
14/05/2025
মিস সানজানা রহমান আমাদের প্রতিষ্ঠান Concord Stem Cell Limited-এ Co-Ordinator (Marketing) পদে ৩ মাসের জন্য কর্মরত ছিলেন। গবেষণা বা বিজ্ঞান-সংশ্লিষ্ট কার্যক্রমে তার কোনো সংশ্লিষ্টতা ছিলোনা। নিয়মানুযায়ী স্বাস্থ্য পরীক্ষার পর কিছু ব্যক্তিগত চিকিৎসাজনিত বিষয় সামনে আসে, যার প্রেক্ষিতে তাকে গত বছর অক্টোবর মাসে ছুটি প্রদান করা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, তিনি বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজেকে Concord Stem Cell Limited-এর Scientist হিসেবে পরিচয় দিচ্ছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
কাজেই এমতাবস্থায় সকলকে আমরা সংশ্লিষ্ট সকলকে চিকিৎসা বা প্রতিষ্ঠান-সংক্রান্ত কোনো বিষয়ে তার সঙ্গে যোগাযোগ না করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মিস রহমানের যেকোনো ভুল পরিচয় বা দাবি এড়িয়ে চলুন। প্রয়োজনে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Ms. Sanjana Rahman was employed at our organization, Concord Stem Cell Limited, as a Co-Ordinator (Marketing) for a period of three months. She was not involved in any research or science-related activities during her tenure.
Following a routine health check-up, certain personal medical issues were identified, based on which she was granted leave in October of last year. Subsequently, her employment was formally terminated in February of this year.
It has come to our attention that Ms. Rahman is now falsely representing herself on various social media platforms as a Scientist at Concord Stem Cell Limited, which is entirely untrue and misleading.
We strongly advise all concerned not to engage with her regarding any medical or institutional matters.
Please disregard any false representations or claims made by Ms. Rahman. Legal action may be taken if necessary.
↪️Concord Stem Cell Limited
House # 3, Sima Blossom (7th Floor)
Road # 27 (New-16)
Dhanmondi, Dhaka-1209
Landmark: Next to Rapa Plaza
Hotline: 10670
Click here to get Location 👉 https://maps.app.goo.gl/uVzRXDRJf5TFChSQ9