09/03/2025
#আমি_কেলি_সালফ_বলছি ঃ
আমার জন্ম হয়েছে ডাঃ সুসলার এর হাত ধরে, উনি পটাসিয়াম এবং সালফিউরিক এসিডের সমন্বয়ে আমাকে প্রস্তুত করেছেন,
প্রথমতঃ তিনি আমাকে বায়োকেমিক মতে ব্যবহার করতেন, পরবর্তীতে আমার অসাধারণ কার্যকারিতা দেখে হোমিওপ্যাথি মতে শক্তিকৃত করে হোমিওপ্যাথিক সমাজে পরিচয় করিয়ে দেন,
আমাকে পটাশিয়াম সালফেট বা সালফেট অব পটাশ নামে অবহিত করা হয়।
আমি মূলত ঠান্ডা মেজাজের মেয়ে ঠিক আমার বোন পালসেটিলার মতো, অনেক ভিতুও বলা যায়।
পালসেটিলার সাথে আমার চরিত্রের অনেক মিল,
তবে কিছু অমিলও আছে
আমি পালসেটিলার মতো সিম্প্যাথি চাইনা, আমার আরো মেজাজ খারাপ হয়ে যায় কেউ আমাকে সিম্প্যাথি দেখালে, #সান্ত্বনায়_রাগ_হয় অনেক।
আমার #সেল্ফ_রেসপেক্ট_অনেক_বেশি আর তা ক্ষুন্ন হলে অনেক মর্মাহত হই।
একবার আমার মাথায় খুশকির মতো ইরাপশন দেখা দিয়েছিলো এবং তাতে প্রচন্ড চুলকানি, হলুদ বর্নের আঠালো স্রাব দেখা দিয়েছে, এপর ডাক্তার দেখানোর পর উনি কিছু ক্রিম দিয়েছেন এবং কিছুদিন লাগানোর পর ভালো হয়েছে।
বেশ কিছুদিন ভালো থাকার পর হঠাৎ করেই আমার একের পর এক সমস্যা দেখা দিচ্ছে।
এখন আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই আমি অস্থিরতা বোধ করছি, জ্বর প্রায় লেগেই থাকে। বিশেষ করে #সন্ধ্যার_সময়_জ্বরের_বৃদ্ধি হচ্ছে।
তবে একটা মজার ব্যাপার কি জানেন? জ্বর হলে তো অনেকে বিছায়নায় পড়ে যায়, তবে আমার কিন্তু অতো খারাপ লাগে না।
#জ্বর_যত_বেশিই_হোক_না_কেন_আমি_ঠিকই_লাফালাফি_দৌড়াদৌড়ি বা খেলাধুলা চালিয়ে যাই।
নাকে সর্দি লেগেই থাকে, #চটচটে_হলুদ_বর্নের_পাতলা_সর্দিস্রাব হয়।
সর্দি লাগলেই শ্বাসকষ্ট দেখা দেয়, মনে হচ্ছে বুকের মধ্যে কিছু একটা বসে আছে তা ঘড়ঘড় শব্দ করতে থাকে, #গরমে_বা_গরম_ঘরে_তা_বেড়ে_যায়, মূলত #অক্সিজেনের_পরিমান_কমে_যাওয়ার_জন্য এরকম হচ্ছিলো, আবার #খোলাবাতাসে_বা_ঠান্ডা_বাতাসে শ্বাসকষ্ট কমে যায়।
ঔষধ খেলে কিছুদিন ভালো থাকি পরে আবার আগের মতো হয়ে যায়।
এভাবেই চলছিলো,
হঠাৎ একদিন ডান কান থেকে #পাতলা_পুঁজের_মতো কিছু একটা বের হতে আরম্ভ করলো, কয়দিন যেতে না যেতে বাম কান থেকেও আরম্ভ হলো।
বয়স এখন ১৫, বয়ঃসন্ধিকাল শেষ হলো বেশিদিন হয়নি, মাসিক শুরু হলো ২ থেকে ৩ বছর হবে,
মাসিক অনেক সময় কয়েক সপ্তাহ আগে আবার কখনো কয়েক সপ্তাহ পরে দেখা দেয়, #মাসিকের সময় প্রসব বেদনা মতো বেদনা আরম্ভ হয় এবং উজ্জ্বল লাল বর্নের রক্তস্রাব, বেদনা একবার এখানে একবার ওখানে ছড়ায়। #পরিবর্তনশীল_ব্যথা_খোলা_বাতাসে_ঘুরে_বেড়ালে_আরাম_লাগে
প্রতি মাসে #পিরিয়ডের_পূর্বে_স্তন_দুটে_ফুলে যায়, এবং খুবই স্পর্শকাতর হয়, কোন কিছুর স্পর্শ লাগানো যায় না।
বয়স এখন ২০, যৌবনে মানুষ কত কিছু করে, আমিও তার ব্যতিক্রম নই, মূলত এর জন্যই আমার নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে।
#সাদাস্রাব_পাতলা_হলদে_রংয়ের_এবং_দুর্গন্ধযুক্ত,
ডাক্তার বলেছে আমার নাকি গনোরিয়া হয়েছে।
এভাবে অতিবাহিত হলো কয়েক বছর,
এখন আমার বয়স ৩০, দুই বাচ্চার জননী আমি।
ইদানীং অল্পতেই সব কিছু ভুলে যাই, কোন কিছুতেই আনন্দ পাইনা, মনের জোরও কমে গেছে অনেক,
কোন কাজে ব্যস্ত থাকতেই ভালো লাগে, আগের মতো অতো ধৈর্য নেই, #ডাক্তারের_ঔষধ_খেতে_গেলেও_ধৈর্য_ধরে_রাখতে_পারি_না, মনে হয় এখনি যদি সব সমস্যা থেকে মুক্তি পেতাম।
দিনে দিনে আগের থেকেও অনেক ভিতু হয়ে যাচ্ছি, বিশেষ করে রাতের বেলা মনেহয় কেউ আশেপাশে আছে, মৃত্যুভয় কাজ করে। ভয়ে রাতের বেলা #ঘুম_থেকে_চিৎকার_করে উঠি, ঘুমের মধ্যে কথা বলি,
ঘুমের মধ্যে হাটাচলা করার স্বভাবও আছে।
দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছি, গরম ঘরে মাথাঘুরে পড়ে যাবার মতো অবস্থা হয়, তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ি, শুইলে মনেহয় যেন #সবকিছু_চক্রাকারে_ঘুরছে।
#বসা_থেকে_উঠতে গেলে বা দাঁড়িয়ে থাকলে মাথাঘোরা আরও বেড়ে যায়।
#জিহ্বা_কেমন_জানি_হলুদ হয়ে যাচ্ছে, লিভার এরিয়াতে ব্যথা হচ্ছে, পেটের মধ্যে কেমন জানি শীতলতা বোধ হচ্ছে,
#মিষ্টি জাতীয় খাবার এবং #ঠান্ডা_খাবারের_প্রতি_লোভ জাগছে অনেক, তবে ডিম, ানিয় বা গরম খাবার খেতে বিরক্ত লাগে।
বয়স এখন ৫০ এর একটু বেশি, কিডনিতে পাথর ধরা পড়ছে, প্রস্রাব পরীক্ষা করার পর ধরা পড়লো আমার আমার প্রস্রাবের সাথে #ক্যালসিয়াম_অক্সালেটের পরিমাণ খুব বেশি যাচ্ছে। ডাক্তার বলছে এভাবে চলতে থাকলে কিডনির অবস্থা খারাপ হয়ে যাবে।
বন্ধুরা বলতে বলতে আমার সম্পর্কে অনেক কথাই বলে ফেললাম, আজ আর নয়, পরে এক সময় আরো বলবো আমার সম্পর্কে।
তবে বন্ধুরা আমি গভীর ক্রিয়াশীল এন্টিসোরিক এবং এন্টিসাইকোটিক ঔষধ।
আমার কমপ্লিমেন্টারি ঔষধ ঃ পালসেটিলা এবং কার্বো ভেজ।
Post by Dr-mohammad Sahed