Hijama Dhaka ihom

Hijama Dhaka ihom HEADACHE including MIGRAINE ,HEART DISEASE ,LIVER DISEASE ,KIDNEY DISEASE ,JOINT PAIN are treated

11/06/2025

১৪ ই জুন শনিবার, (১৭ই যিলহজ্জ)
১৬ ই জুন সোমবার, (১৯ই যিলহজ্জ)
১৮ ই জুন বুধবার, (২১ই যিলহজ্জ)

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। [বুখারী শরীফ]

🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
[সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২]

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।।

আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।

10/06/2025

মাইগ্রেনের হিজামা কীভাবে কাজ করে:

হিজামা থেরাপিতে শরীরের নির্দিষ্ট পয়েন্টে কাপ লাগিয়ে ভ্যাকুয়াম সৃষ্টি করা হয়। এতে ওই জায়গার রক্ত সঞ্চালন (blood circulation) দ্রুত বাড়ে এবং জমে থাকা বিষাক্ত টক্সিন, জমাট রক্ত, ও দূষিত উপাদান বের হয়ে আসে।

মাইগ্রেনের ক্ষেত্রে বিশেষভাবে যা হয়:

✅ টক্সিন বের হয় — মাথা, ঘাড় আর কাঁধের জমে থাকা দূষিত রক্ত বের করে দেয়া হয়।

✅ রক্ত চলাচল ভালো হয় — মস্তিষ্কের দিকে রক্ত প্রবাহ বাড়ে, ফলে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় ঠিকমতো।

✅ নিউরোলজিক্যাল প্রেসার কমে — মাথার পেছনের কিছু স্পেশাল পয়েন্ট (যেমন: অ্যাকুপ্রেশার/সানফুল পয়েন্ট) চাপমুক্ত হয়ে যায়। এতে নার্ভের চাপ কমে।

✅ স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে আসে — মাইগ্রেনের বড় কারণ হলো স্ট্রেস। হিজামার পর কর্টিসল হরমোন কমে গিয়ে মস্তিষ্ক রিল্যাক্সড থাকে।

✅ ব্যথার অনুভূতি কমে যায় — হিজামা করার সময় কিছু প্রাকৃতিক পেইনকিলার হরমোন (endorphin) নিঃসরিত হয়।

আমি সবাইকে বলি যাস্ট একবার হিজামা (মাথায়) মাইগ্রেনের জন্য⛔ট্রাই করবেন। ভিতর থেকে জমা ব্লাড বের হবে ও সার্কুলেশন বাড়বে। র...
10/06/2025

আমি সবাইকে বলি যাস্ট একবার হিজামা (মাথায়) মাইগ্রেনের জন্য⛔
ট্রাই করবেন। ভিতর থেকে জমা ব্লাড বের হবে ও সার্কুলেশন বাড়বে। রিলেক্স ফিল হবে।

14/02/2025

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-

১৭ ই ফেব্রুয়ারী সোমবার, (১৭ই শাবান)
১৯ ই ফেব্রুয়ারী বুধবার, (১৯ই শাবান)
২১ ই ফেব্রুয়ারী শুক্রবার, (২১ই শাবান)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। (বুখারী শরীফ)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।


আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।

এ ছাড়া ও রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ।
ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

31/07/2024

রসূল সা: বলেছেন: গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। "আল-হাকিম, হাদীস নম্বন: ৭৪৮২"

যেকোন সমস্যায় কাপিং করাতে আসুন

09/07/2024

হয়রত সামুরা ইবনে জুনদুব রাযি.থেকে বনিত, তিনি বলেন বনু ফাযারা গোত্রের এক বেদুইন রাসুল (সা:) এর নিকট প্রবেশ করলো।ঘটনা ক্রমে তখন তাকে এক হাজ্জাম হিজামা করছিলনে তাই যথারীতি সে ব্লেড দিয়ে কাটা শুরু করলো, এসব আশ্চর্য হয়ে বেদুইন বলল হে আল্লাহ রাসুল এটা কি? উত্তরের তিনি বললেন এটা ' 'হিজামা'। আর এটাই মানুষের জন্য সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা।
মুসনাদে আহমাদ, হাদিস নম্বর ২০০৯৬

07/07/2024

গোড়ালির ব্যথা নিয়ে অনেকেই নিদারুণ কষ্টে থাকেন। অনেক চেষ্টার পরেও তেমন উন্নতি আসে না। তাদের জন্য কাপিং একটা কার্যকর সমাধান হতে পারে।

23/05/2024
02/05/2024

গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও কারন গরমে রক্তচাপ বৃদ্ধি পেলে মৃত্যু হতে পারে। (আল হাকিম- ৭৪৮২

Address

Dhaka

Telephone

+8801970001207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Dhaka ihom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Dhaka ihom:

Share

Category