28/03/2023
"স্রষ্টা যদি আপনাকে বিশেষ কোনো সামর্থ্য বা গুণ প্রদান করে থাকেন, যা দিয়ে আজ আপনি প্রতিষ্ঠা লাভ করেছেন - তবে তার জন্য অহংকার প্রকাশ না করে সদা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকুন, সবসময় তাঁকে ধন্যবাদ দিতে থাকুন! স্রষ্টা আপনার প্রতি প্রসন্ন হবেন এবং খুশি হয়ে আরও দেবেন।
আর আপনার এই সামর্থ্য ও গুণ যদি অন্য কারোর উপকারে লাগে এবং তারাও জীবনে প্রতিষ্ঠা পায় আপনার আন্তরিক প্রচেষ্টায় - তবে স্রষ্টার বুক আপনার প্রতি গর্বে ফুলে উঠবে এবং শ্রদ্ধায় মস্তক নত হয়ে যাবে।"
"যদি কিছু পেয়ে থাকেন তবে আপনি ঋণী,
যদি কিছু দিয়ে থাকেন তবেই আপনি ধনী!"
- আত্মানুসন্ধানী
সুপ্রভাত, ঈশ্বরের ধনী সন্তানগণ - আমার প্রিয় বন্ধু/সাথী/সহযাত্রী/পরমাত্মীয়গণ! 🙏❤️😌