Dr. Nayema Sultana

Dr. Nayema Sultana I am a Homeopathic Physician. As a Doctor, I feel blessed when I can make a smile on a patient face

1-Patients can contact me over phone as well as online messenger.
2- I am always ready for online patients, specially women.

13-07-2025The another busy day in my life.. Take homoeopathic treatment stay healthy ❤️
13/07/2025

13-07-2025
The another busy day in my life..
Take homoeopathic treatment stay healthy ❤️

অনেকের অভিযোগ আমি কেন ম্যাসেজের রিপ্লাই করি না।  ০৬-০৭-২০২৫ইং রবিবার আজকের রোগী র একাংশ। সবার ছবি তোলা ও সম্ভব হয় না আবা...
06/07/2025

অনেকের অভিযোগ আমি কেন ম্যাসেজের রিপ্লাই করি না। ০৬-০৭-২০২৫ইং রবিবার
আজকের রোগী র একাংশ। সবার ছবি তোলা ও সম্ভব হয় না আবার অনেকে ক্যামেরার সামনে আসে না।এত গুলো রোগী দেখা তারপরে আবার ছোট বাচ্চা। এতসব মেইনটেইন করে ম্যাসেজের রিপ্লাই করা টা একটু কষ্টকর। তাই যদি প্রয়োজনে ম্যাসেজ না দিয়ে কল দেন তাহলে আপনার ও উপকার হয় আমারও।
প্রয়োজনে -০১৭৫৩৮১৩১৩৫

আসসালামু আলাইকুম। আমি ডা.নাঈমা সুলতানা, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায়.... নাঈমা হোমিও হল ২(আরিফপুর,হাজিরহাট, পাবনা)।এর...
25/05/2025

আসসালামু আলাইকুম। আমি ডা.নাঈমা সুলতানা, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায়....
নাঈমা হোমিও হল ২(আরিফপুর,হাজিরহাট, পাবনা)।
এর যাত্রা শুরু করেছি এই মাস থেকে আলহামদুলিল্লাহ। পাবনার আশেপাশে আমার যেসকল রোগী আছেন সরাসরি চেম্বারে এসে দেখাতে পারবেন। রোগী দেখছি প্রতি:- সোমবার থেকে শুক্রবার।
আর এলাকায় রোগী দেখছি প্রতি:- শনিবার এবং রবিবার।
এছাড়া এখানে আমার আব্বু, পুরুষ রোগী দেখেন(ডা.মো: ইলিয়াস)। রোগী দেখেন প্রতি সোমবার থেকে শনিবার। রবিবার চেম্বার বন্ধ।
[বি:দ্র=আব্বু দীর্ঘ ৩৫বছর হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন ]
আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একান্ত কাম্য।

♦♦ থাইরয়েড♦♦>>>আজ আপনাদের সামনে নিরবঘাতক (Silent killer) থাইরয়েড সম্পর্কে কিছু কথা বলব।>প্রথমে আসি থাইরয়েড কি? এবং এর কা...
21/04/2025

♦♦ থাইরয়েড♦♦
>>>আজ আপনাদের সামনে নিরবঘাতক (Silent killer) থাইরয়েড সম্পর্কে কিছু কথা বলব।
>প্রথমে আসি থাইরয়েড কি? এবং এর কারনঃ
থাইরয়েড একটি বৃহৎ গ্ল্যান্ড যা আমাদের গলার মাঝামাঝি ও নিচের অংশে থাকে। এই অত্যন্ত গুরুত্ব পূর্ণ গ্রন্থি থেকে থাইরক্সিন নামের হরমোন নিঃসৃত হয়।থাইরয়েড হরমোন তৈরীর জন্য আয়োডিন লাগে, এবং সারা দুনিয়ার পরিসংখ্যানে আয়োডিনের অভাবই হাইপোথাইরয়েডিজমের সর্বপ্রধান কারণ। এমন একটি কারণ যা দূর করা কঠিন নয়। অথচ এখনো এই দূরণীয় কারণের প্রকোপ পৃথিবীতে লক্ষ লক্ষ শিশুর মানসিক জড়তা ঘটিয়ে চলেছে। আয়োডিনের অভাবই প্রধান কারণ হলেও হাইপোথাইরয়েডিজমের একমাত্র কারণ নয়। নানান কারণে থাইরয়েড গ্রন্থিতে হর্মোন উৎপাদনের অভাব হতে পারে, যার পরিণাম সাময়িক অথবা স্থায়ী হতে পারে। যেমন হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট করবার সময় তেজস্ক্রীয় আয়োডিন-১৩১ প্রয়োগ করা হয় যা থাইরয়েড গ্রন্থিতে জমা হয় ও থাইরয়েড গ্রন্থির তীব্র ক্ষতি করে যার স্থায়ী ফল হিসাবে আয়াট্রোজেনিক (অর্থাৎ ঔষধজনিত বা চিকিৎসাঘটিত) হাইপোথাইরয়েডিজম ঘটে এবং তখন বাকী সারা জীবন এই রোগীদের থাইরয়েড হর্মোন ওষুধ হিসাবে খেতে হয়।
থাইরয়েড গন্থি থেকে ২ ধরনের হরমোন বের হয়।
T3, T4,
থাইরয়েড আমাদের গলায় অবস্থিত ছোট্ট একটি গ্রন্থি যা আমাদের দেহে থাইরয়েড হরমোন তৈরি করে। থাইরয়েড হরমোন দুই ধরণের হয়ে থাকে। একটি হলো T3(০.১%) এবং অপরটি T4(৯৯.৯%)। এই হরমোন দুটি আমাদের শরীরের অনেক গুরত্বপূর্ণ কাজ করে থাকে।
হাইপোথালামাস, পিটুইটারি এই ২ টির যে কোন একটিতে সমস্যা থাকলে, শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণের তারতম্য ঘটে। এছাড়া আয়োডিন এর অভাব হলেও থাইরয়েড হরমোনের পরিমান কমে যায়। যদি শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায় তবে তাকে বলে হাইপোথাইরয়েডিসম আর যদি বেড়ে যায়, তাকে বলে হাইপারথাইরয়েডিসম। এই দুটোই শরীরের জন্য বেশ ক্ষতিকর। সঠিক সময়ে চিকিৎসা না হলে থাইরয়েডের সমস্যায় মৃত্যু পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে দেখে নেয়া যাক থাইরয়েড সমস্যা প্রকাশ করে যে লক্ষণগুলো।
♦থাইরয়েডের লক্ষন সমূহঃ
মেজাজ খিটমিটে থাকা, খুব সহজে রাগান্বিত হওয়া, মাথা হালকা বোধ হওয়া, মাথা ঘোরানো বা মাথাব্যথা, সব কিছুকে স্নায়ু রোগের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। শারীরিক দুর্বলতা, শারীরিক অক্ষমতা, শক্তি প্রয়োগের কাজ করতে অপারগতা ইত্যাদি হলো শারীরিক কাঠামোগত অসুস্থতার লক্ষণ। বারবার প্রস্রাবের বেগ হওয়া, প্রস্রাব করার পরও পেটে প্রস্রাব জমা থাকার মতো ভাব হওয়া ইত্যাদি মূত্ররোগের লক্ষণ। চর্ম রোগের লক্ষণ হিসেবে চামড়া পাতলা হয়ে যাওয়া, খসখসে হয়ে যাওয়া, পশম ঝরে পড়া, চামড়ায় দাগ পড়া, চুলকানি হওয়া লক্ষ করা যায়। স্ত্রীরোগের লক্ষণ যেমন, ঋতুস্রাবের সমস্যা, পিরিয়ডের সময় অত্যধিক ব্যথা অনুভূত হওয়া, অত্যধিক পরিমাণে রক্তস্রাব হওয়া, বন্ধ্যত্ব দেখা দেওয়া। উল্লেখিত লক্ষণসমূহ যদিও বিভিন্ন শারীরিক সিস্টেমের (তন্ত্রের) সমস্যা কিন্তু একটি মাত্র কারণে কোনো ব্যক্তির শরীরে এগুলো পর্যায়ক্রমে বা এলোমেলোভাবে পরিলক্ষিত হতে পারে এবং তা হলো থাইরয়েড হরমোনজনিত সমস্যা। থাইরয়েড হরমোনজনিত সমস্যায় আরও অনেক উপসর্গ দেখা দিতে পারে যেমন- অত্যধিক গরম বা অত্যধিক ঠাণ্ডা অনুভূত হওয়া, শারীরিক ওজন কমে যাওয়া বা শারীরিক ওজন বৃদ্ধি পেতে থাকা।

♦ এবার মুলত ২ প্রকার থাইরয়েড সম্পর্কে বলবঃ

#হাইপারথাইরয়েডসিম অর্থাৎ থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি হলে এর লক্ষন সমূহ:
* অতিরিক্ত ঘাম হওয়া শুরু হয়।
* রোগী একেবারেই গরম সহ্য করতে পারেন না।
* হাত ও পায়ে হালকা কাঁপুনি অনুভব করা। অর্থাৎ কোনো কিছু করতে গেলে বা ধরতে গেলে হাত কাঁপা।
* কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে গেলে অতিরিক্ত নার্ভাস বোধ করা।
* সব সময় মেজাজ প্রচণ্ড খারাপ থাকা এবং খিটখিটে হয়ে যাওয়া।
* সাধারণের তুলনায় হার্টবিট বেশি মাত্রায় বেড়ে যাওয়া।
* হঠাৎ করে কোন কারন ছাড়াই ওজন কমতে শুরু করা।
* অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া ও দুর্বলতা অনুভব করা।
* কাজেকর্মে মনোযোগী হতে না পারা বা একদিকে মনোনিবেশ করতে না পারা।
* চোখ বড় বড় হয়ে যাওয়া।
* ঘুম অনেক কম হওয়া ও অনিদ্রার সমসায় ভোগা।

#হাইপোথাইরয়েডিসম অর্থাৎ থাইরয়েড হরমোনের পরিমাণ কম হলে এর লক্ষন সমূহ:
* অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া ও সব সময় দুর্বলতা অনুভব করা।
* স্মৃতিশক্তি অনেক কমে যাওয়া এবং কোনো কিছু মনে করতে না পারা।
* একেবারেই ঠান্ডা সহ্য করতে না পারা।
* ত্বক একেবারে বিবর্ন ও শুস্ক রুক্ষ হয়ে যাওয়া।
* মাংসপেশি এবং জয়েন্ট গুলোতে জড়তা বা ব্যাথা অনুভব করা।
* বিষণ্ণতায় ভোগা।
* চুল পাতলা হয়ে যাওয়া এবং মাত্রাতিরিক্ত আগা ফাটা ও চুল পরে যাওয়া অথবা নখে ফাটা দাগ পরা।
* সাধারণ হাঁটাচলায় কষ্ট হওয়া।
* হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া।

♦ হাইপারথাইরয়েডিসম এ রোগীর লক্ষণ গুলো হলোঃ
১.বুদ্ধি কম
২.হজমে সমস্যা, যেহেতু মেটাবলিজম কম হয় তাই কোষ্ঠকাঠিন্য
৩.অরুচি
৪. মানসিক বিকৃতি
৫. শরীর শুকিয়ে যাওয়া
৬ লোম না উঠা
৭.ত্বক খসখসে
৮. শীর্নতা

♦হোমিও মেডিসিন : হোমিওপ্যাথিতে থাইরয়েডের চিকিৎসায় থাইরয়েডিনাম ছাড়াও আয়োডিন, নেট্রাম মিউর, লাইকোপিডিয়াম, সাইলেসিয়া, থুজা, মেডোরিনাম, স্পজ্ঞিয়া, লেপিস এলবা,ক্যাল ফ্লোর সহ আরো অনেক মেডিসিন লক্ষণের ওপর আসতে পারে তবে কথা হল" Treat the patient not the disease "
বাকি টুকু একজন চিকিৎসকের নিজিস্ব চিন্তা ধারার উপর নির্ভর করবে। তবে কথা হল ধাতুগত ট্রিটমেন্ট অতি জরুরী একে নিয়ন্ত্রন করার জন্য।

02/04/2024

ওভারিয়ান সিস্টের হোমিওপ্যাথিক ওষুধ -
________________________________________________
ওভারিয়ান সিস্ট:-নারীদের ওভারি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ওভারি থেকে ওভাম বা ডিম্বাণু উৎপন্ন হয় যা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে সন্তান জন্ম হয়। প্রত্যেক নারীর দুইটি ওভারি থাকে। নারীদের ওভারি বা ডিম্বাশয়ে সিস্ট এবং টিউমার হওয়া বর্তমানে কমন একটি সমস্যা। ওভারিতে সিস্ট অথবা টিউমার থাকলে সুস্থ ওভাম বা ডিম্বাণু উৎপাদন হয় না। ফলে, ঐ নারী গর্ভধারণ করে না। আবার কখনো গর্ভধারণ করলেও অসুস্থ ওভামের কারণে গর্ভস্রাব (এবোর্শন) হয়ে যায়। সিস্ট ও টিউমারের কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ওভারির সিস্ট: সাধারণত মাসিক শুরু হওয়ার পর থেকে মনোপোজ বয়সের মধ্যে এই রোগ হয়।
মূলত ওভারিতে পানিপূর্ণ থলিকে ওভারিয়ান সিস্ট বলে। ইদানীং অনেক নারী এই রোগে আক্রান্ত হচ্ছে।

মূলত ওভারিতে পানিপূর্ণ থলিকে ওভারিয়ান সিস্ট বলে। ইদানীং অনেক নারী এই রোগে আক্রান্ত হচ্ছে।
ওভারিতে নানা ধরনের সিস্ট হয়ে থাকে যেমন: ফাংশনাল সিস্ট, পলিসিস্টিক সিস্ট (পিসিওএস), এন্ডোমেট্রিওটিক সিস্ট, ডারময়েড সিস্ট, এডানোমা সিস্ট, চকোলেট সিস্ট ইত্যাদি। ওভারিয়ান টিউমার: ওভারিতে এক গুচ্ছ কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে তাকে ওভারিয়ান টিউমার বলে। ওভারিয়ান টিউমার সাধারণত দুই প্রকার। ১. বিনাইল (ক্যান্সারবিহীন) টিউমার ২. ম্যালিগনেন্ট (ক্যান্সারযুক্ত) টিউমার। ওভারিয়ান টিউমার যেকোনো বয়সের মহিলাদেরই হতে পারে।

ল্যাকেসিস মুটা - বাম দিকে ডিম্বাশয়ের সিস্টের জন্য হোমিওপ্যাথিক ওষুধ
ল্যাচেসিস মুটা বাম ওভারিয়ান সিস্টের জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ। বাম ডিম্বাশয়ে ফুলে যাওয়া এবং ব্যথা যা মাসিকের সময় ভালো হয়ে যায়, ছোট এবং অল্প সময়ের মাসিক, এবং মাসিকের রক্তপাত যা কালো বর্ণের এই লক্ষণগুলি এই ওষুধের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

লাইকোপোডিয়াম ক্ল্যাভাটাম - ডানদিকে ডিম্বাশয়ের সিস্টের জন্য হোমিওপ্যাথিক ওষুধ
লাইকোপোডিয়াম ক্ল্যাভাটাম ডান ডিম্বাশয়ের সিস্টের জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ। ডিম্বাশয়ে জ্বলন্ত বা বিরক্তিকর ব্যথা অনুভূত হতে পারে। অনিয়মিত পিরিয়ড , প্রচুর বা দীর্ঘ সময়, সহবাসের সময় ব্যথা এবং পেট ফুলে যাওয়া প্রধান লক্ষণ যা এই ওষুধের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

কোলোসিনথিস - বেদনাদায়ক ডিম্বাশয়ের সিস্টের জন্য হোমিওপ্যাথিক ওষুধ
কোলোসিনথিস হল একটি হোমিওপ্যাথিক ওষুধ যা ডিম্বাশয়ের সিস্টের জন্য যা বেদনাদায়ক। ব্যথা চরিত্রগতভাবে পরিবর্তিত হয়, ক্র্যাম্পিং , সেলাই থেকে টেনশন পর্যন্ত। ডিম্বাশয়ে জ্বলন্ত সংবেদন যা দ্বিগুণ বাঁকানোর পরে ভাল হয়ে যায় এবং একটি সংবেদনশীল ডিম্বাশয় অঞ্চল যা শক্ত এবং ফোলা বলে মনে হয় এই ওষুধের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

এপিস মেলিফিকা - ডিম্বাশয়ের সিস্টের জন্য হোমিওপ্যাথিক ওষুধ যা সহবাসের সময় ব্যথা সৃষ্টি করে
এপিস মেলিফিকা হল ডিম্বাশয়ের সিস্টের জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ যা সহবাসের সময় ব্যথা সৃষ্টি করে। ডিম্বাশয় থেকে উরুর নিচে বিকিরণকারী একটি দমকা, তীক্ষ্ণ, কাটা ব্যথা, ডিম্বাশয়ের অঞ্চলে ব্যথা এবং কোমলতা, ডিম্বাশয়ের অঞ্চলে ভারীতা এবং মাসিকের সময় ডিম্বাশয়ে ব্যথা এপিস মেলিফিকার লক্ষণ।

পালসেটিলা নিগ্রিকানস - অল্প ঋতুস্রাব সহ ডিম্বাশয়ের সিস্টের জন্য হোমিওপ্যাথিক ওষুধ
Pulsatilla nigricans হল স্বল্প মাসিক রক্তপাত সহ ডিম্বাশয়ের সিস্টের জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ। বিলম্বিত ঋতুস্রাবের প্রবণতা, মাসিকের কোলিক , ঠান্ডা লাগা, বমি , পেটে এবং পিঠের নিচের দিকে ভারী চাপ, মূত্রাশয় এবং মলদ্বারে চাপ এই ওষুধের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

স্যাবাইনা অফিশনালিস - ভারী মাসিক রক্তপাত সহ ডিম্বাশয়ের সিস্টের জন্য হোমিওপ্যাথিক ওষুধ
Sabina officinalis হল একটি হোমিওপ্যাথিক ওষুধ যা ডিম্বাশয়ের সিস্টের সাথে ভারী মাসিক রক্তপাতের জন্য। ঋতুস্রাবের রক্তপাত সাধারণত উজ্জ্বল লাল, এবং প্রচুর পরিমাণে, গাঢ় জমাট বাঁধার উপস্থিতি সহ। নড়াচড়া রক্তপাতকে আরও খারাপ করে দেয় এবং শ্রোণীতে ব্যথা যা উরু পর্যন্ত প্রসারিত হয়। পিঠে এবং নীচের অঙ্গে টেনে নিয়ে যাওয়া ব্যথা, এবং শ্রোণী অঞ্চলে ফোলাভাব এবং প্রসারণ এই লক্ষণগুলি যা সাবিনা অফিসিনালিসের প্রয়োজনীয়তা নির্দেশ করে।
Sepia succus – অনিয়মিত মাসিক সহ ডিম্বাশয়ের সিস্টের জন্য হোমিওপ্যাথিক ওষুধ
Sepia succus অনিয়মিত ঋতুস্রাব সহ ডিম্বাশয়ের সিস্টের জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ। পিরিয়ডগুলি তাড়াতাড়ি বা দেরীতে, স্বল্প বা প্রচুর, অথবা দীর্ঘ বা স্বল্প সময়ের হতে পারে। শ্রোণীচক্রে একটি ভারসাম্যহীন সংবেদন, ব্যথা, পূর্ণতা, চাপ, প্রসারণ এবং শ্রোণী অঞ্চলে ঘন ঘন প্রস্রাব করার তাগিদ সহ ব্যথা এই প্রতিকারের প্রয়োজনীয়তা নির্দেশ করে। ______

30/03/2024

আমি গতদিন স্ট্যাটাস দিয়েছিলাম চেম্বারে চর্ম এবং কানে সমস্যা জনিত রোগী বেশি হচ্ছে।স্ট্যাটাস টা দেওয়ার পরে চেম্বারে এই দুইটা সমস্যা জনিত রোগী রা নক দিচ্ছেন বা চেম্বারে আসছেন। অনেকে আমায় জিজ্ঞেস করছেন আমি এই বিষয়ে বিশেষজ্ঞ কি না।আসলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে অনেকের ই স্বচ্ছ ধারণা নাই। বিষয়টাকে একটু ক্লিয়ার করি,হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, এখানে রোগের নামে চিকিৎসা হয়না কিন্তু রোগীর সর্বাঙ্গীণ লক্ষণ কে বিবেচনা করে একটি মাত্র মেডিসিন দেওয়া হয়। যেটা রোগীর আংশিক নয় বরং সামগ্রিক ভাবে রোগী সুস্থতা লাভ করে।সঠিক ভাবে সিলেক্টেড মেডিসিন এ কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিন্তু ভুল সিলেকশনে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। হোমিওপ্যাথি তে রোগের নামে চিকিৎসা হয়না তাই কোন হোমিওপ্যাথিক ডা. কোন নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে না। তবে কোন কোন বিষয়ে বেশি অভিজ্ঞতা থাকতে পারে। তাই আমি কোন একটা বিষয়ে বিশেষজ্ঞ নই বরং সামগ্রিক লক্ষণের ভিত্তিতে রোগীর সকল
রোগের চিকিৎসা করে থাকি।
যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন -
নাঈমা হোমিও হল
বড় বিন্যাদাইড়(খামার শানিলা রোড),
বাঘাবাড়ি ঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
মোবাইল নম্বর:০১৭৫৩-৮১৩১৩৫

28/03/2024

আমার গ্রামের নতুন চেম্বারের বয়স ২মাস ও হয়নি। আলহামদুলিল্লাহ ১২০+ নতুন পেশেন্ট দেখা হয়েছে। ৮০% রোগী ভালো রিভিউ দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই অল্প সময়ের মধ্যে এত ভালো সাড়া পাবো ভাবতেও পারি নি।অধিকাংশ চর্মরোগ আর কানে সমস্যার রোগী। ঢাকায় প্র্যাকটিস করা আর গ্রামে প্র্যাকটিস করার মধ্যে অনেক পার্থক্য থাকলেও মানুষ যে ভালোবাসা টা দিচ্ছে সেটাই অনেক বড় পাওয়া।সবকিছু মিলিয়ে ভালো ই চলছে জীবন।

আমার নতুন চেম্বার। লোকেশন: বড় বিন্যাদাইড়,বাঘাবাড়ি ঘাট,শাহজাদপুর, সিরাজগঞ্জ। হোমিওপ্যাথিক সেবা নিন,সুস্থ থাকুন।
31/01/2024

আমার নতুন চেম্বার।
লোকেশন: বড় বিন্যাদাইড়,বাঘাবাড়ি ঘাট,শাহজাদপুর, সিরাজগঞ্জ।
হোমিওপ্যাথিক সেবা নিন,সুস্থ থাকুন।

আলহামদুলিল্লাহ, এই ছোট্ট প্র্যাকটিস লাইফে আরো একটি সফলতা 🥰।গত ২৭-০৫-২৩ইং তারিখে একটা রোগী আসে রেনাল ক্যালকুলি(কিডনিতে পা...
12/06/2023

আলহামদুলিল্লাহ, এই ছোট্ট প্র্যাকটিস লাইফে আরো একটি সফলতা 🥰।গত ২৭-০৫-২৩ইং তারিখে একটা রোগী আসে রেনাল ক্যালকুলি(কিডনিতে পাথর) নিয়ে। অত্যন্ত ব্যাথা ছিল। আমি মেডিসিন দিলাম।৭দিন পরে ফোনে বললো ব্যাথা অনেক বেড়ে গেছে। আমি বললাম একটু ধৈর্য ধরেন আর মেডিসিন চালিয়ে যান।আজকে জানালেন ম্যাম আল্লাহর শুকরিয়া আপনার মেডিসিনের মাধ্যমে আমর পাথর টা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ ❤️
#যারা নতুন তাদের জন্য কেইস টা শেয়ার করলাম।

আমার এই ক্ষুদ্র প্র্যাকটিস লাইফে চর্মরোগের চিকিৎসা দেওয়া সবচেয়ে কঠিন মনে হয়েছে। কেননা রোগীর ধৈর্য ধারনের সক্ষমতা থাকে ন...
27/05/2023

আমার এই ক্ষুদ্র প্র্যাকটিস লাইফে চর্মরোগের চিকিৎসা দেওয়া সবচেয়ে কঠিন মনে হয়েছে। কেননা রোগীর ধৈর্য ধারনের সক্ষমতা থাকে না। সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ। রোগী সুস্থ হলে মনে অত্যন্ত প্রশান্তি আসে। দীর্ঘ ৪মাস চিকিৎসা দেওয়ার পরে আজকের অবস্হা। (আগের পিক তোলা হয়নি, আগের অবস্থা আরও ভয়াবহ ছিল)

02/01/2023

🩺🩺 আঘাতের স্থান ও হোমিওপ্যাথিক মেডিসিন।

♦ মাংশে আঘাতে থেঁতলিয়ে গেলে- Arnica Mont
♦ হাড়বিহীন স্থানে আঘাতে টাটানি ব্যথা - Bellis Per.
♦ পুরাতন বা বহুদিনের আঘাতে - Bellis Pere.
♦ মাংশল স্থানে আঘাতে ভীষণ যন্ত্রণা - Hypericum.
♦ অস্থি আঘাতে প্রথমে Amica পরে Ruta এটাও ব্যর্থ হলে - Symphytum.
♦ আঘাতে শিরা কেটে বা ফেটে গিয়ে কাল রক্ত ঝরে ও টাটানি ব্যথা থাকে Hamamalis.
♦ উপশিরার আঘাতে- Amica Mont.
♦ শিরায় আঘাত পেয়ে রক্ত সঞ্চয়ে- Bellis Per.
♦ অস্থিবারণে আঘাত প্রাপ্ত স্থানে গুটি হলে - Ruta অমোঘ
♦ দেহের যে কোন প্রান্তদেশে যেমন হাত-পায়ের আঙুল, মস্তক-শীর্ষ ও ঠোঁটে আঘাতে- Hypericum.
♦ মাথার আঘাতে থেঁতলানসহ অজ্ঞান হলে Arnica আর পড়ে গিয়ে অজ্ঞান হলে Natrum Sulph.
♦ মাথার আঘাতে ঘুম ঘুম ভাব দেখা দিলে এবং নিশ্চুপ থাকলে O***m.
♦ আঙ্গুলের নখ ছেঁচে গেলে A Crude প্রয়োগে নখ স্বাভাবিক হয়।
♦ মাথায় আঘাতের কারণে কোন রোগ হলে- Natrum Sulph.
♦ মাথার আঘাতে অনবরত যন্ত্রণা করতে থাকলেও - N Sulph
♦ চোখের ভয়ংকর আঘাতে- Symphytum/ Artimesia
♦ চোখে আঘাতে কালশিরা পড়া Ledum Pal.
♦ চোখের ভিতর আঘাতে কেটে ছিঁড়ে গেলে Urtica Urens.
♦ আঘাতে বা প্রচন্ড কাশিতে চোখের সাদা অংশে রক্ত সঞ্চয় - Arnica.
♦ অন্ডকোষে আঘাতে Conium Macu
♦ স্তনের আঘাতে Conium Macu.
♦ হাতের কব্জি বা পায়ের গোছ মচকিয়ে গেলে- Ruta/ Carbo Animalis
♦ সামান্য ওজনের বস্তু তুলতেও মচকিয়ে যায় - Carbo Animalis
♦ সন্ধিতে আঘাত পেয়ে টাটানি যন্ত্রণা থাকলে- Bellis pere
♦ মেরুদন্ডের আঘাতে- Arnica / Hypericum.
♦ নরম অস্থিতে আঘাতের ফলে ব্যথা - Symphytum.
♦ অস্থি আবরণে আঘাতে ব্যথা হলে- Ruta.
♦ মস্তকে আঘাত পেয়ে মাথা গরম কিন্তু হাত-পা ঠান্ডা- Arnica Mont
♦ মাথার আঘাতে Helleborus 30/200 উত্তম ঔষধ।
♦ কানের আঘাতে কানে শ্রবণ বিকৃতি ঘটলে - Conium Macu.
♦ শিরার আঘাতে Hypericum.
♦ চোখের তারকায় আঘাত - Symphytum.
♦ অন্ডকোষে আঘাত - Arnica / Conium.
♦ জরায়ু, স্তন ও ডিম্বকোষে আঘাতে স্থান হতে কালো রক্তস্রাব হলে - Badiaga.
♦ ভারী জিনিস তুলতে গিয়ে বুকের আঘাতে - Hypericum.
♦ ডিম্বকোষে আঘাত লেগে কালোবর্ণের রক্তস্রাব ঘটলে মেলিলোটাস ৩০ (হাসান মির্জা)
♦ ডিম্বকোষে ( ওভারি ) আঘাত - সোরিনাম ২০০ (হাসান মির্জা)।
♦ অস্থি-সন্ধিতে আঘাত লাগার পরে যেসব ক্ষেত্রে আর্নিকাতে বেদনা সারে না সেইসব ক্ষেত্রে ব্রায়োনিয়া প্রায়ই কাজে লাগে। ( কেন্ট )

22/12/2022

Emotions can affect the body so homeopathy takes a detailed account of mental symptoms in an effort to find out any emotional cause of the ailment...

Address

Wari

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801753813135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nayema Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category