01
সদয় হোন এবং ভদ্রতা বজায় রাখুন
সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ-সম্পন্ন একটি পরিবার তৈরির প্রয়াস এই গ্রুপ। সবার প্রতি সম্মান প্রদর্শন করুন। কোন বিষয়ে যৌক্তিক বিতর্ক হতেই পারে কিন্তু কাউকে অসম্মান করে নয়।
02
কারো প্রতি ঘৃণা প্রদর্শ করে কোন পোস্ট, ভিডিও বা বক্তব্য রাখা যাবে না
এমন পরিবেশ বজায় রাখুন যাতে এখানে সবাই নিজেকে নিরাপদ ভাবে। কাউকে হেয় করা বিশেষ করে কারো জাত, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, লিঙ্গ বা পরিচয় নিয়ে কটাক্ষ করা যাবে না।
03
ব্যক্তিগত প্রচার বা স্প্যাম ছড়ানো যাবে না
এই গ্রুপ থেকে আপনি যা পান তারচেয়ে বেশি দেয়ার চেষ্টা করুন। আত্মপ্রচার, স্প্যাম এবং অপ্রাসঙ্গিক কোন লিংক শেয়ার করা যাবে না।
04
ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করা
এই গ্রুপের সদস্য হয়ে থাকতে হলে পারষ্পরিক বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে। বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক আলোচনা গ্রুপকে সামনের দিকে এগিয়ে নেয়। সেটা অনেক সময় স্পর্শকাতর এবং কারো জন্য ব্যক্তিগতও হতে পারে।তাই গ্রুপের আলোচ্য বিষয় গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।
05
প্রসঙ্গ: লাইভ
এডমিন এবং মডারেটরদের সাথে পরামর্শ না করে কেউ সরাসরি কোন লাইভ সম্প্রচার করতে পারবেন না বা নিজে লাইভে আসতে পারবেন না।
06
সংগৃহীত লেখা
এই গ্রুপ সদস্যদের নিজের প্রতিভা বিকাশকে উৎসাহিত করে। তাই সংগৃহিত লেখা পোস্ট করাকে নিরুৎসাহিত করা হচ্ছে। খুব প্রয়োজন মনে করলে যার লেখা তাকে ক্রেডিট দিতে হবে।
07
পোস্ট ডিলিট এবং সদস্য পদ বাতিল
গ্রুপের এডমিন ও মডারেটররা প্রয়োজনে যে কোন পোস্ট ডিলিট এবং যে কারো সদস্য পদ বাতিল করার ক্ষমতা রাখেন।
Underretninger
Vær den første til at vide, og lad os sende dig en email, når Friends & Family Bangladesh Community Denmark sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.