
11/07/2024
আজকে মরোক্কর এক লোককে হিজামা করলাম, হিজামা করার পর সে আমার থেকে লবন চাইল। লবন দেওয়ার পর সে কিছুটা লবন যে বিনে রক্ত ফেলেছি সে বিনে ছিটিয়ে দিল। আমি একটু অবাক হলাম এবং জিজ্ঞেস করার পর সে বলল জ্বিন যাতে এই বদ রক্ত নিয়ে জাদু করতে না পারে।
হিজামা থেরাপিস্ট বা রাকি ভায়েরা কেও কি এই আমলটা করেন?