Day Life Social Work

09/03/2025

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত,❤️❤️

অসাধারণ মুহূর্ত ❤️
09/03/2025

অসাধারণ মুহূর্ত ❤️

05/03/2025

আমি গর্বিত কারণ আমার বাবা কোনোদিন অসৎ পথে অন্যের হক মেরে দেয়া টাকা দিয়ে আমাদের বড় করেনি.!

26/02/2025

মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত!
কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা. 🖤

25/02/2025

সংসার জীবনে পরিবারের জন্য পরিশ্রম করে যাওয়া ব্যক্তিটিই বেশি অপমানিত অবহেলার শিকার হয়। কথায় আছে উপকারী গাছের ছাল থাকেনা।

বুকে থাকলেই সবাই আপন হয় না,,বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।অতএব,কাউকে বুকে জড়ানোর আগে তাকে নিয়ে ভাবেন,, তার সম্পর্কে ...
25/02/2025

বুকে থাকলেই সবাই আপন হয় না,,
বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।
অতএব,
কাউকে বুকে জড়ানোর আগে তাকে নিয়ে ভাবেন,, তার সম্পর্কে জানুন..!!

25/02/2025

তুমি যতই পড়াশোনা করো না কেন...?
যদি চাকরি না হয়
কেউ বিশ্বাস করবে না -
তুমি পড়াশোনা করছো...!

 #মা_তুঝে_সালাম  🫡❤️আমাদের জীবনে সবচেয়ে বড় যোদ্ধা কেও যদি থেকে থাকে তবে সেটা মা ।।ঘরে-বাইরে সমানে যে নিজের দায়িত্ব থে...
18/02/2025

#মা_তুঝে_সালাম 🫡❤️
আমাদের জীবনে সবচেয়ে বড় যোদ্ধা কেও যদি থেকে থাকে তবে সেটা মা ।।
ঘরে-বাইরে সমানে যে নিজের দায়িত্ব থেকে একচুল নড়ে না সে হলো মা ।।
মায়ের থেকে সন্তানকে কেউ বোঝার ক্ষমতা রাখে না
মা সন্তানের জন্য সব করতে পারে,
তেমনি প্রয়োজনে নির্বিকার ও থাকতে পারে ..
একটা সময়ের ছোট্ট মেয়েটা মা হওয়ার পর সবাইকে হার মানিয়ে দেওয়ার মতন লড়াই করতেও পিছুপা হয়না ।।
মা বাবার কাছে সন্তান সমান কমফোর্টেবল হলেও মা দিন রাত তার কর্তব্য করে যায় ,
কারণ রক্তের থেকেও গাঢ় যে সম্পর্ক সেটা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ।।
সন্তানের কিসে ভালো হবে, তার জন্য হাসি মুখে নিজের সব কিছু স্যাক্রিফাইস করে দিতে পারেন একজন মা ।।
আমরা নারী সব পারি কিনা জানিনা আবার সব পারা সম্ভব ও না ....
তবে সন্তান পালনে একজন রেলওয়ে কর্মরত On Duty মা officer কে salute 🫡🫡

29/01/2025

গ্রাম্য কবাডি খেলা 😊

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের। এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা।...
21/01/2025

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের।

এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন- পালন করাকে পরাধীনতা মনে করে। অথচ পর পুরুষের পায়ের তলা পরিষ্কার করা আর ময়লা, দুর্গন্ধময় নখ কেটে দেয়াকে নিজেদের স্বাধীনতা মনে করে।
বাস্তবতা হল- পশ্চিমাদের বানানো নারী স্বাধীনতা নিছক্ ধোঁকা ছাড়া কিছুই না। ঠিক মরীচিকার মতো; দূর থেকে দেখতে পানি জ্বলমল করছে মনে হলেও কাছে গেলে বিভীষিকাময় শুষ্ক মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না।
অথবা বলতে পারো- ঠিক মরুভূমির চোরা বালির মত। ভরসার মনে করে পা' দিবে তো অতল গহ্বরে হারিয়ে যাবে।
হ্যাঁ, তথাকথিত নারী স্বাধীনতার এটাই বাস্তবতা।

26/12/2024
26/12/2024

আ হা রে সোনা আমার
ভালো কিছু ❤️

কুর্নিশ সিউড়ি থানা এবং সিউড়ি পৌরসভা।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Day Life publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager