02/10/2024
মহালয়ার এই পূণ্যলগ্নে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আনন্দময়ীর আগমনে সর্বত্র বইছে আনন্দ ধারা। অধীর অপেক্ষা শেষে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব দোরগোড়ায় হাজির। উৎসবের দিনগুলিতে সবাই জমিয়ে আনন্দ করুন, পরিবারের সকলের সাথে সময় কাটান আর একে অপরের প্রতি যত্ন নিন।
আমরা HealthCare Info. Updates & MediGuide ও আছি আপনাদের সকলের পাশে, সারা বছরের ন্যায় উৎসবের দিনেও আপনাদের সাথে। সকলেই শরীরের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। অসুস্থদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছি।
আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের রিপোর্ট পাঠিয়ে চিকিৎসা সংক্রান্ত যেই কোনো ব্যাপারে সব তথ্য পেতে অথবা বিস্তারিত আলোচনা করতে যোগাযোগ করতে পারেন +91 88373 76751 এই নম্বরে। ধন্যবাদ।