Kachipara Active Blood Donar Club

Kachipara Active Blood Donar Club এটা একটি সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনার প্রয়োজনীয় রক্তের ডোনার খুঁজে দেওয়া হয়।

১৬ ই ডিসেম্বর - মহান বিজয় দিবস উপলক্ষে  Kachipara Active Blood Donar Club    এর পক্ষ থেকে সকল কে জানাই বিজয় দিবসের শুভেচ...
16/12/2024

১৬ ই ডিসেম্বর - মহান বিজয় দিবস উপলক্ষে Kachipara Active Blood Donar Club এর পক্ষ থেকে সকল কে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা এবং সকল বীর শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে এই স্বাধীনতা।

14/12/2024

একটি মানবিক আবেদন

জরুরি রক্তের প্রয়োজন রক্ত দিন জীবন বাঁচান

🩸রোগির সমস্যা: সিজার
🩸রক্তের গ্রুপ: O+
🩸রক্তের পরিমাণ : এক ব্যাগ
🩸রক্তদানের সময়: কালকে দিনের মধো
রক্তদানের সময় : 15-12-2024
🩸রক্তদানের স্থান : কালিশুরী মাজেদা হাসপাতাল
🤝যোগাযোগ : 01771685881

Request 5B+ ব্লাড লাগবে ২ ব্যাগরোগীঃ সিজারস্থানঃ বাউফল হেলথকেয়ার তারিখঃ ০৯/১২/২৪সময়ঃ সকাল ১০টাযোগাযোগঃ +8801724210215 (ম...
08/12/2024

Request 5

B+ ব্লাড লাগবে ২ ব্যাগ
রোগীঃ সিজার
স্থানঃ বাউফল হেলথকেয়ার
তারিখঃ ০৯/১২/২৪
সময়ঃ সকাল ১০টা
যোগাযোগঃ +8801724210215 (মোশারফ) রোগীর বাবা

 #সিজার_বা_অপারেশনের রোগী-👌👌রোগীর হিমোগ্লোবিন কত? -জানি না।জেনে জানান।এরপর হয় খবর থাকে না, না হয় মাইন্ড করেন।কেউ কেউ ক্ষ...
28/11/2024

#সিজার_বা_অপারেশনের রোগী-👌👌

রোগীর হিমোগ্লোবিন কত?
-জানি না।
জেনে জানান।

এরপর হয় খবর থাকে না, না হয় মাইন্ড করেন।
কেউ কেউ ক্ষিপ্তও হন, বিরক্তও হন!!!!

রক্ত দিতে পারবেন কি না বলেন!
রক্তটা না লাগলে ব্যাগটার খোঁজও রাখেন না।
হয় সেটা বিক্রি হয়, না হয় সেটা নষ্ট হয়।

তাতে কি? কদর থাকবে কেন? অন্যের শরীরের রক্ত যে!😥
#কালেকডেড

25/11/2024

⛔রেড এলার্ট⛔
🩸জরুরি রক্তের প্রয়োজন🩸
💁রোগীর সমস্যা: সিজার
🔴রক্তের গ্রুপ : এ পজিটিভ
💉রক্তের পরিমাণ: দুই ব্যাগ
🩸হিমোগ্লোবিন: জানা নেই
📆রক্তদানের তারিখ: ২৮/১০/২০২৪
🏥 স্থান: আরিফ মেমোরিয়াল হসপিটাল, বরিশাল।
☎যোগাযোগ: ০১৭৩১০৮৭৩০৯

প্লিজ সবাই একটু দেখেন

24/11/2024

অনেকেই ভাবে স্বেচ্ছাসেবীরা বেতন পায়,
আবার অনেকে ভাবে নিশ্চয়ই বেনিফিট আছে,
আসলে ওরা জানেই না স্বেচ্ছাসেবী টিম ভালোবাসায় বিক্রি।

ধূমপান ও তামাকের প্রাণঘাতী নেশা ছাড়তে দৃঢ় মনোবল আবশ্যক। কারণ, ধূমপান ও তামাকের নেশা আপনাকে রোগব্যাধি, শারীরিক ও আর্থিক ...
17/10/2024

ধূমপান ও তামাকের প্রাণঘাতী নেশা ছাড়তে দৃঢ় মনোবল আবশ্যক। কারণ, ধূমপান ও তামাকের নেশা আপনাকে রোগব্যাধি, শারীরিক ও আর্থিক ভোগান্তি এবং পরিশেষে যন্ত্রণাদায়ক মৃত্যু ছাড়া আর কিছুই দিবে না, এ কষ্ট থেকে রেহাই পাবে না আপনার সন্তান ও প্রিয়জন। সুতরাং, সময় থাকতে ক্ষতিকর এ নেশা ছাড়ার সিদ্ধান্ত নিন। স্বাস্থ্য ও অর্থ ক্ষতি রোধ এবং পরিবারের সদস্যদের ক্ষতির কারণ না হতে ধূমপান ও তামাক ছাড়ার দৃঢ় সংকল্প করুন। আপনার জীবনের বাকি দিনগুলো নিকোটিনের বিষমুক্ত কাটুক, প্রিয়জনকে সুরক্ষিত রাখুন। Kachipara Active Blood Donar Club (KABDC) 🚭

11/10/2024

রিকোয়েস্ট নং :

💁‍♂️রোগীর সমস্যাঃ সিজার
🩸রক্তের গ্রুপঃ ও পজেটিভ
🌡️হিমোগ্লোবিনঃ জানা নাই
💉রক্তের পরিমাণঃ এক ব্যাগ
📆রক্তদানের তারিখঃ 11.10.2024
⌚রক্তদানের সময়ঃ আজকের সকালে
🏥রক্তদানের স্থানঃ বরিশাল বিবির পুকুরপাড়
📱যোগাযোগঃ 01721180213
🤝 রেফারেন্সঃ রাশেদুল

08/10/2024

একটি মানবিক আবেদন।
জরুরী ১ ব্যাগ রক্তের প্রয়োজন
রোগীর সমস্যা: থ্যালাসেমিয়া ।
রক্তের গ্রুপ B+.
রক্ত দানের তারিখ:০৮/১০/২৪
রক্তদানের স্থান: কালিশুরী লাইভ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
যোগাযোগ: 01770430416
অবশ্যই রক্ত দানকারীর যাতায়াত ভাড়া ও নাস্তার টাকা বহন করা হবে।
ধন্যবাদ।
বি:দ্র: রুগীর অবস্থা খুব গুরুতর

25/09/2024

নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু উপকারীতা হলো:

হার্টের স্বাস্থ্য ভালো থাকে: নিয়মিত রক্তদান করলে শরীরে আয়রনের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ হয়। অতিরিক্ত আয়রন জমা হওয়ার প্রবণতা কমে যায়, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ক্যালোরি খরচ হয়: রক্তদান করলে শরীর থেকে ক্যালোরি খরচ হয়। প্রতি রক্তদানে প্রায় ৬৫০ ক্যালোরি পর্যন্ত খরচ হতে পারে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে: রক্তদান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায় এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া উন্নত হয়।

ক্যানসারের ঝুঁকি কমায়: রক্তে অতিরিক্ত আয়রন জমা হলে তা শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। নিয়মিত রক্তদান করে আয়রনের মাত্রা ঠিক রাখলে ক্যানসারের ঝুঁকি কমে।

মনের শান্তি ও সামাজিক দায়িত্ব পালন: রক্তদান একটি মহৎ কাজ। এটি মানুষকে মানসিকভাবে সন্তুষ্ট করে এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করার এক ধরনের অনুভূতি জাগ্রত করে।

রক্ত উৎপাদনের প্রক্রিয়া উদ্দীপিত হয়: রক্তদান করার পর নতুন রক্তকোষ তৈরি হতে শুরু করে, যা শরীরকে আরও বেশি সতেজ এবং শক্তিশালী করে।

তবে রক্তদানের আগে স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নেয়া ভালো।

কতবার এই সুঁচের স্বাদ গ্রহণ করেছেন?
23/06/2024

কতবার এই সুঁচের স্বাদ গ্রহণ করেছেন?

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801770430416

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Kachipara Active Blood Donar Club publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à Kachipara Active Blood Donar Club:

Partager