11/06/2025
১৪ ই জুন শনিবার, (১৭ই যিলহজ্জ)
১৬ ই জুন সোমবার, (১৯ই যিলহজ্জ)
১৮ ই জুন বুধবার, (২১ই যিলহজ্জ)
এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]
🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]
🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। [বুখারী শরীফ]
🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
[সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২]
এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।।
আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।