Ruqya service bd

Ruqya service bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruqya service bd, Medical and health, Dhaka.

সুন্নাতি পদ্ধতিতে- বদনজর, জিনের আছর, ব্লাক ম্যাজিক, (কালো জাদু) বন্ধাত্ব্য, (বিয়েতে বাধা)যৌন রোগ, মহিলাদের বিভিন্ন ধরনের রোগ, মাসিকের সমস্যা, সাদা স্রাব, জরায়ু সংক্রান্ত সমস্যা, স্তনের ব্যাথা, শারীরিক ও মানসিক সকল ধরনের রোগের চিকিৎসা করা হয়।

30/06/2025

বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে আপনার করনীয়!

রুকইয়া সার্ভিস দিতে এসে একটু ভাব নিলাম আরকি। লাকুওয়াতাইল্লাহ বিল্লাহ।
20/05/2025

রুকইয়া সার্ভিস দিতে এসে একটু ভাব নিলাম আরকি। লাকুওয়াতাইল্লাহ বিল্লাহ।

19/05/2025

আপনি কি সবসময় অসুস্থ অবস্থায় থাকেন?

আপনাদের সেবায় নিয়োজিত আছি।
17/05/2025

আপনাদের সেবায় নিয়োজিত আছি।

১. জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। শারীরিক ও আধ্যাত্মিক উভয় প্রকার সুস্বাস্থ্যের জন্য এটাই জীবনের সবচেয়ে উ...
11/05/2025

১. জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। শারীরিক ও আধ্যাত্মিক উভয় প্রকার সুস্বাস্থ্যের জন্য এটাই জীবনের সবচেয়ে উপকারী ও গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ একদিকে আধ্যাত্মিক ব্যায়াম তখনই হয়, যখন সেই এবাদত এমন মনে আদায় করা হয় যে আল্লাহ আমাকে দেখছেন বা আমি আল্লাহকে দেখছি। অন্যদিকে শারীরিক ব্যায়ামও বটে। কেননা নামাজের মাঝে পুরো শরীর অন্তর্ভুক্ত থাকে।

২. গুরুত্বের সঙ্গে মাসনুন দোয়া সমূহ পাঠ করা ও তাহাজ্জুদ নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া সমূহ উম্মতের জন্য অনেক মূল্যবান উপঢৌকন। আপনি যদি সেই অর্থ সামনে রেখে সেই দোয়াগুলো পাঠ করেন তাহলে তা আল্লাহর সঙ্গে আপনার গভীর ভালোবাসা পূর্ণ বন্ধন গড়ে তুলবে।

৩. নিয়মিত সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর।
(আস সুনানুল কুবরা_ বাইহাকী, হাদিস নং: ৬৮৩২)।

৪. খাবারের ক্ষেত্রে অপব্যয় না করা। আল্লাহ তাআলা বলেন كلوا واشربوا ولا تسرفوا
পানাহার করো কিন্তু অপব্যয় করো না।
(সূরা আরাফ: ৩১।

কোরআনের এই অর্ধেক আয়াতের মাঝে পুরো চিকিৎসাশাস্ত্র চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনু আদমের জন্য কয়েক লক্ষ খাবারই যথেষ্ট। যা তার কোমর সোজা রাখবে। খাবার যদি খেতেই হয় তাহলে অবশ্যই এক তৃতীয়াংশ বরাদ্দ রাখবে। বাকি এক-তৃতীয়াংশ পানির জন্য ও এক তৃতীয়াংশ নিঃশ্বাস নেওয়ার জন্য।

শুধু ক্ষুধা পেলেই খাবেন। পেট ভরে খাবার খাবেন না। খানিকটা ক্ষুধা থাকা অবস্থাতেই খাবার ছেড়ে উঠে আসুন। উত্তম হল সপ্তাহে দুই দিনের বেশি গোস্ত খাবেন না। সবজি ও ফলের উপর নির্ভরশীল হন। সায়্যাটিকা আক্রান্তরা বিশেষত গোশত, কলা, ও ভাত, পরিহার করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তা'আলা আনহুম আজমাইন তাদের অভ্যাস ছিল তারা দিনে দুই বেলা খাবার খেতেন। দিনের প্রথম খাবার খেতেন দশটা থেকে ১১ঃ০০ টার ভিতরে। আর শেষ খাবারটি খেতেন রাতে। অতীতের অসংখ্য নেককার বুজুর্গ তো দিনে এক বেলাই খাবার খেতেন। কোন বিরতি ছাড়া এক ঘন্টা পায়ে হাটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সকালে হাটাই সর্বোত্তম। সম্ভব না হলে দিনের অন্য যেকোনো সময় অবশ্যই হাঁটবেন। এবং ব্যায়াম করার অভ্যাস করুন।
(বই হিজামা সুন্নাহ সম্মত চিকিৎসা)
হাফেজ মোঃ মাসুম বিল্লাহ

আপনার পেটের  যাবতীয় সমস্যা যেমন গ্যাস্ট্রিক আইবিএস কোষ্ঠকাঠিন্য লুজ মোশন সকল ধরনের পেটের সমস্যা দূর করতে এই ঘরোয়া পদ্ধ...
28/04/2025

আপনার পেটের যাবতীয় সমস্যা যেমন গ্যাস্ট্রিক আইবিএস কোষ্ঠকাঠিন্য লুজ মোশন সকল ধরনের পেটের সমস্যা দূর করতে এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন।
১/ তিন বেলা খাবারের পর এক চিমটি মেথি চিবিয়ে খেয়ে ফেলুন।
২/ রাতের বেলা এক গ্লাস পানির মধ্যে এক বা দুই চামচ ত্রিফলা চূর্ণ ভিজিয়ে রাখুন সকালবেলা খাটি আখের গুড়ের সাথে গুলিয়ে খেয়ে ফেলুন। ( যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা বেশি তারা সাথে এক চামচ ইসবগুল ভুষি মিক্স করে নিন তারপর খেয়ে ফেলুন)
এভাবে টানে এক মাস করুন।
ইনশাআল্লাহ আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে।
এগুলো করার পরও যাদের সমস্যা ভালো না হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর পরামর্শ দিবেন ইনশাল্লাহ।

#আমার #এই #আপনার

আইবিএস রোগিদের জন্য সেরা সমাধান সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি কৃত।কার্যকারিতাঃ আইবিএস এর লক্ষণসমূহে নিরাপদ ভ...
16/04/2025

আইবিএস রোগিদের জন্য সেরা সমাধান সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি কৃত।
কার্যকারিতাঃ আইবিএস এর লক্ষণসমূহে নিরাপদ ভাবে শতভাগ কার্যকর, পেট ফাঁপা,পেট ,ব্যাথা গ্যাস্ট্রিক আলসার, বদহজম চোকা ঢেকুর ওঠা, পুরাতন আমাশয়, লিভারের সকল দুর্বলতায় , ফ্যাটি লিভার,লিভারে অতিরিক্ত চর্বি, জন্ডিস,
আরো অনেক রোগের জন্য সেরা সমাধান।

যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ 01831-466410

গ্যাস্ট্রিক কেয়ারভেষজে মুক্তি পান গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে!আপনি কি গ্যাস্ট্রিক, বুক জ্বালা বা বদহজমে ভুগছেন?সমাধান য...
14/04/2025

গ্যাস্ট্রিক কেয়ার
ভেষজে মুক্তি পান গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে!

আপনি কি গ্যাস্ট্রিক, বুক জ্বালা বা বদহজমে ভুগছেন?
সমাধান যখন প্রাকৃতিক উপায়ে — ‘গ্যাস্ট্রিক কেয়ার’।

উপাদানসমূহ:

মেথি বীজ

যষ্টিমধু

আদা গুঁড়ো

ত্রিফলা

অশ্বগন্ধা

উপকারিতা:

গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা থেকে দ্রুত মুক্তি

হজমশক্তি বৃদ্ধি করে

পাকস্থলীকে করে মজবুত

সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও নিরাপদ

ব্যবহারবিধি:
প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে ১ চামচ গ্যাস্ট্রিক কেয়ার সেবন করুন।

অর্ডার করতে কল করুন:
01831466410

বিশ্বাস রাখুন প্রকৃতির উপর, সুস্থ থাকুন ভেষজে!

Address

Dhaka

Telephone

+8801831466410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruqya service bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqya service bd:

Share