Dr Aftab MRCP FCPS - Medicine

Dr Aftab MRCP FCPS - Medicine Assistant Professor
Department of lnternal Medicine
BMU MBBS (DMC), MRCP(UK), FCPS (Medicine),MACP (Member ACP,USA), CCD(Diabetes,BIRDEM)

06/06/2025
06/06/2025

চিকিৎসাসেবার গুণগত মান, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা এবং মেডিকেল শিক্ষার উন্নয়নে নিজস্ব ভুল ও দুর্বলতা চিহ্নিত করত...

এই বছর ডেঙ্গু মনে হচ্ছে, খুব প্রবলভাবেই ফিরে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো ডেঙ্গুর খারাপ পেশেন্ট পেয়েছি । গতকাল...
06/06/2025

এই বছর ডেঙ্গু মনে হচ্ছে, খুব প্রবলভাবেই ফিরে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো ডেঙ্গুর খারাপ পেশেন্ট পেয়েছি । গতকালের দেখা রোগী, এখন প্লাটিলেট কাউন্ট মাত্র ১৩ হাজার, এর সাথে রয়েছে প্রচন্ড পেটে ব্যথা ও বমি। আমি হাসপাতালে ভর্তি হতে বলেছি। সবাই সচেতন হোন। মশার কামড় থেকে সবাই নিজেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সহায় হোন।

🌺 Importance of Clinical Audit:Clinical Audit is  a systematic process used by healthcare professionals to evaluate, mon...
29/05/2025

🌺 Importance of Clinical Audit:

Clinical Audit is a systematic process used by healthcare professionals to evaluate, monitor, and improve the quality of patient care. It plays a crucial role in maintaining high standards in healthcare delivery. Here are the key reasons why clinical audit is important:

1. Improves Patient Care and Outcomes
- Identifies gaps between current practices and best-practice guidelines.
- Helps implement evidence-based changes to enhance treatment effectiveness.
- Reduces medical errors and adverse events, leading to better patient safety.

2. Enhances Clinical Effectiveness
- Ensures healthcare services align with established standards and protocols.
- Promotes the use of up-to-date, research-backed treatments.
- Optimizes resource utilization by eliminating ineffective practices.

3. Supports Professional Development
- Encourages healthcare professionals to reflect on their practices.
- Facilitates continuous learning and skill improvement.
- Strengthens teamwork through collaborative review and feedback.

4. Ensures Compliance with Standards & Regulations
- Helps healthcare organizations meet regulatory and accreditation requirements (e.g., NICE, WHO, JCI).
- Demonstrates accountability to governing bodies and the public.

5. Boosts Patient Trust and Satisfaction
- Shows commitment to quality improvement, increasing patient confidence.
- Addresses patient concerns by refining care processes based on feedback.

6. Cost-Effective Healthcare Delivery
- Reduces unnecessary treatments and hospital readmissions.
- Improves efficiency, leading to better resource management.

Clinical audit is essential for maintaining high-quality healthcare. It drives continuous improvement, ensures adherence to best practices, and ultimately leads to better patient outcomes, professional growth, and efficient healthcare systems.

Kind Regards
Dr Kazi Ali Aftab
Assistant Professor
Department of Internal Medicine
Bangladesh Medical University

02/05/2025

Magic of POCUS : Lung Ultrasonogram

একজন বুকে ব্যথা রোগীর অন্যতম খারাপ কারণ হলো Pneumothorax। ফুসফুস থেকে বুকের খাঁচার ভিতর বাতাস বের হয়ে যাওয়াকে Pneumothorax বলে। ফুসফুসের আল্টাসনোগ্রাম করার মাধ্যমে মাধ্যমে খুব সুন্দর মত এটি চিহ্নিত করা যায়।

আজ একজন রোগী আমার কাছে এসেছিল বুকে ব্যথা নিয়ে, তার আলট্রাসনোগ্রাম করে আমরা পেলাম right sided Pneumothorax.

ইমারজেন্সি বিভাগ ও আই সি ইউ তে Pneumothorax চিহ্নিত করা সবচেয়ে বেশি জরুরী ।
Lung Ultrasonogram খুবই জরুরী যা একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে।

ডা. কাজী আলী আফতাব (DMC K63)

"Point of Care Ultra sonogram (POCUS) " এই বইটির জন্য অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন।  যারা এর হার্ডকপি পেতে চান, তারা ...
01/05/2025

"Point of Care Ultra sonogram (POCUS) " এই বইটির জন্য অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। যারা এর হার্ডকপি পেতে চান, তারা এখানে যোগাযোগ করতে পারেন।

যদি কেউ বইটির হার্ড কবে কিনতে না পারেন, তাহলে আমি নিচে Research gate এর লিংক দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা ডাউনলোড করে বইটি পড়তে পারেন।
https://www.researchgate.net/publication/390797840_Manual_of_Point_of_Care_Ultrasonogram_POCUS_First_Edition_2025

কৃতজ্ঞতা জ্ঞাপন :আমার এক  পুরাতন রোগী কুমিল্লা থেকে আসে, তিন দিনের প্রচন্ড পেটে ব্যথা নিয়ে, প্রথমে উপরের পেট এরপরে পুরো...
29/04/2025

কৃতজ্ঞতা জ্ঞাপন :
আমার এক পুরাতন রোগী কুমিল্লা থেকে আসে, তিন দিনের প্রচন্ড পেটে ব্যথা নিয়ে, প্রথমে উপরের পেট এরপরে পুরো পেটে ব্যথা ছড়িয়ে যায় । মেক বারনিস পয়েন্ট টেন্ডার পাই। খুব দ্রুততম সময় আলট্রা সোনোগ্রাম, সি বি সি, সিআরপি করতে দেই এগুলোতে সবকিছুতেই পজিটিভ আসে।অত্যন্ত দরিদ্র থাকার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে, আমি রেফার করে দেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে খুব দ্রুততম সময় ওই দিনই , তার অপারেশন করা হয়। ঢাকা মেডিকেল থেকে রিলিজ দেওয়ার পরে, সে আবার আমার সাথে দেখা করতে আসে।

এভাবেই অসংখ্য গরিব রোগীদেরকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য সরকারি হাসপাতাল গুলোতে খুবই অল্প খরচে দিন-রাত চিকিৎসা করে যাচ্ছে। আমি ধন্যবাদ দিতে চাই, সেই সকল চিকিৎসকগণকে, যারা এই অসাধারণ কাজ করছেন। তাদের জন্যই আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা টিকে আছে।

ধন্যবাদান্তে
কাজী আলী আফতাব
সহকারী অধ্যাপক
ইন্টারনাল মেডিসিন বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

🌹 "Manual of Point  of Care Ultrasonogram (POCUS)"  বইটি মাত্র সাত দিনের মধ্যে, আজ পর্যন্ত বাংলাদেশের ২০১৬ জন, ইংল্যান্ড...
25/04/2025

🌹 "Manual of Point of Care Ultrasonogram (POCUS)" বইটি মাত্র সাত দিনের মধ্যে, আজ পর্যন্ত বাংলাদেশের ২০১৬ জন, ইংল্যান্ডের ৩৮ জন আমেরিকার ১৬ জন, সিঙ্গাপুরের ১২ জন সহ ত্রিশটি দেশের মোট ২৩৫০ জন ডাক্তার এই বইটি পড়েছেন।

🏵️ বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের সাথে সাথে আমাদের ডাক্তারদের ও এগিয়ে যেতে হবে। ১৯৫০ সালে প্রথম A -mode Ultrasound ডিভাইস আবিষ্কৃত হয়, ২০২০ সালে FDA Approved AI assisted POCUS আমেরিকাতে শুরু হয়ে গেছে। সেই হিসেবে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে অবশ্যই POCUS সম্পর্কে ধারণা রাখতে হবে।

🪷 এই বইটি শুধুমাত্র মেডিসিনের জন্যই নয়, ক্রিটিকাল কেয়ার মেডিসিন, এখানেস্থেসিওলজি, সার্জারি, প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ , শিশুরোগ সহ অন্যান্য ডিসিপ্লিনের সকল ডাক্তারদের জন্য খুবই জরুরী বই।

🌺 বইটির সম্পূর্ণ ছবি নির্ভর হওয়ায় এর ছাপানোর কোয়ালিটিতে কোন রকম কম্প্রোমাইজ করা হয়নি। আশা করি আপনারা সবাই বইটি আপনাদের সাথে রাখবেন,যুগের সাথে এগিয়ে যাবেন।
"See more, Do more - POCUS empowers clinicians to act faster and smarter "

ধন্যবাদান্তে
ডা.কাজী আলী আফতাব
সহকারী অধ্যাপক
ইন্টারনাল মেডিসিন বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়,শাহবাগ, ঢাকা ।

"See More, Do More - POCUS empowers Clinicians  to act Faster And Smarter."
22/04/2025

"See More, Do More - POCUS empowers Clinicians to act Faster And Smarter."

আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের  পর, আজ আমাদের প্রথম মেডিকেল বই [Point of Care Ultrasonogram(POCUS),First Edition, 2025]  রি...
15/04/2025

আলহামদুলিল্লাহ,
অনেক কষ্টের পর, আজ আমাদের প্রথম মেডিকেল বই [Point of Care Ultrasonogram(POCUS),First Edition, 2025] রিসার্চ গেটে পাবলিশ করা হয়েছে।আমার জানামতে, বাংলাদেশে এই বিষয়ে, এটিই প্রথম প্রকাশিত বই। বইটি তৈরি করতে ১৫৮টি রেফারেন্স ব্যবহার করা হয়েছে। আল্টাসনোগ্রাম কে বেড সাইডে কি কি উপায়ে ব্যবহার করা যায়, তা আমরা খুব সুন্দর, সাবলীল ও সহজভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। যা আপনাদের জন্য খুবই উপকারী হবে আশা করছি।
নিচে প্রকাশনাটির লিংক দেওয়া হল- ডাউনলোড করে পড়তে পারবেন, আশা করি ভালো লাগবে। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই দোয়া করবেন। 😊

😲 Why POCUS Matters?

🌸 POCUS enhances diagnostic accuracy, reduces unnecessary testing, and expedites life-saving interventions.

🌹 In emergency settings, it can quickly identify pericardial effusions, pneumothorax, or intra-abdominal bleeding.

🌺 In critical care, it guides fluid management and ventilator settings.

🪷 In resource-limited environments, it serves as a cost-effective alternative to advanced imaging.

🏵️ By mastering POCUS, clinicians can make faster, more informed decisions while improving patient safety and satisfaction.

Dr Kazi Ali Aftab
Assistant Professor
Department of Internal Medicine, BMU .

PDF | Point-of-Care Ultrasound (POCUS) has revolutionized modern medicine by bringing diagnostic imaging to the patient’s bedside. Unlike traditional... | Find, read and cite all the research you need on ResearchGate

Address

Popular Diagnostic Center, English Road, Room-618, For Serial-+8809666787802
Wari

Telephone

+8801795338426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Aftab MRCP FCPS - Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Aftab MRCP FCPS - Medicine:

Share

Category