08/08/2024
ন্যায্যতার দাবী ও মানবিক বাংলাদেশ বির্নির্মাণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত নিহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা । তাদের এই ত্যাগ জাতি সারাজীবন মনে রাখবে। এই আন্দোলন সময়কালীন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও মাস্তান-সন্ত্রাসী-দুর্বৃত্তদের বন্দুকের গুলি ও অস্ত্রের আঘাতে আহত হয়েছে হাজার হাজার শিক্ষার্থী, জনতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে শত শত আহত বীর যোদ্ধারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। শত শত বীর যোদ্ধারা কেউ এক পা কিংবা দুই পা হারিয়ে চিরতরে পঙ্গুত্বের শিকার হয়ে তারা ও তাদের পরিবার মানবেতর সময় অতিবাহিত করছেন। আহতদের পঙ্গুত্ব প্রতিরোধ এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা অত্যাবশ্যক ।
দেশব্যাপী আহতদের দ্রুত সুস্থতার জন্য শনিবার থেকে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলায় বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশনের (বিপিএ) এর শতাধিক ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সদস্যগণ তাদের হাসপাতাল, ক্লিনিক ও সেন্টার থেকে বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা প্রদান করা শুরু করবেন। আগামী ১০ আগস্ট ২০২৪ শনিবার সকাল ১০টায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষ, জাতীয় প্রেসক্লাব,ঢাকা এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন চিকিৎসা থেকে শুরু করে এখনো দেশের সবজায়গায় আমাদের ফিজিওথেরাপি বিশেষজ্ঞরা সুনামের সাথে চিকিৎসা প্রদান করে আসছেন ।
আহত ভুক্তভোগীদেরকে নিচের মোবাইল নম্বর সমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো ।
আহতদের দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা কার্যক্রমে সংযুক্ত থেকে আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিবেন। সবার সহযোগিতা, সহমর্মিতা ও সন্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক বাংলাদেশ বির্নির্মাণ বাস্তবায়নে আমাদের সাথে আপনাদেরকে পাশে পাওয়ার প্রত্যাশা করছি ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন(বিপিএ)
DIVISIONAL COORDINATORS MOBILE NUMBERS:
DHAKA DIVISION: – 01712-081578
CHITTAGONG DIVISION: – 01675-667129
RAJSHAHI DIVISION: – 01750-177802
RANGPUR DIVISION: – 01716-945331
KHULNA DIVISION: – 01840-050390
SYLHET DIVISION: – 01711-004635
BARISHAL DIVISION: – 01716-809269
MYMENSINGH DIVISION: – 01678-029353