ডাঃ মোহাম্মদ সাহেদ

ডাঃ মোহাম্মদ সাহেদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডাঃ মোহাম্মদ সাহেদ, Alternative & holistic health service, Wari.

DHMS(BHMEC)
BHMS (Dhaka University)on course
BPH(Bachelor of public health)
BHMEC registration no: 26166

Consultant : Homeopathic medicine
Feni chamber : Friday, Saturday & sunday
10am - 1pm, 4pm - 8pm

Dhaka Chamber : Monday 1pm - 6pm ডাঃ মোহাম্মদ ওসমান গনি (সাহেদ)
ডি,এইচ,এম,এস (ঢাকা)
বি,পি,এইচ(ব্যাচেলর অব পাবলিক হেলথ)বি,ইউ,এইচ,এস
পি,ডি,টি (মেডিসিন)
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপ

াতাল (ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড রেজিষ্ট্রেশন নং ২৬১৬৬
মোবাইল ঃ ০১৭৭৭০১২৫৬৭

ঢাকা চেম্বার ঃ প্রতি শনি ও রবিবার
বিকেল ৫ টা থেকে রাত ৯ টা
জয়কালি মন্দির, ওয়ারী, ঢাকা

খাগড়াছড়ি চেম্বার ঃ প্রতি সোমবার
সকাল ৯ টা থেকে দুপুর ১ টা

ফেনী চেম্বার ঃ প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা এবং
বিকেল ৪ টা থেকে রাত ৯ টা
মাদ্রাসা মার্কেট, মেইন রোড, সোনাগাজী পৌরসভা,
সোনাগাজী, ফেনী

এগিয়ে যাক হোমিওপ্যাথি
01/05/2025

এগিয়ে যাক হোমিওপ্যাথি

শুভ জন্মদিন। happy birthday Dr Samuel hahnemannFather of homeopathic medical science
10/04/2025

শুভ জন্মদিন। happy birthday
Dr Samuel hahnemann
Father of homeopathic medical science

এই নিয়ম প্রযোজ্য হবে যারা বিএমডিসির অধীনে তাদের ক্ষেত্রে।হোমিওপ্যাথির কাউন্সিল আলাদা।  আলাদা আইনে তারা ডাক্তার।  এজন্য এ...
12/03/2025

এই নিয়ম প্রযোজ্য হবে যারা বিএমডিসির অধীনে তাদের ক্ষেত্রে।
হোমিওপ্যাথির কাউন্সিল আলাদা। আলাদা আইনে তারা ডাক্তার। এজন্য এই নিউজ দেখে বিভ্রান্তির কারন নেই।

11/03/2025

রমজানে গলা বুক জ্বালা ও পেট ফাঁপার সমস্যা এড়াতে #কার্বো_ভেজ ২০০ পরিমিত মাত্রায় সেবন করলে সারাদিনের রোজায় কোন সমস্যা হয় না।

 #আমি_কেলি_সালফ_বলছি ঃ আমার জন্ম হয়েছে ডাঃ সুসলার এর হাত ধরে,  উনি পটাসিয়াম এবং সালফিউরিক এসিডের সমন্বয়ে আমাকে প্রস্তুত ...
09/03/2025

#আমি_কেলি_সালফ_বলছি ঃ
আমার জন্ম হয়েছে ডাঃ সুসলার এর হাত ধরে, উনি পটাসিয়াম এবং সালফিউরিক এসিডের সমন্বয়ে আমাকে প্রস্তুত করেছেন,

প্রথমতঃ তিনি আমাকে বায়োকেমিক মতে ব্যবহার করতেন, পরবর্তীতে আমার অসাধারণ কার্যকারিতা দেখে হোমিওপ্যাথি মতে শক্তিকৃত করে হোমিওপ্যাথিক সমাজে পরিচয় করিয়ে দেন,
আমাকে পটাশিয়াম সালফেট বা সালফেট অব পটাশ নামে অবহিত করা হয়।

আমি মূলত ঠান্ডা মেজাজের মেয়ে ঠিক আমার বোন পালসেটিলার মতো, অনেক ভিতুও বলা যায়।
পালসেটিলার সাথে আমার চরিত্রের অনেক মিল,

তবে কিছু অমিলও আছে
আমি পালসেটিলার মতো সিম্প্যাথি চাইনা, আমার আরো মেজাজ খারাপ হয়ে যায় কেউ আমাকে সিম্প্যাথি দেখালে, #সান্ত্বনায়_রাগ_হয় অনেক।
আমার #সেল্ফ_রেসপেক্ট_অনেক_বেশি আর তা ক্ষুন্ন হলে অনেক মর্মাহত হই।

একবার আমার মাথায় খুশকির মতো ইরাপশন দেখা দিয়েছিলো এবং তাতে প্রচন্ড চুলকানি, হলুদ বর্নের আঠালো স্রাব দেখা দিয়েছে, এপর ডাক্তার দেখানোর পর উনি কিছু ক্রিম দিয়েছেন এবং কিছুদিন লাগানোর পর ভালো হয়েছে।

বেশ কিছুদিন ভালো থাকার পর হঠাৎ করেই আমার একের পর এক সমস্যা দেখা দিচ্ছে।
এখন আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই আমি অস্থিরতা বোধ করছি, জ্বর প্রায় লেগেই থাকে। বিশেষ করে #সন্ধ্যার_সময়_জ্বরের_বৃদ্ধি হচ্ছে।
তবে একটা মজার ব্যাপার কি জানেন? জ্বর হলে তো অনেকে বিছায়নায় পড়ে যায়, তবে আমার কিন্তু অতো খারাপ লাগে না।
#জ্বর_যত_বেশিই_হোক_না_কেন_আমি_ঠিকই_লাফালাফি_দৌড়াদৌড়ি বা খেলাধুলা চালিয়ে যাই।

নাকে সর্দি লেগেই থাকে, #চটচটে_হলুদ_বর্নের_পাতলা_সর্দিস্রাব হয়।
সর্দি লাগলেই শ্বাসকষ্ট দেখা দেয়, মনে হচ্ছে বুকের মধ্যে কিছু একটা বসে আছে তা ঘড়ঘড় শব্দ করতে থাকে, #গরমে_বা_গরম_ঘরে_তা_বেড়ে_যায়, মূলত #অক্সিজেনের_পরিমান_কমে_যাওয়ার_জন্য এরকম হচ্ছিলো, আবার #খোলাবাতাসে_বা_ঠান্ডা_বাতাসে শ্বাসকষ্ট কমে যায়।
ঔষধ খেলে কিছুদিন ভালো থাকি পরে আবার আগের মতো হয়ে যায়।

এভাবেই চলছিলো,
হঠাৎ একদিন ডান কান থেকে #পাতলা_পুঁজের_মতো কিছু একটা বের হতে আরম্ভ করলো, কয়দিন যেতে না যেতে বাম কান থেকেও আরম্ভ হলো।

বয়স এখন ১৫, বয়ঃসন্ধিকাল শেষ হলো বেশিদিন হয়নি, মাসিক শুরু হলো ২ থেকে ৩ বছর হবে,
মাসিক অনেক সময় কয়েক সপ্তাহ আগে আবার কখনো কয়েক সপ্তাহ পরে দেখা দেয়, #মাসিকের সময় প্রসব বেদনা মতো বেদনা আরম্ভ হয় এবং উজ্জ্বল লাল বর্নের রক্তস্রাব, বেদনা একবার এখানে একবার ওখানে ছড়ায়। #পরিবর্তনশীল_ব্যথা_খোলা_বাতাসে_ঘুরে_বেড়ালে_আরাম_লাগে
প্রতি মাসে #পিরিয়ডের_পূর্বে_স্তন_দুটে_ফুলে যায়, এবং খুবই স্পর্শকাতর হয়, কোন কিছুর স্পর্শ লাগানো যায় না।

বয়স এখন ২০, যৌবনে মানুষ কত কিছু করে, আমিও তার ব্যতিক্রম নই, মূলত এর জন্যই আমার নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে।
#সাদাস্রাব_পাতলা_হলদে_রংয়ের_এবং_দুর্গন্ধযুক্ত,
ডাক্তার বলেছে আমার নাকি গনোরিয়া হয়েছে।

এভাবে অতিবাহিত হলো কয়েক বছর,
এখন আমার বয়স ৩০, দুই বাচ্চার জননী আমি।
ইদানীং অল্পতেই সব কিছু ভুলে যাই, কোন কিছুতেই আনন্দ পাইনা, মনের জোরও কমে গেছে অনেক,
কোন কাজে ব্যস্ত থাকতেই ভালো লাগে, আগের মতো অতো ধৈর্য নেই, #ডাক্তারের_ঔষধ_খেতে_গেলেও_ধৈর্য_ধরে_রাখতে_পারি_না, মনে হয় এখনি যদি সব সমস্যা থেকে মুক্তি পেতাম।

দিনে দিনে আগের থেকেও অনেক ভিতু হয়ে যাচ্ছি, বিশেষ করে রাতের বেলা মনেহয় কেউ আশেপাশে আছে, মৃত্যুভয় কাজ করে। ভয়ে রাতের বেলা #ঘুম_থেকে_চিৎকার_করে উঠি, ঘুমের মধ্যে কথা বলি,
ঘুমের মধ্যে হাটাচলা করার স্বভাবও আছে।

দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছি, গরম ঘরে মাথাঘুরে পড়ে যাবার মতো অবস্থা হয়, তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ি, শুইলে মনেহয় যেন #সবকিছু_চক্রাকারে_ঘুরছে।
#বসা_থেকে_উঠতে গেলে বা দাঁড়িয়ে থাকলে মাথাঘোরা আরও বেড়ে যায়।

#জিহ্বা_কেমন_জানি_হলুদ হয়ে যাচ্ছে, লিভার এরিয়াতে ব্যথা হচ্ছে, পেটের মধ্যে কেমন জানি শীতলতা বোধ হচ্ছে,
#মিষ্টি জাতীয় খাবার এবং #ঠান্ডা_খাবারের_প্রতি_লোভ জাগছে অনেক, তবে ডিম, ানিয় বা গরম খাবার খেতে বিরক্ত লাগে।

বয়স এখন ৫০ এর একটু বেশি, কিডনিতে পাথর ধরা পড়ছে, প্রস্রাব পরীক্ষা করার পর ধরা পড়লো আমার আমার প্রস্রাবের সাথে #ক্যালসিয়াম_অক্সালেটের পরিমাণ খুব বেশি যাচ্ছে। ডাক্তার বলছে এভাবে চলতে থাকলে কিডনির অবস্থা খারাপ হয়ে যাবে।

বন্ধুরা বলতে বলতে আমার সম্পর্কে অনেক কথাই বলে ফেললাম, আজ আর নয়, পরে এক সময় আরো বলবো আমার সম্পর্কে।

তবে বন্ধুরা আমি গভীর ক্রিয়াশীল এন্টিসোরিক এবং এন্টিসাইকোটিক ঔষধ।

আমার কমপ্লিমেন্টারি ঔষধ ঃ পালসেটিলা এবং কার্বো ভেজ।

Post by Dr-mohammad Sahed

বিনা অপারেশনে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে কিডনি পাথর নির্মূল করুন।
01/12/2023

বিনা অপারেশনে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে কিডনি পাথর নির্মূল করুন।

মহান জাতীয় সংসদে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাঃ (ডাক্তার) লিখার বিধান রেখে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ প...
04/11/2023

মহান জাতীয় সংসদে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাঃ (ডাক্তার) লিখার বিধান রেখে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ পাশ হয়েছে।

23/10/2023

সম্পর্ক আজীবনের জন্য সুন্দরভাবে চালিয়ে যেতে চাইলে নিচের ব্যাপারগুলো মেনে চলুন দুজনেই :
১. একে অপরকে নিঃস্বার্থভাবে ভালবাসুন।
২. কখনো মিথ্যা বলবেন না।
৩. যে কোন বিষয়ে খোলাখুলি আলোচনা করুন।
৪. সুমিষ্ট আচরণ করুন।
৫. ক্ষমা করতে শিখুন।
৬. কখনো বিচ্ছেদের কথা তুলবেন না।
৭. ইগো দেখাবেন না।
৮. তার কোন অভ্যাস ভাল না লাগলে সরাসরি বলুন।
৯. কোন ভুল করে থাকলে ক্ষমা প্রার্থনা করুন।
১০. কখনো তাকে অন্যের সাথে তুলনা করবেন না।
১১. কখনো অতীতের সম্পর্ক নিয়ে কথা বলবেন না।
১২. তার অনুভূতিকে প্রাধান্য দিন।
১৩. কখনো ভুল বোঝাবোঝি ঠিক না করে ঘুমাতে যাবেন না।

05/08/2023

হোমিওপ্যাথিক ম্যাজিক রেজাল্ট :
২০২১ সালে রোগীটি প্রথম যেদিন চেম্বারে আসছিলো খুবই খারাপ অবস্থা ছিলো, একদম ই কথা বলতে পারছিলো না, গলার স্বর চেইঞ্জ হওয়ার কারনে কথা বুঝতেও পারছিলামনা, সাথে গলায় ভেতরে লাম্প (চাকা) ছিলো,
রোগীর এটেনডেন্স কে জিজ্ঞেস করে যা পেয়েছি ওই অনুযায়ী ঔষধ দিয়েছিলাম।
আলহামদুলিল্লাহ!! প্রথমবারের ঔষধে বেশ উন্নতি হয়েছিলো,
৩-৪ বার ঔষধ নেওয়ার পর গলার স্বরে বেশ উন্নতি হয়েছে,

প্রায় ১ বছর চিকিৎসার পর রোগীণী সম্পূর্ণ সুস্থ হয়েছে।
১ বছরে লক্ষ্মণ ভিত্তিক, হিপার সালফ, পালসেটিলা, এপিস মেল এবং সালফার, যখন যেটা প্রয়োজন তা দেওয়া হয়েছিলো।
ঔষধ ছিলো পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির।

(হাতের কাছে সি,টি স্ক্যান রিপোর্ট না থাকায় দেওয়া সম্ভব হচ্ছেনা)

এখন নতুন করে এসিডিটি এর জন্য চিকিৎসা নিতে এসেছেন।

06/07/2023

হোমিওপ্যাথিক ঔষধ ঃ ওলিয়াম জেকোরিস
২য় গ্রেড এন্টিসোরিক ঔষধ

যেসব মহিলারা পুষ্টিহীনতায় ভুগে এবং জীর্ণশীর্ণ তাদের মুখে এবং উপরের ঠোঁটে লোম গজানোর প্রবনতা।
শরীরের যে কোন স্থানে ক্ষতকর ব্যথা উল্লেখযোগ্য।

শিশুদের শীর্ণতায় ও ব্যবহার হয়।

21/10/2022

Address

Wari

Opening Hours

Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801777012567

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মোহাম্মদ সাহেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ মোহাম্মদ সাহেদ:

Share