05/08/2025
আবারো গাযযার পথে ত্রাণবাহী লরি বহর,
আছি আমরা লাল সবুজের পতাকা নিয়ে...
নিষ্ঠুর পৃথিবীর স্বীকৃত মজলুম জনপদ ফিলিস্তিনের জনগণের জীবন-মৃত্যুর মধ্যকার দূত বর্বর ইসরাইলের বুলেট বোমার পরের স্থান ক্ষুধা-পিপাসার মরণযন্ত্রণা। ইসরাইল কর্তৃক গাজার ইমারত ও জনগণের স্বপ্নের শেষ ঠিকানা বসতভিটা ধুলোয় মিশিয়ে দেওয়ার পর তাদেরকে সমূলে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সক্রিয় ষড়যন্ত্রের নাম ক্ষুধা।
আজ কায়রো থেকে রওয়ানা হয়েছে আল-আযহারের ১১তম ত্রাণ কাফেলা, প্রায় পঞ্চাশোর্ধ লরিতে ছিল হাজার হাজার টন, ঔষধ , খাদ্যদ্রব্য, সামানা ইত্যাদি ত্রান সামগ্রী! এতে বরাবরই মতোই উল্লেখযোগ্য অংশ ছিল বাংলাদেশ। লাল সবুজের প্রায় ১৫+ লরির মাঝে ৫ টি লরি ছিল আপনাদের বিশ্বস্ত মাধ্যম Bangladesh Palestine Friendship Organization-BPFO এর ব্যাবস্থাপনায় প্রস্তুতকৃত। আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের মানবদরদী যে সকল ভাইয়েরা নিরবে নিভৃতে গাজাবাসীর মুখে আহার তুলে দেওয়ার ব্যবস্থা করছেন তাদেরকে রবের জিম্মায় অর্পণ করছি। আপনার ক্ষুদ্র দান তাদের জন্য পাহাড়সম।
BPFO আপনাদের দান আপনাদের চাহিদা অনুযায়ী সরাসরি ফিলিস্তিনে, আল-আযহারের মাধ্যমে ফিলিস্তিনে এবং মিশরে আশ্রিত ফিলিস্তিনিদের নিকট পৌঁছানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।
যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন। আমাদের ভাসমান কোনো ডোনেশন কালেক্টর নেই।
বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত আল-আযহারের ১১তম ত্রাণ কাফেলায় BPFO-এর কিছু লরির ভিডিও চিত্র।
কৃতজ্ঞতা জ্ঞাপন
Bangladesh Palestinian Friendship Organisation (BPFO)
Audio copyright:
sak Media | Muhammad anas nazeer
Send a message to learn more