16/08/2025
হেপাটাইটিস বি ভাইরাস কি?
হেপাটাইটিস বি ভাইরাস ছড়ানোর প্রকার,
হেপাটাইটিস বি ভাইরাস জনিত সংক্রামক রোগ থেকে নিজেদের রক্ষা করতে নিয়ম মেনে ভ্যাকসিন নিন।
#কেন_নিবেন_হেপাটাইটিস_বি_ভাইরাস_প্রতিরোধী_টিকা_Hepa_B_Vaccine.?
১.সেলুনে দাঁড়ি কাটাতে গিয়ে সবচেয়ে বড় সম্ভাবনা থাকে হেপাটাইসিস বি ভাইরাস আক্রমনের, একই খুর ব্যবহার করার কারনে।
২.ডায়াবেটিকস রোগী সুগার টেস্ট করার ব্লাড গ্লুকোজ টেস্ট মনিটরিং ডিভাইস থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৩.দূষিত মেডিকেল যন্ত্রপাতি অর্থাৎ ডেন্টাল ডাক্তার যখন দাঁত উঠানো,দাঁত সিলিং এর কাজ করে তখন দূষিত যন্ত্রপাতি থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৪.চায়ের দোকানে একই কাপে বিভিন্ন শ্রেণির মানুষ চা পান করে, সেই পরিবেশ থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৫.ডায়ালাইসিস রোগীর ডায়ালাইসিস মেশিনে বিভিন্ন শ্রেণির মানুষ ডায়ালাইসিস করে সেই পরিবেশ থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৬.পানিতে নিমজ্জিত শাক সবজি ভালো ভাবে পরিষ্কার না করে রান্না করলে কারণ হেপাটাইটিস বি ভাইরাস ১২১°C তাপমাত্রায় মারা যায় কিন্তু আমাদের রান্না করতে ১২১°C তাপমাত্রা কখনোই ব্যবহার হয় না,তাই এখান থেকে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যা বেশির ভাগ মানুষই যানে না।
৭.সার্জারী ইউনিট থেকে আর একটি অংশ হেপাটাইটিস বি ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।
৮.স্বামী বা স্ত্রী হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলে স্বামী বা স্ত্রীর শরীর থেকে যৌন সম্পর্কের মাধ্যমে একজন থেকে অন্য জনের মধ্যে ছড়িয়ে পড়ে।
৯.আক্রান্ত ব্যক্তির লালা সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে।
১০.লেডিস পার্লার থেকে নাক,কান ফোঁড়ানোর যন্ত্রপাতি থেকে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের সমূহ সম্ভাবনা রয়েছে।
তাই আপনারা এখন সিদ্ধান্ত নিন কবে হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন নিবেন।
একটি সঠিক সিদ্ধান্ত আপনার জিবন বাচাতে পারে।
Google location map
https://maps.app.goo.gl/nTdjM69Zkc1dioNB7?g_st=aw
ভ্যাকসিন সেন্টার, ওয়ারী সম্পর্কে বিস্তারিত জানতে,
মোবাইল নম্বরঃ- 01711-220499