15/09/2024
আকাশের'ও আজ সীমানা আছে - আকাশ সীমা;
নদীর জল'ও বন্ঠন হয় চুক্তিতে।
দিতে হয় কর প্রতিটি কেনা - বেচায়, বাগিচায়, খাঁচায়।
কিন্তু লাগামহীন ক্ষতগুলো হাতে গোনা -
দুর্নীতি
গালি গালাজ
অভদ্রতা
চাটুকারিতা
বিষাক্ত মানসিকতা
দ্বিচারিতা
দাদাগিরি
ভন্ডামি
দৃশ্য দূষণ।।
(ক্রমশঃ)