ভ্যাকসিন সেন্টার, ওয়ারী

ভ্যাকসিন সেন্টার, ওয়ারী health care &vaaacin center Vaccination campaigns

📢 টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে!সরকারি ব্যবস্থাপনায় আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে🧒 ৯ মাস বয়স থেকে ...
24/07/2025

📢 টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে!

সরকারি ব্যবস্থাপনায় আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে
🧒 ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেণী পর্যন্ত সকল শিশুকে
💉 টাইফয়েড টিকা দেওয়া হবে একদম বিনামূল্যে।

👉 শর্ত একটাই — আপনার শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

✅ যাদের এখনো জন্মনিবন্ধন হয়নি, দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন করে ফেলুন।
✅ টিকার সময়সূচী ঘোষণা হলে, শিশুকে জন্মনিবন্ধন সনদসহ EPI সেন্টারে নিয়ে আসুন।

🎯 রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd

📝 যারা HPV ভ্যাকসিনের সময় আগে নিবন্ধন করেছিলেন, তারা নতুন করে রেজিস্ট্রেশন না করেও শুধু টাইফয়েড টিকার জন্য লগইন করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
📱 ভুলে গেলে “Forget Mobile Number” অপশন থেকে মোবাইল নম্বর উদ্ধার বা পরিবর্তন করা যাবে।

🔄 পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানাতে ভুলবেন না।

☎ HOTLINE : 01711-220499
সূর্যের হাসি ক্লিনিক, ভ্যাকসিন সেন্টার, ওয়ারী
৭২ বিসিসি রোড, ওয়ারী ঢাকা-১২০৩
জয় কালী মন্দিরের পশ্চিম পাশে
ফোন ০২-৪৭১১৬৭৫৮
মোবাইল ০১৮১১২২০৪৯৯
#সূর্যের_হাসি_ক্লিনিক_ওয়ারী

#স্বাস্থ্য_সচেতনতা

🧠 মেনিনজোকক্কাল মেনিনজাইটিস – এক মরণঘাতী সংক্রমণ যা ২৪ ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হতে পারে।এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং হজ বা ওম...
24/07/2025

🧠 মেনিনজোকক্কাল মেনিনজাইটিস – এক মরণঘাতী সংক্রমণ যা ২৪ ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হতে পারে।
এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং হজ বা ওমরাহর সময় ঝুঁকি অনেক বেশি।

🛡️ মেনিনজোকক্কাল ভ্যাকসিন আপনাকে এই ভয়ংকর রোগ থেকে সুরক্ষা দেয়।

👉 তাই, ওমরাহ বা হজে যাওয়ার আগে ভ্যাকসিন নিতে ভুলবেন না।

📢 জনসচেতনতামূলক প্রচারণায় – Incepta

☎ HOTLINE : 01711-220499
সূর্যের হাসি ক্লিনিক, ভ্যাকসিন সেন্টার, ওয়ারী
৭২ বিসিসি রোড, ওয়ারী ঢাকা-১২০৩
জয় কালী মন্দিরের পশ্চিম পাশে
ফোন ০২-৪৭১১৬৭৫৮
মোবাইল ০১৮১১২২০৪৯৯
#সূর্যের_হাসি_ক্লিনিক_ওয়ারী
#ফ্লু_প্রতিরোধ #ভ্যাকসিন_প্রতিরোধ

24/07/2025

The vaccine has to be administered 10 days before the arrival in Saudi Arabia and the vaccination certificate must also be obtained

**সরকারী ভাবে দেয়া হবে টায়ফয়েড টিকাঃ এটা কি নিরাপদ?**বাংলাদেশ সরকারকে প্রথমেই ধন্যবাদ জানাই, উনারা টায়ফয়েডের মত মারাত্মক...
23/07/2025

**সরকারী ভাবে দেয়া হবে টায়ফয়েড টিকাঃ এটা কি নিরাপদ?**

বাংলাদেশ সরকারকে প্রথমেই ধন্যবাদ জানাই, উনারা টায়ফয়েডের মত মারাত্মক ও জীবনঘাতী রোগের টীকা সরকারী ভাবে দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। এটি পানি ও খাদ্যবাহিত ব্যাধি হওয়ায় আমাদের দেশে টায়ফয়েড খুবই কমন একটি রোগ এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। বাচ্চাদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়।


আগামী ১ থেকে ১৮ সেপ্টেম্বর (সম্ভাব্য তারিখ) সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি - টায়ফয়েড কনজুগেটেড ভ্যাক্সিন) প্রদানের লক্ষ্য নেয়া হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এই টীকা দেয়া হবে। এর একটি মাত্র ডোজ (০.৫ মি.লি), যা মাংসপেশীতে দেওয়া হবে।

**টায়ফয়েড টীকা (TCV) কি নিরাপদ?**
টিসিভি (Typhoid Conjugate Vaccine) পুরোপুরি নিরাপদ ও বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত একটি টীকা।
* **WHO অনুমোদিত**: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০১৮ সালেই টিসিভিকে শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর বলে স্বীকৃতি দিয়েছে।
* **বিশ্বব্যাপী ব্যবহার:** ইতোমধ্যে ভারত, নেপাল, পাকিস্তান, লাইবেরিয়া, জিম্বাবুয়ে, মালাউইসহ অনেক দেশে লাখ লাখ শিশুকে এই টীকা দেয়া হয়েছে—কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি।
* **মাত্র ১ ডোজেই দীর্ঘমেয়াদি সুরক্ষা:** টিসিভি একবার দিলে অন্তত ৪–৫ বছর বা তার চেয়েও বেশি সময় রোগ থেকে রক্ষা করে।
* **কয়েক ধাপের পরীক্ষা-নিরিক্ষার পরই এটা অনুমোদন পেয়েছেঃ** এটি মানবদেহে প্রয়োগের আগে বহুস্তর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর অনুমোদন পেয়েছে। ল্যাবরেটরি রিসার্চ, ৩ ফেইজে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের পর্যালোচনার পর টীকাটি মানবদেহে প্রয়োগের অনুমতি পেয়েছে।

***পার্শ্বপ্রতিক্রিয়া হলে কেমন হয়?***

যেগুলো দেখা যায়, সেগুলো খুবই সাধারণ এবং ১-২ দিনের মধ্যেই ঠিক হয়ে যায়:
* হালকা জ্বর
* ইনজেকশনের স্থানে ব্যথা বা লালচে ভাব
* ক্লান্তিভাব বা দুর্বলতা

এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ঠিক যেভাবে অন্য টিকাগুলোতেও হয়ে থাকে, ঠিক তেমনই — এবং কোনো গুরুতর জটিলতা দেখা যায় না।

** টিকা নিতে যা দরকার:**

১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ

রেজিস্ট্রেশনঃ [https://vaxepi.gov.bd](https://vaxepi.gov.bd) (রেজিঃ চালু হলে করবেন)

23/07/2025

#ভ্যাকসিন Contact us for more information: ☎️Hotline number : 01711-220499 🖥️website: ভ্যাকসিন সেন্টার, ওয়ারী

23/07/2025

**সরকারী ভাবে দেয়া হবে টায়ফয়েড টিকাঃ এটা কি নিরাপদ?**

বাংলাদেশ সরকারকে প্রথমেই ধন্যবাদ জানাই, উনারা টায়ফয়েডের মত মারাত্মক ও জীবনঘাতী রোগের টীকা সরকারী ভাবে দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। এটি পানি ও খাদ্যবাহিত ব্যাধি হওয়ায় আমাদের দেশে টায়ফয়েড খুবই কমন একটি রোগ এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। বাচ্চাদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়।


আগামী ১ থেকে ১৮ সেপ্টেম্বর (সম্ভাব্য তারিখ) সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি - টায়ফয়েড কনজুগেটেড ভ্যাক্সিন) প্রদানের লক্ষ্য নেয়া হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এই টীকা দেয়া হবে। এর একটি মাত্র ডোজ (০.৫ মি.লি), যা মাংসপেশীতে দেওয়া হবে।

**টায়ফয়েড টীকা (TCV) কি নিরাপদ?**
টিসিভি (Typhoid Conjugate Vaccine) পুরোপুরি নিরাপদ ও বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত একটি টীকা।
* **WHO অনুমোদিত**: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০১৮ সালেই টিসিভিকে শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর বলে স্বীকৃতি দিয়েছে।
* **বিশ্বব্যাপী ব্যবহার:** ইতোমধ্যে ভারত, নেপাল, পাকিস্তান, লাইবেরিয়া, জিম্বাবুয়ে, মালাউইসহ অনেক দেশে লাখ লাখ শিশুকে এই টীকা দেয়া হয়েছে—কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি।
* **মাত্র ১ ডোজেই দীর্ঘমেয়াদি সুরক্ষা:** টিসিভি একবার দিলে অন্তত ৪–৫ বছর বা তার চেয়েও বেশি সময় রোগ থেকে রক্ষা করে।
* **কয়েক ধাপের পরীক্ষা-নিরিক্ষার পরই এটা অনুমোদন পেয়েছেঃ** এটি মানবদেহে প্রয়োগের আগে বহুস্তর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর অনুমোদন পেয়েছে। ল্যাবরেটরি রিসার্চ, ৩ ফেইজে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের পর্যালোচনার পর টীকাটি মানবদেহে প্রয়োগের অনুমতি পেয়েছে।

***পার্শ্বপ্রতিক্রিয়া হলে কেমন হয়?***

যেগুলো দেখা যায়, সেগুলো খুবই সাধারণ এবং ১-২ দিনের মধ্যেই ঠিক হয়ে যায়:
* হালকা জ্বর
* ইনজেকশনের স্থানে ব্যথা বা লালচে ভাব
* ক্লান্তিভাব বা দুর্বলতা

এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ঠিক যেভাবে অন্য টিকাগুলোতেও হয়ে থাকে, ঠিক তেমনই — এবং কোনো গুরুতর জটিলতা দেখা যায় না।

** টিকা নিতে যা দরকার:**

১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ

রেজিস্ট্রেশনঃ [https://vaxepi.gov.bd](https://vaxepi.gov.bd) (রেজিঃ চালু হলে করবেন)

হেপাটাটিস বি ভাইরাস লিভারকে আক্রান্ত করে। হেপাটাটিস বি প্রতিরোধযোগ্য। সময়মত ভ্যাকসিন নিয়ে এই ভাইরাসজনিত রোগকে বিদায় দিন!...
22/07/2025

হেপাটাটিস বি ভাইরাস লিভারকে আক্রান্ত করে। হেপাটাটিস বি প্রতিরোধযোগ্য। সময়মত ভ্যাকসিন নিয়ে এই ভাইরাসজনিত রোগকে বিদায় দিন!

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
হটলাইনঃ☎️ 01711-220499

সূর্যের হাসি ক্লিনিক, ভ্যাকসিন সেন্টার, ওয়ারী
৭২ বিসিসি রোড, ওয়ারী ঢাকা-১২০৩
জয় কালী মন্দিরের পশ্চিম পাশে
ফোন ০২-৪৭১১৬৭৫৮
মোবাইল ০১৮১১২২০৪৯৯
#সূর্যের_হাসি_ক্লিনিক_ওয়ারী

21/07/2025
🟢 গর্ভধারণের পূর্ব প্রস্তুতি (A to Z Guide)✅ ১. প্রয়োজনীয় টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা:📌 গর্ভধারণের আগে কিছু স্বাস্থ্য পরীক...
21/07/2025

🟢 গর্ভধারণের পূর্ব প্রস্তুতি (A to Z Guide)

✅ ১. প্রয়োজনীয় টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা:

📌 গর্ভধারণের আগে কিছু স্বাস্থ্য পরীক্ষা করলে ভালো হয়:
• CBC (Complete Blood Count) – রক্তস্বল্পতা (Anemia) আছে কিনা
• Thyroid Test (TSH, T3, T4) – হরমোনের সমস্যা আছে কিনা
• Blood Sugar Test – গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে
• Vitamin D & Calcium Test – হাড়ের জন্য গুরুত্বপূর্ণ
• Rubella & Hepatitis B Test – গর্ভাবস্থায় সংক্রমণের ঝুঁকি আছে কিনা
• Weight & BMI Check – ওজন বাড়ানো দরকার কিনা

📌 যদি সম্ভব না হয়, তবে অন্তত রক্তস্বল্পতা ও থাইরয়েড পরীক্ষা করানো ভালো।



✅ ২. প্রয়োজনীয় টিকা (Vaccination)

🔹 #টিটেনাস (TT) টিকা:
• গর্ভধারণের আগে TT টিকা নেওয়া ভালো।
• প্রথম ডোজ নিলে ১ মাস পর দ্বিতীয় ডোজ নিতে হয়।
• গর্ভাবস্থায় না নিলে পরে ৫ মাসের মধ্যে নিতে হবে।

🔹 রুবেলা (Rubella/MMR) টিকা:
• গর্ভধারণের আগে নেওয়া ভালো, তবে টিকা নেওয়ার পর ১ মাস গর্ভধারণ করা যাবে না।



✅ ৩. প্রয়োজনীয় খাবার ও সাপ্লিমেন্ট (Medicine & Supplements)

📌 গর্ভধারণের আগে ও পরে এই সাপ্লিমেন্টগুলো খাওয়া দরকার:

🔹 Folic Acid (400-600 mcg) প্রতিদিন – গর্ভধারণের কমপক্ষে ৩ মাস আগে থেকে শুরু করতে হবে, এটি শিশুর মস্তিষ্ক ও স্নায়ুর বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ।
• ব্র্যান্ড: Folison, Folate, Pregna, Folivita ইত্যাদি

🔹 Iron (লোহা) সাপ্লিমেন্ট – রক্তস্বল্পতা থাকলে শুরু করুন, নাহলে গর্ভাবস্থার ২য় ট্রাইমেস্টার থেকে খাবেন।
• ব্র্যান্ড: Hemofol, Fesof, Ferose F, Zincolife

🔹 & Vitamin D – হাড় ও দাঁতের জন্য জরুরি, বিশেষত আপনার ওজন কম হওয়ায় এটি গুরুত্বপূর্ণ।
• ব্র্যান্ড: Calcimix, Calbo D, Shelcal 500, Osteo-D

🔹 -3 & DHA (Fish Oil Capsules) – শিশুর মস্তিষ্কের গঠনের জন্য ভালো।
• ব্র্যান্ড: Neurobian DHA, Omega-3 Plus, Pregnacare Omega

📌 আপনার খাওয়ার অরুচি থাকায় Multivitamin খেতে পারেন, যেমন:
• “Pregnacare Conception” বা “Centrum Women”



✅ ৪. খাদ্যাভ্যাস ও ওজন বৃদ্ধি (Healthy Diet & Weight Gain)

✅ ওজন বাড়ানোর জন্য প্রাকৃতিক খাবার:
• প্রতিদিন ১ গ্লাস দুধ ও ডিম খান।
• বাদাম, ছোলা, খেজুর, কলা ও ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খান।
• মাংস, মাছ ও ডাল বেশি খান।
• স্যুপ, স্মুদি ও জুস পান করুন।
• প্রতিদিন ৬-৮ গ্লাস পানি পান করুন।

❌ ফাস্টফুড, সফট ড্রিংকস, অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলুন।



✅ ৫. নরমাল ডেলিভারির জন্য শারীরিক প্রস্তুতি

📌 গর্ভধারণের আগে ও পরে হালকা ব্যায়াম করলে শরীর শক্তিশালী হয় ও নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে।

✅ গর্ভধারণের আগে ব্যায়াম:
• ব্রিদিং এক্সারসাইজ (শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম) – এটি গর্ভাবস্থায় সহায়ক হবে।
• হালকা হাঁটা বা ইয়োগা করুন।
• কোর স্ট্রেনথ বাড়ানোর জন্য পিলাটেস বা স্কোয়াট করা যেতে পারে।

✅ গর্ভধারণের পর ব্যায়াম:
• প্রথম ৩ মাস ভারী ব্যায়াম না করা ভালো।
• গর্ভকালীন ব্যায়াম করার জন্য Prenatal Yoga বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।



✅ ৬. গর্ভধারণ দ্রুত হওয়ার টিপস (Fertility Boosting Tips)

✔ Calculator ব্যবহার করে সঠিক সময় মিলন করুন (Period-এর ১০-১৬তম দিন সবচেয়ে উর্বর সময়)।
✔ স্ট্রেস কমান ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
✔ ধূমপান, অ্যালকোহল বা অতিরিক্ত ক্যাফেইন পরিহার করুন।
✔ স্বামীর সুষম খাবার ও ভিটামিন গ্রহণ করাও গুরুত্বপূর্ণ (যেমন Zinc, C, Omega-3)।



📌 সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো:

✅ Acid (Folison, Pregna) প্রতিদিন শুরু করুন।
✅ পুষ্টিকর খাবার খান ও ওজন ৪-৫ কেজি বাড়ানোর চেষ্টা করুন।
✅ TT টিকা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করুন।
✅ স্ট্রেস কমান, নিয়মিত ব্যায়াম করুন ও পর্যাপ্ত ঘুমান।
✅ সঠিক সময়ে মিলন করুন ও স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করুন।

📌 যদি ৬ মাস চেষ্টার পরও গর্ভধারণ না হয়, তবে ডাক্তার দেখানো ভালো হবে।
💙 আপনার সুস্থ ও সফল #গর্ভধারণ কামনা করছ #সুস্থশিশু

 #সচেতন_মূলক_পোষ্ট আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থা...
21/07/2025

#সচেতন_মূলক_পোষ্ট
আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।
https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।

☎ HOTLINE : 01711-220499
সূর্যের হাসি ক্লিনিক, ভ্যাকসিন সেন্টার, ওয়ারী
৭২ বিসিসি রোড, ওয়ারী ঢাকা-১২০৩
জয় কালী মন্দিরের পশ্চিম পাশে
ফোন ০২-৪৭১১৬৭৫৮
মোবাইল ০১৮১১২২০৪৯৯
#সূর্যের_হাসি_ক্লিনিক_ওয়ারী
゚viralシfypシ゚viralシ

20/07/2025

🛑রোটা ভাইরাস ডায়রিয়া। কেন মারাত্মক⁉️
⏩পাঁচ বছরের মধ্যে প্রায় প্রতি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়। ⏩আক্রান্ত প্রতি পাঁচ জনের একজনকে হাসপাতালে নিতে হয়। ⏩ প্রতি ৬০ জনের একজনকে হাসপাতালে ভর্তি করা লাগে।
⏩আগেই বলেছি ২৯৩ জনের একজন মৃত্যুবরণ করে। 😰

🛑 সমাধান কি? ☺️ প্রতিরোধ করুন। রয়েছে কার্যকরী টিকা। টিকা সমন্ধে জানতে এই নাম্বারে 01711-220499 ফোন করুন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💕

☎ HOTLINE : 01711-220499 সূর্যের হাসি ক্লিনিক, ভ্যাকসিন সেন্টার, ওয়ারী ৭২ বিসিসি রোড, ওয়ারী ঢাকা-১২০৩জয় কালী মন্দিরের...
20/07/2025

☎ HOTLINE : 01711-220499
সূর্যের হাসি ক্লিনিক, ভ্যাকসিন সেন্টার, ওয়ারী
৭২ বিসিসি রোড, ওয়ারী ঢাকা-১২০৩
জয় কালী মন্দিরের পশ্চিম পাশে
ফোন ০২-৪৭১১৬৭৫৮
মোবাইল ০১৮১১২২০৪৯৯
#সূর্যের_হাসি_ক্লিনিক_ওয়ারী

#ফ্লু_প্রতিরোধ #ভ্যাকসিন_প্রতিরোধ

Address

Wari

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801811220499

Alerts

Be the first to know and let us send you an email when ভ্যাকসিন সেন্টার, ওয়ারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share