বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন আমাদের লক্ষ মানব সেবা নিয়োজিত থাকা
আমাদের তৌফিক অনুযায়ী মানুষকে আর্থিক সাহায্য করা ইন শা আল্লাহ 🥰

09/07/2025

📢 ফেনীর অনেক এলাকা প্লাবিত — প্রস্তুতির সময় এখন!
কুমিল্লা দক্ষিণের পাশ্ববর্তী উপজেলায় ইতিমধ্যে বন্যার পানি ঢুকে পড়েছে। কুমিল্লা দক্ষিণ এলাকাও ঝুঁকিতে রয়েছে।
🛑 এখনই সময় প্রস্তুতি নেওয়ার!

যদি বন্যা হয়,
কে কে স্বেচ্ছাসেবী হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান?
আপনার নাম, গ্রাম ও মোবাইল নম্বর কমেন্টে বা ইনবক্সে দিন কাইন্ডলি।

মানুষের পাশে দাঁড়ানোই মানবতা।
আমরা প্রস্তুত —আপনি?

শুভেচ্ছা বার্তাবাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন  এর শিক্ষা বিষয়ক সম্পাদকজনাব MD Ibrahim Khalil ২০২৫ সালের এইচ.এস.সি./আলিমপরী...
25/06/2025

শুভেচ্ছা বার্তা

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন এর শিক্ষা বিষয়ক সম্পাদক
জনাব MD Ibrahim Khalil

২০২৫ সালের এইচ.এস.সি./আলিমপরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার নিষ্ঠা, অধ্যবসায় এবং একাগ্রতা এই পরীক্ষায় সফলতা বয়ে আনবে – এই আমাদের বিশ্বাস। আপনি যেমন সংগঠনের শিক্ষা কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তেমনি জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে আপনিও উজ্জ্বল সাফল্যের পরিচয় দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।

শুভ কামনায়,
বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন পরিবার

শুভেচ্ছা বার্তাবাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন  -এর পক্ষ থেকে আমাদের প্রিয় সহ কোষাধ্যক্ষজনাব হাফেজ Nazmul Islam Masum কেআলি...
25/06/2025

শুভেচ্ছা বার্তা

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন -এর পক্ষ থেকে আমাদের প্রিয় সহ কোষাধ্যক্ষ
জনাব হাফেজ Nazmul Islam Masum কে
আলিম পরীক্ষা ২০২৫ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার অধ্যবসায়, নিষ্ঠা ও আত্মবিশ্বাস এই পরীক্ষায় আপনাকে সফলতার সোপানে পৌঁছে দিক – এই আমাদের প্রত্যাশা।
আল্লাহ আপনাকে মেধা, মনন ও মানসিক দৃঢ়তা দিয়ে পরীক্ষার প্রতিটি মুহূর্তে সহায় হোন।

শুভ কামনায়,
বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন
✦ মানবতার সেবায় অগ্রণী ✦

📣 শুভেচ্ছা বার্তাএইচএসসি ও আলিম সমমান পরীক্ষার্থী ২০২৫ 🎓বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন  (BYBF)-এর পক্ষ থেকে২০২৫ সালের এইচএ...
25/06/2025

📣 শুভেচ্ছা বার্তা
এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার্থী ২০২৫ 🎓

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন (BYBF)-এর পক্ষ থেকে
২০২৫ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।

📘 তোমাদের অধ্যবসায়, আত্মবিশ্বাস ও স্বপ্নই হোক আগামী দিনের সফলতার মূল চাবিকাঠি।
🕊️ এই পরীক্ষার প্রতিটি মুহূর্তে থাকুক সুস্থতা, মনোযোগ ও সঠিক সিদ্ধান্ত।
🔖 BYBF পরিবারের পক্ষ থেকে আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানাই।

📌 "সঠিক সময়ে রক্তদান, বাঁচাতে পারে একটি জীবন – আর শিক্ষাই পারে বদলে দিতে একটি জাতি!"

— বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন (BYBF)
সেবায়, সচেতনতায়, মানবতায় পাশে আছি সব সময়।

🎉✨ ২৬তম জন্মদিনের শুভেচ্ছা ✨🎉জনাব A R Rakib Bhuiyan প্রতিষ্ঠাতা পরিচালকবাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন (BYBF)আজ ১৫ জুন, এই ...
14/06/2025

🎉✨ ২৬তম জন্মদিনের শুভেচ্ছা ✨🎉
জনাব A R Rakib Bhuiyan
প্রতিষ্ঠাতা পরিচালক
বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন (BYBF)

আজ ১৫ জুন, এই বিশেষ দিনে বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন-এর পরিবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে এমন একজন অনুপ্রেরণাদায়ী নেতৃত্বকে, যিনি তরুণদের মানবসেবায় একত্রিত করে গড়ে তুলেছেন একটি সাহসী, সংগঠিত ও মানবিক প্ল্যাটফর্ম।

আপনার স্বপ্ন, অদম্য চেতনা ও মানবকল্যাণে নিবেদিত জীবন আমাদের জন্য পথপ্রদর্শক। রক্তদানের মতো মহৎ উদ্যোগের মাধ্যমে আপনি শুধু জীবন বাঁচাচ্ছেন না, গড়েছেন একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ী দল।

💐 শুভ হোক আপনার জন্মদিন
💪 দৃঢ় হোক আপনার পথ
🌟 সমৃদ্ধ হোক আগামীর সকল অধ্যায়

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন-এর পক্ষ থেকে রইল অসীম শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।

– আপনারই গড়া পরিবার,
বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন (BYBF)

🎉 জন্মদিনের শুভেচ্ছা Nesar Miyaji ভাই! 🎉বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন (BYBF)-এর পক্ষ থেকে আপনাকে জন্মদিনের প্রাণঢালা শুভে...
14/06/2025

🎉 জন্মদিনের শুভেচ্ছা Nesar Miyaji ভাই! 🎉

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন (BYBF)-এর পক্ষ থেকে আপনাকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার নিঃস্বার্থ সেবা, দায়িত্বশীলতা ও মানবিকতার ছোঁয়ায় আমাদের সংগঠন আরও সমৃদ্ধ হয়েছে। রক্তদানের মত মহৎ কাজে আপনার উৎসর্গ ও নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়।

আশা করি আপনার আগামীর দিনগুলো হয়ে উঠবে আরও আনন্দময়, সফলতায় ভরপুর ও সুস্থতায় পূর্ণ।

❤️ শুভ জন্মদিন!
আপনার জীবন হোক আলোকময় ও কল্যাণময়।

– বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন পরিবার

📢 মানবতার পক্ষে আমরা — অন্যায়ের বিরুদ্ধে একাত্মতা! 📢আজ কুমিল্লায় অনুষ্ঠিত দুর্নীতিবাজ ও প্রতারকদের শাস্তির দাবিতে আয়োজিত...
16/05/2025

📢 মানবতার পক্ষে আমরা — অন্যায়ের বিরুদ্ধে একাত্মতা! 📢

আজ কুমিল্লায় অনুষ্ঠিত দুর্নীতিবাজ ও প্রতারকদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধন-এর প্রতি বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন দৃঢ় সমর্থন প্রকাশ করছে।

এই মানববন্ধনে আমাদের সংগঠনের সম্মানিত শিক্ষা সম্পাদক MD Ibrahim Khalil ভাই ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে ন্যায়ের পক্ষে কণ্ঠ মিলিয়েছেন — যা আমাদের সংগঠনের মানবিক মূল্যবোধেরই প্রতিফলন। 🙌

🛑 প্রতারণা, হুমকি ও নিরীহ মানুষের ওপর মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আয়োজিত এই কর্মসূচির সঙ্গে আমরা নৈতিকভাবে একাত্ম।

আমরা বিশ্বাস করি —
✅ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব।
✅ মানবিক সমাজ গড়তে হলে সাহসের সঙ্গে সত্যের পক্ষে দাঁড়াতেই হবে।

✊ বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে, ন্যায়ের পক্ষে, মানবতার স্বার্থে।

#মানববন্ধন #প্রতিবাদ #ন্যায়েরপক্ষে #বাংলাদেশযুবব্লাডফাউন্ডেশন #সংহতি #সচেতনসমাজ #ইব্রাহিমখলিল

"আসসালামু আলাইকুম" মানবতার সংঘঠন"বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন "  এর নিয়মিত কার্যক্রম এর অংশ হিসেবে " মনতলি রহমানিয়া ফা...
15/05/2025

"আসসালামু আলাইকুম"
মানবতার সংঘঠন"বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন " এর নিয়মিত কার্যক্রম এর অংশ হিসেবে " মনতলি রহমানিয়া ফাজিল মাদ্রাসায় এ বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয়েছে,,
উক্ত আয়োজন কে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দায়িত্বশীলগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা দেশ এবং দেশের বাহিরে থেকে অনুদান দিয়ে মানবিক কাজ গুলোকে সম্পন্ন করার জন্য সহযোগিতা করছেন,,
সৌজন্যে: বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন

আসসালামু আলাইকুম।মানবতার সংগঠন "বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন " এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে " মনতলী রহমানীয়া ফাযিল...
15/05/2025

আসসালামু আলাইকুম।

মানবতার সংগঠন "বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন " এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে " মনতলী রহমানীয়া ফাযিল মাদরাসা "-তে #বিনামূল্যে_রক্তের_গ্রুপ_নির্ণয়_কর্মসূচি ২০২৫ আয়োজন করা হয়েছে।

এই মহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করায় স্থানীয় প্রতিনিধি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দায়িত্বশীলগণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই দেশ ও দেশের বাইরে অবস্থানকারী সেইসব মহৎ হৃদয়ের মানুষদের প্রতি, যাঁরা অনুদান ও সহায়তার মাধ্যমে আমাদের মানবিক কার্যক্রমে পাশে দাঁড়িয়েছেন।

“যে ব্যক্তি একটি জীবন বাঁচায়, সে যেন সমস্ত মানবজাতিকে রক্ষা করে।”
(সূরা মায়েদা: ৩২)

সৌজন্যে:
বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন

15/05/2025

ফ্রি ব্লাড ক্যাম্পিং ২০২৫ আয়োজনে বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন

"যে ব্যক্তি একটি জীবন বাঁচায়, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।"— সূরা আল-মায়েদাহ, আয়াত ৩২বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন ...
14/05/2025

"যে ব্যক্তি একটি জীবন বাঁচায়, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।"
— সূরা আল-মায়েদাহ, আয়াত ৩২

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন (BYBF)-এর উদ্যোগে
#বিনামূল্যে_ব্লাড_গ্রুপ_নির্ণয়_ক্যাম্প

এক ফোঁটা রক্ত অনেক প্রাণের আশা—
জানুন আপনার রক্তের গ্রুপ, যুক্ত হোন মানবতার সেবায়।

তারিখ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত
স্থান: মন্তলি রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণ

ক্যাম্পে থাকছে:

সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়

রক্তদানে উৎসাহ ও সচেতনতামূলক পরামর্শ

নতুন স্বেচ্ছাসেবী নিবন্ধন ও তথ্য সহায়তা

আয়োজনে:
বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন (BYBF)

বিশেষ আহ্বান:
একজন রক্তদাতা মানেই একজন জীবনদাতা।
আসুন, নিজে এগিয়ে আসুন, একজনের প্রাণ বাঁচিয়ে গড়ুন মানবতার দৃষ্টান্ত।

শুভ জন্মদিন জনাব সরোয়ার আলম বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন  -এর পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি জনাব সরোয়ার আলম-কে তার ২...
10/05/2025

শুভ জন্মদিন জনাব সরোয়ার আলম

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন -এর পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি জনাব সরোয়ার আলম-কে তার ২৫তম জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার দূরদর্শী নেতৃত্ব, মানবসেবায় অগ্রণী ভূমিকা এবং যুব সমাজকে রক্তদানের মহান চেতনায় উদ্বুদ্ধ করার জন্য আমরা কৃতজ্ঞ। আপনার এই বিশেষ দিনে আমরা প্রার্থনা করি, আল্লাহ্‌ আপনার জীবনকে সুস্থতা, সফলতা ও সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে দিন।

শুভ হোক আপনার আগামী দিনগুলো।

শুভেচ্ছান্তে: বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন পরিবার

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801892672316

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন:

Partager