
26/02/2024
আসলেই কে পারে এমন করে মায়ের ভাষাকে ভালবাসতে! সেটাই যেন আবার প্রমান হলো বাংলার উঠানের একুশে ফেব্রুয়ারি উদযাপনে। অসংখ্য অচেনা নতুন মানুষের অংশগ্রহণ ছিলো আমাদের জন্য অভাবনীয় ও উৎসাহব্যঞ্জক। আমাদের ছোট কয়েক বন্ধু মৃদুল, মিয়াদ আর সেতুর প্রচেষ্টায় নির্মিত হয় অস্থায়ী শহীদ মিনার। আর সে মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। তারপর শিশুদের নাচ, গান আর আমাদের শিল্পীদের অনবদ্য নাচ, গানে, কবিতায়, আর হল উপচে পড়া দর্শকদের উপস্থিতিতে ছড়িয়ে পড়ে এক সত্যিকারের একুশের আমেজ। আর এ কারনেই অনেক পরিশ্রমের পরেও আমাদের সবার চোখে মুখে ছিলো আনন্দের ঝলক। সবাইকে আবারো অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এভাবে বাংলার উঠান এর সাথে থাকার জন্য। আর এখানে আপনাদের জন্য থাকছে আমাদের অনুষ্টানের কিছু চুম্বক মূহুর্ত।