Dr M H Milad

Dr M H Milad Dreamer of a new Bangladesh. Waiting for the sunshine. A voice against autocracy, a voice towards the oppressed.

27/08/2024

আগে মৃণাল কান্তির যে বিষয়টি ছিল সেটার পক্ষে ছিলাম; কিন্তু এখন যেটা শুনতেছি সেটার পক্ষে নেই।।

05/08/2024

আসন্ন এক মহা বিপ্লবের প্রতিক্ষায় ।

হয় মৃত্যু, না হয় মুক্তি...।।

ইনকিলাব জিন্দাবাদ..................।।।

23/07/2024

আরব আমিরাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, প্রটেস্টের দায়ে বাংলাদেশী ৫৭ শ্রমিককে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে দন্ড দেয়া হয়েছে তাতে মূল অনুঘটক ছিল বাংলাদেশ হাইকমিশনে থাকা ফ্যাসিবাদের দালালরা।।

একই ঘটনা তারা ঘটাতে চেয়েছিল মালদ্বীপে, প্রটেস্টে থাকা সাধারণ শ্রমিকদেরকে এরেস্ট করতে তারা মালদ্বীপ সরকারকে চাপ দেয়। ঘটনাটি ঘটে Thindhoo Accidents। যদিও বাংলাদেশি একজন দেশপ্রেমিক নিজের পাসপোর্ট জমা দিয়ে তাদেরকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন।

কিন্তু এখন আবারও প্রধান হাইকমিশনার রিয়ার এডমিরাল আবুলা কালাম আজাদ, রঞ্জিত (পুরো নাম পাই নি) সহ হাইকমিশনে থাকা ফ্যাসিদের দালালরা প্রটেস্টে থাকা সকলকে (পাসপোর্ট জমা দেয়া ব্যক্তিসহ) ডিপোর্ট করার ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে।।

সবাইকে চিনে রাখা হবে, কেউ ছাড় পাবে না।।।

23/07/2024

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের রঞ্জিত মল্লিক প্রটেস্টের কারণে বাংলাদেশে শ্রমিকদের জেলে পাঠিয়েছে মালদ্বীপ সরকারকে চাপ দিয়ে। 😡

তারা এখন শ্রমিকদের দেশে পাঠিয়ে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিতে পারে।।

রঞ্জিতের ঘর বাড়ির খোজ নেন। আপনারা ব্যবস্থা নিন। সে খুব সম্ভবত ডেপুটি হাই কমিশনার।।

(আমি আন্দোলনে থাকা একজন শ্রমিকের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি)।

ভালোভাবে ভিডিও এনালাইসিস করে দেখলাম।।স্ক্রিনশট দেখুন,, একই ফুটেজ, একই ব্যক্তি বক্তব্যের ভিন্ন ভিন্ন সময়ে।।।হাসিনা গণভবনে...
22/07/2024

ভালোভাবে ভিডিও এনালাইসিস করে দেখলাম।।

স্ক্রিনশট দেখুন,, একই ফুটেজ, একই ব্যক্তি বক্তব্যের ভিন্ন ভিন্ন সময়ে।।।

হাসিনা গণভবনে নাই, সে মিথ্যার জননী।।

21/07/2024

হাসিনা দেশে নেই এটা নিশ্চিত।।
সম্ভবত এটাই তার শেষযাত্রা।

তার দোসররা যেনো তাদের কৃতকর্মের হিস্যা বুঝে পায়।

অনেক দেনা, অনেক।।।।

21/07/2024

জাতীয় আন্দোলন এবং গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল।।

আমদের মায়েরা যদি শুধু ঘরে থাকা দা-বটি নিয়েও বের হয়, এই আওয়ামী ফ্যাসিবাদ পালানোর রাস্তা খুজে পাবে না।।

বিজয় সন্নিকটে।।

21/07/2024

বিমানবন্দর ঘেরাও করেন, হাসিনা হেলিকপ্টারে গণভবন ছেড়েছে।।

পালাতে দেবেন না একটা খুনিকেও।।

21/07/2024

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গ্রেফতার, জামায়াতের কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ হয় গ্রেফতার না-হয় গুম। কোটা আন্দোলনের আহ্বায়ক সহ শতাধিক গুম!!

এই অবস্থায় রাজনৈতিক দলগুলো যদি গণমানুষের আন্দোলনে না নামে, যদি অস্ত্র (যার যা আছে) হাতে না নামে, এই বাংলার মানচিত্র হারাবো আমরা। শকুনেরা ঘর থেকে তুলে খুবলে খাবে আমার মা-বোন- ভাইদের।।

হোক বিপ্লব, হও সশস্ত্র।

ইনকিলাব জিন্দাবাদ।।

21/07/2024

২১শে জুলাই এর আপডেট
জুলকারনাইন সায়ের থেকে

------------

আজ সন্ধ্যায় বাংলাদেশ থেকে তৃতীয় একটি দেশে গেছেন এমন একজন ব্যক্তির সাথে কথা বললাম। তিনি নিজে গত তিনদিন এবং আজ সন্ধ্যা পর্যন্ত যা যা দেখেছেন তার সারসংক্ষেপঃ

১. বেক্সিমকো গ্রুপের ১টি কারখানা আজ আগুনে পুড়িয়ে দেয়া হয়।

২. ঢাকার বেশিরভাগ পুলিশ বক্স আন্দোলনকারীরা ধ্বংস করেছে, এবং বিভিন্ন থানায় আগুন দিয়েছে।

৩. বিক্ষোভকারীরা গেরিলা কায়দায় স্ট্রিট ফাইটে লিপ্ত হচ্ছে, বিভিন্ন অলিগলি থেকে ছোট ছোট দলে তারা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, আক্রমণ করছে।

৪. আন্দোলনে প্রায় সকল পেশার সাধারণ মানুষ যুক্ত হয়েছেন, তাদের দেখে ক্লান্ত বা পরাজিত এমন কিছুই মনে হচ্ছেনা, প্রতিদিনই নতুন উদ্যোমে তারা বিক্ষোভ করছেন।

৫. বিক্ষোভের দ্বিতীয় দিন থেকেই ১৮জুলাই, পুলিশ লাইভ বুলেট ব্যবহার শুরু করে। গুরুতর আহত অনেকেই পরবর্তীতে হাশপাতালে রক্ত এবং চিকিৎসার অভাবে মারা গেছেন। মৃতের আসল সংখ্যা ঘোষিত সংখ্যার তিন থেকে চারগুন হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

৬. হেলিকপ্টার ব্যবহার করে বেশ কয়েকবার বিক্ষোভাকারীদের উপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ফায়ার করা হয় বলে তিনি জানান। লাইভ বুলেট ব্যবহার হয়েছে কিনা এ বিষযে তিনি নিশ্চিত নন।

৭. বাংলাদেশের অভ্যন্তর হতে প্রচারিত সকল টেলিভিশন চ্যানেলের তথ্যই তিনি সম্পূর্ণ উপেক্ষা করতে পরামর্শ দিয়েছেন কারণ, যারাই এসব এই মূহুর্তে অপারেট করছে তারা গোয়েন্দা বাহিনীর পরামর্শ মতো করছে, রাস্তায় বের হয়ে সংবাদ সংগ্রহ করার পরিস্থিতি নেই। এমনকিছু জায়গায় গিয়ে তারা লাইভ করছে বা ভিডিও করছে যেখানে কোন বিক্ষোভকারী নেই।

৮. চলমান বিক্ষোভের সাথে যুক্তরা সরকারী চাকুরীজীবি বিশেষ করে নিরাপত্তা সংস্থার সদস্য এবং সরকার দলের সাথে যুক্ত ব্যক্তিদের টার্গেট করে আক্রমণ করছে। সরকারী স্থাপনা, আওয়ামী লীগ কার্যালয়ে এসবে হামলা চলছে। তার মতে ঢাকা শহরের অধিকাংশ আওয়মীলীগ নেতা-কর্মী গা-ঢাকা দিয়েছে, ছাত্রলীগের কর্মীরা অনেকেই আন্ডার গ্রাউনড হয়েছেন, যারা আছেন তারা খুবই সাবধানে চলাচল করছেন।

৯. এই আন্দোলন সহসা থামার কোন লক্ষন নেই কারণ পুরো দেশেই এটা ছড়িয়েছে এবং আন্দোলনে যুক্ত সকলেই একে অপরকে সহায়তা করছেন। আজ সন্ধ্যায় তিনি দেশ থেকে বের হওয়ার আগ পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছিলো বলে তিনি জানান, আন্দোলনে যুক্তরা কারফিউ সেভাবে পরোয়া করছেনা। তার মতে কারফিউ না দিলে রাস্তায় চলাচল করছে এমন অনেক সরকারী কর্মচারীদের উপর আক্রমণ হতো। একই কারণে দু'দিন ছুটিও দেয়া হয়েছে।

১০. তিনি মনে করছেন বর্তমান সরকারের পদত্যাগ ব্যতিত এই আন্দোলন থামানো বেশ কষ্টসাধ্য হবে। c

এখন শুধু প্রয়োজন সর্বদলীয় সংগ্রাম কমিটি এবং গণ প্রতিরোধ।। ছাত্রদের একা ছেড়ে দেবেন না

Address

Wolverhampton
WV11DD

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr M H Milad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category