Upazila Health Complex, Keraniganj

Upazila Health Complex, Keraniganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Upazila Health Complex, Keraniganj, Hospital, Division Name, Dhaka Division Code, 30 District Name, Dhaka District Code, 26 Upazila Name, Keraniganj Upazila Code, 38 Union Name-Sakta, Union Code-60, Ward-06 , Village/Street-malancha , House No/11, Zinzira.

Keraniganj Upazila Health Complex
Organization Code 10000074
Agency code 11
Agency Name DGHS
Financial Code (Revenue Code) 1270204
Year Established 1984
Division Name Dhaka
Division Code 30
District Name Dhaka
District Code 26
Upazila Name Keraniganj

26/09/2024
26/09/2024
23/06/2024
আজ ৬ জুন'২০২৪ ইং, রোজ বৃহষ্পতিবার, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যক্ষা সনাক্তকরণ মেশিন জিন এক্সপার্ট উদ্বোধণ ...
06/06/2024

আজ ৬ জুন'২০২৪ ইং, রোজ বৃহষ্পতিবার, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যক্ষা সনাক্তকরণ মেশিন জিন এক্সপার্ট উদ্বোধণ করেন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আলোচনা সভায় অংশগ্রহণ করেন কেরানীগঞ্জ উপজেলার অত্যন্ত জনপ্রিয় সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শাহীন আহমেদ (দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি)।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভীর আহমেদ স্যার এর সভাপতিত্বে উক্ত উপজেলা স্বাস্থ্য বিভাগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু রিয়াদ মহোদয়, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন লিটন মহোদয়, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের প্রধান, হাসপাতালের সকল ডাক্তার-নার্স, স্টাফ, সাংবাদিক, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্তঃবিভাগ, বহিঃবিভাগ, ওটি, জরুরি বিভাগ, এন.সি.ডি কর্ণার, ফার্মেসিসহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন। এ সময় তিনি রোগিদের সাথে কথা বলেন। তিনি কর্মরত ডাক্তারদের স্বাস্থ্য সেবায় দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।
তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুসারে স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছেন। সে লক্ষ্যে তিনি তার উপজেলার জনসাধারনের উন্নয়ন ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
পরিদর্শন কালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শাহনূর ইসলাম সহ কর্মরত ডাক্তারগণ তার সাথে ছিলেন।

 #কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স :- সারা দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ থেকে ৫৯ মাস...
01/06/2024

#কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স :-

সারা দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সি শিশুকে নীল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া ১২-৫৯ মাস বয়সি শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এরই প্রেক্ষাপটে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ স্যার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কনসালট্যান্ট ডাঃ আয়েশা বেগম, শিশু বিশেষজ্ঞ ডাঃ সমিতা রানী সরকার, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোমেন স্যার, আর.এম.ও ডাঃ শাহনূর ইসলাম সহ অন্যান্য ডাক্তার, নার্স, সকল স্টাফগণ। এসময় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি আগত মায়েদেরকে পুষ্টি ও স্বাস্হ্যবার্তা প্রদানেও গুরুত্ব দেয়া হয়।

দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে অপুষ্টিজনিত কারণে শিশুদের মাঝে রাতকানা রোগের হার ছিল ৪ দশমিক ১০ শতাংশ।
বঙ্গবন্ধু ১৯৭৪ সালে রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করেন। শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেন। পরবর্তী সময়ে বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। বর্তমানে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা শূন্য দশমিক শূন্য চার শতাংশে নেমে এসেছে।

ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ ছাড়াও শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। শিশু মৃত্যু হার ২৪ ভাগ হ্রাস করে। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে।

আজ (পহেলা জুন'২০২৪) কেরানীগঞ্জ উপজেলায় চলছে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জ...
01/06/2024

আজ (পহেলা জুন'২০২৪) কেরানীগঞ্জ উপজেলায় চলছে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবার সার্বিক ব্যবস্থাপনায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের এক লাখ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এ উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কেরানীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে সম্মানিত UH&FPO স্যার ডাঃ তানভীর আহমেদ স্যারের নেতৃত্বে সর্বোচ্চ প্রচারনাসহ ৬ মাস থেকে ৫ বছরের সকল বাচ্চাদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উক্ত ক্যাম্পেইনে পরিদর্শন করেন ঢাকা জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয় ডা.বিপ্লব কান্তি বিশ্বাস স্যার।

""ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের জন্য নিরাপদ""
""ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান""

জাতীয় ভিটামিন-'এ' প্লাস ক্যাম্পেইন -২০২৪📣 আগামী ১ জুন , ২০২৪ রোজ শনিবার   সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে জাতী...
30/05/2024

জাতীয় ভিটামিন-'এ' প্লাস ক্যাম্পেইন -২০২৪

📣 আগামী ১ জুন , ২০২৪ রোজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে। উক্ত ক্যাম্পেইনে,

💠 ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ( ১ লক্ষ আই ইউ ) এবং
💠 ১২-৫৯ মাস( ১ থেকে ৫ বছর প্রায়) বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ( ২ লক্ষ আই ইউ ) খাওয়ানো হবে।

🔹 আপনার শিশুকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান ।

🔎 মনে রাখবেনঃ
ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন “এ” শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।

ধন্যবাদান্তেঃ ডা.তানভীর আহমেদ (উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কেরানীগঞ্জ, ঢাকা)।

রাত ১০টা বেজে গেছে। তবুও থেমে নেই জরুরী চিকিৎসা সেবা।আজ ২৮-০৫-২০২৪, মঙ্গলবার, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত...
28/05/2024

রাত ১০টা বেজে গেছে। তবুও থেমে নেই জরুরী চিকিৎসা সেবা।
আজ ২৮-০৫-২০২৪, মঙ্গলবার, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃমৃত্যু ঠেকাতে জরুরী ভিত্তিতে দুইটি সিজারিয়ান সেকশন অপারেশনের প্রয়োজন হয়।
অবশেষে উপজেলা স্বাস্থ্য প্রধান ডাঃ তানভীর আহমেদ স্যারের তত্ত্বাবধানে গাইনী বিশেষজ্ঞ ডাঃ সানজিদা পারভীন ম্যাডাম এবং এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডাঃ ইমরান হক স্যারের নেতৃত্বে দুইটি জরুরী সিজারিয়ান সেকশন সম্পন্ন হয়।
আলহামদুলিল্লাহ মা এবং বাচ্চারা সুস্থ আছেন।
কেরানীগঞ্জ উপজেলার মাতৃসেবা ও শিশু স্বাস্হ্য সেবার মানোন্নয়নে এবং জরুরী সেবা প্রদানে বধ্য পরিকর কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্হ্যটীম।

26/05/2024

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৪
রোজ শনিবার (০১/০৬/২০২৪)

আপনার শিশুকে ভিটামিন এ খাওয়ান
শিশুমৃত্যুর ঝুকি কমান।
*********************

সম্মানিত এলাকাবাসী,
আগামী ০১/০৬/২৪ সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সকল শিশুকে ৬ মাস থেকে ১১ মাসের শিশুকে ১ টি নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন এর শতভাগ সফলতার জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে আপনার শিশুর ভিটামিন এ ক্যাপসুল খাওয়া নিশ্চিত করুন।

Address

Division Name, Dhaka Division Code, 30 District Name, Dhaka District Code, 26 Upazila Name, Keraniganj Upazila Code, 38 Union Name-Sakta, Union Code-60, Ward-06 , Village/Street-malancha , House No/11
Zinzira
1310

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Health Complex, Keraniganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Upazila Health Complex, Keraniganj:

Share

Category