Onkur Food Mart

Onkur Food Mart Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Onkur Food Mart, Vitamines/compléments alimentaires, Democratic Republic of the.

26/04/2024

যারা বাচ্চা নেওয়ার জন্য চেস্টা করছেন তাদের জন্য এই ভিডিও।

24/12/2023

নাটোরের ১০০% কেমিক্যাল ,চিটাগুর ,রং ,এবং যেকনো ধরনের ভেজাল্মুক্ত নলেন গুরের নিশ্চয়তা একমাত্র আমরাই দিচ্ছি ।
আপনি যদি শীতের পিঠা খেতে চান তাহলে নলেন গুর থেকেই একমাত্র সেই স্বাদ পাবেন ।
আমরা শীতের পিঠার কথা মাথায় রেখে শুধুমাত্র নলেন গুর বিক্রি করছি।
এইটা পিঠার জন্য আলাদা তাক দিয়ে প্রস্তুত করা তা না হলে দুধ ছানা হওয়া বা কেটে যেতে পারে (হাইডোস,ফিটকিরি ও রং মুক্ত)
রস পিঠার জন্য একমাত্র নলেন গুরই উপযুক্ত কারন এইটা কম তাক ( রস ফ্লেবার যাতে থাকে )দিয়ে প্রস্তুত করা।
রস বা গুর বিষয়ে যেকনো কিছু জানতে কল করুন কারন এইটা আমাদের ফেমিলি পন্য।
ফোনঃ ০১৭৯৫ ৭৭৫৫৫৫
নলেন গুড় -৯০০ গ্ৰাম(জার): ৫৯০/-
১ প্যাকেট নিলে - কাস্টমারকে কুরিয়ার চার্জ প্রদান করতে হবে ৭০ টাকা।
২ প্যাকেট+ নিলে ডেলিভারী চার্জ ফ্রি।

23/12/2023

যবের ছাতুর উপকারিতা।

15/12/2023

নাটোরের আবহাওয়া, তাপমাত্রা, মাটি এবং পানি খেজুর গাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী।।
নাটোরে প্রায় ছয় লাখেরও অধিক খেজুর গাছ আছে, যা হতে গুণগত মানে দেশের সেরা খেজুরের রস পাওয়া যায়। নাটোরের উৎপাদিত খেজুরের গুড় অত্যন্ত সুস্বাদু এবং স্বাদে-গন্ধে অতুলনীয়।

নাটোর হতে সেরা মানের খেজুরের রস সংগ্রহ হতে শুরু করে গুড় উৎপাদন এবং কাস্টমার হতে পৌঁছানোর পর্যন্ত সামগ্রিক কাজ অংকুর ফুড এর ম্যানেজমেন্টের সরাসরি তত্ত্বাবধানে হয়ে থাকে। বিশুদ্ধতা এবং কোয়ালিটির ব্যাপারে নিশ্চয়তা শতভাগ।
প্রিমিয়াম কোয়ালিটির ভেজালমুক্ত খেজুর গুড় পেতে নিচের ফোন নাম্বার যোগাযোগ করুন: 01795-775555

#খাঁটিগুড়

আপনাদের জন্য খেজুরের গুর রেডি হচ্ছে।ইনশাআল্লাহ।
15/12/2023

আপনাদের জন্য খেজুরের গুর রেডি হচ্ছে।ইনশাআল্লাহ।

14/12/2023

নাটোরে আমাদের গুড়ের প্রোজেক্ট থেকে!!

আল্লাহর অশেষ মেহেরবানীতে Onkun Food এর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে ভেজালমুক্ত খেজুর গুড়ের উৎপাদনের কাজ শুরু হয়েছে।ইনশাআ...
13/12/2023

আল্লাহর অশেষ মেহেরবানীতে Onkun Food এর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে ভেজালমুক্ত খেজুর গুড়ের উৎপাদনের কাজ শুরু হয়েছে।
ইনশাআল্লাহ আগামী সপ্তাহ হতে আপনারা গুড় পাবেন।


#ভেজালমুক্তখেজুরগুড়
#অংকুরফুড
#খাঁটিগুড়

10/12/2023

ভেজাল খাবারে দেশ সয়লাব। কেমিক্যাল, কাপড়ের রং, চিটাগুড় দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়। এসব ভেজাল গুড় খেয়ে ক্যান্সার সহ নানাবিধ জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।
"সুস্থতার জন্য বিশুদ্ধতা"- এই স্লোগান নিয়ে 'অংকুর ফুড' এর পথ চলা। সকলের জন্য বিশুদ্ধ, নিরাপদ এবং প্রাকৃতিক খাবার সরবরাহে আমরা বদ্ধ পরিকর।

আমরা নিজেদের সরাসরি তত্ত্বাবধানে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং প্রাকৃতিক উপায়ে কোন ধরণের কৃত্রিম উপাদান, রং, কেমিক্যাল ব্যবহার না করে তৈরি করছি 'খাঁটি খেজুরের গুড়'।
'অংকুর ফুড' এর সাথে থাকুন, নিরাপদ ও বিশুদ্ধ খাবার খান।

যোগাযোগ: 01795-775555

#খাঁটিখেজুরেরগুড়
#নিরাপদখাবার
#অংকুরফুড

আসল খেজুর গুড় চেনার উপায়:+++++++++++++++++++++++গুড়ে পুষ্টি উপাদান হিসেবে আছ আয়রন, ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম এবং ...
08/12/2023

আসল খেজুর গুড় চেনার উপায়:
+++++++++++++++++++++++

গুড়ে পুষ্টি উপাদান হিসেবে আছ আয়রন, ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম এবং পটাশিয়াম। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সংক্রমণ দূরে রাখে।

গুড় হতে পুষ্টি উপাদান পাওয়ার জন্য তা হতে হবে অবশ্যই খাঁটি। কেমিক্যাল বা ভেজাল মিশ্রণ গুড় খেলে উপকারে পরিবর্তে অপকারীই হবে বেশি।

আজকাল গুড়ে মেশানো হচ্ছে ভেজাল। গুড় তৈরি হচ্ছে কৃত্রিম চিনি ও রাসায়নিক পদার্থ, রং চিটাগুড় দিয়ে। এসব গুড়ে স্বাদ ও গন্ধ কিছুই থাকে না।

বাড়তি চাহিদা সামাল দিতে এবং রং উজ্জ্বল করতে খেজুর গুড়ে চিনি, ফিটকিরি ও রাসায়নিক মেশানোর অভিযোগ রয়েছে। কিন্তু গুড় আসল না ভেজাল, তা চেনার উপায় আছে। উপায় সমূহ:

- গুড় কেনার সময় অবশ্যই রং দেখে নিন। অনেক ক্ষেত্রেই দেখে বিচার করা যায় সেটি ভালো কিনা। যদি শুদ্ধ ভালো গুড় হয় তাহলে তার রং হবে 'গাঢ়' বাদামি।

- হলুদ রং থাকলে বুঝতে পারবেন যে রাসায়নিক কিছু মেশানো রয়েছে।

- ভেজাল গুড়-পাটালি চকচক করে। গুড়ের সঙ্গে চিনি মিশিয়ে পাটালি তৈরি করলে সেটা খুব শক্ত হয়। রসাল থাকে না।

- গুড়ে হাইড্রোজ, ফিটকিরি ব্যবহার করলেও পাটালির রং সাদা হয়। পাটালি ভীষণ শক্ত হয়।

- আসল খেজুর গুড়ের পাটালি চকচক করে না। খাঁটি পাটালির রং হয় কালচে লাল। সেটা নরম ও রসাল থাকে। অনেক সময় পাটালির ওপরের অংশ কিছুটা শক্ত হতে পারে, কিন্তু ভেতরটা রসাল হয়।

মুখে দিয়ে দেখুন স্বাদ নোনতা কিংবা তিতা কিনা। পুরনো ও ভেজাল গুড় নোনতা হয়। আর অতিরিক্ত জ্বাল দেওয়ার ফলে তিতা ভাব চলে আসে গুড়ে।

- কেনার সময় দেখবেন, অনেকেই একটু চেখে নিতে বলে। যদি স্বাদ নোনতা থাকে তাহলে বুঝবেন কিছু মেশানো রয়েছে। এই ধরনের গুড় যত পুরনো হবে ততো লবণের মাত্রা বেশি থাকবে।

-যদি স্বাদ একটু তেতো হয় তাহলে বুঝবেন যে বেশি ফাটানো হয়ে গেছে গুড়। এবং তাতে মেশানো রয়েছে অন্যান্য শর্করা।

সুস্থতার জন্য খাঁটি এবং ভেজাল মুক্ত গুড় খান।




#কেমিক্যালফ্রি

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Onkur Food Mart publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à Onkur Food Mart:

Partager