04/10/2024
♥️প্রেমরোগের চিকিৎসা ♥️
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
❝প্রেম ❞ শব্দটা শুনলেই মনে অনেক চিন্তা ভাবনা আসে?
এটি একপ্রকার রোগের অন্তর্ভুক্ত। তাই এর জন্য চিকিৎসা প্রয়োজন। প্রেম রোগের একাধিক চিকিৎসা আছে।যদি এমন হয় যে,শরিয়াতসম্মত ভাবে প্রেমিক ও প্রেমিকার মাঝে সম্পর্ক জুড়ে দেয়া সম্ভব, তাহলে এই সম্পর্ক জুড়ে দেয়াই হলো তার চিকিৎসা।
▪️ সহিহ বুখারী ও সহিহ মুসলিম গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাযি. বলেন ⚕️❤️রাসূল (সাঃ) বলেছেনঃ
❝ যে যুবক দল ⚠️তোমাদের মাঝে যে সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। কেননা তা দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে। কেননা তা তার জন্য যৌন চাহিদা দমনকারী।❞
(সহীহ বুখারী:১৯০৫,৫০৬৫,৫০৬৬)
❤️রাসূল (সাঃ) আরো বলেনঃ
❝দুইজন প্রেমিকের জন্য আমি বিবাহ থেকে উত্তম চিকিৎসা আর দেখিনা❞
(সুনানে ইবনে মাজাহ:১৮৪৭)
এর পরেও আমরা মানুষ, ভুল আমাদের হবেই।হারামে জড়িয়ে যাই,পরে মানসিক, শারীরিক কষ্ট পাই। এর জন্য আমাদের চিকিৎসা প্রয়োজন। হোমিওপ্যাথিতে মানুষের মনের গুরুত্ব, মানসিক অবস্থার গুরুত্ব অপরসীম।একমাত্র হোমিওপ্যাথিই আপনাদের মনের এই দুরবস্থায় পাশে থাকে।অল্প কিছু ওষুধ এর লক্ষণ আলোচনা করলাম। যেমন ধরুন :
1️⃣Aurum metallicum:
অনেক বেশি বিষন্ন, মন মরা থাকে।নিজের ক্ষতি নিজে করত চায়,Suicidal Tendency থাকে।
2️⃣Calcarea phosphorica:
বিরক্তি, ত্বকের সমস্যা, মাথা ঘোরা, মাইগ্রেন এবং বাতজনিত সমস্যাগুলির সাথে অপ্রত্যাশিত প্রেমের কষ্ট।তার সমস্যা সম্পর্কে চিন্তা করে অস্থির হয়ে পড়ে।
3️⃣Causticum:
হতাশাগ্রস্ত বা অপ্রত্যাশিত প্রেমের পরে অসুস্থতা। অসুস্থতায় দুশ্চিন্তা সত্ত্বেও সবসময় অন্যদের দুর্দশার প্রতি সংবেদনশীল।
4️⃣Cimicifuga:
বিষণ্নতা এবং একটি ব্যার্থ প্রেমের পরে বেদনাদায়ক অবস্থার বিকাশ করতে পারে যা বৈদ্যুতিক শকের মতো অনুভব করে। মহিলারা স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।
5️⃣Hyoscyamus:
গুরুতর অস্থিরতার, ব্যার্থ প্রেমের সম্পর্কের পরেও ফিট হওয়ার। , ঈর্ষান্বিত, সন্দেহজনক বা রাগান্বিত হতে পারে এবং প্রেমের চিঠিগুলি ছিঁড়ে ফেলতে পারে বা তাদের প্রাক্তন সঙ্গী বা প্রেমিকের সমস্ত গিফট, ধ্বংস করতে পারে।
6️⃣Ignatia:
দীর্ঘশ্বাস এবং কান্নার প্রবণতা থাকে।
7️⃣sepia:
সবকিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এমনকি তাদের প্রিয়জনের প্রতি উদাসীনতা।
8️⃣Nat mur:
সম্পর্কের ক্ষেত্রে হতাশার পরে হতাশা, বুকে ধড়ফড় এবং ত্বকের সমস্যা,চোখের জল ধরে রাখতে পারেনা
9️⃣Staphysagria:
অত্যন্ত সংবেদনশীল, হতাশ প্রেমের জন্য, রাগী। চরিত্রগত ভাবে অহংকারী এবং ব্যক্তিগত সামান্য কারণে তারা রেগে যায়।
আরো অনেক ওষুধ রয়েছে প্রেমে ব্যার্থ হয়ে যারা কষ্টে আছেন, তারা দ্রুত স্থায়ী হালাল সমাধান নিন।
Dr.Md.Ramzan Hossain jahid
B.H.M.S (Dhaka university)