15/01/2026
এই ঘটনাটি আজ থেকে ঠিক দু মাস আগে, দুপুর বেলার নরমালি আমি অ্যাপোয়েন্টমেন্ট রাখিনা। সেই দিন পরিচিত স্টুডেন্টের বারবার ফোন দেখে কলটি রিসিভ করেছিলাম।
সৃজা—(নাম পরিবর্তিত)।
কলকাতার এক অভিজাত আবাসনে স্বামী ও সন্তানকে নিয়ে তার নিখুঁত সাজানো সংসার।
বাইরে থেকে দেখলে—সব কিছুই পারফেক্ট।
কিন্তু আমরা সবাই জানি, বাইরের চাকচিক্য আর ভেতরের সত্য সব সময় এক হয় না।
এর আগেও সে আমার কাছে Law of Attraction-এর কোর্স করেছিল।
তাই বারবার ফোন আসায় আমি কলটা ধরলাম।
যা শুনলাম, তা আমাকে থমকে দিল।
গত প্রায় এক বছর ধরে সে তার এক কলিগের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়েছে।
ডিটেইল কাউন্সেলিং ও গভীর বিশ্লেষণে পরিষ্কার হয়ে গেল—
সে অনেকদিন ধরেই Law of Attraction-এর বেসিক প্র্যাকটিসগুলো নিজের জীবন থেকে সরিয়ে ফেলেছিল।
সংসারে অভাব ছিল না—
ছিল বাড়ি, নিরাপত্তা, স্থায়িত্ব।
কিন্তু চোখে পড়ছিল বাইরের ঝলকানি, আর সেই ঝলকানিকেই সে সুখ ভেবে ভুল করেছিল।
আরও আশ্চর্যের বিষয়—
যার সঙ্গে সে জড়িয়ে পড়েছিল, সেই মানুষটি অবিবাহিত হলেও নিজের পরিবার, বন্ধুবান্ধব কিংবা ব্যক্তিগত জীবনের কোনো গভীর দিকই কখনো শেয়ার করেনি।
এটাই প্রথম রেড ফ্ল্যাগ।
তোমরা জানো,
আমার কাছে Tarot মানে ভবিষ্যৎ বলা নয়—
এটা এক গভীর সাইকোলজিকাল ও এনার্জেটিক অ্যানালাইসিস।
যা বুঝলাম, তা হলো—
এই দাম্পত্য জীবনে দু’জনেই কোথাও গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল।
ফ্ল্যাটের EMI, অফিসের চাপ, পারিবারিক দায়িত্ব—
এই সবকিছুর ভিড়ে ধীরে ধীরে কমে গিয়েছিল একে অপরকে সময় দেওয়া।
তৈরি হয়েছিল এক নীরব Communication Gap।
এই জায়গাতেই সৃজা নিজের থেকে সরে যাচ্ছিল—
আর মরীচিকাকে সত্যি ভেবে তার দিকে ছুটছিল।
আমি তখন ওর জন্য কিছু Switch Words এবং একটি বিশেষ Spell সাজেস্ট করি।
✨ Spell কী?
Spell হলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে করা প্রার্থনা—
যা ২১ দিনের এনার্জেটিক ডিসিপ্লিনের মাধ্যমে
মানুষকে আবার নিজের কেন্দ্রে ফিরিয়ে আনে।
আমি তার এনার্জির সঙ্গে মিলিয়ে সেই স্পেলটি করেছিলাম
এবং কিছু Switch Words ওকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম।
আজ, দুই মাস পর—
সৃজা নিজেই বুঝেছে কোনটা বাস্তব, আর কোনটা বিভ্রম।
সে ওর স্বামীর সঙ্গে বসে কথা বলেছে।
Effective Communication এ ফিরেছে, অনেক বেশি নিজেদের ইমোশন নিজেদের মধ্যে শেয়ার করতে পারছে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—
সে নিজেই সেই এক্সটার্নাল সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে।
তাই বারবার আমার Students, Law of attraction believers দের বলি,
সমস্যা এলেই পালিয়ে যাওয়া নয়,
সমাধান খুঁজে নেওয়ার মানসিকতাই আসল শক্তি।
সঠিক বিশ্বাস, সচেতন প্রয়োগ
এবং Law of Attraction-এর দায়িত্বশীল ব্যবহার
অনেক আপাত অর্থে অসম্ভবকে সম্ভব করতে পারে।
মহাদেবের কৃপায় সবাই নিজের সত্যে ফিরে আসুক।
হর হর মহাদেব 🙏✨