13/09/2023
আসন্ন AGES নির্বাচনে প্রিয় গোলাম সামদানী জানি ভাইকে সাধারণ সম্পাদক পদে,গোলাপ ফুল মার্কায় আপনার মুল্যবান ভোট দিয়ে গউবি পরিবারের সেবা করার সুযোগ করে দিন।
মানবতার অন্যতম সেবক গোলাম সামদানী জনি ভাই, উনার মানবতার কাজগুলো সবাইকে আকৃষ্ট করে আমাকেও করেছিল। আমি মোঃ রবিউল হোসেন, ব্যাচ ১৪। আমার একটি সংগঠন আছে নাম ব্লাড মোবাইল ফাউন্ডেশন, প্রতিষ্ঠিত হয় ৩১ শে জানুয়ারি ২০২২। এই সংগঠনটি ওটার পিছনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা সবচেয়ে বেশি ছিল তিনি হলেন গোলাম সামদানী জনি ভাইয়া। আমরা যখন মানবতার কাজে কোন একটি পদক্ষেপ গ্রহণ করি তখনই আমরা গোলাম সামদানী জনি ভাইকে পাশে পাই, যখনই Blood-Mobile Foundation ব্লাড-মোবাইল ফাউন্ডেশন কোন কার্যক্রম হয়, তখন সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গোলাম সামদানী জনি ভাইয়া, উনার অর্থায়নে ব্লাড মোবাইল ফাউন্ডেশন বেশ কিছু কার্যক্রম সম্পূর্ণ করেছেন। তার মধ্যে অন্যতম হলো সেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড ক্যাম্পিং গ্রুপ নির্ণয় এবং বৃক্ষরোপন কর্মসূচি এতে সম্পূর্ণ অর্থায়ন গোলাম সামদানী জনি ভাইয়ের। এখানেই থেমে ছিলনা আমাদের সংগঠনের প্রায় ৫০ জন সদস্যের জন্য আইডি কার্ড থেকে শুরু করে আনুষাঙ্গিক সহ সকল অর্থায়ন উনি বহন করে। এক কথায় বলা যায় কাজ প্রেমী একজন মানুষ। তাই আর বাহিরে কেন নিজের মানুষটিকে পছন্দের মানুষটিকে গোলাম সামদানী জনি ভাই কে গোলাপ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ করে দিন।
মো: রবিউল হোসেন
প্রাক্তন ছাত্র
গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়
ব্যাচঃ২০১৪