আমাদের অনলাইন ডাক্তার ।। Amader Online Doctor

আমাদের অনলাইন ডাক্তার ।। Amader Online Doctor Convenient and trusted, we aim to remove difficult

THE FASTEST, EASIEST WAY TO SEE A DOCTOR
WE ARE THE FUTURE OF HEALTHCARE
AmaderOnline Doctor is to bring the highest standard of healthcare to everyone, wherever and whenever it is needed the most.

Our other holiday packages and services: 1. Dubai Group Package – Tk. 89,900 (3 nights and 4 days);2. Dubai Group Packag...
19/05/2023

Our other holiday packages and services:
1. Dubai Group Package – Tk. 89,900 (3 nights and 4 days);
2. Dubai Group Package – Tk. 95, 900 (4 nights and 5 days);
3. Kashmir and Delhi Group Package – 99,900 (4 nights and 5 days);
4. Kashmir and Delhi Group Package – 109,900 (5 nights and 6 days);
5. Singapore and Malaysia Group Package – 99,900 (4 nights and 5 days);
6. Kerala Group Package – 74,900 (5 nights and 6 days);
7. Umrah Group Package - 144,900 (13 nights and 14 days);
8. Air ticketing (both group and system tickets);
9. Dubai Single Entry Visa – 15,800 (30 days)
10. Europe/Schengen and US Visa Processing

For details, please call: +8801894-540040, +8801894-540041, +8801894-540044, +8801894-540046 and +8801894-540047

R&H Business Solution
2/23, Razia Sultana Road
Mohammadpur, Dhaka -1207, Bangladesh
Phone: +88 02 2233 10469
Mobile: +880 1894 540 040, +880 1711 487 942 (WhatsApp)
E-mail: ceo@rhbsolution.com, smostafiz_r@yahoo.com
Web: rhbsolution.com

19/05/2023
পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এ...
08/04/2023

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে।
মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো- হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরী পাসপোর্ট দরকার। কিন্তু উনারা বলছে ১ মাসও লাগতে পারে।
হক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরণ কর। বললাম, বাবা আমিতো অরজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়?
বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে? তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত ওলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপরওয়ালাকে দিয়ে আসি।
৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভারী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপরওয়ালার লীলা খেলা রে... হক মাওলা।
ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ২৩ শে মার্চ, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ২৭ শে মার্চ
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া, আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা, আপনার পদধুলি দেন।
হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপরওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন।
লিখেছেন Billal Hosain ভাই

আমাদের সাথেই থাকুন। #অনলাইনডাক্তারবাংলাদেশ
24/08/2020

আমাদের সাথেই থাকুন।
#অনলাইনডাক্তারবাংলাদেশ


টেলিমেডিসিনের উপকারিতা:>> অর্থনৈতিকভাবে সাশ্রয়ী>> ঘরে বসেই বিশ্বের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসাসেবা>>  সময় সাশ্রয়ী ও য...
20/08/2020

টেলিমেডিসিনের উপকারিতা:
>> অর্থনৈতিকভাবে সাশ্রয়ী
>> ঘরে বসেই বিশ্বের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসাসেবা
>> সময় সাশ্রয়ী ও যাতায়াতের ভোগান্তীহীন চিকিৎসাসেবা, চিকিৎসার জন্য যাতায়াতের প্রয়োজন নাই বলেই করোনার মত সংক্রমনশীল রোগের জীবানু দ্বারা অন্যকে সংক্রমনের সম্ভাবনা মোটেও নাই।
>> কোন প্রকার হয়রানি ও ঝুকিবিহীন চিকিৎসাসেবা
>> রোগের উপসর্গ অনুসারে সহজেই বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচন



09/08/2020
আপনার হাতের আঙ্গুল এরকম হয়েছে কখনও?বেশীক্ষণ ধরে গোসল করলে কিংবা পানির কাজ করলে নিশ্চয়ই লক্ষ্য করছেন আঙুলের ডগার চামড়া কু...
04/08/2020

আপনার হাতের আঙ্গুল এরকম হয়েছে কখনও?

বেশীক্ষণ ধরে গোসল করলে কিংবা পানির কাজ করলে নিশ্চয়ই লক্ষ্য করছেন আঙুলের ডগার চামড়া কুঁচকে গিয়েছে। প্রায় প্রত্যেকেই এই বিষয়টি জানেন। কিন্তু এই চামড়া কুঁচকে যাওয়ার মূল কারণ জানেন কি? তাহলে জেনে রাখুন, আসলে কিন্তু চামড়াটা কুঁচকে যায় না। বরং ঘটে অন্য একটি ঘটনা! এবং আমাদের মনে হয় যে চামড়া কুঁচকে গিয়েছে।

আমাদের দেহের চামড়া বেশ কয়টি স্তর দিয়ে তৈরি। আমাদের চামড়ার সর্বশেষ স্তরটির নাম এপিডারমিস। এই এপিডারমিস থেকে একধরনের তৈলাক্ত পদার্থ নির্গত হয় যার নাম সেবাম। এই সেবাম আমাদের চামড়ার জন্য একটি প্রতিরক্ষা পর্দার মতো তৈরি করে।

আমরা যখন কাঁচ কিংবা অন্যান্য মসৃণ কোনো তল স্পর্শ করি তখন আমাদের হাতের ছাপ বসে যায় সেখানে, আমাদের হাত পরিস্কার থাকলেও এটি হয়ে থাকে। এই তৈলাক্ত ছাপই সেবাম। সেবামের কারণেই এই কাজটি হয়ে থাকে।

যখন আমরা কিছু সময় পানি ধরি বা পানির সংস্পর্শে থাকি তখন এই সেবামের কারণে পানি আমাদের চামড়ার ভেতরের স্তরে প্রবেশ করতে পারে না। কিন্তু বেশি সময় ধরে পানি ধরলে আমাদের হাতের এই সেবাম চলে যায় এবং চামড়ার ভিতরে পানি প্রবেশ করে।

অর্থাৎ আমাদের চামড়া পানি শোষণ করে এবং এপিডারমিসের ভেতরের স্তর ডারমিসে প্রবেশ করে। তখন যে যে স্থানগুলোতে ডারমিস ও এপিডারমিসের মধ্যকার বন্ধন থাকে না সেসব স্থান পানি শোষণ করে ফুলে যায় এবং যে যে স্থানগুলোতে ডারমিস ও এপিডারমিসের মধ্যকার বন্ধন থাকে সেসব স্থান আগের মতোই থাকে। তাই আমাদের কাছে চামড়া কুঁচকে গিয়েছে বলে মনে হয়।

বিজ্ঞান আরো প্রমান করেছে এই কুচকে যাওয়াতে আমরা ভেজা অবস্থায় কোনো কিছু গ্রিপ করতে পারি সহজে।নচেত যারা পানি কেন্দ্রীয় বা ডুবুরির কাজ করেন তাদের জন্য ধরা বা কাজ করা কঠিন হতো।

আরো বিস্তারিত পড়তে গুগলে সার্চ করতে পারেন।ছবি সহ বিস্তারিত গবেষনা এসেছে।মজার ব্যপার হলো ১৯৩০ সালের দিকেই এ বিষয়ে মানুষ মোটামুটি বুঝে ফেলেছিল।এবং ভাঁজ হবার সুফল জানত!যাদের স্নায়ু কাজ করেনা(হাতের) সারাদিন পানিতে হাত ভিজিয়ে রাখলেও ভাজ হবেনা! সুবহানাল্লাহ। অযথা বলে আমাদের শরীরে কিছুই নেই।।

জনসমাগম আছে এমন জায়গায় গেলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে।করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে আমরা এখন ফিজিক্যাল ...
22/07/2020

জনসমাগম আছে এমন জায়গায় গেলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে।
করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে আমরা এখন ফিজিক্যাল কনসালটেশনের বিকল্প হিসাবে নিয়ে এসেছি ডক্টরদের সাথে ভিডিওকনসাল্ট।

ভিডিও কনসালটেশন আপনার নিয়মিত কনসালটেশনের চেয়ে আলাদা কিছু না, এটি ভিডিও কনফারেন্স দ্বারা কার্যত সম্পন্ন করা হয়।




Adresse

Ammi Moussa

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque আমাদের অনলাইন ডাক্তার ।। Amader Online Doctor publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à আমাদের অনলাইন ডাক্তার ।। Amader Online Doctor:

Partager

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram