ভ্যাকসিন সেন্টার, ওয়ারী

ভ্যাকসিন সেন্টার, ওয়ারী health care &vaaacin center Vaccination campaigns

👇💥চলছে ক্যাম্পেইন!  😃৪০-৪৫% ছাড়ে।😃🤗সর্বোচ্চ ছাড়ে শিশু ও মায়েদের টিকা পাবেন শুধুমাত্র  ভ্যাকসিন সেন্টার, ওয়ারী তে। 💞🌀...
18/08/2025

👇
💥চলছে ক্যাম্পেইন!

😃৪০-৪৫% ছাড়ে।😃
🤗সর্বোচ্চ ছাড়ে শিশু ও মায়েদের টিকা পাবেন শুধুমাত্র ভ্যাকসিন সেন্টার, ওয়ারী তে। 💞

🌀টিকা জীবন বাঁচায়। তাই শিশুকে নানাবিধ রোগ থেকে বাঁচাতে টিকা দেয়া আবশ্যক।

📱 সূর্যের হাসি ক্লিনিক, ওয়ারী তে টিকা নিতে আসার আগে 01711-220499 এই নাম্বারে ফোন করে বুক করে আসুন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞


জেনে রাখুন -টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে ...
18/08/2025

জেনে রাখুন -

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করেন। দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে এবং পরবর্তী সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/


18/08/2025

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করেন। দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে এবং পরবর্তী সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

18/08/2025
17/08/2025

শিশুর জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত কিছু জরুরী টিকা দেওয়া প্রয়োজন। বাংলাদেশে সরকারিভাবে এই টিকাদান কর্মসূচি পালন করা হয়। শিশুর ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে নিয়ম মেনে এই টিকাদানের কোনো বিকল্প নেই।

☎ HOTLINE : 01711-220499

সূর্যের হাসি ক্লিনিক, ভ্যাকসিন সেন্টার, ওয়ারী
৭২ বিসিসি রোড, ওয়ারী ঢাকা-১২০৩
জয় কালী মন্দিরের পশ্চিম পাশে
ফোন ০২-৪৭১১৬৭৫৮
মোবাইল ০১৮১১২২০৪৯৯
#সূর্যের_হাসি_ক্লিনিক_ওয়ারী
google লোকেশন ম্যাপ
https://maps.app.goo.gl/nTdjM69Zkc1dioNB7?g_st=aw

আপনি কি জানেন❓বাংলাদেশে প্রতি বছর ১৫ বছরের কম বয়সী প্রায় ৫,৫০০ শিশু টাইফয়েড জ্বরে মারা যায়।কিন্তু সুখবর হলো - ১ ডোজ টিকা...
17/08/2025

আপনি কি জানেন❓বাংলাদেশে প্রতি বছর ১৫ বছরের কম বয়সী প্রায় ৫,৫০০ শিশু টাইফয়েড জ্বরে মারা যায়।

কিন্তু সুখবর হলো - ১ ডোজ টিকা নিয়ে সহজেই টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

📢 বিস্তারিত জানতে চোখ রাখুন 👉 ভ্যাকসিন সেন্টার, ওয়ারী এর ফেসবুক পেজে।

শিশুর জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত কিছু জরুরী টিকা দেওয়া প্রয়োজন। বাংলাদেশে সরকারিভাবে এই টিকাদান কর্মসূচি পালন করা...
17/08/2025

শিশুর জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত কিছু জরুরী টিকা দেওয়া প্রয়োজন। বাংলাদেশে সরকারিভাবে এই টিকাদান কর্মসূচি পালন করা হয়। শিশুর ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে নিয়ম মেনে এই টিকাদানের কোনো বিকল্প নেই।
Ref:https://dghs.gov.bd/images/docs/EPI/EPI_Vaccination_Schedule.pdf

🟥 রোটা ভাইরাস জনিত ডায়রিয়া ও ভ্যাক্সিন🔹 শিশুদের ডায়রিয়ার ৬০–৭০% ক্ষেত্রে রোটা ভাইরাস দায়ী।🔹 রোটা ভাইরাস প্রতিরোধে রোটা ভ...
17/08/2025

🟥 রোটা ভাইরাস জনিত ডায়রিয়া ও ভ্যাক্সিন

🔹 শিশুদের ডায়রিয়ার ৬০–৭০% ক্ষেত্রে রোটা ভাইরাস দায়ী।
🔹 রোটা ভাইরাস প্রতিরোধে রোটা ভ্যাক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
🔹 এটি সরকারি ভ্যাক্সিন নয়— বাইরে থেকে কিনতে হয়।

💉 বাংলাদেশে পাওয়া যায় ২ ধরনের রোটা ভ্যাক্সিন

1️⃣ রোটাটেক – ৩ ডোজ
2️⃣ রোটারিক্স – ২ ডোজ

📌 ভ্যাক্সিন কিভাবে দিবেন?

* ইনজেকশন নয় — মুখে খাওয়াতে হয়।
* হাসপাতাল বা বাসায় দেওয়া যায়।

📌 শুরুর সময়

* জন্মের **৬ সপ্তাহ** পর থেকে শুরু করা যায়।

📌 ডোজের ব্যবধান:

রোটারিক্স: ২ ডোজ (প্রথম ডোজের ১ মাস পর দ্বিতীয়)
রোটাটেক: ৩ ডোজ (প্রতি ডোজের মধ্যে ১ মাস বিরতি)

📌 শেষ সীমা:

৮ মাস বয়সের পর আর দেওয়া যাবে না।

⚠️ বিশেষ সতর্কতা

1. মেয়াদ দেখে দিন।
2. সংরক্ষণ: ২°C–৮°C (নরমাল ফ্রিজে রাখা যায়)।
3. জ্বর, বমি বা ডায়রিয়ার সময় দিবেন না।
4. ফার্মেসী থেকে কেনার আগে সঠিক কোল্ড চেইন আছে কি না নিশ্চিত করুন।

ℹ️ **মনে রাখবেন**

ভ্যাক্সিন নিলে রোটা ভাইরাস ডায়রিয়ার ঝুঁকি কমে, তবে একেবারে বন্ধ হয়ে যাবে না।

✍️

অন্ধকার গহীনে জন্মিলেন‌ গোপাল আলোকিত করিলেন জরাজীর্ণ ধাম।আজ শুভ জন্মাষ্টমী, পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি...
16/08/2025

অন্ধকার গহীনে জন্মিলেন‌ গোপাল
আলোকিত করিলেন জরাজীর্ণ ধাম।

আজ শুভ জন্মাষ্টমী, পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। অশুভ, অহংকারীর বিনাশ ও শান্তি স্থাপনে এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তিনি। আদি থেকে অন্ত পর্যন্ত তাঁর প্রতিটি কর্ম আমাদের অনুপ্রাণিত করে সত্য, ন্যায় ও ধর্মের পথে চলতে।

ভ্যাকসিন সেন্টার, ওয়ারী
এর পক্ষ থেকে সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা, ভক্তি ও আনন্দ।

16/08/2025

হেপাটাইটিস বি ভাইরাস কি?
হেপাটাইটিস বি ভাইরাস ছড়ানোর প্রকার,

হেপাটাইটিস বি ভাইরাস জনিত সংক্রামক রোগ থেকে নিজেদের রক্ষা করতে নিয়ম মেনে ভ্যাকসিন নিন।

#কেন_নিবেন_হেপাটাইটিস_বি_ভাইরাস_প্রতিরোধী_টিকা_Hepa_B_Vaccine.?
১.সেলুনে দাঁড়ি কাটাতে গিয়ে সবচেয়ে বড় সম্ভাবনা থাকে হেপাটাইসিস বি ভাইরাস আক্রমনের, একই খুর ব্যবহার করার কারনে।
২.ডায়াবেটিকস রোগী সুগার টেস্ট করার ব্লাড গ্লুকোজ টেস্ট মনিটরিং ডিভাইস থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৩.দূষিত মেডিকেল যন্ত্রপাতি অর্থাৎ ডেন্টাল ডাক্তার যখন দাঁত উঠানো,দাঁত সিলিং এর কাজ করে তখন দূষিত যন্ত্রপাতি থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৪.চায়ের দোকানে একই কাপে বিভিন্ন শ্রেণির মানুষ চা পান করে, সেই পরিবেশ থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৫.ডায়ালাইসিস রোগীর ডায়ালাইসিস মেশিনে বিভিন্ন শ্রেণির মানুষ ডায়ালাইসিস করে সেই পরিবেশ থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৬.পানিতে নিমজ্জিত শাক সবজি ভালো ভাবে পরিষ্কার না করে রান্না করলে কারণ হেপাটাইটিস বি ভাইরাস ১২১°C তাপমাত্রায় মারা যায় কিন্তু আমাদের রান্না করতে ১২১°C তাপমাত্রা কখনোই ব্যবহার হয় না,তাই এখান থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যা বেশির ভাগ মানুষই যানে না।
৭.সার্জারী ইউনিট থেকে আর একটি অংশ হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৮.স্বামী বা স্ত্রী হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলে স্বামী বা স্ত্রীর শরীর থেকে যৌন সম্পর্কের মাধ্যমে একজন থেকে অন্য জনের মধ্যে ছড়িয়ে পড়ে।
৯.আক্রান্ত ব্যক্তির লালা সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে।
১০.লেডিস পার্লার থেকে নাক,কান ফোঁড়ানোর যন্ত্রপাতি থেকে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের সমূহ সম্ভাবনা রয়েছে।
তাই আপনারা এখন সিদ্ধান্ত নিন কবে হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন নিবেন।
একটি সঠিক সিদ্ধান্ত আপনার জিবন বাচাতে পারে।
Google location map
https://maps.app.goo.gl/nTdjM69Zkc1dioNB7?g_st=aw

ভ্যাকসিন সেন্টার, ওয়ারী সম্পর্কে বিস্তারিত জানতে,
মোবাইল নম্বরঃ- 01711-220499

15/08/2025

#সূর্যের_হাসি_ক্লিনিক_ওয়ারী ১৬ অগাস্ট খোলা থাকবে

Address

Wari

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801811220499

Alerts

Be the first to know and let us send you an email when ভ্যাকসিন সেন্টার, ওয়ারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram