Opt. Ankit Saha

Opt. Ankit Saha Opt.Ankit Saha
Eye Consultant Optometrist
Primary Eye Care Specialist

Clinical Experience :-
Int

ডিপি ওয়ার্কে এক শোকগ্রস্তা মায়ের সাক্ষাৎ ************************************একটি ষোল বছরের মেয়ে,- ফেইসবুকে পরিচিত হয় আঠ...
15/06/2023

ডিপি ওয়ার্কে এক শোকগ্রস্তা মায়ের সাক্ষাৎ
************************************
একটি ষোল বছরের মেয়ে,- ফেইসবুকে পরিচিত হয় আঠার বছরের একটি যুবকের সাথে। পরিচয় থেকে অনলাইন গভীর প্রেম। পরিচয়ের এক বছরের মধ্যে ছেলেটির সাথে পালিয়ে যায়। কিন্তু তার বয়স আঠারোর কম হওয়ায়,- মা বাবা বাড়ীতে নিয়ে আসে। উভয়পক্ষ রাজী হয়,- মেয়ে উপযুক্ত বয়স হলে এই ছেলের সাথেই সামাজিকভাবে বিয়ে দেওয়া হবে।

তারপর স্বাভাবিক মেলামেশা চলতে থাকে। ছেলেটি আসত মেয়ের বাড়ী,- দেখা করতে। কিছুদিন পর ভুল সন্দেহের কারনে তুমুল ঝগড়া শুরু হয়। ফোনে ফোনে তিনদিন ঝগড়া চলে। চতুর্থদিন ছেলেটি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। ছেলের বাবা মেয়েটিকে ফোন করে শাসায়,-" আমার ছেলেকে কি বলেছ? সে গায়ে কেন আগুন দিল?"

ফোন রেখে মেয়েটি ঘরের পেছনে গিয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। দুইজনেই জিবি হাসপাতালে ভর্তি হয়। মেয়েটি কিছুদিন পর মারা যায়,- ছেলেটি বেঁচে যায়।

আজকে সকালে ডিপি ওয়ার্কে গিয়ে সেই মেয়েটির বাড়ীতে ঢুকলাম। মেয়েটির কাকীমার মুখে শুনলাম এই মর্মান্তিক ঘটনাটি।

মেয়েটির মা, - শোকে বিহবল হয়ে গেছে। বলছে,- " আমার বাঁচতে ইচ্ছে হয় না আর। কেন আমার মেয়েটির সাথে অমন হল? "

তারপর বলছে,-" আমি অনেক আগে ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম,- কিছু করিনা। সব ভুলে গেছি। এখন এই শোক ভুলার জন্য ঠাকুরের নাম করতে চাই,- কিন্তু আমার যে মনে নেই বীজনাম। কাকে বলব,কাকে জিজ্ঞেস করব,- মনে মনে ভাবছিলাম। আপনারা আসলেন খুব শান্তি পেলাম। "

মা'টির পুনঃশ্চরন করানো হল। বাড়ীতে ঠাকুরের আসন বসানো হল। পুনঃশ্চরন করানোর সময় লক্ষ করলাম,- ভীষণ গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে গেছেন। ধ্যান ভাঙ্গানোর জন্য কয়েকবার ডাক দিতে হল। চোখেমুখে বেশ একটা শান্তির ছাপ লক্ষ করলাম,- স্বাভাবিকভাবে কথা বললেন, দুয়েকবার কথায় কথায় হাসলেন।
**********************
ডাঃ রাজেশ চৌধুরী
আগরতলা

 #একদিন রাতে পরম পূজনীয় অবিনদাদা টি-ষ্টলে গিয়ে বসতে যাওয়ার আগে হুইলচেয়ারে চলা এক মেয়ে ওর বাবা-মার সাথে ছিলো। তিনি গিয়ে ম...
15/06/2023

#একদিন রাতে পরম পূজনীয় অবিনদাদা টি-ষ্টলে গিয়ে বসতে যাওয়ার আগে হুইলচেয়ারে চলা এক মেয়ে ওর বাবা-মার সাথে ছিলো। তিনি গিয়ে মেয়েটির সাথে কুশল সংবাদ জিজ্ঞেস করতেই মেয়েটি খুব দুঃখের সাথে বললো ওর আর বেঁচে থাকার কোন ইচ্ছে নেই। পরম পূজনীয় শ্রীশ্রীঅবিনদাদা উপস্থিত সবাইকে সরে যেতে বললেন৷ তারপর ফিলান্থ্রপির বাইরের সিঁড়িতে বসে মেয়েটি এবং ওর বাবা-মার সাথে একঘণ্টার মত সময় বসে কথা বললেন। আমরা সকলে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। তাঁর সাথে প্রাণের সব কথা খুলে বলতে পেরে মেয়েটিকে বেশ উদ্দীপিত মনে হ'ল।

আরেকটি ঘটনা ঘটেছিলো গতকাল রাতে। এক মা উনার দশ-বারো বছর বয়সী শ্বেতী রোগে আক্রান্ত ছেলের ব্যাপারে খুব ভারাক্রান্ত মন নিয়ে দাদার চরণে নিবেদন করে বললেন যে ওর গায়ে সাদা-কালো দাগ পড়ে যাওয়ায় সে এখন স্কুলে যেতে চায় না। অন্য ছেলেরা কেউ ওর সাথে বসতে চায় না। ছেলেটা অত্যন্ত বদরাগী হয়ে গেছে। এই বয়সেই ওর চুল কীরকম যেন সাদা হয়ে যাচ্ছে। প্রচণ্ড হীনমন্যতায় ভুগছে। দাদা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, "এতে কী আছে? একটা স্প্রে দিয়ে দেবো যেটা দিলে ওর শরীরের মাঝে মাঝে যে কালো জায়গাগুলো সাদা হয়ে যাবে। ও সম্পূর্ণভাবে ফ্রান্স-আমেরিকার মানুষদের মতো সাদা হয়ে যাবে। ছেলেটাকে বললেন, দেখিসনা কত লোক চুলে বিভিন্ন রঙ করে? তোরটা নাহয় সাদা রঙের হবে। এটাকে ভাববি নতুন চুলের স্টাইল। তারপর কখনও কালো চশমা কখনও বা অন্য রঙ বেরঙের চশমা পড়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবি। একদম পরওয়া করবিনা। তোর অবিন দাদা আছেন। চিন্তা কীসের? ছেলেটিকে ভীষণভাবে উৎফুল্ল দেখাচ্ছিলো। মুহুর্তের সাহচর্যে ছেলেটা যেন নতুন জীবন পেলো। আমরাও তাঁর এই পরম স্নেহময় উৎসাহ দেওয়ার ভঙ্গি সচক্ষে দেখে ধন্য হলাম।
© Sujit Chakraborty

Address

North Jogendranagar Near Mahashakti Club
Agartala
799004

Opening Hours

Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Opt. Ankit Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category