
15/06/2023
ডিপি ওয়ার্কে এক শোকগ্রস্তা মায়ের সাক্ষাৎ
************************************
একটি ষোল বছরের মেয়ে,- ফেইসবুকে পরিচিত হয় আঠার বছরের একটি যুবকের সাথে। পরিচয় থেকে অনলাইন গভীর প্রেম। পরিচয়ের এক বছরের মধ্যে ছেলেটির সাথে পালিয়ে যায়। কিন্তু তার বয়স আঠারোর কম হওয়ায়,- মা বাবা বাড়ীতে নিয়ে আসে। উভয়পক্ষ রাজী হয়,- মেয়ে উপযুক্ত বয়স হলে এই ছেলের সাথেই সামাজিকভাবে বিয়ে দেওয়া হবে।
তারপর স্বাভাবিক মেলামেশা চলতে থাকে। ছেলেটি আসত মেয়ের বাড়ী,- দেখা করতে। কিছুদিন পর ভুল সন্দেহের কারনে তুমুল ঝগড়া শুরু হয়। ফোনে ফোনে তিনদিন ঝগড়া চলে। চতুর্থদিন ছেলেটি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। ছেলের বাবা মেয়েটিকে ফোন করে শাসায়,-" আমার ছেলেকে কি বলেছ? সে গায়ে কেন আগুন দিল?"
ফোন রেখে মেয়েটি ঘরের পেছনে গিয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। দুইজনেই জিবি হাসপাতালে ভর্তি হয়। মেয়েটি কিছুদিন পর মারা যায়,- ছেলেটি বেঁচে যায়।
আজকে সকালে ডিপি ওয়ার্কে গিয়ে সেই মেয়েটির বাড়ীতে ঢুকলাম। মেয়েটির কাকীমার মুখে শুনলাম এই মর্মান্তিক ঘটনাটি।
মেয়েটির মা, - শোকে বিহবল হয়ে গেছে। বলছে,- " আমার বাঁচতে ইচ্ছে হয় না আর। কেন আমার মেয়েটির সাথে অমন হল? "
তারপর বলছে,-" আমি অনেক আগে ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম,- কিছু করিনা। সব ভুলে গেছি। এখন এই শোক ভুলার জন্য ঠাকুরের নাম করতে চাই,- কিন্তু আমার যে মনে নেই বীজনাম। কাকে বলব,কাকে জিজ্ঞেস করব,- মনে মনে ভাবছিলাম। আপনারা আসলেন খুব শান্তি পেলাম। "
মা'টির পুনঃশ্চরন করানো হল। বাড়ীতে ঠাকুরের আসন বসানো হল। পুনঃশ্চরন করানোর সময় লক্ষ করলাম,- ভীষণ গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে গেছেন। ধ্যান ভাঙ্গানোর জন্য কয়েকবার ডাক দিতে হল। চোখেমুখে বেশ একটা শান্তির ছাপ লক্ষ করলাম,- স্বাভাবিকভাবে কথা বললেন, দুয়েকবার কথায় কথায় হাসলেন।
**********************
ডাঃ রাজেশ চৌধুরী
আগরতলা