04/04/2023
অকুপেশনাল থেরাপি কি?
অকুপেশনাল থেরাপি একটি বিজ্ঞান সম্মত চিকিৎসা যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক এবং পরিবেশগত সমস্যা দূর করার মাধ্যমে তাকে দৈনন্দিন কাজে যথাসম্ভব স্বর্নিভর করার লক্ষ্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।
অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা সেই সকল রোগীদের জন্য প্রয়োজন যাদের দৈনন্দিন জীবনের কাজ কর্ম কোন না কোন ধরণের প্রতিবন্ধকতার কারণে যেমন শারীরিক অক্ষমতা বা বুদ্ধি বৃত্তির বিকাশজনিত সমস্যার কারণে বাধাগ্রস্থ হচ্ছে।
অকুপেশনাল থেরাপি সেবা দেয়া হয় বিভিন্ন ধরণের বিজ্ঞান সম্মত উপায়ে যেমনঃ
উদ্দেশ্যমূলখ কাজ (পারপাসফুল এ্যাকটিভিটিস), থেরাপিউটিক এক্সারসাইজ, বিশেষ সহায়ক উপকরণ, দক্ষতার উন্নয়ন, প্রবেশ গম্যতা নিশ্চিতকরণ ইত্যাদি।
প্রয়োজন অনুযায়ী পরিবেশের পরিবতন করার মাধ্যমে দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে অংশগ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তির স্বর্নিভরতা অজন করার জন্য অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা ক্ষেত্র সমূহঃ
শারীরিক, মানসিক, চিন্তা বা উপলব্ধিগত, পরিবেশগত কিংবা সামাজিক কারণে দৈনন্দিন কাজ সম্পাদনে নির্ভরশীল, সমস্যাগ্রস্থ কিংবা অক্ষম যে কেউই অকুপেশনাল থেরাপী চিকিৎসা সেবায় উপকৃত হতে পারেন। অকুপেশনাল থেরাপিস্টগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন এমন কিছু অতি পরিচিত রোগের নাম নিচে উল্লেখ করা হল-
স্নায়ুরোগ বিষয়ক- স্ট্রোক, মস্তিস্কে আঘাত, মেরুরজ্জুতে আঘাত, বৃদ্ধদের ক্রমর্ধমান ব্যাধি, øায়ুর আঘাত, প্যারালাইসিস, গুলেন বারি সিন্ড্রোম ইত্যাদি।
শিশুরোগ বিষয়ক - মস্তিস্কে পক্ষাঘাত (Stroke & Paralysis), শিশুদের কঠিন মানসিক পীড়া (Autism), বাকানো পা (Club Feet), ডাউন সিন্ড্রোম, মেরুদন্ডে গর্ত (Spinal Bifida) ইত্যাদি।
পেশী ও হাড় সংক্রান্ত - হাড় ভাঙ্গা, বাত, রিওমাটয়েড আর্থ্রাইটিস, অঙ্গহানি, হাতে আঘাত, আগুনে পোড়া, কোমর ব্যথা ইত্যাদি।
মনোরোগ বিষয়ক- বিষন্নতা, অস্থিরতা, সিজোফ্রেনিয়া, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মাদকাসক্তি, ভগ্ন মনস্কতা ইত্যাদি।
কাজের সুযোগ কোথায়?
চাকরির বাজার বিবেচনায় বর্তমানে এই কোর্সের ব্যাপক চাহিদা আছে। এখানে পড়তে আসা অনেক শিক্ষার্থীরই পাস করার আগেই চাকরি নিশ্চিত হয়ে যায়। একজন অকুপেশনাল থেরাপিস্ট সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে বিশেষায়িত ক্লিনিক, পুনর্বাসন কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, বার্ন ইউনিট, অর্থোটিক ও প্রসথেটিক বিভাগ, মানসিক স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল, বিশেষ শিশুদের স্কুল, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, সেন্সরি ইন্টিগ্রেশন কেন্দ্র, অটিজম সেন্টার, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী সংস্থার মতো গূরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করতে পারেন। বিসিএস পরীক্ষা দিয়ে সাধারণ ক্যাডার হিসেবে বা প্রশাসনের বিভিন্ন পদেও কাজ করার সুযোগ আছে।
মানুষের সেবা করার ব্রত নিয়ে যাঁরা স্বাস্থ্যসেবামূলক খাতে যুক্ত হতে চান, তাঁদের জন্য ‘অকুপেশনাল থেরাপি’ হতে পারে একটি বড় সুযোগ। এই শিক্ষা নিয়ে একদিকে আপনি যেমন স্বাবলম্বী হতে পারেন, তেমনি প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করে কিংবা বয়স্ক ব্যক্তিদের পুনর্বাসিত করে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও চিকিৎসা অনুষদের অধীনে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসের ৫ বছর মেয়াদী অকুপেশনাল থেরাপি কোর্সে মেডিক্যাল গ্র্যাজুয়েট চিকিৎসক হিসেবে ক্যারিয়ার গড়ার সূবর্ণ সুযোগ।
ওনলাইন এডমিশান ফরম :
https://belaedubd.com/Online_Admission.html
যেকোন তথ্য ও পরামর্শের জন্য সরাসরি ফোন করুন আমাদের হটলাইন নাম্বারে :
01321-213177
01321-213178
ভিজিট করুন আমাদের ওয়েব সাইড :
www.belaedubd.com