01/09/2025
প্রতিদিন অ্যাসপিরিন খাওয়া কি নিরাপদ? না কি অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ?
এই ভিডিওতে কার্ডিওলজিস্ট ডাঃ অরূপ দেব ব্যাখ্যা করছেন — কারা প্রতিদিন অ্যাসপিরিন খাবেন, কারা নয়, এবং কেন নিজে থেকে ওষুধ শুরু করা বিপজ্জনক হতে পারে।
এই ভিডিওতে জানবেন:
কারা প্রতিদিন অ্যাসপিরিন খেতে পারেন (ডাক্তারের পরামর্শে)
কার ক্ষেত্রে অ্যাসপিরিন খাওয়া বিপজ্জনক হতে পারে
অ্যাসপিরিন ও মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেন ব্লিড) ঝুঁকি
অ্যাসপিরিন কি হার্ট অ্যাটাক রোধে উপকারী? প্রাইমারি বনাম সেকেন্ডারি প্রিভেনশন
কখন অ্যাসপিরিন খাওয়া উচিত (যদি ডাক্তার বলেন)
কী কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে?
আপনি যদি ৪০-এর ওপরে হন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার থাকে বা পারিবারিকভাবে হার্টের অসুখ থাকে — তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
👉 ভিডিওটি পুরোটা দেখুন, নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিন।
👨⚕️ ডাঃ অরূপ দেব (ডিএম, কার্ডিওলজি) — ত্রিপুরার অভিজ্ঞ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট।
এই চ্যানেলের উদ্দেশ্য কী?
এই চ্যানেলটি "Cardiocare by Dr Arup" – একটি সম্পূর্ণ প্রতিরোধমূলক স্বাস্থ্য সচেতনতা
ভিত্তিক চ্যানেল। এখানে আমরা সহজ ভাষায় জানাই কিভাবে কিছু জীবনধারাগত পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মোটা হওয়া, কোলেস্টেরল এবং স্ট্রেসের মতো রোগ প্রতিরোধ করা যায়।
আমরা বিশ্বাস করি – "স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধ চিকিৎসার চেয়েও বেশি জরুরি।"
🎓 এই ভিডিওগুলি একজন অভিজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি – যা আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ জীবন যাপন করতে সাহায্য করবে।
ডাঃ অরূপ দেব সম্পর্কে:
Dr. Arup Deb
একজন অভিজ্ঞ Interventional Cardiologist
বর্তমান কর্মস্থল: Agartala, Tripura
👉 তার ক্লিনিকের নাম:
Cardio Care
📍 ঠিকানা:
Vivekananda Sarani, East Chanmari, Near SDO Chowmuhani
Agartala, West Tripura – 799006
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
+91 9774488292
📺 আমাদের ইউটিউব চ্যানেলসমূহ:
🔹 বাংলা চ্যানেল:
👉 Cardiocare by Dr Arup
🔗 https://www.youtube.com/channel/UCy7VgMa567g-_L4p3zZiweA
🆔
⚠️ Disclaimer (দায়বদ্ধতা অব্যাহতি):
এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ, নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। কোনও স্বাস্থ্য সমস্যা থাকলে দয়া করে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।
Cardiocare by Dr Arup এবং ডাঃ অরূপ দেব এই ভিডিওর ওপর ভিত্তি করে ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য দায়ী থাকবেন না।
🔹 English চ্যানেল (নতুন):
👉 Cardio Care by Dr Arup (English)
🔗 https://www.youtube.com/channel/UCPAINmk42ZmmymbdOkCJGOw
🆔