
06/06/2024
আমি তোমাকে চেয়েছি বলেই ,যে আমাকে খুব করে চেয়েছিলো সে আমাকে পায় নি ,আমি তোমার হতে চেয়েছি বলেই কারো এক আকাশ পরিমান ভালোবাসা আমি দেখি নি ,আমি তোমার চোখে প্রেম খুঁজেছি বলেই তার চোখে এত মায়া থাকা সার্থে ও আমি তার চোখে চোখে চোখ রাখি নি ,আমি তোমার রিদয়ে ঠাঁই চেয়েছি বলেই যার রিদয়ে আমার জন্য আঘাত ভালোবাসা থাকা স্বার্থে ও আমি তার রিদয় ভাগ্গেছি ,দিন শেষে সেই মানুষটার মধ্যে আর আমার মধ্যে অনেক মিল রয়ে গেছে ,আমরা 2 জনেই কেউ কারো ভালোবাসার মানুষটাকে পাই নাই ,তবে একটা কথা আছে না আমরা সব সময় একটা ভুল মানুষকেই ভালোবেসে ফেলি ,অনেক তা হয়তো তাই আমরা যার কাছে গুরুত্ব পাই না তার কাছেই গুরুত্বের আসা করি
Md lutfor