09/26/2025
মালয়েশিয়ার সেরা স্ট্রিট ফুড: Nasi Lemak থেকে ভাপা পিঠা! | Malaysian Street Food Tour
মালয়েশিয়া মানেই শুধু টুইন টাওয়ার নয়, এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে রাস্তার পাশের হাজারো স্বাদের খাবারের মধ্যে। এই পর্বে আমি আপনাদের নিয়ে গিয়েছি মালয়েশিয়ার জিভে জল আনা স্ট্রিট ফুডের দুনিয়ায়, যেখানে মালয়, চাইনিজ, ইন্ডিয়ান আর আমাদের বাঙালি স্বাদের এক অসাধারণ মিশ্রণ ঘটেছে।
এই ভিডিওতে যা যা থাকছে:
মালয়েশিয়ার জাতীয় খাবার নাসি লেমাক (Nasi Lemak)
ঝাল-মিষ্টি স্বাদের নাসি গোরেং (Nasi Goreng)
সকালের নাস্তায় রোটি চানাই (Roti Canai) আর মিষ্টি রোটি টিস্যু (Roti Tisu)
ডেজার্ট হিসেবে ম্যাঙ্গো স্টিকি রাইস (Mango Sticky Rice)
প্রবাসে দেশের স্বাদ - ভাপা পিঠা!
তাজা বিদেশি ফল - ডুরিয়ান, র্যামবুটান ও আরও অনেক কিছু।
জিভে জল আনা বারবিকিউ চিকেন উইংস ও সি-ফুড।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। মালয়েশিয়া বা অন্য কোনো দেশের ফুড ভ্লগ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।