
27/07/2025
প্রায় কম মানুষ পাওয়া যায়, যারা জীবনে কখনো দাদ রোগে ভুগে নাই। বর্তমান সময়ে দাদরোগ এতটা প্রকট আকার ধারন করছে ট্রেডিশনাল ড্রাগ ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হচ্ছে না এবং একই শরীরে বারবার হচ্ছে। ডায়াবেটিক রোগীদের ক্ষেএে প্রায় এটি পরিলক্ষিত হয়।
🌼দাদ রোগ কি?
এটি এক ধরনের চর্ম রোগ যা ফাঙ্গাস /ছএাক দিয়ে হয়। মেডিকেলের ভাষায় যাকে ডার্মাটোফাইটোসিস (Dermatophytosis) বলে।
🌼 কিভাবে বুঝবেন আপনার দাদ রোগ হলো কিনা?
প্রথমে ছোট একটা বিছির মত হবে। চুলকানি থাকতে পারে। কারো ক্ষেএে চুলকানি সহ্য ক্ষমতার বাহিরে চলে যায়। যত বেশি চুলকানো হয় এটির আকার তত বাড়তে থাকবে, একসময় এটি রিং এর মত গোল হয়ে যায়।
🌼কাদের হয়?
এটি যে কোনো বয়সের মানুষের হতে পারে। তবে ডায়াবেটিসের রোগী ও শিশুদের দাদ রোগ হওয়ার প্রবনতা বাড়ে।
🌼কোথায় হতে পারে?
মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো অংশে এটি হতে পারে। এমনকি সম্পূর্ণ শরীরেও হতে পারে।
চিকিৎসা:
এলার্জি বাড়তে পারে এমন খাবার থেকে বিরত থাকা।
অসুস্থতা বেশি হওয়ার আগেই দ্রুত স্ক্রিন ডাক্তারের শরণাপন্ন হওয়া।