Fresh Dental Surgery

Fresh Dental Surgery Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Fresh Dental Surgery, Médecin, Panch Matha More, Saidpur, Nilphamari, Democratic Republic of the.

📢 “মাড়ি থেকে রক্ত পড়া কি স্বাভাবিক?”— না, এটা দেহের একটি সতর্ক সংকেত হতে পারে!🩸 গাম থেকে রক্ত পড়া একেবারে অবহেলা করার ...
10/08/2025

📢 “মাড়ি থেকে রক্ত পড়া কি স্বাভাবিক?”

— না, এটা দেহের একটি সতর্ক সংকেত হতে পারে!

🩸 গাম থেকে রক্ত পড়া একেবারে অবহেলা করার মতো কিছু নয়। এটি দাঁতের আশেপাশের মাড়ির রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে, যেমন:

🔹 জিঞ্জিভাইটিস (Gingivitis):
– দাঁতের গোড়ায় প্লাক জমে মাড়ি ফুলে রক্ত পড়তে পারে।

🔹 পিরিওডোনটাইটিস (Periodontitis):
– দীর্ঘদিন প্লাক জমে দাঁতের চারপাশের হাড় ক্ষতিগ্রস্ত হয়।

🔹 ভুল ব্রাশিং পদ্ধতি
🔹 ভিটামিন C ও K এর অভাব
🔹 গর্ভাবস্থার হরমোনাল পরিবর্তন
🔹 ডায়াবেটিস বা রক্ত পাতলা করার ওষুধ
🔹 তামাক বা ধূমপানজনিত ক্ষতি

✅ করণীয়:

✔ দিনে ২ বার নরম ব্রাশ দিয়ে সঠিক নিয়মে ব্রাশ করুন
✔ নিয়মিত স্কেলিং ও চেকআপ করান
✔ ফ্লস করুন
✔️ মাউথওয়াশ ব্যবহার করুন(ডাক্তারের পরামর্শ অনুযায়ী)
✔ ভিটামিন সি-সমৃদ্ধ ফল খান (কমলা, পেয়ারা)
✔ ধূমপান বা জর্দা জাতীয় পণ্য এড়িয়ে চলুন

📍 আপনার দাঁতের যত্নে নিয়মিত চেকআপ করুন
🧑‍⚕️ Fresh Dental Surgery
ডা: শরিফ মাহবুবুল আলম (বি ডি এস ডেন্টাল সার্জন)
ফ্রেশ ডেন্টাল সার্জারী
পাঁচ মাথা মোড়, সৈয়দপুর।
#ডেন্টাল_চিকিৎসা #দাঁতের_সচেতনতা"

আপনার পরিবারের বিশ্বস্ত ডেন্টাল পার্টনার 💙

09/08/2025

১০ বছরের বাচ্চার দাঁতে গভীর ক্যাভিটি 😢
রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে বাঁচানো হলো দাঁতটি।
দাঁতের যত্ন নিন, ব্যথামুক্ত থাকুন।
আপনার আস্থা Fresh Dental Surgery
ডা: শরিফ মাহবুবুল আলম (বি ডি এস ডেন্টাল সার্জন)
ফ্রেশ ডেন্টাল সার্জারী
পাঁচ মাথা মোড়, সৈয়দপুর।
#ডেন্টাল_চিকিৎসা #দাঁতের_সচেতনতা"

আমাদের অতি মূল্যবান সম্পদ দাঁত। অথচ বর্তমানে দাঁত ক্ষয় ও দাঁতে গর্ত (Cavity) একটি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব...
07/08/2025

আমাদের অতি মূল্যবান সম্পদ দাঁত। অথচ বর্তমানে দাঁত ক্ষয় ও দাঁতে গর্ত (Cavity) একটি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু, টিনএজার এবং বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। দাঁত ক্ষয়ের প্রধান কারণ হলো মুখের মধ্যে থাকা Streptococcus mutans নামক ক্ষতিকারক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া খাবারের শর্করা বা মিষ্টি থেকে অ্যাসিড তৈরি করে, যা দাঁতের শক্ত স্তর এনামেল ধ্বংস করে দেয়। ফলে দাঁতে গর্ত বা ক্যাভিটি তৈরি হয়।

দাঁত ক্ষয়ের প্রধান কারণগুলো হলো — ঘন ঘন স্ন্যাকস বা মিষ্টি খাবার খাওয়া, চিনি বা সফট ড্রিঙ্কস বেশি পান করা, মুখে লালা কম থাকা বা মুখ শুকিয়ে থাকা, ফ্লোরাইডের ঘাটতি, ভালোভাবে দাঁত পরিষ্কার না রাখা, ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করা, ভিটামিন বা পুষ্টির ঘাটতি ইত্যাদি।

দাঁত ক্ষয় ও ক্যাভিটি থেকে বাঁচার উপায় — প্রতিদিন সকালে ও রাতে দুইবার ব্রাশ করুন, চিনিযুক্ত পানীয়, সফট ড্রিঙ্কস, আঠালো খাবার, কফি ইত্যাদি এড়িয়ে চলুন, প্রতিবার খাওয়ার পরে ভালোভাবে কুলি করুন, বেশি পানি পান করুন এবং মুখ সবসময় সিক্ত রাখুন, ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকুন, ব্রাশ পরিবর্তন করুন প্রতি ৩ মাসে একবার, খুব শক্ত ব্রাশ ব্যবহার করবেন না, এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বছরে অন্তত দুইবার দাঁতের ডাক্তার দেখিয়ে দাঁতের অবস্থা পরীক্ষা করুন।

আরো তথ্য জানতে Fresh Dental Surgery পেইযে লাইক দিয়ে পাশেই থাকুন।

আপনার আস্থা
ডা: শরিফ মাহবুবুল আলম (বি ডি এস ডেন্টাল সার্জন)
Sharif Mahbubul Alam
ফ্রেশ ডেন্টাল সার্জারী
পাঁচ মাথা মোড়, সৈয়দপুর, নীলফামারী।

17/03/2025
ফ্রেশ ডেন্টাল সার্জারী-২"সুস্থ দাঁত, সুস্থ আমি"সুস্থ দাঁতের জন্য করণীয়১। প্রতিদিন সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে...
28/10/2023

ফ্রেশ ডেন্টাল সার্জারী-২

"সুস্থ দাঁত, সুস্থ আমি"

সুস্থ দাঁতের জন্য করণীয়

১। প্রতিদিন সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে সঠিক নিয়মে ২/৩ মিনিট দাঁত ব্রাশ করুন।

২। দাঁতের মাজন হিসেবে টুথ পাউডার, করলা, শুন, ছাই, মাটি, লবন ইত্যাদি ব্যবহার করা উচিৎ নয়। ২/৩ মাস পর পর পেস্টের ব্র্যান্ড বদলানো উচিৎ।

৩। দাঁতে জমে থাকা খাদ্যকণা দূর করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।

৪। পান, সুপারি, সাদাপাতা, জর্দা, চুন, গুল, বিড়ি, সিগারেট, মাদক দ্রব্য ইত্যাদি সেবন থেকে বিরত থাকুন। এগুলো মুখের ক্যান্সার এবং দুর্গন্ধের অন্যতম কারন। মাড়ি দিয়ে রক্ত পড়লে / মুখে দুর্গন্ধ হলে / দাঁত অল্প নড়ে গেলেই ডেন্টাল সার্জনের পরামর্শ নিন

৫। দাঁতের গর্ত / ক্ষয় রোগের একমাত্র চিকিৎসা ফিলিং করা। ব্যথা হওয়ার পূর্বেই ফিলিং করতে হয়, ব্যথা হয়ে গেলে রুট ক্যানাল করতে হয় যা সময় ব্যয় সাপেক্ষ।

৬। রুট ক্যানাল চিকিৎসার পর ক্যাপ / ক্রাউন করে নেয়া ভাল। তাতে দাঁত ভাঙ্গার সুযোগ কম থাকে।

দাঁতের উপকারী খাদ্য

১। আঁশযুক্ত খাদ্য (ফল, শাক সবৃদ্ধি ইত্যাদি)।

২। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার (দুধ,পনির,দধি ইত্যাদি) ।

৩। ভিটামিন সি (আমলকি, লেবু, টমেটো, পেয়ারা, কমলা ইত্যাদি)।

৪। ভিটামিন ডি (দুধ, ডিমের কুসুম, কলিজা, সামুদ্রিক মাছ ইত্যাদি)।

দাঁতের অপকারী খাদ্য

১। মিষ্টি ও অন্যান্য আঠালো শর্করা জাতীয় খাদ্য (বিস্কুট, পটেটো চিপস, পাউরুটি, চা, কফি, চকলেট, আইসক্রিম, কেক, কোল্ড ড্রিংকস ইত্যাদি)।

২। তামাক সমৃদ্ধ দ্রব্য (বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি)
মুখের আর্দ্রতার জন্য প্রচুর পরিমানে পানি পান করুন ।

মনে রাখবেন

১। দন্ত চিকিৎসা কেন্দ্র ও হাতুড়ে চিকিৎসকের অভাব নেই। তাই চিকিৎসা গ্রহনের পূর্বে চিকিৎসক সম্পর্কে ভালভাবে জেনে নিতে হবে। অন্যথায় আপনি অপচিকিৎসার প্রতারিত হবেন।

২। দাঁতের পোকা বলে কিছু নেই। দাঁতে গর্ত / বাধা হলে ফেলে না দিয়ে ব্যথামুক্ত অবস্থায় রাখা যায় ।

৩। স্কেলিং / ওয়াশ করালে দাঁত নড়ে যায় বা ক্ষতি হয় এ ধারনা ভুল বরং দাঁতের মাড়ি আরও মজবুত হয়।

৪। দাঁত ফেললে চোখের ক্ষতি হয় না।

৫। ভাঙ্গা ও অস্বাস্থ্যকর দাঁত মুখের ক্যান্সারের অন্যতম কারন।

৬। প্রতি ৬ মাস অন্তর দত্ত চিকিৎসকের পরামর্শ গ্রহনে অনেক রোগ অল্প অবস্থায় ধরা পরে এবং অল্প খরচে চিকিৎসা করা যায়।

রোগীর জন্য করণীয়

১। দাঁতের চিকিৎসা একটি সময় সাপেক্ষ ব্যাপার। অনুগ্রহপূর্বক ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন।

২। আপনি যদি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন তবে অবশ্যই ডাক্তারকে জানান।

৩। আপনি যদি গর্ভবতী মহিলা হন তা ডাক্তারকে অবহিত করুন।

৪। একটি সুষিত দাঁত শরীরের নানাবিধ জটিলতা সৃষ্টি করে এবং অতি প্রয়োজনীয় অঙ্গগুলোর (ব্রেইন, ফুসফুস, হার্ট, লিভার ও কিডনী ক্ষতিসাধন করতে পারে। তাই দ্রুত দন্ত চিকিৎসকের পরামর্শ নিন।

৫। সব ধরণের মাজন বর্জন করুন। মাজন দাঁতের এনামেল ক্ষয় করে। ফলে ঠাণ্ডা ও গরম পানি ব্যবহারে দাঁতে ব্যথা অনুভূত হয়।

আপনার আস্থা
ডা: শরিফ মাহবুবুল আলম (বি ডি এস ডেন্টাল সার্জন)
Sharif Mahbubul Alam
ফ্রেশ ডেন্টাল সার্জারী
পাঁচ মাথা মোড়, সৈয়দপুর, নীলফামারী।

07/05/2023

এমন কেউ আছেন,যার দাঁতে কোন সমস্যা নেই বা ছিল না?🤔

10/04/2023

আপনার আস্থা চেম্বার ফ্রেশ ডেন্টাল সার্জারী
পাঁচ মাথা মোড়, সৈয়দপুর, নীলফামারী।

 আমার মাঝখানের দাঁতটা পড়ে যাওয়ার পর পাশের দুইটা দাঁত কেটে ক্যাপ পড়ানো হয়। পরবর্তীতে ক্যাপ খুলে যাওয়ার পর আমার ডানপাশের দ...
01/04/2023



আমার মাঝখানের দাঁতটা পড়ে যাওয়ার পর পাশের দুইটা দাঁত কেটে ক্যাপ পড়ানো হয়। পরবর্তীতে ক্যাপ খুলে যাওয়ার পর আমার ডানপাশের দাঁতটা ভেঙ্গে ছোট হয়ে যায়। এমন অবস্থায় ডানপাশের দাঁতটা কোন উপায়ে বাড়িয়ে আবার কি ক্যাপ পড়ানো সম্ভব হবে...? বা অন্যকোন উপায়...?
পরামর্শ পেলে #ফ্রেশ_ডেন্টাল_সার্জারী পাচমাথা মোড়, সৈয়দপুর,নীলফামারী।

ধন্যবাদ...

আপনার দাঁত এবং আপনার মহামূল্যবান হাসি ধরে রাখার জন্য আমাদের সবচেয়ে ইউনিক ক্যাপ  আমাদের কাছে পাবেন এবং আমারা রুগীকে লাগি...
05/10/2022

আপনার দাঁত এবং আপনার মহামূল্যবান হাসি ধরে রাখার জন্য আমাদের সবচেয়ে ইউনিক ক্যাপ আমাদের কাছে পাবেন এবং আমারা রুগীকে লাগিয়ে থাকি!
✅এটি মুহূর্তেই পড়ে ফেলা যাবে আবার মুহূর্তে খুলে ফেলা যাবে।
✅এটি পড়ে আপনি আপনার স্বাভাবিক কর্মকান্ড কিংবা খাওয়া-দাওয়া সব কিছুই করতে পারবেন।
✅আপনার হাসি ধরে রাখার জন্য আমার রুগীকে এই ধরনের ক্যাপ লাগিয়ে থাকি।
✅যাদের দাঁত এর রঙ চেঞ্জ হয়ে গিয়েছে কিংবা বিভিন্ন ক্ষয় অথবা ভেঙে যাওয়া তাদের জন্য এই ক্যাপ বিভিন্ন অনুষ্ঠান অথবা বাইরে যাওয়ার সময় এটি ব্যাবহার করতে পারেন !
✅যেহেতু স্ন্যাপ-অন স্মাইলস আপনার প্রাকৃতিক দাঁতকে সরাসরি প্রভাবিত করে না, তাই আপনাকে কোনো ড্রিলিং, এক্সট্র্যাকশন বা চেতনানাশক অনুভব করতে হবে না।
কম খরচে আধুনিক দন্ত চিকিৎসা ও আন্তরিক সেবা
#ফ্রেশ_ডেন্টাল_সার্জারী
পাচমাথা মোড়, সৈয়দপুর, নীলফামারী।

Adresse

Panch Matha More, Saidpur, Nilphamari
Democratic Republic Of The
5310

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Fresh Dental Surgery publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Type