Bangladesh Palestine Friendship Organization-BPFO

Bangladesh Palestine Friendship Organization-BPFO আমাদের উপার্জিত আয়ের একটি অংশ ব্যয় হোক প্রথম কেবলার স্বাধীনতা রক্ষা ও মানবতার কল্যাণে।

05/08/2025

আবারো গাযযার পথে ত্রাণবাহী লরি বহর,
আছি আমরা লাল সবুজের পতাকা নিয়ে...

নিষ্ঠুর পৃথিবীর স্বীকৃত মজলুম জনপদ ফিলিস্তিনের জনগণের জীবন-মৃত্যুর মধ্যকার দূত বর্বর ইসরাইলের বুলেট বোমার পরের স্থান ক্ষুধা-পিপাসার মরণযন্ত্রণা। ইসরাইল কর্তৃক গাজার ইমারত ও জনগণের স্বপ্নের শেষ ঠিকানা বসতভিটা ধুলোয় মিশিয়ে দেওয়ার পর তাদেরকে সমূলে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সক্রিয় ষড়যন্ত্রের নাম ক্ষুধা।

আজ কায়রো থেকে রওয়ানা হয়েছে আল-আযহারের ১১তম ত্রাণ কাফেলা, প্রায় পঞ্চাশোর্ধ লরিতে ছিল হাজার হাজার টন, ঔষধ , খাদ্যদ্রব্য, সামানা ইত্যাদি ত্রান সামগ্রী! এতে বরাবরই মতোই উল্লেখযোগ্য অংশ ছিল বাংলাদেশ। লাল সবুজের প্রায় ১৫+ লরির মাঝে ৫ টি লরি ছিল আপনাদের বিশ্বস্ত মাধ্যম Bangladesh Palestine Friendship Organization-BPFO এর ব্যাবস্থাপনায় প্রস্তুতকৃত। আলহামদুলিল্লাহ।

বাংলাদেশের মানবদরদী যে সকল ভাইয়েরা নিরবে নিভৃতে গাজাবাসীর মুখে আহার তুলে দেওয়ার ব্যবস্থা করছেন তাদেরকে রবের জিম্মায় অর্পণ করছি। আপনার ক্ষুদ্র দান তাদের জন্য পাহাড়সম।

BPFO আপনাদের দান আপনাদের চাহিদা অনুযায়ী সরাসরি ফিলিস্তিনে, আল-আযহারের মাধ্যমে ফিলিস্তিনে এবং মিশরে আশ্রিত ফিলিস্তিনিদের নিকট পৌঁছানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন। আমাদের ভাসমান কোনো ডোনেশন কালেক্টর নেই।

বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত আল-আযহারের ১১তম ত্রাণ কাফেলায় BPFO-এর কিছু লরির ভিডিও চিত্র।

কৃতজ্ঞতা জ্ঞাপন
Bangladesh Palestinian Friendship Organisation (BPFO)

Audio copyright:
sak Media | Muhammad anas nazeer

Send a message to learn more

বাংলাদেশ-ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO)-এর তত্ত্বাবধানে গায*যায় জরুরি ত্রাণ কাফেলা, খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা কার্যক্...
02/08/2025

বাংলাদেশ-ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO)-এর তত্ত্বাবধানে গায*যায় জরুরি ত্রাণ কাফেলা, খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা কার্যক্রম।

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ-ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO) ধারাবাহিকভাবে গায*যা উপত্যকার নির্যাতিত ও বিপর্যস্ত জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। দখলদার জায়ন+বাদের বর্বর আগ্রাসনে সৃষ্ট ইতিহাসের এক ভয়াবহ মানবিক সংকটের মোকাবিলায় এবার নতুন উদ্যমে কাজ করে যাচ্ছে।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে, মিশর সীমান্তে, রাফাহ ক্রসিং হয়ে স্থলপথে, "ত্রানবাহী লরি বহর প্রেরণ কার্যক্রম" দীর্ঘদিন স্থগিত থাকার পর, এবার আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমের আওতায় শাইখুল আজহার পরিচালিত "বাইতুয যাকাত"-এর একাদশতম ত্রাণ কাফেলায় বরাবরের মতো অংশ নিয়েছে বিপিএফও- ( Bangladesh Palestine Friendship Organization-BPFO )। এ কাফেলায় রয়েছে হাজার টন খাদ্যপণ্য, জরুরি ত্রাণসামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। পাশাপাশি রয়েছে এক হাজার সম্পূর্ণ প্রস্তুত তাঁবু, যা গৃহহীন পরিবারগুলোর অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।

গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর এটি বাইতুয যাকাতের পাঠানো ধারাবাহিক কাফেলার মধ্যে একাদশতম। তবে এই কাফেলাটি বিশেষভাবে গাজা-বাস্তুচ্যুত শিশু ও নারীদের প্রয়োজন বিবেচনায় সাজানো হয়েছে। তাদের জন্য রয়েছে শিশুদের দুধ, ডায়াপার, পোশাক, কম্বল, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা।

এতসব মানবিক তৎপরতার পেছনে রয়েছে এক প্রেরণাদায়ী আহ্বান, শাইখুল আজহারের সেই জ্বালাময়ী স্লোগান: “তোমাদের ধনসম্পদ দিয়ে সংগ্রাম করো… এবং ফিলিস্তিনকে মুক্ত করো”।
এই আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যেই বিশ্বের ৮০টিরও অধিক দেশের অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান বাইতুয যাকাতের নেতৃত্বে এই মহতী কাজে সম্পৃক্ত হয়েছে।

বাংলাদেশ-ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO) গাজায় জরুরি ত্রাণ প্রেরণের এই কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ। আমরা আশা করি, দেশ-বিদেশের হৃদয়বান, উদার ও মানবতাপ্রেমী মানুষ এ উদ্যোগে পাশে দাঁড়াবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করবেন।

আসুন, আমরা একত্র হই।
আগ্রাসনের অবসান, অবরোধের উত্তোলন এবং ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে নিজেদের নিয়োজিত করি। মানবতার পক্ষ নিয়ে, ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডির বিরুদ্ধে আমরা দাঁড়াই, ঐক্যবদ্ধভাবে।

নিবেদক:
বাংলাদেশ-ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO)
কার্যকরী পরিষদ – ২০২৫ ঈ.

01/08/2025

কেউ কি বেঁচে আছে?
কোন কান কি আছে? আওয়াজ শুনতে পাচ্ছে!

বিপিএফও নিউজ:গায*যায় নারী, শিশু ও বৃদ্ধ - ক্ষুধার যন্ত্রণা থেকে কেউ রেহাই পাচ্ছে না। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন আম...
23/07/2025

বিপিএফও নিউজ:
গায*যায় নারী, শিশু ও বৃদ্ধ - ক্ষুধার যন্ত্রণা থেকে কেউ রেহাই পাচ্ছে না।

আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন আমীন।

সরাসরি গা*যযায়‌ অনুদান পাঠাতে মেসেজ বাটনে ক্লিক করুন 👇

05/07/2025
23/06/2025

গাযযার অবস্থা আমাদের ধারনার থেকেও শোচনীয়, এলাকা ভেদে জনগনের প্রয়োজন ভিন্ন ভিন্ন। আমরা চেষ্টা করি ডোনারকে আমদের ফিলিস্তিনি পরিবারের প্রয়োজনীয়তা বুঝিয়ে ডোনেশন করাতে।

বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সৌদির দাম্মাম প্রবাসী জনাব মোহাম্মদ (বর্মা) ও জনাব ইমরান হোসাইন (জনি)-কে। রাব্বে কারীম নিজের শান মোতাবেক তাদেরকে প্রতিদান দিন।

23/06/2025

গাযযার অবস্থা আমাদের ধারনার থেকেও শোচনীয়, এলাকা ভেদে জনগনের প্রয়োজন ভিন্ন ভিন্ন। আমরা চেষ্টা করি ডোনারকে আমদের ফিলিস্তিনি পরিবারের প্রয়োজনীয়তা বুঝিয়ে ডোনেশন করাতে।

বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব মোহাম্মাদ মাহফুজুর রহমান মাসুমকে। রাব্বে কারীম তাকে নিজের শান অনুযায়ী প্রতিদান দান করুন।

23/06/2025

আল হামদুলিল্লাহ, Mojo ও Akij-Monowara Trust -কে ধন্যবাদ তাদের দেয়া প্রতিশ্রুতি ঠিক রেখে বরাবরের ন্যায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য।

Bangladesh Palestine Friendship Organization-BPFO
আপনার আমানত সঠিক ব্যক্তির নিকটে পৌঁছে দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

18/06/2025

আপনাদের ভালোবাসাগুলো যখন ফিলি/স্তিনের অবহেলিত মানুষদের জীবন ধারণের শেষ ঠিকানা হয়।

ইউনিসেফ জানিয়েছে:২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হয়েছে, অর্থাৎ গড়ে প্রত...
01/06/2025

ইউনিসেফ জানিয়েছে:
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি ২০ মিনিটে একজন শিশু।

গাজ্জায় চরম দুর্ভিক্ষ, গুরুতর মানবাধিকার লঙ্ঘন, সাহায্য পৌঁছাতে বাধা এবং স্কুল-কলেজ ও হাসপাতালগুলো ধ্বংসযজ্ঞের মুখোমুখি হচ্ছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ঃ গত ২৪ ঘণ্টায় উপত্যকার হাসপাতালগুলোতে ৬০ জন শহীদ ও ২৮৪ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন। #তথ্...
31/05/2025

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ঃ গত ২৪ ঘণ্টায় উপত্যকার হাসপাতালগুলোতে ৬০ জন শহীদ ও ২৮৪ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন।
#তথ্যসূত্র #আলজাজিরা

Address

Nasr City
Nasr City
4450113

Telephone

+201154108271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Palestine Friendship Organization-BPFO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Palestine Friendship Organization-BPFO:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram