Blood-Mobile Foundation ব্লাড-মোবাইল ফাউন্ডেশন

Blood-Mobile Foundation ব্লাড-মোবাইল ফাউন্ডেশন একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন

18/09/2023

প্রতিবাদী মূলক কথা

আসন্ন AGES নির্বাচনে প্রিয় গোলাম সামদানী জানি  ভাইকে সাধারণ সম্পাদক পদে,গোলাপ ফুল মার্কায় আপনার মুল্যবান ভোট দিয়ে গউবি প...
13/09/2023

আসন্ন AGES নির্বাচনে প্রিয় গোলাম সামদানী জানি ভাইকে সাধারণ সম্পাদক পদে,গোলাপ ফুল মার্কায় আপনার মুল্যবান ভোট দিয়ে গউবি পরিবারের সেবা করার সুযোগ করে দিন।

মানবতার অন্যতম সেবক গোলাম সামদানী জনি ভাই, উনার মানবতার কাজগুলো সবাইকে আকৃষ্ট করে আমাকেও করেছিল। আমি মোঃ রবিউল হোসেন, ব্যাচ ১৪। আমার একটি সংগঠন আছে নাম ব্লাড মোবাইল ফাউন্ডেশন, প্রতিষ্ঠিত হয় ৩১ শে জানুয়ারি ২০২২। এই সংগঠনটি ওটার পিছনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা সবচেয়ে বেশি ছিল তিনি হলেন গোলাম সামদানী জনি ভাইয়া। আমরা যখন মানবতার কাজে কোন একটি পদক্ষেপ গ্রহণ করি তখনই আমরা গোলাম সামদানী জনি ভাইকে পাশে পাই, যখনই Blood-Mobile Foundation ব্লাড-মোবাইল ফাউন্ডেশন কোন কার্যক্রম হয়, তখন সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গোলাম সামদানী জনি ভাইয়া, উনার অর্থায়নে ব্লাড মোবাইল ফাউন্ডেশন বেশ কিছু কার্যক্রম সম্পূর্ণ করেছেন। তার মধ্যে অন্যতম হলো সেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড ক্যাম্পিং গ্রুপ নির্ণয় এবং বৃক্ষরোপন কর্মসূচি এতে সম্পূর্ণ অর্থায়ন গোলাম সামদানী জনি ভাইয়ের। এখানেই থেমে ছিলনা আমাদের সংগঠনের প্রায় ৫০ জন সদস্যের জন্য আইডি কার্ড থেকে শুরু করে আনুষাঙ্গিক সহ সকল অর্থায়ন উনি বহন করে। এক কথায় বলা যায় কাজ প্রেমী একজন মানুষ। তাই আর বাহিরে কেন নিজের মানুষটিকে পছন্দের মানুষটিকে গোলাম সামদানী জনি ভাই কে গোলাপ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ করে দিন।

মো: রবিউল হোসেন
প্রাক্তন ছাত্র
গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়
ব্যাচঃ২০১৪

Happy Birthday 🧁🧁
04/09/2023

Happy Birthday 🧁🧁

শুভ জন্মদিন মানবতার সেবক ব্লাড মোবাইল ফাউন্ডেশনের সম্মানিত সাধারন সম্পাদক মো: ইমাম হোসেন আসিফ। Happy birthday Imam Asif
03/09/2023

শুভ জন্মদিন মানবতার সেবক ব্লাড মোবাইল ফাউন্ডেশনের সম্মানিত সাধারন সম্পাদক মো: ইমাম হোসেন আসিফ।
Happy birthday Imam Asif

এইমাত্র বাইক এক্সিডেন্ট আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে। প্লিজ কেউ চিনে থাকলে এমারজেন্সি চিটাগং মেডিকেলে যোগাযোগ করুন।
21/08/2023

এইমাত্র বাইক এক্সিডেন্ট আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে। প্লিজ কেউ চিনে থাকলে এমারজেন্সি চিটাগং মেডিকেলে যোগাযোগ করুন।

44 TROPHIES.   Lionel Messi becomes the most decorated footballer of all time 🏆
20/08/2023

44 TROPHIES.

Lionel Messi becomes the most decorated footballer of all time 🏆

Polytechnic Timeline Blood-Mobile Foundation এর কার্য নির্বাহী পরিষদ এর সম্মানিত সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর ইউনিট এর ই...
17/08/2023

Polytechnic Timeline Blood-Mobile Foundation এর কার্য নির্বাহী পরিষদ এর সম্মানিত সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর ইউনিট এর ইউনিট লিডার অন্তু মল্লিক ভাই গাড়ি এক্সিডেন্ট করেছেন।😭😭
সবাই উনার জন্য দোয়া করবেন।

ছোট্ট কথার জীবন বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকামাত্র ১১ বছরের শিশু কথা। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সে। চার...
14/08/2023

ছোট্ট কথার জীবন বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

মাত্র ১১ বছরের শিশু কথা। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সে। চার কিংবা পাঁচ বছর বয়স থেকেই তার আঁকাআঁকির শখ। বেশ ভালো ছবি আঁকে সে। স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার পুরস্কারও পেয়েছে। বড় হয়ে তার চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন। স্বপ্নপূরণে সঙ্গী হওয়ার কথাও দিয়েছেন বাবা-মা। কিন্তু কথার স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে বিরল এক রোগ।

অ্যাপলাস্টিক অ্যানিমিয়া নামে এক বিরল রোগ বাসা বেঁধেছে ছোট্ট কথার শরীরে। এই রোগের কারণে শিশু কথার রক্ত উৎপাদন হয় না। যা তাকে দাঁড় করিয়েছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বিরল এই রোগের চিকিৎসার খরচ বহন করা তার বাবা-মায়ের সাধ্যের বাইরে।

কথাকে নিয়ে বাবা আব্দুর রহিম ও মা হনুফা বেগমের স্বপ্ন অনেক বড়। তাদের তিন মেয়ের মধ্যে কথা সবার ছোট। সে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

টাকার অভাবে কথার সুচিকিৎসা করাতে পারছেন না বাবা-মা। বিরল এই রোগে আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণা নিয়েই দিনযাপন করতে হচ্ছে শিশু কথাকে। এই অবস্থায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা হলে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে। অন্যথায় এই অল্প বয়সেই একটি স্বপ্নের অপমৃত্যু ঘটবে।

জানা যায়, কথার বাবা মো. আব্দুর রহিম একটি বেসরকারি কোম্পানির অধীনে সয়েল টেস্টের কাজ করেন। এই কাজ করে যা পান সেটা দিয়েই তাদের কোনো রকমে সংসার চলে। কথার বোনেরা সবাই শিক্ষার্থী। কথার বোনম্যারো ট্রান্সপ্লান্ট ছাড়া বাঁচার কোনো উপায় নেই। দিনকে দিন তার অবস্থার অবনতি হওয়ায় অতি দ্রুতই বোনম্যারো ট্রান্সপ্লান্ট করাতে বলছেন ডাক্তাররা। কিন্তু এত দ্রুত এই বিশাল পরিমাণ টাকা জোগাড় করা কথার পরিবারের দ্বারা সম্ভব না।

কথার বাবা আব্দুর রহিম বলেন, গত ২১ মে ডেঙ্গু সন্দেহে কথাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালের পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়েনি। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা করালে তার অ্যাপলাস্টিক অ্যানিমিয়া রোগ ধরা পড়ে। এরইমধ্যে তাকে সুস্থ করে তুলতে ৩ লাখ টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসা চলমান রাখতে প্রতি সপ্তাহে কমপক্ষে ৫০ হাজার টাকা খরচ করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ডাক্তাররা বলছেন অ্যাপলাস্টিক অ্যানিমিয়ার শেষ পর্যায়ে রয়েছে আমার মেয়ে। এই মুহূর্তে তার চিকিৎসা না করাতে পারলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। বর্তমানে যে অবস্থায় রয়েছে এই অবস্থায় বোনম্যারো ট্রান্সপ্লান্ট করাটা জরুরি হয়ে পড়েছে। আর এই বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার প্রয়োজন। এই টাকা জোগাড় করতে হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই।

কথার মা হনুফা বলেন, আমার তিন মেয়ের মধ্যে কথা সবার ছোটো। ছোট থেকেই সে ছবি আঁকতো। ভালো ভালো ছবি আঁকে। স্বপ্ন ছিল তাকে চিত্রশিল্পী বানাবো। কিন্তু সেই স্বপ্ন মনে হচ্ছে বাস্তবে রূপ নেবে না। স্বপ্ন বাস্তবায়ন করাতো দূরের কথা টাকার অভাবে আমার মেয়ের চিকিৎসা করানোটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যদি সমাজের বিত্তবান লোকজন এগিয়ে আসেন তাহলে হয়তো আমার মেয়েকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে।

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, কথা যেহেতু আমাদের স্কুলের শিক্ষার্থী, আমরা এই বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করবো। কথার জন্য কিছু করা যায় কিনা আমরা সবাই মিলে চেষ্টা করবো।

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছিদ্দিকুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে কথা বলবো। আশা করি সকলে মিলে চেষ্টা করলে কথা সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস জাগো নিউজকে বলেন, আসলে আমাদের কাছে ওই রকম কোনো ফান্ড থাকে না। যার কারণে ইচ্ছা থাকলেও সহযোগিতা করা সম্ভব হয়ে ওঠে না। তারপরও আমরা চেষ্টা করে দেখবো কিছু করা যায় কিনা।

13/08/2023

আহা বাঘাইছড়ি 😭😭

12/08/2023

ভালো নেই বাঘাইছড়ি বাসিন্দারা 😭😭

09/08/2023

রক্ত দেওয়ার পর আমাদের করনীয় কি হবে?
উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

Md Robiul Chowdhury
MH Mahfuj Hasan Srabon
Polytechnic Timeline Blood-Mobile Foundation
Md Anamul Hoque Shoun
Ahamad Irfan Ali

09/08/2023

Easy Study's Idea
RC Cartoon World

05/08/2023

ঢাকায় AB+ পজেটিভ রক্ত দাতা এগিয়ে আসুন এক অসহায় রোগী জীবন বাঁচাতে
🔰 রোগীর সমস্যাঃ→ কিডনি ড্যায়ালোসিস
🔰 রক্তের গ্রুপঃ→ AB+
🔰 রক্তের পরিমাণঃ→ ১ব্যাগ
🔰রক্তদানের তারিখঃ→০৬/০৮/২০২৩
🔰 রক্তদানের সময়ঃ→ সকাল ১১ টা
🔰 রক্তদানের স্থানঃ→ ঢাকা বার্ডেন হাসপাতাল
🔰 যোগাযোগঃ→ 01308226472 (রাকিব)
রেফারেন্স -- 01861785690 (রবিউল)

ছাত্রজীবনে স্বেচ্ছাসেবক কেন হবেন?স্বেচ্ছাসেবী কাজের জন্য ছাত্রজীবনই ভালো সময়। ক্যারিয়ারে অভিজ্ঞতার ঝুলি বড় করার জন্য অনে...
05/08/2023

ছাত্রজীবনে স্বেচ্ছাসেবক কেন হবেন?

স্বেচ্ছাসেবী কাজের জন্য ছাত্রজীবনই ভালো সময়। ক্যারিয়ারে অভিজ্ঞতার ঝুলি বড় করার জন্য অনেকেই স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে সম্পৃক্ত হন। বিভিন্ন মানবাধিকার সংগঠন, অলাভজনক সংগঠন কিংবা এনজিওতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজের সুযোগ রয়েছে। ছাত্রজীবনে স্বেচ্ছাসেবীর কাজ করা কেন জরুরি? এর উত্তর জানবো আজ-

#ছাত্রজীবনই সেরা সময়
ভলান্টিয়ারিং বা স্বেচ্ছাসেবী কাজের জন্য ছাত্রজীবনকেই সবাই গুরুত্ব দেন। কারণ ছাত্রজীবনে কোনও অর্থনৈতিক চাপ থাকে না। থাকে না ক্যারিয়ারের জন্য বাড়তি উদ্বেগ। বিশেষজ্ঞরা বলেন, ছাত্রজীবনে সব ধরনের এক্সপেরিমেন্ট চালানোর সুযোগ পাওয়া যায়। তাই স্বেচ্ছাসেবী কাজ করার জন্য ছাত্রজীবনকেই বেছে নেওয়া উচিত।

#অভিজ্ঞতার ঝুলি বড় হবে
চাকরি খোঁজার সময় বেশিরভাগ প্রার্থীই যে কমন সমস্যায় পড়েন সেটি হলো ‘অভিজ্ঞতা’। ছাত্রজীবনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলে চাকরির সময় এ সমস্যার সম্মুখীন হতে হয় না। পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত থাকলে পরিণত বয়সে জীবনবৃত্তান্তে অভিজ্ঞতা হিসেবে সেগুলো যোগ করা যায়। স্বেচ্ছাসেবক হিসেবে কাজের অভিজ্ঞতা দেখতে পেলে নিয়োগকর্তারা আপনাকে চাকরিতে নিযুক্ত করার জন্য খুঁজে বেড়াবেন।

#নেটওয়ার্ক তৈরি হয়
ছাত্রজীবনে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলে কর্মক্ষেত্রের নেটওয়ার্ক বড় হয়। পরবর্তীতে তারাই আপনাকে বিভিন্ন চাকরি পেতে সাহায্য করতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, চাকরির নেটওয়ার্ক তৈরিতে স্বেচ্ছাসেবকের কাজ বড় ভূমিকা পালন করে।

#ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ করা যায়
বিভিন্ন সংগঠনের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলে ক্যারিয়ারের লক্ষ্য ঠিক করতে সুবিধা হয়। সংগঠনের ধরন, প্রকৃতি ও উদ্দেশ্য অনুযায়ী নিজের আগ্রহের জায়গা তৈরি হয়। ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণের জন্য অনেকে ছাত্রজীবনে স্বেচ্ছাসেবকের কাজ করেন।

#নতুন নতুন দক্ষতা তৈরি হয়
স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সময় প্রায়ই বিভিন্ন ইভেন্টের দায়িত্ব পালন করতে হয়। ফলে নতুন নতুন দক্ষতা তৈরি হয়। চাকরির সময় কাজের পারদর্শিতা ও দক্ষতা দেখেই নিয়োগকর্তারা আপনাকে নিয়োগ করবেন। তাই নতুন নতুন দক্ষতা অর্জনের জন্য ছাত্রজীবনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন।

#আত্মবিশ্বাস বাড়ায়
অনেকে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছাত্রজীবনে পড়াশুনার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। আত্মবিশ্বাস কম হলে চাকরি পেতে কষ্ট হয়। কেননা নিয়োগকর্তারা স্মার্ট ও আত্মবিশ্বাসী মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকেন।

#সামাজিক যোগাযোগ বাড়বে
ছাত্রজীবনে স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার মাধ্যমে সামাজিক যোগাযোগ বাড়ে। যাদের সামাজিক দক্ষতার অভাব রয়েছে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন। আর ১০ জন মানুষের সঙ্গে কাজ করলে তাদের সঙ্গেও হৃদ্যতা তৈরি হয়। এভাবে কথা বলার জড়তা কিংবা অন্তর্মুখী স্বভাব দূর করা যায়। যা চাকরিজীবনে কাজে দেয়।

#বিষণ্ণতা ভুলতে সহায়ক
বিষণ্ণতা ভুলে থাকার জন্য অনেকেই স্বেচ্ছাসেবী সংগঠনে যোগ দেন। একসঙ্গে অনেক মানুষের সঙ্গে চলাফেরার মাধ্যমে মনের ভেতর থাকা ক্ষোভ, দুঃখ ও আবেগ ভুলে থাকা সম্ভব। সে কারণে ছাত্রজীবনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন কর্মসংস্থান বিশেষজ্ঞরা।

02/08/2023

একবার নয় বার বার করিবো মোরা রক্ত দান

31/07/2023

আমাদের আজকের বিষয় বস্তুঃ
#রক্ত দেওয়া–নেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি....
১/ বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে।
২/ হিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী এবং স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহী।
ওজন ন্যূনতম পঞ্চাশ কেজি বা একশ ফাউন্ড।
৩/ নাড়ির গতি প্রতি মিনিটে ষাট থেকে একশ–এর মধ্যে থাকে।
৪/ দেহের তাপমাত্রা অবশ্যই স্বাভাবিক অর্থাৎ নিরানব্বই দশমিক ছয় ফারেনহাইটের মধ্যে থাকতে হবে।

Polytechnic Timeline Blood-Mobile Foundation

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Blood-Mobile Foundation ব্লাড-মোবাইল ফাউন্ডেশন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager