
15/08/2025
বর্তমানে জ্বর, শরীর ব্যথা, গিরা ব্যথা ও চামড়ার উপসর্গ নিয়ে অনেক রোগী আসছেন। বেশিরভাগই চিকুনগুনিয়া নামক রোগে আক্রান্ত।প্রথম ৮ দিনের মধ্যে Chikungunya antibody test করালে এটা নেগেটিভ আসবে। পাঁচ দিনের মধ্যে করতে হয় পিসিআর। অষ্টম দিন থেকে ৩ মাস পর্যন্ত IgM পজিটিভ হয়। ১৪ দিন পর থেকে IgG পজিটিভ হয়। সুতরাং যারা প্রথমেই অ্যান্টিবডি টেস্ট করান তাদের ক্ষেত্রে চিকনগুনিয়া নেগেটিভ থাকবে। এই সম্পর্কে আমরা সচেতন হই ও সঠিক সময়ে সঠিক ইনভেস্টিগেশন করিয়ে সঠিক রোগ নির্ণয় করি।
ধন্যবাদান্তে
ডা. কাজী আলী আফতাব
সহকারী অধ্যাপক
ইন্টারনাল মেডিসিন বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
Reference -Uptodate
For individuals presenting one to seven days following onset of symptoms, RT-PCR for detection of chikungunya virus RNA should be performed; a positive result establishes a diagnosis of chikungunya virus infection. Chikungunya virus RNA can be detected by RT-PCR during the first five days following onset of symptoms with excellent sensitivity and specificity (100 and 98 percent, respectively) [8,117].
A negative RT-PCR result should prompt chikungunya virus serologic testing via enzyme-linked immunosorbent assay (ELISA) or indirect fluorescent antibody (IFA).
●For individuals presenting ≥8 days following onset of symptoms, chikungunya virus serologic testing via ELISA or IFA should be performed. A positive result establishes a diagnosis of chikungunya virus infection.
Immunoglobulin (Ig)M anti-chikungunya virus antibodies (detected by direct ELISA) are present starting approximately five days (range 1 to 12 days) following onset of symptoms and persist for several weeks to three months [1]. IgG antibodies begin to appear approximately two weeks following onset of symptoms and persist for years.