Dr. Md. Ramzan Hossain

Dr. Md. Ramzan Hossain ⚕️Homoeopathy⚕️
Treat the patient, not the Disease. Don’t fear any illness.It restores your health🩺

05/05/2025

https://www.facebook.com/share/1Bgj3J6psx/

Trusted Homeopathy with a modern touch
❝Dr. Ramzan’s Homeo Care❞ in acute & chronic cases. Quality care, online support & real results you can count on.
দ্রুত, নিরাপদ ও বিশ্বস্ত হোমিও চিকিৎসার ঠিকানা।
ডা. মোঃ রমজান হোসেন জাহিদ।
BHMS
Dhaka University.

24/04/2025
Supportive medecine for decreasing creatinine level.The patients who are suffering from Renal stone, CKD,renal failure a...
13/01/2025

Supportive medecine for decreasing creatinine level.The patients who are suffering from Renal stone, CKD,renal failure and other complain Homoeopathy medecine are the best.
Mobile : 01742-822472

09/11/2024

সময় কেন এত সংকীর্ণ? এইতো সেই দিন ঘর ছেড়ে ঢাকায় আসলাম ভর্তি পরিক্ষা দিতে তাও কিভাবে ৯ টা বছর কেটে গেলো। মনে হচ্ছে মাস খানেক আগে আসছি।বয়স যতো বাড়ছে কবরের জীবন তত নিকটে আসছে।এই অল্প সময়ে কতো কি আয়োজন ভাল স্কুল,কলেজ,ভার্সিটি, ভাল পেশা,বিয়ে,সন্তান লালনপালন এর পরে তাদের বিয়ে এইতো এর পরে কি?🛑জীবনের উদ্দেশ্য কি?

রাব্বুলালামীন আমাকে ডা: হওয়ার তোফিক দিয়েছেন বিধায় আমি খুব সহজেই অন্যসাধারণ এর চেয়ে মানুষের রোগ,মনের অবস্থা সম্পর্কে তুলনামূলক বেশি জানতে পেরেছি।মানুষ অহংকার করে কিন্তু সে নিজেও জানে সে কত দুর্বল। কিন্তু মানতে নারাজ।নিজেকে বড় জাহির করার জন্য সবার কত্তো চেষ্টা।আসুন আমরা অহংকার না করি,সব কিচ্ছু আল্লার দান।অন্যকে ছোট না করি,মানুষ কে মানুষ ভাবি।?আপনার আচারন কি সবার ক্ষেত্রে সমান না পেশা ভেদে বা তার আর্থিক অবস্থা ভেদে ভিন্ন?? এই সমাজ মানুষ কে মূল্যায়ন/ আচারন করে তার পেশা দিয়ে।কিন্তু যারা উত্তম আখলাকের তারা একজন কোটিপতি ও ফকিরের সাথে একই মার্জিত আচরণ করে।আসুন আমরা আমাদের আখলাক কে নম্র করি,কোমল করি।একে অপরের প্রতি ইন্সাফ করি।🛑আপনি কি কক্ষনো একজন ফকির /রিকক্সাচালক কে সালাম দিয়েছেন?

এই অল্প সময়তেও কতো কি স্মৃতি,কতো পাপ,, গুনাহ, করেছি।কতো মানুষের মনে আঘাত করে কথা বলেছি,কষ্ট দিয়েছি।কতো মানুষের বন্ধু হয়েছি, শত্রু হয়েছি,ভালবাসা বা ঘৃণার পাত্র হয়েছি। ক্ষমা করা সুন্দর গুণ, আমার আশে পাশে বন্ধু,পরিবারের কেউ যদি আমার ব্যবহারের কক্ষনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন।আমার প্রাণপ্রিয় দাদা বলতেন সব সময় ❝ক্ষমা চেয়ে নিবা কেননা তুমি জানোনা তুমি কিছুক্ষন পরে থাকবা কি থাকবানা, আর ক্ষমা চাইলে মানুষ ছোট হয়না❞। মানুষ যখন মারা যায় তখন তার পক্ষ হয়ে ক্ষমা চায় অন্য একজন।কেন আমরা কি পারিনা বেচে থাকতে সবার কাছ থেকে ক্ষমা চাইতে, মাফ চাইতে? আবার আমরা কি ক্ষমা করে দিতে পারিনা?🛑আপনি কি ক্ষমা করেন?
মহান রাব্বুলালামীন সবাইকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন। আমীন।

22/10/2024

🟥হার্নিয়া (Hernia):
যদি শরীরের কোন অংশ তার স্বাভাবিক অবস্থান থেকে জন্মগত ছিদ্রপথ দিয়ে বা তৈরি হওয়া ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসে তবে সেই অবস্থাকে হার্নিয়া বলে।

পুরুষদের ক্ষেত্রে ইঙ্গুইনাল হার্নিয়া এবং মহিলাদের ক্ষেত্রে ফিমুরাল হার্নিয়া সবচেয়ে বেশি দেখা যায়

🛑হার্নিয়া কেন হয়?
১.Abdominal pressure বাড়লে:
যেমন:
▫️ Chronic bronchitis / কাশি
▫️Chronic constipation খুব প্রেসার দিয়ে৷ মলত্যাগ করলে
▫️abdominal muscles এর দুর্বলতা থাকলে
▫️পুরুষদের পোস্টেড গ্ল্যান্ড বৃদ্ধি পেলে প্রেশার দিয়া প্রস্রাব করতে হয় সেক্ষেত্রে হতে পারে।
▫️প্রস্রাবের নালীতে Stricture হলে খুব প্রেসার দিয়ে প্রস্রাব করতে হয়।
▫️পুরুষদের ক্ষেত্রে processea vaginalis থেকে গেলে
▫️অতিরিক্ত মাত্রায় সাইকেলিং করার জন্য হতে পারে।

🛑হার্নিয়ার ধরনঃ
অবস্থান ভেদে অনেক প্রকারের আছে।(৯)
তবে দুই ধরনের হার্নিয়া দেখা যায়
১.ডাইরেক্ট ফার্নিয়া
২.ডাইরেক্ট ফার্নিয়া

🛑হার্নিয়া রোগের লক্ষণঃ
▫️Inguinal হার্নিয়া পুরুষদের ক্ষেত্রে ৯৫% দেখা দেয়,এর লক্ষন গুলো হলো:
▪️হার্নিয়া হওয়ার জন্য যে ফোলার সৃষ্টি হয় তাতে কোন ব্যাথা থাকেনা।
▪টেনে ধরার মত হালকা ব্যাথা হয়
▪️কাশি দিলে হার্নিয়ের ফোলা বৃদ্ধি পায়
▪️ফোলা আংশে টিপলে ভিতরের দিকে ঢুকে যায়,, কিন্তু আবার পুনরায় পূর্বের অবস্থায় আসে
▪️হার্নিয়া যদি Obstruction /strangulation হয় তাহলে খুব যন্ত্রনা হয়।

🛑কি কি সমস্যা হতে পারে?
▫️irreducible
▫️Intestinal obstruction
▫️Inflamation
▫️Strangulation এই অবস্থা মারাত্মক যখন ইন্ডেস্টাইনের লুপের এই অংশ রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে যায়
▫️Torsion of omentum
▫️অনেক সময় TB of sac হতে পারে।

⚕️চিকিৎসাঃ
এই অসুখ ওষুধ ওষুধ দ্বারা কমানো যায় না সাময়িকভাবে Truss ব্যবহার করা যেতে পারে।অপারেশন করতে হয়। শিশুদের ক্ষেত্রে কখনো কখনো ওষুধ দ্বারা কমানো যায়। ওষুধে না কমলে শাল্য চিকিৎসা করতে হবে।

Dr. Md. Ramzan Hossain
B.H.M.S (DU)
01742822472

18/10/2024

হযরত আবূ হুরায়রা (রাঃ)থেকে বর্ণিত ;মহানবী (সাঃ)এরশাদ করেনঃ

তোমরা কি জানো? গীবত বা পরনিন্দা কি জিনিস? সাহাবাগণ আরয করলেন ;আল্লাহ তায়ালা ও তার নবী ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাই সালাম ইরশাদ করলেন :❝তোমার ভাইয়ের আলোচনা তার অগোচরে এমনভাবে করলে যা শুনলে তার কাছে অপছন্দ লাগে বা মনে কষ্ট পাবে। একজনে প্রশ্ন করল :আমি তার অনুপস্থিতিতে যা বলছি তা যদি বাস্তব বা সত্য হয়ে থাকে? তবুও কি গীবতের পর্যায়ে পড়বে? নবীজী (সাঃ)জবাবে বললেন: বাস্তব দোষ ত্রুটি অগোচরে বলার নামিতো হচ্ছে গীবত! আর যদি অবাস্তব দোষ ত্রুটি তাহলে সেটা তো মিথ্যা অপবাদ!❞যা কিনা জঘন্য অপরাধ!!

Shout out to my newest followers! Excited to have you onboard! Krishna Tithi Saha, Iqbal Hossain Choton, Subal Banai Ban...
16/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Krishna Tithi Saha, Iqbal Hossain Choton, Subal Banai Banai, Abdul Matin, Safikul Sk, Md Azad Hossain Monsi, MD Anowar Hossain Hossain, কলিকাতা হারবাল লিমিটেড, Sweety Mondal, Tvk Khatu, সায়েম হোসেন সাহাত, Md Junaid

🟥 পাইলস((Piles) /অর্শ Hemorrhoidsকি? সাধারণত পাইলস নামে পরিচিত, এমন একটি অবস্থা যেখানে portal stasis হয়ে বা বিভিন্ন কারণ...
15/10/2024

🟥 পাইলস((Piles) /অর্শ Hemorrhoidsকি?
সাধারণত পাইলস নামে পরিচিত, এমন একটি অবস্থা যেখানে portal stasis হয়ে বা বিভিন্ন কারণে মলদ্বার এবং নীচের মলদ্বারের শিরাগুলি ফুলে যায় এবং প্রসারিত হয়ে ফুলে উঠে ও piles হয়। Piles খুবই সাধারণ এবং মোটামুটিভাবে চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে তিনজনের কোনো না কোনো সময়ে হতে পারে।

🎴Piles মূলত দুই ধরনেরঃ
--------------------------------------
1️⃣বাহ্যিক হেমোরয়েডস:
বাহ্যিক হেমোরয়েড হল সবচেয়ে সাধারণ এবং অস্বস্তিকর ধরনের অর্শ্ব। সাধারণত, এগুলি মলদ্বারের চারপাশের ত্বকের নীচে হয়। ফোলার কারণে এর আশেপাশে চুলকানি এবং ব্যথা হয়। রক্তপাত হতে পারে এবং জমাট বাঁধে।রক্ত জমাট বেঁধে অর্শ্বরোগ হলে হঠাৎ করে তীব্র ব্যথা হতে পারে।

2️⃣অভ্যন্তরীণ হেমোরয়েডস
অভ্যন্তরীণ অর্শ্বরোগ মলদ্বারের অভ্যন্তরীণ আস্তরণে বিকাশ লাভ করে। এগুলি সাধারণত ব্যথাহীন এবং বড় না হলে স্পষ্ট হয় না। তারা নীরবে রক্তপাত করে এবং আপনি টয়লেট পেপারে রক্তের দাগ বা টয়লেটে ফোঁটা ফোঁটা দেখতে পারেন। অভ্যন্তরীণ হেমোরয়েড prolapse হতে পারে (স্থানের বাইরে সরে যেতে পারে) এবং মলদ্বারের বাইরে প্রসারিত হতে পারে, যা সংবেদনশীল এবং বেদনাদায়ক।

🎴 পাইলসের কিছু সাধারণ লক্ষণ ও উপসর্গ হলঃ

▪️মল ত্যাগ করার সময় কোন ব্যথা ছাড়াই রক্তপাত
▪️মলদ্বার এলাকায় চুলকানি
▪️পায়ূ এলাকায় ব্যথা বা অস্বস্তি
▪️মলদ্বারের কাছে সংবেদনশীল বা বেদনাদায়ক পিণ্ডের উপস্থিতি
▪️মলদ্বারের চারপাশে ফুলে যাওয়া

🎴হেমোরয়েড বা পাইলসের কারণ কী?
যেমন হতে পারে:
▪️বার্ধক্যজনিত কারণে ত্বক পাতলা হয়ে যাওয়া
▪️পায়ুপথ সহবাস
▪️মল ত্যাগ করার সময় অতিরিক্ত স্ট্রেনিং চাপ
▪️টয়লেট সিটে দীর্ঘক্ষণ বসে থাকা
▪️কম ফাইবারযুক্ত ডায়েট
▪️স্থূলতা
▪️গর্ভাবস্থা
▪️বারবার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের পর।

🟥হেমোরয়েড বা পাইলসের ঝুঁকিতে কারা?
হেমোরয়েড বা পাইলস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন আপনারএকটি পারিবারিক ইতিহাস আছে, বিশেষ করে আপনার পিতামাতা.

🟥কিভাবে হেমোরয়েড বা পাইলস নির্ণয় করা হয়?
১.শারীরিক পরীক্ষা: বাহ্যিক হেমোরয়েডের ক্ষেত্রে চাক্ষুষ পরিদর্শন সাধারণত যথেষ্ট। অভ্যন্তরীণ হেমোরয়েডগুলি সাধারণত মলদ্বারে একটি গ্লাভড এবং লুব্রিকেটেড আঙুল ঢোকানোর মাধ্যমে পরীক্ষা করা হয়।
২.ভিজ্যুয়াল/স্কোপিক পরিদর্শন: অ্যানোস্কোপ/প্রোক্টোস্কোপ/সিগমায়েডোস্কোপ নামক একটি যন্ত্র ব্যবহার করে অভ্যন্তরীণ অর্শ্বরোগ নির্ণয়ের জন্য।

🟥এর থেকে প্রতিকারের জন্যঃ
জন্য কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে:
▪️উচ্চ ফাইবারযুক্ত খাবার খাওয়া
▪️প্রচুর তরল পান করা
▪️মলত্যাগের সময় স্ট্রেনিং এড়ানো
▪️বেশিক্ষণ মল ধরে রাখা থেকে বিরত থাকা
▪️নিয়মিত ব্যায়াম করা
▪️দীর্ঘ সময় বসা এড়িয়ে চলুন, বিশেষ করে টয়লেট সিটে
⚕️▪️চিকিৎসাঃ
অন্যান্য প্যাথিতে এর একমাত্র সমাধান হিসেবে অপারেশন করা ছাড়া তাদের আর কোন উপযুক্ত সমাধান নেই।কিন্তু✨ লক্ষন ভিত্তিতে হোমিওপ্যাথিক চিকিৎসায় (Piles) কোন রকম অপারেশন ছাড়া,রোগীকে কোন রকম কষ্ট না পেয়েই খুব দ্রুত সময়ে পাইলস থেকে আরোগ্য লাভ করা যায়।
আমার অনেক পেশেন্ট আছেন অনেকেই বহুবার অপারেশন করিয়েছেন,কিন্তু স্থায়ী ভাবে কোন সমাধান পাননি।পুনরায় একি সমস্যা দেখা দিয়েছে।আমার পরামর্শ হলো প্রথম দিক থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা নিলে রোগীকে এধরনের কষ্ট পোহাতে হতোনা।আর অপারেশনের যে বাড়তি অর্থ ব্যায় সেটাও অপচয় হতোনা।অনেক রোগী যারা প্রথম দিক থেকে এ সমস্যার জন্য আমার কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার মেহেরবানিতে এখন সুস্থ আছেন।
আপনাদের মাঝে যদি কোন রোগী পাইলস এর সমস্যায় আছেন, অনলাইনে অথাব সরাসরি এসে চিকিৎসা নিতে পারেন।
সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ♥️
Dr. Md. Ramzan Hossain
B.H.M.S (Dhaka University)
01742-822472

🟥 stye vs chalazion?মাত্র ৭ দিনে পরিবর্তন আলহামদুলিল্লাহ।
10/10/2024

🟥 stye vs chalazion?
মাত্র ৭ দিনে পরিবর্তন আলহামদুলিল্লাহ।

❝একজন ভালো শিক্ষক সবসময় আশাকে জাগিয়ে রাখতে পারেন, জাগিয়ে রাখতে পারেন কল্পনাকে এবং শেখার প্রতি ভালবাসা জাগিয়ে তুলতে প...
05/10/2024

❝একজন ভালো শিক্ষক সবসময় আশাকে জাগিয়ে রাখতে পারেন, জাগিয়ে রাখতে পারেন কল্পনাকে এবং শেখার প্রতি ভালবাসা জাগিয়ে তুলতে পারেন ❞- ব্র্যাড হেনরি.
আজ এই দিবসে আমি আমার গুরুজন, আমার শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীদের জানাই অফুরন্ত ভালোবাসা,সালাম।যাদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় আজ আমি এতোদূর। মহান রাব্বুলালামীন আমার স্যারদের নেক হায়াত দিন,সুস্থ রাখুন,শান্তিতে রাখুন।

♥️প্রেমরোগের চিকিৎসা ♥️⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔❝প্রেম ❞ শব্দটা শুনলেই মনে অনেক চিন্তা ভাবনা আসে?এটি একপ্রকার রোগের অন্তর্ভুক্ত। তাই এর ...
04/10/2024

♥️প্রেমরোগের চিকিৎসা ♥️
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
❝প্রেম ❞ শব্দটা শুনলেই মনে অনেক চিন্তা ভাবনা আসে?

এটি একপ্রকার রোগের অন্তর্ভুক্ত। তাই এর জন্য চিকিৎসা প্রয়োজন। প্রেম রোগের একাধিক চিকিৎসা আছে।যদি এমন হয় যে,শরিয়াতসম্মত ভাবে প্রেমিক ও প্রেমিকার মাঝে সম্পর্ক জুড়ে দেয়া সম্ভব, তাহলে এই সম্পর্ক জুড়ে দেয়াই হলো তার চিকিৎসা।

▪️ সহিহ বুখারী ও সহিহ মুসলিম গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাযি. বলেন ⚕️❤️রাসূল (সাঃ) বলেছেনঃ
❝ যে যুবক দল ⚠️তোমাদের মাঝে যে সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। কেননা তা দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে। কেননা তা তার জন্য যৌন চাহিদা দমনকারী।❞
(সহীহ বুখারী:১৯০৫,৫০৬৫,৫০৬৬)
❤️রাসূল (সাঃ) আরো বলেনঃ
❝দুইজন প্রেমিকের জন্য আমি বিবাহ থেকে উত্তম চিকিৎসা আর দেখিনা❞
(সুনানে ইবনে মাজাহ:১৮৪৭)

এর পরেও আমরা মানুষ, ভুল আমাদের হবেই।হারামে জড়িয়ে যাই,পরে মানসিক, শারীরিক কষ্ট পাই। এর জন্য আমাদের চিকিৎসা প্রয়োজন। হোমিওপ্যাথিতে মানুষের মনের গুরুত্ব, মানসিক অবস্থার গুরুত্ব অপরসীম।একমাত্র হোমিওপ্যাথিই আপনাদের মনের এই দুরবস্থায় পাশে থাকে।অল্প কিছু ওষুধ এর লক্ষণ আলোচনা করলাম। যেমন ধরুন :
1️⃣Aurum metallicum:
অনেক বেশি বিষন্ন, মন মরা থাকে।নিজের ক্ষতি নিজে করত চায়,Suicidal Tendency থাকে।
2️⃣Calcarea phosphorica:
বিরক্তি, ত্বকের সমস্যা, মাথা ঘোরা, মাইগ্রেন এবং বাতজনিত সমস্যাগুলির সাথে অপ্রত্যাশিত প্রেমের কষ্ট।তার সমস্যা সম্পর্কে চিন্তা করে অস্থির হয়ে পড়ে।
3️⃣Causticum:
হতাশাগ্রস্ত বা অপ্রত্যাশিত প্রেমের পরে অসুস্থতা। অসুস্থতায় দুশ্চিন্তা সত্ত্বেও সবসময় অন্যদের দুর্দশার প্রতি সংবেদনশীল।
4️⃣Cimicifuga:
বিষণ্নতা এবং একটি ব্যার্থ প্রেমের পরে বেদনাদায়ক অবস্থার বিকাশ করতে পারে যা বৈদ্যুতিক শকের মতো অনুভব করে। মহিলারা স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।
5️⃣Hyoscyamus:
গুরুতর অস্থিরতার, ব্যার্থ প্রেমের সম্পর্কের পরেও ফিট হওয়ার। , ঈর্ষান্বিত, সন্দেহজনক বা রাগান্বিত হতে পারে এবং প্রেমের চিঠিগুলি ছিঁড়ে ফেলতে পারে বা তাদের প্রাক্তন সঙ্গী বা প্রেমিকের সমস্ত গিফট, ধ্বংস করতে পারে।
6️⃣Ignatia:
দীর্ঘশ্বাস এবং কান্নার প্রবণতা থাকে।
7️⃣sepia:
সবকিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এমনকি তাদের প্রিয়জনের প্রতি উদাসীনতা।
8️⃣Nat mur:
সম্পর্কের ক্ষেত্রে হতাশার পরে হতাশা, বুকে ধড়ফড় এবং ত্বকের সমস্যা,চোখের জল ধরে রাখতে পারেনা
9️⃣Staphysagria:
অত্যন্ত সংবেদনশীল, হতাশ প্রেমের জন্য, রাগী। চরিত্রগত ভাবে অহংকারী এবং ব্যক্তিগত সামান্য কারণে তারা রেগে যায়।
আরো অনেক ওষুধ রয়েছে প্রেমে ব্যার্থ হয়ে যারা কষ্টে আছেন, তারা দ্রুত স্থায়ী হালাল সমাধান নিন।
Dr.Md.Ramzan Hossain jahid
B.H.M.S (Dhaka university)

🟥একক ঔষধঃঅর্গানন অফ মেডিসিন এর ২৭২ থেকে ২৭৪ নাম্বার সূত্রে স্যার হ্যানিম্যান বর্ণনা করেন যে ❝ যে কোনো সময়ে রোগীকে একটি ...
03/10/2024

🟥একক ঔষধঃ
অর্গানন অফ মেডিসিন এর ২৭২ থেকে ২৭৪ নাম্বার সূত্রে স্যার হ্যানিম্যান বর্ণনা করেন যে ❝ যে কোনো সময়ে রোগীকে একটি মাত্র অবিমিশ্রিত ওষুধ নিতে হবে ❞

⚕️রাসূল( সাঃ) একক উপাদানের ঔষধ ব্যবহার করতেনঃ
রাসুল( সাঃ)পবিত্র সুন্নত ছিল, তিনি তার ব্যক্তিগত এবং পারিবার পরিজন ও সাহাবা( রাঃ) এর চিকিৎসা করতেন। চিকিৎসার ক্ষেত্রে কখনোই মিশ্র ওষুধ ব্যবহার করতেন না বরং অধিকাংশ সময় তিনি একক উপাদানের ওষুধ ব্যবহার করতেন। সাথে সহায়ক ও শক্তি বর্ধক দ্রব্য যোগ করতেন। আরব, তুরস্কের অধিবাসী এবং বেদুইন যাযাবর সম্প্রদায়ের অধিকাংশ সময় একক ওষুধ চিকিৎসা নিয়ে থাকে।

⚠️দ্রুত ফলাফল পাওয়ার আশায় অনেক চিকিৎসক দুই তিনটি ওষুধ ঘন্টায় ঘন্টায় পর্যায়ক্রমে ব্যাবহার করে থাকেন। এ প্রয়োগ পদ্ধতি অযৌক্তিক।

Address

Wari

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Ramzan Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Ramzan Hossain:

Share

Category