AroggoKanon - আরোগ্যকানন

AroggoKanon - আরোগ্যকানন ন্যাচারাল হেলথকেয়ার এন্ড রেজিমেন্টাল থেরাপি সেন্টার।

একটি হারবাল ওষুধ একটানা ৬ মাস খাওয়ার পরবর্তী হালত! হারবাল শব্দটি দেখেই যারা গদগদ করেন তাদের জন্য এই পোস্টটি।রুচি বাড়ানো...
24/11/2025

একটি হারবাল ওষুধ একটানা ৬ মাস খাওয়ার পরবর্তী হালত! হারবাল শব্দটি দেখেই যারা গদগদ করেন তাদের জন্য এই পোস্টটি।

রুচি বাড়ানোর জন্য খেয়েছে।

এই ওষুধের ভেতরে স্টেরয়েড মিক্স ছিল।
তার ফলে রোগীর মুখ ও শরীরে পানি জমে গেছে,
চামড়া পাতলা হয়ে ফেটে যাচ্ছে—
এটি Iatrogenic Cushing Syndrome নামের গুরুতর অবস্থা।

উপরের তথ্যগুলো ও সংযুক্ত ছবিটি ফেসবুকের একটি পোস্টে পেলাম। দেখামাত্রই আমার গত কয়েকদিন আগের একজন পেশেন্টের কথা মনে পড়ল।

২৩ বছর বয়সী একজন নারী AroggoKanon - আরোগ্যকানন -এ এসেছিলেন রুচিবর্ধক ও মোটা হওয়ার ওষুধ নিতে। বললেন কিছুদিন আগে এক জায়গা থেকে ওষুধ খেয়েছিলেন, খাওয়ার পর কোমর থেকে পা পর্যন্ত চামড়ায় কালো কালো দাগ পড়ে গিয়েছে। কিছুদিন খাওয়ার পর ভয়ে আর খায়নি।

উনাকে দীর্ঘ সময় নিয়ে এগুলোর লাভ ক্ষতি বুঝানো হলো, এক পর্যায়ে এসবের জন্য ওষুধ না দিয়েই বিদায় করে দেওয়া হয়েছিল। এভাবে শর্টকাট মোটা হওয়া ও রুচি বৃদ্ধির স্বাভাবিক কোন কিছু নাই।

দয়া করে ভেষজ ও হারবাল শব্দটি দেখেই পাগল হয়ে যাইয়েন না। হোক-না দাড়ি টুপিওয়ালা বুজুর্গ অথবা সাধু সন্ন্যাসী।

Dr. Sujan Ahmed

চিকিৎসা সংক্রান্ত আরো নতুন নতুন তথ্য পেতে পেইজটি ফলো করতে পারেন।

21/11/2025

সর্দিকাশি থেকে মুক্তির ঘরোয়া সমাধান!

ঋতু পরিবর্তনের কারণে আমরা সর্দি কাশিতে ভুগছি। তবে আমরা অনেকেই চাচ্ছি, যেন ঔষধ সেবন না করে ঘরোয়া পদ্ধতিতে ভেষজের মাধ্যমে সর্দি কাশি থেকে পরিত্রাণ পেতে পারি।

এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি।

খুব সহজ এবং সহজলভ্য একটি ফর্মুলা দেওয়া হয়েছে। আশা করি সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ।

দারুচিনি — ১০ গ্রাম
লবঙ্গ — ১০ গ্রাম
মৌরি — ১০ গ্রাম
যষ্টিমধু — ১০ গ্রাম
তুলসী পাতা — ১০ গ্রাম

৫০০ ml পানিতে এগুলোকে জাল দিতে হবে। পানি যখন শুকিয়ে চার ভাগের এক ভাগ হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে। ছেকে নিতে হবে।

দৈনিক তিনবেলা দুই থেকে তিন চামচ করে খেতে হবে।

#সর্দিকাশি #ঘরোয়া_টিপস
01763 582438

'পানিফল অথবা সিঙ্গরা' যে নামেই ডাকুন না কেন, এই মৌসুমে এটি কিন্তু চমৎকার একটি নেয়ামত। একটু পড়ে দেখুন—▪️নারীদের জন্য —ত্ব...
31/10/2025

'পানিফল অথবা সিঙ্গরা' যে নামেই ডাকুন না কেন, এই মৌসুমে এটি কিন্তু চমৎকার একটি নেয়ামত। একটু পড়ে দেখুন—

▪️নারীদের জন্য —
ত্বক উজ্জ্বল আর সতেজ রাখতেও পানিফল অনবদ্য। পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি, ভিটামিন ই ভরপুর পানিফল চুল ভালো রাখে।

▪️পুরুষদের জন্য —
'Flavonoids' যা রক্তসঞ্চালন উন্নত করে। 'Bio-alkaloids' যা স্নায়ু ও মস্তিষ্ককে উদ্দীপিত করে।
যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক, প্রস্রাবের জ্বালাপোড়া কমায়, শুক্রাণু বৃদ্ধি ও গুণমান উন্নত করে — এতে রয়েছে জিঙ্ক, আয়রন, ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শুক্রাণুর সংখ্যা ও কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

▪️তাছাড়াও দামে কম দেশীয় এই ফলটি বেশ উপকারী —
শরীর থেকে টক্সিন দূর করে, মানে ডিটক্স করতে এই ফল অনবদ্য।
অ্যান্টিঅক্সিডেন্টের খনিজ বলা চলে পানিফলকে। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে এই ফলের।
এমনকি অ্যান্টিক্যান্সার হিসেবেও কাজ করে পানিফল।
পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো কাজ করে পানিফল।

ইউনানী আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে এই ফলটি বেশ চর্চিত। ইউনানী পরিভাষায় একে সিঙ্গারা বলা হয়। মাজুনে সিঙ্গারা নামে ফর্মুলেশনও তৈরি হয়।

আর দেরি কেন! মাত্র ৪০/৫০ টাকা কেজি দরে কিনে খাওয়া শুরু করুন দেশীয় — পানিফল।

- Dr. Sujan Ahmed

#পানিফল #সিঙ্গরা

আমাদের প্রধান লক্ষ্য থাকে - কিভাবে মানুষকে ঔষধমুক্ত, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। মাঝেমধ্যে কিছু মানুষ আসেন, ...
21/10/2025

আমাদের প্রধান লক্ষ্য থাকে - কিভাবে মানুষকে ঔষধমুক্ত, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। মাঝেমধ্যে কিছু মানুষ আসেন, যাদের আদতে কোনো রোগই নেই। তাদেরকে অবশ্য Hypochondriasis বা আত্মরোগপ্রবণতাগ্রস্ত রোগীও বলা যাবে না।
এই বিষয়ে দুটি মজার ঘটনা বলছি—

১.
বাচ্চা বিছানায় প্রস্রাব করে, এজন্য চিকিৎসা প্রয়োজন। তথ্য নিয়ে বুঝতে পারলাম, আহামরি কোনো সমস্যা নেই। জাস্ট রাতে পানি-টানি খেয়ে ঘুমিয়ে পড়ে।
বাচ্চার বাবাকে বললাম, 'মাঝরাতে বাচ্চাকে একবার উঠিয়ে প্রস্রাব করিয়ে নিন, তাহলেই তো হলো।' ব্যাস, সহজ সমাধান! বাচ্চার বাবা যদিও বারবার ঔষধ নিতে চাচ্ছিলেন, কিন্তু কোনো ঔষধেরই প্রয়োজন হয়নি, আলহামদুলিল্লাহ!

যেহেতু এই বিষয়ে বললাম, তাই চলুন অল্প করে কিছু তথ্যও জেনে নিই—
বাচ্চাদের ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করাকে কিতাবি ভাষায় 'Nocturnal Enuresis' বলে।
বাচ্চা যদি ৫ বছরের নিচে হয়, তাহলে তেমন সমস্যা নয়। কিন্তু ৫ বছর পার হওয়ার পরও নিয়মিত বিছানায় প্রস্রাব করলে সেটি রোগ হিসেবে ধরা হয়।

শারীরিক ও মানসিক নানা কারণে এই সমস্যা হতে পারে। সাধারণত ঘুমানোর আগে বাচ্চাকে প্রস্রাব না করানো, রাতে অতিরিক্ত পানি বা দুধ পান করানো, টয়লেট ট্রেনিং ঠিকভাবে না হওয়া — এসব কারণ খেয়াল রাখতে হবে।
এসব ঠিক থাকলেও যদি সমস্যা অব্যাহত থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

কখন চিকিৎসা প্রয়োজন —
যদি বয়স ৫ বছরের বেশি হয়, সপ্তাহে ২–৩ বার বা তার বেশি ঘটে, দিনে ও রাতে প্রস্রাব ধরে রাখতে না পারে, কিংবা প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা বা ঘন ঘন প্রস্রাবের প্রবণতা থাকে— তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

২.
এক ভাই বিয়ে করবেন— খুব ভয় পাচ্ছেন। বুঝতেই পারছেন, কিসের ভয়! বন্ধুরা ভয় দেখিয়েছে, আর আমাদেরই স্বজাতীয় একজন চিকিৎসক সেই ভয়কে পুঁজি করে 'পুরুষ থেকে মহাপুরুষ' তৈরির চিকিৎসা চালাচ্ছেন।

সব শুনে বুঝলাম— উনার আসলে কোনো সমস্যাই নেই, শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি বললাম, আপনি তো পানিতে না নেমেই ডুবে যাওয়ার ভয় পাচ্ছেন! তাহলে কিভাবে হবে? নাকি আপনার আগে সাঁতরানোর অভিজ্ঞতা আছে?
তিনি বললেন, না না, ওরকম কিছু নাই।

সবকিছু বুঝিয়ে বললাম, কিছু দিকনির্দেশনাও দিলাম।
বিয়ের কিছুদিন পর তিনি হাদিয়া নিয়ে চেম্বারে এলেন, খুব সম্ভবত মিষ্টি ছিল। মুখে আনন্দের ঝিলিক!
কারণ, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছিলেন। আলহামদুলিল্লাহ।

ভালো কথা, এমন ভাইদের কথা কিন্তু মোটেও কম নয়। একটু সাহস ও সু পরামর্শই যথেষ্ট তাদের জন্য।

লেখার কলেবর বড় হয়ে যাওয়া এবং পাঠকের ধৈর্যচ্যুতির আশঙ্কায় ভার্চুয়াল কলম এখানেই থামিয়ে দিচ্ছি।

- Dr. Sujan Ahmed

চেম্বার:
আরোগ্যকানন হোমিও ক্লিনিক
কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া।
01763 58 24 38 (WhatsApp)

আপনারা হয়তো জানেন, আমাদের চেম্বার AroggoKanon - আরোগ্যকানন-এ বহুদিন ধরেই হোমিও চিকিৎসার পাশাপাশি নববী চিকিৎসা 'হিজামা' ক...
20/10/2025

আপনারা হয়তো জানেন, আমাদের চেম্বার AroggoKanon - আরোগ্যকানন-এ বহুদিন ধরেই হোমিও চিকিৎসার পাশাপাশি নববী চিকিৎসা 'হিজামা' কার্যক্রম চালু আছে।
আজ একটু ভিন্ন কারণে কথাগুলো বলছি।

যখন শুনি কেউ রোগাক্রান্ত, আবার আমাদের পদ্ধতির চিকিৎসা নিতে আগ্রহী, অথচ অর্থাভাবে সে চিকিৎসা নিতে পারছে না — তখন নিজেকে খুব ছোট মনে হয়।

আমি আমার জায়গা থেকে টাকা-পয়সার ব্যাপারে সবসময়ই খুব ফ্লেক্সিবল। নিরিবিলি কেউ যদি অর্থসঙ্কটের কথা জানায়, আমি সর্বোচ্চ সম্মান রেখে তাঁকে যথাসম্ভব ছাড় দেওয়ার চেষ্টা করি—এমনকি ক্ষেত্রবিশেষে...! (কিছু কথা না বলাই থাক)।

আজ একজন প্রফেসর সাহেব চিকিৎসা নিতে এসে জানালেন, তাঁর পরিচিত একজন অর্থাভাবে চিকিৎসা নিচ্ছেন না। আমি যেন কিছুটা ছাড় দিই। এ কারণেই বহুদিন পর হিজামা নিয়ে একটু বলা।

প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চিন্তে আসুন।
আপনাদের পরিচিত কেউ যদি আর্থিকভাবে অস্বচ্ছল হয় এবং আমাদের চিকিৎসা (হোমিওপ্যাথি ও হিজামা) সেবা নিতে চান — তাহলে নির্দ্বিধায়, নিঃসংকোচে তাঁকে আসতে বলুন।

আপনাদের ভাই,
- Dr. Sujan Ahmed

চেম্বার:
আরোগ্যকানন হোমিও ক্লিনিক
কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া।
01763 58 24 38 (WhatsApp)

#হিজামা #হিজামাব্রাহ্মণবাড়িয়া

কাছের কেউ মাদকাসক্ত হলে এই পোস্টটি আপনার জন্য — আমরা জানি মাদক প্রচুর পরিমানে ডোপামিন রিলিজ করে। একদম সহজে বলছি — এই যেম...
10/10/2025

কাছের কেউ মাদকাসক্ত হলে এই পোস্টটি আপনার জন্য —

আমরা জানি মাদক প্রচুর পরিমানে ডোপামিন রিলিজ করে। একদম সহজে বলছি — এই যেমন ধরুন একজন মদ খেলো, ব্রেইন তখন Dopamine ও Serotonin রিলিজ করবে।
এর ফলে কি হবে? Euphoria হয়, এর মানে প্রচুর খুশি খুশি লাগবে।
এর মাঝে আবার কিছু নিউরন endorphin রিলিজ করে, যা Euphoria এর সাথে যুক্ত হয়, যাতে মনের খুশি খুশি লাগা আরো বাড়তে থাকে। এ যেন এক আনন্দের খেলা।

মাদকের কারণে ইউফোরিয়া খুব দ্রুত, কিন্তু কৃত্রিমভাবে আসে। ফলে মস্তিষ্ক ভাবে — এই অনুভূতি আবার চাই।
এভাবেই আসক্তি তথা 'addiction' তৈরি হয়। কারণ পরের বার একই অনুভূতি পেতে আরও বেশি ডোজ লাগে। এভাবে প্রয়োজন বাড়তেই থাকে, আর ছাড়তে গেলে কষ্ট।

এই খুশি খুশি লাগা তো আমরা ভিন্ন ভাবেও পেতে পারি, নাকি! কিভাবে?
আমরা কিন্তু চাইলে ব্যায়াম, নামাজ, ধ্যান করা, ভালো কাজ করা, ভালোবাসা (বৈধ), পর্যাপ্ত ঘুম... - এগুলোর মাধ্যমে প্রাকৃতিক ভাবেই ডোপামিন বৃদ্ধি করতে পারি — ইউফোরিয়া পেতে পারি।

মাদকের কারণে আমাদের দেহে কি হচ্ছে জানেন?
মাদকের কারণে সরাসরি Neuron গুলো ড্যামেজ হতে থাকে, হার্ট, লিভার, লাঙ্গস মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। শারিরীক - মানসিক নানান সমস্যা দেখা দেয়, এমনকি যৌন সমস্যা পর্যন্ত শুরু হয়। শেষ পর্যন্ত তা মৃত্যুও ডেকে আনতে পারে।

মাদকাসক্তি বা সহজ ভাষায় বললে 'নেশা' মানুষকে কি করতে পারে, জীবনটাকে কিভাবে ধ্বংস করতে পারে তা আমরা মোটামুটি সবাই জানি। একটা পরিবারকে ধ্বংস করার জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট।

একটা মজার ঘটনা বলছি, আমার একজন পেশেন্ট একদিন জানালেন — তিনি হিজামা নিলে মাদকের ক্রেভিংস অনেক কম হয়। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এজন্য কয়েকমাস উনি একটানা হিজামা নিয়েছেন।

আমাকে বলছিলেন টুকটাক মাংসপেশির ব্যাথার জন্য এবং সুন্নাহ হিসেবে হিজামা নিচ্ছেন। কিন্তু কয়েকমাস পর উনার এই বিষয়টা আমাকে জানালেন। সাথে উনার আরো কয়েকজন বন্ধুকেও চিকিৎসা করিয়েছেন। আমি যতদূর জানি, বর্তমানে তিনি পুরোপুরি মাদক ছাড়তে পেরেছেন।

❝নিশ্চয়ই হিজামায় শিফা (রোগ মুক্তি) আছে❞ — সহীহ বুখারী : ৫৬৯৭

আর হ্যাঁ, আমাদের হোমিওপ্যাথিতেও মাদক নিরাময়ের জন্য বেশ ভালো চিকিৎসা আছে। সরাসরি এসব মাদক থেকেই তো তৈরি কিছু রেমিডি আছে, এই যেমন: O***m - আ'ফিম থেকে, Coca - কো'কেন থেকে, Cannabis Indica - গাঁ'জা থেকে, Tabacum - তা'মাক থেকে... ইত্যাদি।

মাদক ছাড়তে একটাবার পাক্কা নিয়ত করুন এবং সর্বোচ্চ চেষ্টা করুন। আল্লাহ তায়ালা সহজ করে দিবেন ইনশাআল্লাহ।

Dr. Sujan Ahmed

পুরুষদের দৃষ্টি আকর্ষণ করছি! কিঞ্চিত ১৮+ লিখা - নিজ দায়িত্বে বুঝে-শুনে পড়বেন!এইতো দু'চারদিন আগে একজন প্রবাসী ভাই ফোন দ...
08/10/2025

পুরুষদের দৃষ্টি আকর্ষণ করছি!

কিঞ্চিত ১৮+ লিখা - নিজ দায়িত্বে বুঝে-শুনে পড়বেন!

এইতো দু'চারদিন আগে একজন প্রবাসী ভাই ফোন দিলেন। বয়স ৩৫/৩৬ হবে। কয়েক মাসের জন্য স্ত্রী উনার নিকট প্রবাসে বেড়াতে গিয়েছেন। স্বামী-স্ত্রীর জীবন ভালোই চলছিল।
তারপর হঠাৎ একদিন দেখতে পেলেন, তিনি আর আগের মত নেই। উনার ভাষায় - "এটা (পে*নিস) প্রস্রাব ব্যতীত আর কোন কাজে লাগতেছে না"।

ফোনে প্রাথমিক কিছু তথ্য নিয়ে মূল কারণটা উদঘাটন করা গেলো না। তাই পরামর্শ দিয়েছি, যেন দ্রুত নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেন, প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে।

এতো গেলো একজনের কথা, আশপাশে এমন বহু মানুষ আছে। এগুলো তো কেউ বলে না, তাই সচরাচর মানুষজন জানেও না।
আমার এগুলো বলতে কিছুটা জড়তা কাজ করে বিধায় — নয়তো প্রচুর কেইস শেয়ার করা যেত। এধরনের পেশেন্ট হরহামেশাই পাচ্ছি।

কেন এই সমস্যা গুলো হচ্ছে?
এগুলো থেকে বাঁচতে আমরা কি করতে পারি?

বর্তমান সময়ে পুরুষদের সবচেয়ে বেশি যে দুটো যৌ'ন সমস্যা হচ্ছে তা হলো -
★ Erectile dysfunction - ED
★ Premature ej*******on - PE

আজকে আমরা শুধু ED নিয়ে অল্প একটু কথা বলব ইনশাআল্লাহ।
এটা খুব ভয়াবহ একটা সমস্যা, ED এর কারণে সংসার ভেঙে যেতেও দেখেছি। তবে ভাবার বিষয় হচ্ছে, ED শুধুমাত্র একক কোন সমস্যা না, শরীরে আরো অন্যান্য সমস্যা মিলিয়েই ED এর আত্মপ্রকাশ ঘটে।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, মাদকাসক্তি, স্থূলতা, অলস জীবনযাপন, হৃদরোগ ইত্যাদি সমস্যাগুলো যাদের আছে তারা ED -এর রিস্কে আছেন। ক্ষেত্রবিশেষে ৫০-৬০ এর উপর বয়স্করাও রিস্কে থাকেন।

মানসিক-শারীরিক আরো অনেক কারণ থাকে, সেগুলো এখানে বলছি না আলোচনা দীর্ঘায়িত হওয়ার ভয়ে।

কোথাও পড়েছিলাম —
"হার্ভার্ডের এক স্টাডিতে এসেছে, রোজ মাত্র ৩০ মিনিট হাঁটলে ED-এর রিক্স ৪১% কমার চান্স আছে। এমনকি মধ্যবয়সী রোগী, মোটাসোটা হলেও মাঝারি ব্যায়ামের কারণে যৌ'ন সক্ষমতা ফিরে এসেছে।"

কেউ যদি হেলদি লাইফস্টাইল মেইনটেইন করে (স্প্রিচুয়াল, ফিজিক্যাল, মেন্টাল), খাদ্যাভ্যাস ঠিক রাখে, নিয়মিত ব্যায়াম করে — অনেকাংশেই বেঁচে যাবে ইনশাআল্লাহ।

কথায় আছে - "Prevention is better than cure". তাই রোগ হওয়ার আগেই সাবধান হওয়া ভালো।

Dr. Sujan Ahmed

স্ট্রাসবুর্গ, ফ্রান্সে অনকোলজি বহির্বিভাগের রোগীদের জন্য ইন্টিগ্রেটিভ কেয়ার ডে হসপিটালে হোমিওপ্যাথিক পরামর্শ বিষয়ে রোগীদ...
03/09/2025

স্ট্রাসবুর্গ, ফ্রান্সে অনকোলজি বহির্বিভাগের রোগীদের জন্য ইন্টিগ্রেটিভ কেয়ার ডে হসপিটালে হোমিওপ্যাথিক পরামর্শ বিষয়ে রোগীদের ধারণা: একটি গুণগত গবেষণা” (Patients' Perceptions of Homeopathic Consultations in an Integrative Care Day Hospital for Oncology Outpatients in Strasbourg, France: A Qualitative Study)
Homeopathy_. 2025 Sep 2. doi: 10.1055/a-2594-1313. Online ahead of print.

প্রচলিত চিকিৎসার পাশাপাশি সমন্বিত চিকিৎসা (Integrative Care) এখন বিশ্বজুড়ে ক্যান্সার রোগীদের জন্য এক সম্ভাবনাময় ক্ষেত্র। ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের Toussaint Hospital-এ পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা জানাল, হোমিওপ্যাথিক পরামর্শ কেবল শারীরিক যত্ন নয়, রোগীদের মানসিক প্রশান্তি ও মানবিকতার অভিজ্ঞতা দিচ্ছে।

গবেষণার প্রেক্ষাপট
মাল্টিপল মায়েলোমার মতো জটিল ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদী ও কষ্টসাধ্য। অনেক রোগী প্রচলিত কেমোথেরাপি ও রেডিওথেরাপির পাশাপাশি বিকল্প চিকিৎসা গ্রহণ করেন। হোমিওপ্যাথি নিয়ে বিতর্ক থাকলেও এর পরামর্শ রোগীদের মানসিক স্বস্তি দেয় কি না—সে প্রশ্নের উত্তর খুঁজতেই এই গবেষণা পরিচালিত হয়।

গবেষণা কিভাবে হলো?
ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২২ সালের মধ্যে, উন্নত পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত ২০ জন রোগীর সাথে সেমি-স্ট্রাকচার্ড সাক্ষাৎকার নেওয়া হয়। রোগীরা হোমিওপ্যাথির পাশাপাশি আকুপাংচার, অ্যারোমাথেরাপি, অস্টিওপ্যাথি, মাইন্ডফুলনেস, আর্ট থেরাপি এবং মনস্তাত্ত্বিক সহায়তার মতো একাধিক থেরাপি পাচ্ছিলেন।

গবেষণায় Interpretative Phenomenological Analysis (IPA) পদ্ধতি ব্যবহার করা হয়, যাতে রোগীদের বাস্তব অভিজ্ঞতাকে গভীরভাবে বোঝা যায়।

রোগীরা কী বললেন?
২০ জনের মধ্যে ১৭ জন রোগী সরাসরি হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তারা যে দিকগুলোকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তা হলো—

মনোযোগ দিয়ে শোনা
পর্যাপ্ত সময় প্রদান
আস্থা ও বোঝাপড়া
রোগীকেন্দ্রিক সামগ্রিক দৃষ্টিভঙ্গি
স্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা
মুক্ত সংলাপ
পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল ও প্যারা-ক্লিনিক্যাল মূল্যায়ন

একজন রোগী বলেছেন, “এই পরামর্শে আমি এমন শান্তি পেয়েছি যা ওষুধে পাইনি। এখানে আমাকে শুধু রোগী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখা হয়েছে।”

গবেষকদের মতামত
গবেষকরা জানিয়েছেন, রোগীরা হোমিওপ্যাথিক পরামর্শকে এমন এক মুহূর্ত হিসেবে দেখেছেন যেখানে শান্তি, উন্মুক্ততা এবং মানবিকতা পাওয়া যায়। চিকিৎসা পদ্ধতিটি ছিল অনুপ্রবেশহীন (non-intrusive), যা রোগীদের কাছে স্বস্তিদায়ক ও অর্থবহ মনে হয়েছে।

উপসংহার
গবেষণা বলছে, সমন্বিত অনকোলজির মধ্যে হোমিওপ্যাথিক পরামর্শ রোগীদের মানসিক স্বাচ্ছন্দ্য ও আস্থার জায়গা তৈরি করছে। যদিও চিকিৎসার কার্যকারিতা নিয়ে আরও বৈজ্ঞানিক অনুসন্ধান প্রয়োজন, তবে রোগীর অভিজ্ঞতা এটিকে সমন্বিত চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম হিসেবে চিহ্নিত করছে।
courtesy : Dr. Dhiman Roy

Back to Nature...
03/09/2025

Back to Nature...

ক্রমবর্ধমানভাবে চিকিৎসা গবেষকরা জীবিত প্রাণীর ওপর হোমিওপ্যাথিক প্রভাব নিশ্চিত করতে যেসব সূচককে (biomarkers) ব্যবহার করছে...
28/08/2025

ক্রমবর্ধমানভাবে চিকিৎসা গবেষকরা জীবিত প্রাণীর ওপর হোমিওপ্যাথিক প্রভাব নিশ্চিত করতে যেসব সূচককে (biomarkers) ব্যবহার করছেন, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। এমন প্রমাণ উপেক্ষা করা সংশয়বাদীদের জন্যও কঠিন হয়ে পড়ছে।

সম্প্রতি ইতালির গবেষকরা আন্তর্জাতিকভাবে স্বনামধন্য জার্নাল Nature-এ একটি প্রবন্ধ প্রকাশ করেছেন, যেখানে তারা হোমিওপ্যাথিক ঔষধ Drosera rotundifolia-এর ব্রঙ্কিয়াল কোষের জিন এক্সপ্রেশনের ওপর প্রভাব নিয়ে গবেষণা করেছেন।

তাদের ফলাফল কী বলছে?

D. rotundifolia কোষের জীবনীশক্তি ক্ষতিগ্রস্ত করেনি। বরং এটি কোষীয় কার্যক্রমকে উদ্দীপিত করেছে এবং চিকিৎসার ৩ ঘণ্টার মধ্যে ডজনাধিক জিনের এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করেছে।

৬ ঘণ্টা পরে এই প্রভাব আরও বৃদ্ধি পেয়েছে।

প্রধান ভিন্নভাবে প্রকাশিত জিনগুলোর মধ্যে ছিল এপিথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের লিগ্যান্ড, জেনোবায়োটিক ডিটক্সিফিকেশনে জড়িত প্রোটিন এবং সাইটোকাইন।

এটি প্রস্তাব করে যে D. rotundifolia শ্বাসযন্ত্রের রোগে ক্ষতিগ্রস্ত স্ব-মেরামত প্রক্রিয়াসমূহকে উদ্দীপিত করতে পারে।

তদুপরি, D. rotundifolia জটিল ও বহুস্তরীয় জিন নেটওয়ার্কের উপর কাজ করে এবং সম্ভাব্যভাবে ব্রঙ্কিয়াল মিউকোসার বিভিন্ন স্তরকে প্রভাবিত করতে পারে।

সূত্র: Arruda-Silva, F., et al., Low-dose Drosera rotundifolia induces gene expression changes in 16HBE human bronchial epithelial cells. Nature. 27 জানুয়ারি 2021
ছবি: Foter, Idaho National Laboratory

সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ক্লিক করুন নিচের লিংক -
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7840928/

AroggoKanon - আরোগ্যকানন -এ দীর্ঘ প্রায় চারটি বছর আমরা একসাথে ছিলাম। এই সময়টাতে আমি নিশ্চিন্তে যে কোন জায়গায় যেতে পে...
25/08/2025

AroggoKanon - আরোগ্যকানন -এ দীর্ঘ প্রায় চারটি বছর আমরা একসাথে ছিলাম। এই সময়টাতে আমি নিশ্চিন্তে যে কোন জায়গায় যেতে পেরেছি, যে কোন কাজ করতে পেরেছি—কখনো চেম্বার নিয়ে আমার টেনশন করতে হয়নি। আলহামদুলিল্লাহ।

তপুর মত একজন দায়িত্ববান, বিশ্বস্ত, আমানতদার ছোট ভাই ছিল আমার পাশে। আমার অনুপস্থিতিতেও সে নিজের মতো করে সবকিছু সুন্দরভাবে মেইনটেইন করেছে। আলহামদুলিল্লাহ।

আমাকে যারা চিনে মোটামুটি সবাই তাকেও চিনে। পরিচিতরা চেম্বারে এসেই বলে, তপু কোথায়?

তপু জীবিকার তাগিদে প্রবাসে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা তার প্রবাস জীবনকে সাফল্যমন্ডিত করুন, বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। অতি শীঘ্রই প্রবাস জীবন সফলভাবে সমাপ্ত করে দেশে চলে আসার ব্যবস্থা করে দিন। দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ কামিয়াবী কামনা করছি।

কিছু বিভ্রান্তি ও বাস্তবতাসম্প্রতি একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে, যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ...
27/06/2025

কিছু বিভ্রান্তি ও বাস্তবতা

সম্প্রতি একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে, যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

বিষয়টি এমন দাঁড়িয়েছে, যেন এক চোর জুতা চুরি করল, অথচ মসজিদের সকল মুসল্লিকেই চোর বলা হচ্ছে। চোর হয়তো মুসল্লির বেশে মসজিদে গিয়েছিল। কিন্তু তাই বলে পুরো মুসল্লি সমাজকে দোষারোপ করা কতটা যুক্তিসঙ্গত? এভাবে চিন্তা করলে আরও অনেক উদাহরণ দেওয়া যায়, যা যার যার প্রেক্ষাপটে মিলিয়ে দেখা যেতে পারে।

একজনের ভুলের কারণে পুরো একটি চিকিৎসা পদ্ধতির সম্মানহানি করা এক ধরনের তথ্যসন্ত্রাস ও অন্যায়। এটি যেমন বিভ্রান্তিকর, তেমনি অমানবিকও।

আমরা সবসময়ই বলি—চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভুয়া ও অপচিকিৎসকের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটি অত্যন্ত দুঃখজনক। এজন্য যেমন সরকারের ও প্রশাসনের দায়িত্ব আছে, তেমনি আমাদের সাধারণ মানুষেরও কিছু দায়িত্ব রয়েছে।

চিকিৎসা গ্রহণের আগে আমরা যেন নিশ্চিত হই—চিকিৎসক রেজিস্টার্ড কিনা, তার নৈতিকতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ কেমন। কারণ একজন প্রকৃত, রেজিস্টার্ড এবং নৈতিক হোমিওপ্যাথ চিকিৎসক কখনোই লোভে পড়ে অপচিকিৎসা করবেন না। ইনশাআল্লাহ, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে না।

সর্বোপরি, একজন চিকিৎসকের (!) জন্য সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে দোষারোপ করা অন্যায্য ও অগ্রহণযোগ্য। হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন—এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এমন অনেক নজির আছে যেখানে গতানুগতিক চিকিৎসায় সুরাহা না পেয়ে শেষমেশ হোমিওপ্যাথিতেই রোগী আরোগ্য লাভ করেছেন।

সংযুক্ত ছবিটি একটি প্রাসঙ্গিক উদাহরণমাত্র। এরকম শত শত বাস্তব ঘটনা আমাদের চারপাশেই বিদ্যমান। বরং স্কিন ডিজিজেই হোমিওপ্যাথি সবচেয়ে বেশি সফল।

সবার সুস্বাস্থ্য কামনা করছি।

~ Dr. Sujan Ahmed

Adresse

Power House Road
Democratic Republic Of The
3400

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque AroggoKanon - আরোগ্যকানন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à AroggoKanon - আরোগ্যকানন:

Partager

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Type