Ứng dụng thần số học 13

Ứng dụng thần số học 13 Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Ứng dụng thần số học 13, Astrologe/Astrologin und Hellseher/in, Berlin.

আসলেই কে পারে এমন করে মায়ের ভাষাকে ভালবাসতে! সেটাই যেন আবার প্রমান হলো বাংলার উঠানের একুশে ফেব্রুয়ারি উদযাপনে। অসংখ্য অচ...
26/02/2024

আসলেই কে পারে এমন করে মায়ের ভাষাকে ভালবাসতে! সেটাই যেন আবার প্রমান হলো বাংলার উঠানের একুশে ফেব্রুয়ারি উদযাপনে। অসংখ্য অচেনা নতুন মানুষের অংশগ্রহণ ছিলো আমাদের জন্য অভাবনীয় ও উৎসাহব্যঞ্জক। আমাদের ছোট কয়েক বন্ধু মৃদুল, মিয়াদ আর সেতুর প্রচেষ্টায় নির্মিত হয় অস্থায়ী শহীদ মিনার। আর সে মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। তারপর শিশুদের নাচ, গান আর আমাদের শিল্পীদের অনবদ্য নাচ, গানে, কবিতায়, আর হল উপচে পড়া দর্শকদের উপস্থিতিতে ছড়িয়ে পড়ে এক সত্যিকারের একুশের আমেজ। আর এ কারনেই অনেক পরিশ্রমের পরেও আমাদের সবার চোখে মুখে ছিলো আনন্দের ঝলক। সবাইকে আবারো অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এভাবে বাংলার উঠান এর সাথে থাকার জন্য। আর এখানে আপনাদের জন্য থাকছে আমাদের অনুষ্টানের কিছু চুম্বক মূহুর্ত।

মাগো, ওরা বলে,সবার কথা কেড়ে নেবেতোমার কোলে শুয়েগল্প শুনতে দেবে না।বলো, মা, তাই কি হয়?বার্লিনে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপ...
19/02/2024

মাগো, ওরা বলে,
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা, তাই কি হয়?

বার্লিনে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন:

২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা
স্থান: Weinstr. 2, 10249, Berlin

Amar Vaier Rokte Rangano - আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি | 21 February Song Lyrics ====================================🎶Song Credit ⬇️Song: Ama...

**বার্লিনে একুশে ফেব্রুয়ারি উদ্‌যাপন**যেকোন জনগোষ্ঠীর মাতৃভাষার প্রশ্নটি শুধু ভাষার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। যেকোনো জনগোষ...
11/02/2024

**বার্লিনে একুশে ফেব্রুয়ারি উদ্‌যাপন**

যেকোন জনগোষ্ঠীর মাতৃভাষার প্রশ্নটি শুধু ভাষার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। যেকোনো জনগোষ্ঠীর সংস্কৃতি, আচার-আচরণ, জীবনধারণ থেকে শুরু করে তার অস্তিত্বের প্রশ্নের সাথে ভাষার বিষয়টি গভীরভাবে জড়িত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। শিশুর জন্য যেমন মায়ের দুধ অতি প্রয়োজনীয়, তেমনি সামাজিক মানুষের প্রয়োজন মুখের ভাষা। বাঙালি জাতি এই মাতৃভাষা রক্ষার্থে বুকের তাজারক্ত ঢেলে দিয়েছে। দিনটি ছিল ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২। সেই থেকে এটি আমাদের মাতৃভাষা ও শহীদ দিবস। জাতিসংঘের স্বীকৃতির পর এটি বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ভাষা ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে বাংলার উঠান ও সুর ছন্দে দুই বাংলার পক্ষ থেকে বার্লিনে পালিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সময়ঃ ২৪ই ফেব্রুয়ারী শনিবার বিকেল ৫টা
স্থানঃ Weinstr. 2, 10249 Berlin

রাসেলঃ +49 176 34361339
বিথীঃ +49 176 62570882
হিমনঃ +49 172 2976422

বিঃদ্রঃ পোশাকের ব্যাপারে যদিও কোন বাঁধাধরা নিয়ম নেই, তবু সবার প্রতি অনুরোধ থাকবে একুশের ভাবগাম্ভীর্যকে মাথায় রেখে কালো সাদা বা অন্য কোন হালকা রঙের পোশাক নির্বাচন করতে।

অনুষ্ঠানস্থলে বাহারি বাঙালি খাবারের স্টল থাকবে।
আপনারা সকলে সবান্ধব আমন্ত্রিত।
**কোন এন্ট্রি ফি লাগবে না।

আমন্ত্রণ ও শুভেচ্ছান্তে
বাংলার উঠান ও সুর ছন্দে দুই বাংলা

11/02/2024

আহা কত দিন দাঁড়ানো হয় না গভীর রাত থেকে মিছিলের সাড়িতে, হাজার হাজার লক্ষ তরুন-তরুনীর, বৃদ্ধ-বৃদ্ধা, যুবক-যুবতিদের, সাদা-কালো শাড়ির আচল, হালকা রঙের পাঞ্জাবি পরিহিত যুবকদের মিছিলে, রাস্তার দু ধারে শত বয়সী কৃষ্ণচূড়ার গাছের ছায়ায়। কখন পৌছবে মিছিল শহীদ মিনারের বেদিতে নগ্ন পায়ে। একদিকে শহীদের শোকে ভারাক্রান্ত হৃদয়, আরেকদিকে বিশ্বজয়ের গর্বে গর্বিত বুক। কে পেরেছে আর অমন করে মায়ের ভাষার জন্য বুকের তরতাজা রক্ত দিয়ে ভাষার অধিকার ছিনিয়ে নিতে। আসছে ২৪ ফেব্রুয়ারি বার্লিনে আমরা সমস্বরে গাইবো- "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি"

চলে আসুন সবাই Weinstr. 2, Berlin বিকাল ৫ টায়।

সুধী বন্ধুরা, বাংলার উঠানের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ 🫶🙏 আমরা অত্যন্ত উৎসাহের সাথে সবাই মিলে আন্তর্যাতিক মাতৃভাষা দিব...
24/01/2024

সুধী বন্ধুরা, বাংলার উঠানের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ 🫶🙏 আমরা অত্যন্ত উৎসাহের সাথে সবাই মিলে আন্তর্যাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি 🎉, অনুষ্ঠানে দেশি খাবার 🍛 এবং সাংস্কৃতিক পরিবেশনা🧑‍🎺💃 সহ আর অনেক কিছু থাকবে, বিস্তারিত তথ্য আসছে শীঘ্রই....

09/10/2023
04/10/2023

আমাদের হেমন্তের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করবেন বার্লিনের পরিচিত কবি মুখ দেবাশীষ! আপনারা সবান্ধব আমন্ত্রিত।
সময়: ৭ ই অক্টোবর ২০২৩
স্থান: Weinstraße 2, 10249 Berlin
পোগ্রামের অংশগ্রহণ ফিঃ সর্বনিম্ন ৫ ইউরো (সর্বোচ্চ উন্মুক্ত), ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ফ্রি। আপনাদের অংশগ্রহন ফি russellnajrul@gmail.com এ পেপাল করে দিতে পারবেন। আপনারা টাকা পাঠানোর পরে পেপাল এর মাধ্যমে কনফার্মেশন মেসেজ পাবেন।
অথবা DE41120400000061964300 এ ট্রান্সফার করতে পারবেন। বিষয় এ হেমন্ত উৎসব বা Herbst Fest লিখবেন এবং শিশুদের সংখ্যা এবং প্রাপ্তবয়স্কদের সংখ্যা পৃথকভাবে উল্লেখ করবেন। প্রবেশের সময় নগদ টাকা দিয়ে ও ঢোকা যাবে, প্লিজ আপনি যে পরিমান (সর্বনিম্ন ৫ টাকা) দিতে চান, খুচরা করে আনুন।
এছাড়া বিভিন্ন খাবার ও পানীয়ের স্টল থাকবে যেখানে থেকে সুলভ মূল্যে খাবার কিনতে পারবেন।

Adresse

Berlin

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Ứng dụng thần số học 13 erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram