দি চেম্বার্স ফিজিওথেরাপি, নরসিংদী

দি চেম্বার্স ফিজিওথেরাপি, নরসিংদী (সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে পরিচালিত)

✅ দি চেম্বার্স ফিজিওথেরাপি,
পায়রা চত্বর, নরসিংদী সদর।

☎️ 01716-211863
01962-604070

আসসালামু আলাইকুম,
দি চেম্বার্স ফিজিওথেরাপি অফিশিয়াল পেজে আপনাকে স্বাগতম । বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্বাবধানে পরিচালিত একটি নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র ।

আমাদের সেবা সমূহ :
🔸বাত,
🔸ব্যথা,
🔸প্যারালাইসিস ও
🔸ফিজিওথেরাপি চিকিৎসা করা হয় ।

আমাদের চিকিৎসা কেন্দ্র এবং বিশেষজ্ঞ চিকিৎসকের বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন অথবা সরাসরি যোগাযোগ করুন 01716-211863

ধন্যবাদ ।

01/12/2025

মাত্র ২০ দিনে,
ঘাড় ও কোমড় ব্যথা হতে মুক্তি পেয়ে, রোগীর প্রতিক্রিয়া।

✅লক্ষণ:

✓ ঘাড়ে টান ও ব্যথা
✓ কোমর ব্যথা পায়ে ছড়ানো
✓ ঝিন ঝিন/সুঁই ফোটার মতো অনুভূতি
✓ মাথা ঘোরানো/ঘাড় শক্ত হয়ে যাওয়া
✓ দীর্ঘক্ষণ বসে থাকতে কষ্ট

✅যা করলে উপকার পাবেন:

✔ প্রতিদিন ১০–১৫ মিনিট স্ট্রেচিং
✔ সঠিক ভঙ্গিতে চলাচল করা
✔ প্রতি ৩০–৪০ মিনিটে একটু হাঁটা
✔ ওজন নিয়ন্ত্রণ
✔ কাজের সময় ঘাড়–কোমর সাপোর্ট ব্যবহার
✔ প্রয়োজন হলে ফিজিওথেরাপি নিন

✅কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?

- ব্যথা ১–২ সপ্তাহেও কমছে না
- ব্যথা হাত–পা পর্যন্ত ছড়ায়
- দুর্বল লাগছে বা হাঁটতে সমস্যা
- হাত–পা অবশ হয়ে যাচ্ছে

তাই, সচেতন থাকুন, সুস্থ থাকুন।
ঘাড় ও কোমরের যত্ন নিন।

#নরসিংদী

18/11/2025

কোমড় ব্যথায়, কখন গুরুত্ব দিতে হবে?

✔ পা ঝিনঝিনের সাথে কোমর ব্যথা
✔ হাঁটতে সমস্যা হয়, পায়ে শক্তি কম
✔ পা অবশ লাগে, জ্বালাপোড়া করে
✔ কয়েক সপ্তাহেও কমে না

– এসব লক্ষণ থাকলে, দ্রুত চিকিৎসা প্রয়োজন।

#নরসিংদী

18/11/2025

✅ হাড় ক্ষয় (Osteoporosis):

হাড়ের ঘনত্ব কমে গেলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়—এটাই অস্টিওপোরোসিস।

অনেক সময় কোনো লক্ষণই থাকে না, হঠাৎ পড়ে গেলে বা হালকা আঘাতেই হাড় ভেঙে যায়।

কারা বেশি ঝুঁকিতে?

✔ ৫০ বছরের বেশি বয়স
✔ মহিলারা (বিশেষত মেনোপজের পর)
✔ কম ক্যালসিয়াম ও ভিটামিন D গ্রহণ
✔ ব্যায়ামের অভাব
✔ ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল
✔ দীর্ঘদিন স্টেরয়েড সেবন

লক্ষণ কী?

• কোমর বা পিঠে ব্যথা
• উচ্চতা কমে যাওয়া
• খুব সহজে হাড় ভেঙে যাওয়া

✅ তাই হাড়ের যত্ন নিন, সুস্থ থাকুন।


#নরসিংদী

07/11/2025

🦵 হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন?
জানুন কারণ, প্রতিকার আর সহজ সমাধান মাত্র ৩০ সেকেন্ডে! 💪

#হাঁটুব্যথা #নরসিংদী

27/10/2025

👨‍⚕️ “অনেকেই ভাবে কোমড় ব্যথা মানেই শুধু মাংশপেশির টান — আসলে ব্যাপারটা এর চেয়ে অনেক জটিল।

অনেক সময় এই ব্যথার কারণ হয় -
ডিস্ক প্রোলাপ্স এবং নার্ভ কম্প্রেশন।

দীর্ঘ সময় চেয়ারে বসে থাকা, ওজন বেশি, মিয়ম না মেনে কাজ করা— এগুলোই কোমর ব্যথার প্রধান কারণ।

তাই ব্যথা শুরু হলে অবহেলা নয়, সঠিক ফিজিওথেরাপি নিন।

সুস্থ কোমড় মানেই সক্রিয় জীবন!


#নরসিংদী

22/10/2025

🧠 মাথা ব্যথা মানেই মাইগ্রেন নয়, হতে পারে ঘাড়ের সমস্যা!

অনেক সময় মাথার ব্যথা শুরু হয়, ঘাড়ের জয়েন্ট বা মাংসপেশি থেকে — যেটাকে বলে Cervicogenic Headache।

🎯 সঠিক ফিজিওথেরাপিতেই মিলতে পারে স্থায়ী সমাধান।

ঘাড়ের যত্ন নিন, মাথা ব্যথা কমান।

19/10/2025

📱আপনার ফোনই হতে পারে, কনুই ব্যথার কারণ!

দীর্ঘ সময় ফোন হাতে নিয়ে কথা বলা বা স্ক্রল করার কারণে কনুইয়ের ভিতরের নার্ভে চাপ পড়ে।
➤ফলাফল — হাতের চতুর্থ ও পঞ্চম আঙুলে ঝিনঝিনি, অসাড়তা বা দুর্বলতা।
এটাই হলো Cubital Tunnel Syndrome বা Smartphone Elbow।

➤ কনুই বেশি ভাঁজ করে রাখবেন না।
➤ ফোনে কথা বললে হেডফোন ব্যবহার করুন।
➤ আর ব্যথা বা ঝিনঝিন থাকলে, দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

18/10/2025

🪑 সারাদিন অফিসে বসে কাজ করেন?
তাহলে সাবধান! আপনি হয়তো ধীরে ধীরে ভুগছেন Office Chair Syndrome-এ।

এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকলে পিঠ, কোমর আর ঘাড়ের পেশি দুর্বল হয়ে পড়ে।
ফলাফল— ক্রমাগত ব্যথা, জড়তা, এমনকি সায়াটিকা পেইন পর্যন্ত হতে পারে।

💡 সমাধান খুব সহজ:
প্রতি ৩০ মিনিট পর উঠে দাঁড়ান, হালকা হাঁটুন, আর কয়েকটা সহজ স্ট্রেচ করুন।
কারণ আপনার চেয়ারই হতে পারে; আপনার ব্যথার আসল কারণ!

05/10/2025

✅টেক্সট নেক সিনড্রোম (Text Neck Syndrome) 📱

মোবাইল ফোন দীর্ঘক্ষণ নিচু করে দেখার কারণে ; অনেকেরই ঘাড় ব্যথা, কাঁধে টান, মাথা ব্যথা এমনকি হাত পর্যন্ত ঝিনঝিনি দেখা দেয় — এটাই টেক্সট নেক সিনড্রোম।

👉 কারণ: মাথা নিচু করে, ঘাড় বাঁকা করে মোবাইলের স্ক্রিন দেখা।
👉 ফল: সারভাইক্যাল স্পাইন-এ চাপ পড়ে, পেশি টান খায়।

💡 প্রতিরোধে:
➤মোবাইল চোখের সমান উচ্চতায় ধরুন
➤প্রতি ৩০ মিনিটে বিরতি নিন।

#নরসিংদী

05/10/2025

🧠 বেলস পালসি — হঠাৎ মুখের একপাশ নড়াচড়া বন্ধ!!
কারণ হলো মস্তিষ্কের ৭ম ক্র্যানিয়াল নার্ভে ইনফ্লেমেশন বা ফোলাভাব।

এ সমস্যার লক্ষন হলো - মুখ একদিকে বেঁকে যায়,
চোখ বন্ধ হয় না, হাসিতেও আসে বাঁকা ভাব। 😔

ভয়ের কিছু নেই — সময়মতো চিকিৎসা ও ফিজিওথেরাপি নিলে, বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যান। 💪

👉 মুখের মাংসপেশি দুর্বল লাগলে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

🏨চেম্বার: পায়রা চত্বর, নরসিংদী সদর।
☎️সিরিয়াল: 01962-604070


#নরসিংদী

✅দেশ বিদেশের ৭ শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণে, সফলভাবে শেষ হলো 'রায়পুরা ম্যারাথন ২০২৫ '। ➡️মোট ৪টি ক্যাটাগরিতে খেলা হয়েছে ...
03/10/2025

✅দেশ বিদেশের ৭ শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণে, সফলভাবে শেষ হলো 'রায়পুরা ম্যারাথন ২০২৫ '।

➡️মোট ৪টি ক্যাটাগরিতে খেলা হয়েছে ।
৪২ কিমি, ২১ কিমি, ১০ কিমি ও ৫০০ মি.

✅মেডিকেল ও ফিজিও সাপোর্ট টিমের নেতৃত্বে ছিলেন,
ব্যথা,জনস্বাস্থ্য ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ -
ডাঃ মোঃ মশিউর রহমান প্রিন্স





01/10/2025

✅কোমড় ব্যথার সঠিক সমাধান পেতে, সঠিক রোগ নির্ণয় অত্যন্ত জরুরী।
😣 সারাদিন বসে কাজ করছেন?
তাহলে সাবধান! কোমর কিন্তু চুপচাপ সহ্য করছে না 😟

কোমর ব্যথা মানেই ডিস্ক প্রলাপ্স নয়!
ভুল ভঙ্গি, দুর্বল পেশি — এগুলোর কারণেও হতে পারে মারাত্মক ব্যথা 💥

🩺 সময়মতো সঠিক ফিজিওথেরাপি নিন,
ফিরে পান ব্যথামুক্ত জীবন 💪

🏨চেম্বার : পায়রা চত্বর,নরসিংদী সদর
☎️সিরিয়াল : 01962-604070

#কোমরব্যথা


#নরসিংদী

Address

পায়রা চত্বর (নরসিংদী সদর হাসপাতালের উত্তর পাশে)
West Bangla

Alerts

Be the first to know and let us send you an email when দি চেম্বার্স ফিজিওথেরাপি, নরসিংদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to দি চেম্বার্স ফিজিওথেরাপি, নরসিংদী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram