সাকীনাহ হিজামা & রুকইয়াহ- ঢাকা

  • Home
  • Bangladesh
  • Wari
  • সাকীনাহ হিজামা & রুকইয়াহ- ঢাকা

সাকীনাহ হিজামা & রুকইয়াহ- ঢাকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাকীনাহ হিজামা & রুকইয়াহ- ঢাকা, Medical and health, শনির আখড়া, যাত্রাবাড়ি, Wari.

সুন্নাতি পদ্ধতিতে- বদনজর, জিনের আছর, ব্লাক ম্যাজিক, (কালো জাদু) বন্ধাত্ব্য, (বিয়েতে বাধা)যৌন রোগ, মহিলাদের বিভিন্ন ধরনের রোগ, মাসিকের সমস্যা, সাদা স্রাব, জরায়ু সংক্রান্ত সমস্যা, স্তনের ব্যাথা, শারীরিক ও মানসিক সকল ধরনের রোগের চিকিৎসা করা হয়।

25/11/2025

ইলমুল ইসারা যারা জানেন তারা কমেন্ট করতে পারেন।
এটার দ্বারা কিসের ইঙ্গিত করে।

আরব জ্বীন!
16/11/2025

আরব জ্বীন!

16/11/2025

পুরাতন যাদু ধ্বংস করার রুকইয়া

📿 রুকইয়া – আল্লাহর অনুমতিতে শিফার পথ 📿রুকইয়া হচ্ছে কুরআন, সহিহ দোয়া এবং প্রশিক্ষিত ইসলামী পদ্ধতির মাধ্যমে🟢 নজর (ইভিল আই)...
14/11/2025

📿 রুকইয়া – আল্লাহর অনুমতিতে শিফার পথ 📿

রুকইয়া হচ্ছে কুরআন, সহিহ দোয়া এবং প্রশিক্ষিত ইসলামী পদ্ধতির মাধ্যমে
🟢 নজর (ইভিল আই)
🟢 জিনের কষ্ট
🟢 যাদুর প্রভাব
🟢 মানসিক অস্থিরতা, ভয়–উৎকণ্ঠা
🟢 ঘুম সমস্যা
🟢 রিজিকে বারাকাহ কমে যাওয়া
এগুলো থেকে আল্লাহর সাহায্য চাওয়ার একটি হালাল উপায়।

✨ রুকইয়া কোনো জাদুবিদ্যা নয়
✨ রুকইয়া কোনো তাবিজ–কবচ নয়
✨ এটি শুধু আল্লাহর বাণী ও দোয়ার মাধ্যমে শিফা প্রার্থনা।

📖 “আর আমরা কুরআনে এমন কিছু অবতীর্ণ করি যা মুমিনদের জন্য পথপ্রদর্শক ও রহমত।” – (সূরা বনী ইসরাঈল ১৭:৮২)

🕋 আল্লাহর ইজাজতে, নিয়মিত রুকইয়া করলে মন, দেহ ও জীবনে প্রশান্তি নেমে আসে।

যদি আপনি নিয়মিত রুকইয়া করতে চান বা রুকইয়া সম্পর্কে জানতে চান—
📩 ইনবক্সে মেসেজ করুন
📿 আল্লাহ আপনাকে সহজ করুন এবং শিফা দান করুন।

13/11/2025

মানুষের ভাল নজরের কারনেও আপনি ক্ষতি গ্রস্থ হতে পারেন
প্রশংসা করে যদি বরকতের দোয়া না করে।

13/11/2025

আলহামদুলিল্লাহ "সিহরুল মাওরুস" ও জ্বীনের সমস্যার জন্যে রুকইয়াহ চলছে

জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ সমূহ আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহসম্মানিত পাঠক ভাই /বোন আজকে আপনাদের সম্মুখে জাদুর কি...
13/11/2025

জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ সমূহ
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সম্মানিত পাঠক ভাই /বোন আজকে আপনাদের সম্মুখে জাদুর কিছু সম্ভব্য লক্ষ্মণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যাতে উক্ত লক্ষ্মণ গুলোর মধ্যে কোন লক্ষ্মণ আপনাদের মাঝে থেকে থাকলে তার প্রতিকার মূলক পদক্ষেপ যেন আপনারা গ্রহণ করতে পারেন।
⚠️ জাদুর সম্ভাব্য লক্ষণগুলো হলো।
👉হঠাৎ, অজানা কারণে শারীরিক দুর্বলতা লাগা।
👉ক্রমাগত ক্লান্তি বা দ্রুত বদসাস্থ্য—যেখানে চিকিৎসা খুঁজেও কারণ মেলছে না।
👉শরীরের বিভিন্ন অংশে গরম কিংবা জ্বালা পোড়া করা
👉মাঝে মাঝে খারাপ/ভয়ংকর স্বপ্ন দেখা।
👉ঘুমে বিঘ্ন, ঘুমোতে গিয়েই শরীরে ভয়
👉জীবনের বিভিন্ন ক্ষেত্রে হঠাৎ ব্যর্থতা, কর্ম/আর্থিক/ব্যক্তিগত ক্ষেত্রে বারবার বিপর্যয়—যেখানে পূর্বে ভালো চলছিলো।
👉সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত সমস্যা—বন্ধু/পরিবারের সাথে হঠাৎ দূরত্ব তৈরী কিংবা ঝামেলা হওয়া।
👉মনোমানসিকভাবে বিরূপ ভাবনা, ভয় কাজ করা।
👉 আচরণে পরিবর্তন হওয়া।
👉রিয়েল কারণ ছাড়া হঠাৎই রাগ, মন খারাপ হওয়া।
👉নিরাপত্তাবোধ হারিয়ে যাওয়া।
আমার প্রিয় পাঠক ভাই /বোন এই পোস্টটি সকলের মাঝে ছড়িয়ে দিন। আপনার এ কাজের দ্বারা যদি কারো উপকার হয়, তার বিনিময়ে আল্লাহ তা'লা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। ইনশা আল্লাহ

বংশপরম্পরা জাদু -সিহরুল মাউরুস।আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত পাঠক বৃন্দ আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর...
12/11/2025

বংশপরম্পরা জাদু -সিহরুল মাউরুস।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত পাঠক বৃন্দ আপনারা কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে,আপনারা সকলে তার রহমতের ছায়ায় ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো এক পরিবারের চলমান ঘটনার বাস্তব ঘটনা, ঘটনার সূত্রপাত হয় তাদের এক ফুটফুটে দু বছরের বাচ্চাকে কেন্দ্র করে, হয়তো আমাদের আশেপশের অনেক পরিবারেও এমন ঘটনা অহরহ হচ্ছে, যাই হোক ঘটনার মূল পর্বে ফিরে যাই, আমরা তাদের বাচ্চার হিস্ট্রি নিলাম,বাচ্চার সমস্যা হচ্ছে তার মধ্যে অস্থিরতা কাজ করে, হঠাৎ রাতের মাঝে মাঝে ঘুম ভেঙ্গে যায়, কান্নাকাটি করে, ভয় পায়, খাবারে অরুচি ইত্যাদি। পরে আমরা কৌতুহলের সাথে বাচ্চার বাবা-মায়ের হিস্ট্রি নিলাম। দেখা গেল যে, বাচ্চার বাবা মায়ের মধ্যে বাচ্চার যে সমস্যাগুলো সেগুলো তাদের মাঝেও বিদ্যমান এমনকি তাদের সমস্যা আরো বেশি, তারপরে আমরা আরো বিস্মিত হয়ে বাচ্চার দাদা-দাদী নানা নানি তাদের হিস্ট্রি শুনলাম আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের মাঝেও এই একই সমস্যা ছিলো, তখন আমাদের বুঝতে আর বাকি রইল না যে,এই পরিবার সেহরুল মাউরোসে আক্রান্ত,পরে আমরা তাদের উপর রুকইয়াহ ট্রিটমেন্ট প্রয়োগ করি, ট্রিটমেন্ট এর কিছুদিন পর বাচ্চার বাবা (তিনি একজন বর্তমান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট) আমাদেরকে জানায় যে হুজুর আলহামদুলিল্লাহ! আপনাদের থেকে ট্রিটমেন্ট গ্রহণ করার পর এখন আগের থেকে আমাদের খুব ভালো লাগতেছে, তিনি এখনো আমাদের নিকট ট্রিটমেন্ট অবস্থায় আছেন, আমরা আশা করি তিনি এবং তিনার এই পরিবার আমাদের থেকে ট্রিটমেন্ট গ্রহণের মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলবো এই পোস্টটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, আপনাদের শেয়ারের মাধ্যমে যদি কোন মুসলিম ভাইয়ের উপকার হয় তাহলে আপনিও সাওয়াবের ভাগীদার হবেন। ইনশাআল্লাহ।

সাকীনাহ হিজামা & রুকইয়াহ- ঢাকা

12/11/2025

ডায়াগনোসিস রুকইয়াহ 🌿🌿

⏸️ লাইভ সেশন যেভাবে শুনবেন

✳️অজু অবস্থায় শুনবেন
✳️ নিজের সমস্যা সমাধানের নিয়তে শুনবেন
✳️চেয়ারে বসে এবং হেডফোনে শুনবেন। না পারলে লাউড স্পিকারে
✳️চোখ বন্ধ করে গভীর মনোযোগে শুনবেন
✳️শুনার সময় বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলা বন্ধ রাখুন
✳️ নিয়ত করুন
"হে আল্লাহ! আমার হৃদয়, শরীর ও অঙ্গ প্রত্যঙ্গে বসবাসকারী শয়তান, জ্বীন, জাদু, খাওয়ানোর জাদু, বদনজর বা যত অসুস্থতা লুকিয়ে আছে, তা বিনষ্ট করে দিন, আমার থেকে সেসব বের করে দিন এবং আমাকে সম্পূর্ণ শিফা দান করুন।”

লক্ষ্য করুন তেলাওয়াত শুনাবস্থায় যদি
- অস্বস্থি লাগে
- শরীর গরম লাগে
- বমি, বমি ভাব আসে
- অধিক কান্না বা হাসি আসে
-শরীর থেকে ঘাম বের হয়
-পেটে খারাপ লাগে
-শরীরের বিভিন্ন অংশে গোস্ত লাফানো ইত্যাদি অনুভব করেন তাহলে এগুলো রুকইয়াহর প্রভাবের আলামত

সাকীনা হিজামা ও রুকইয়াহ সেন্টার থেকে পরামর্শ ও সহযোগীতা গ্রহণের জন্যে যোগাযোগ করুন-

01718-635014
শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা

দীর্ঘদিন ৮ বছর ধরে জিনে আক্রান্ত এক মাজলুম বোনের গল্প।সে আসে আমাদের সেন্টারে রুকইয়াহ  করার জন্য।তার হিস্ট্রি শুনছিলাম এ...
11/11/2025

দীর্ঘদিন ৮ বছর ধরে জিনে আক্রান্ত এক মাজলুম বোনের গল্প।

সে আসে আমাদের সেন্টারে রুকইয়াহ করার জন্য।
তার হিস্ট্রি শুনছিলাম একপর্যায়ে সে বলল জিনেরা তাকে বলছে তোর বাবার রক্ত দিবি বির্য এনে দিবি তোকে আরো শক্তিশালী যাদু করবো।

তার খাবারের মধ্যে মাসিকের রক্ত ঢেলে দেয় দিয়ে বলে এটা খেয়ে ফেল শুকুরের মাংস দিয়ে বলে এটা খেয়ে ফেল।

এভাবে নানা ধরনের টর্চার করে তার শরীরে থাকা জিন শয়তান গুলো।

রুকইয়া ডায়াগনসিস শুরু করার কিছুক্ষণের মধ্যেই তার শরীরে থাকা জিন এক্টিভ হয়ে যায়।

এবং বিভিন্ন ধরনের তথ্য দিতে থাকে মুলত তার মামানী তাদের পরিবারের ক্ষতি করার জন্য যাদু করছে
অলরেডি তার বড়ো বনকে মেরে ফেলছে এই শয়তান গুলো।

আরো অনেক তথ্য দেয়।

সে জিন শয়তান প্রচুর পরিমাণে শক্তি দেখায় একপর্যায়ে একেবারে দূরবল হয়ে যায় আলহামদুলিল্লাহ।

আমরা আসা করছি খুব দ্রুতই শয়তান তার শরীর ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ।

সকলের কাছে দোয়া চাই যেন বোনটি সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ।

সম্পর্ক নষ্ট করার যাদু ৪ বছরের সংসার খুব সুন্দর চলছিল  স্বামী বেচারা থাকেন প্রবাসে, প্রবাসে থেকেও তাদের স্বামী স্ত্রীর স...
11/11/2025

সম্পর্ক নষ্ট করার যাদু

৪ বছরের সংসার খুব সুন্দর চলছিল

স্বামী বেচারা থাকেন প্রবাসে, প্রবাসে থেকেও তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালোই চলছিল🌹
কিছু দিন আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন প্রিয়তমা স্ত্রীকে অনেক ভালবাসেন 🌹তার টানেই দেশে ফিরেছেন✈️ কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে প্রিয়তমা স্ত্রী এখন আর প্রিয়তমা নেই🥀 হয়ে গেছেন শত্রু🔥 স্বামী অনেক চেষ্টা করছেন তার আদরের স্ত্রীর সাথে একান্তে একটু সময় কাটাতে⛱️ কিন্তু কোন ভাবেই সেই সুযোগ টুকো দিচ্ছেন না আদরের স্ত্রী তার সাফ কথা সে আর সংসার করবে না❌।

কিন্তু কেন কি এমন হলো যে প্রিয়তমা স্ত্রী সংসার করতে চাচ্ছে না।

বিষয়টি আমাদের সাথে আলোচনা করেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে আমাদেরকে অবগত করেন।

তার অবস্থা শুনে আমারা ধারণা করছি প্রিয়তমা স্ত্রী🌹বিচ্ছেদের জাদুতে আক্রান্ত।
( সম্পর্ক নষ্টের যাদু )

কে করেছে এই যাদু?

এই যাদু মানুষও করতে পারে আবার শরীরে লুকিয়ে থাকা আশিক জিন শয়তান নিজেই করে থাকে।

আপনার জীবনে যদি এমন তিক্ত অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাথে আলোচনা করতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করা চেষ্টা করব ইনশাল্লাহ।
সাকীনাহ হিজামা & রুকইয়াহ- ঢাকা

10/11/2025

আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ আজকে বলবো আপনাদেরকে এক প্রবাসী মুসলিম ভাইয়ের মধুর দাম্পত্য জীবনের হতাশা এবং শোকের এক বাস্তব গল্প। একটু সময় নিয়ে পড়ুন এ ঘটনা আপনার অথবা আপনার পরিচিত কারো হতে পারে কিংবা আপনার কাজে আসতে পারে। ভাইটি বিয়ে করেছে ২ বছর হয়,বিয়ের কিছুদিন পর তার ভালোবাসার মানুষটিকে রেখে তিনি বিদেশে পাড়ি জমান, আশ্চর্যের বিষয় হলো তিনি যখন দেশে ফিরার ইচ্ছা করেন এবং বিদেশ থেকে ফিরার ২ মাস পূর্বে তিনি আকষ্মিকভাবে বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত হতে থাকেন। তার থেকে বড় আশ্চর্যের বিষয় হলো দেশে ফিরার পর, তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময়ে মিলিত হতে পারতেন না, কখনো মিলিত হলে-ও সর্বোচ্চ ১-২ মিঃ সময় বেশি থাকতে পারতেন না খুব দ্রুত বীর্যপাত হয়ে যেতো অথচ এই ভাইটি শক্তি বর্ধক সকল খাবার খাওয়ার পরও নূন্যতম উপকার পায়নি,ক্রমশই ফলাফল খারাপ হচ্ছে, পরবর্তীতে ভাইটি নিরুপায় হয়ে আমাদের সেন্টারে আসে, আমরা ভাইটির উপর রুকইয়াহ ডায়াগনোসিস করলে ভাইটির প্রচুর ইফেক্ট হতে থাকে,আল হামদুলি্লাহ!সকল প্রসংশা আল্লাহর অতঃপর আমরা কনফার্ম বুঝতে পারলাম ভাইটি যৌন অক্ষমতার যাদুতে আক্রান্ত,রুকইয়াহ করানোর পর ভাইটি স্বস্তি লাগার অনুভূতি ব্যক্ত করেন।

Address

শনির আখড়া, যাত্রাবাড়ি
Wari

Telephone

+8801831466410

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাকীনাহ হিজামা & রুকইয়াহ- ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সাকীনাহ হিজামা & রুকইয়াহ- ঢাকা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram