদের ফলোআপ সেশনে থাকার জন্য বাট সেগুলো রেগুলার করেনি।
ডায়াগনোসিস রুকইয়্যাহতে ধরা পরেন উনি
১,হত্যা করা যাদুতে আক্রান্ত।
২,বেবি নষ্টের যাদুতে আক্রান্ত।
উনি ফ্রান্স যাওয়ার আগে বোনের কাছে স্বর্ণ এবং জায়গাজমির কাগজপত্র জমা রেখে যান আপন বোনের কাছে। বাট বোন সেগুলোর লোভ সামলাতে না পেরে এখন হুমকিধামকিসহ আরও বিভিন্ন সমস্যা করছে কারণ উনারা যেনো দেশে আসতে না পারেন।উনার ভাষ্যমতে উনাদেরকে যাদু করে উনার আপন বোন এবং বোনের ছেলে কারণ হিসেবে বলেন উনাদের ঢাকাতে(উত্তরা মেবি)একটি বাড়ি আছে (কুমিল্লা গ্রামের জমি এবং স্বর্ণ) বাড়িটি আত্মসাৎ করার জন্যই বারবার যাদু করে। বোনের অত্যাচারের জন্য দেশে আসতে পারেন না উনারা। গতকাল থেকে আবার ব্লিডিং শুরু হওয়াতে আমাদের সাথে যোগাযোগ করেন..
আল্লাহ তায়ালা হেফাজত করুন সুস্থ করুন।
লেখা: Miraculous Quran
সরাসরি রুকইয়্যাহ করতে যোগাযোগ করুন : 01932-738884