Unofficial Dr.Shyamotpal's Multispeciality Clinic,Kalyani,Dhaleswar.

  • Home
  • India
  • Agartala
  • Unofficial Dr.Shyamotpal's Multispeciality Clinic,Kalyani,Dhaleswar.

Unofficial Dr.Shyamotpal's Multispeciality Clinic,Kalyani,Dhaleswar. Medical Clinic Solving health issues with Homeopathic Medicine and Therapy

17/07/2025

The Central Council for Research in Homoeopathy in collaboration with MyGovIndia is inviting citizens to participate in 'CREATE SLOGAN FOR HOMOEOPATHY' contest. The purpose of this event is to encourage participants to create catchy and meaningful slogans that effectively promote the principles and benefits of .

For more details, visit https://www.mygov.in/task/create-slogan-homoeopathy/


Ministry of Ayush, Government of India Press Information Bureau - PIB, Government of India

15/06/2025
06/03/2025

১) অসংখ্য মানুষের অসাধ্য কষ্ট নিবারণকারী এক প্রতিষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছে।
২) শারিরীক যে কোন সমস্যার সমাধানে নির্দ্বিধায় চলে আসুন।
৩) মন, মস্তিষ্ক এবং হৃদয়ের চিকিৎসা করান সহজে।
৪)নার্ভের জটিলতা থেকে মুক্তি পান দ্রুত। হাড়ের ক্ষয় বন্ধ করুন।
৫) হরমোন কন্ট্রোল করে ব্যালেন্সড্ লাইফ গড়ে তুলুন।
৬) সার্জারি ছাড়া শুধুমাত্র ওষুধে গলব্লাডার-কিডনি পাথর, জরায়ুতে টিউমার, অন্যান্য টিউমার, ডিম্বাশয়ে সিস্ট থেকে রেহাই।
যোগাযোগ নাম্বার ভিডিও শেষে রয়েছে।

আপনি যদি চান আমাদের তরফ থেকে কেউ যোগাযোগ করুক তবে নীচে Learn more অপশনটি ক্লিক করুন। ধন্যবাদ।
#স্বাস্থ্য #সুস্বাস্থ্য #চিকিৎসা #হোমিওপ্যাথি #থেরাপি #ন্যাচারোপ্যাথি #ভাঙ্গাহৃদয় #হাড়েরসমস্যা #নার্ভেরসমস্যা #হরমোন #টিউমার

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
25/01/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

হ্যালো ভিউয়ারস, সুপ্রভাত। আজকে আপনাদের একটা বিষয় সম্পর্কে জানাতে চাই। সেটা হল ধ্যান বা মেডিটেশন। আমরা জানি দৈহিক ও মান...
13/12/2024

হ্যালো ভিউয়ারস, সুপ্রভাত। আজকে আপনাদের একটা বিষয় সম্পর্কে জানাতে চাই। সেটা হল ধ্যান বা মেডিটেশন।

আমরা জানি দৈহিক ও মানসিক চর্চা একটা জরুরী অভ্যাস। দৈহিক চর্চা সাধন করা যায় ব্যায়ামের মাধ্যমে আর মানসিক চর্চা সাধন করা যায় ধ্যানের মাধ্যমে। ধ্যানের সময় একান্ত পরিবেশ জরুরী। কোলাহলমুক্ত স্থানে একাকী ধ্যান করাই প্রশস্ত।
ধ্যান কে ইংরেজিতে মেডিটেশন বলে। প্রকৃতপক্ষে মেডিটেশন একটি জাপানি অভ্যাস। জাপানিরা মেডিটেশন করার ফলে তুলনামূলক একাগ্র এবং কর্মঠ বলে প্রবাদ আছে। জাপানিরা একটি লাল লাইটের সামনে বসে ধ্যান করে।
ধ্যান/মেডিটেশন করার ফলে আপনার মধ্যে যেসব উন্নতিগুলো দেখতে পাবেন-
১.মানসিক চাপ কমে যাওয়াঃ

মেডিটেশন করার অন্যতম একটি প্রধান কারণ মানসিক চাপ কমানো। প্রতিদিন রুটিনমাফিক কাজের চাপ আমাদের দেহ ও মনে এক ধরনের প্রভাব ফেলে, যা আমাদের মানসিক চাপ বাড়িয়ে দেয়। নিয়মিত মেডিটেশন আমাদের মানসিক চাপ কমিয়ে টেনশনমুক্ত থাকতে সাহায্য করে।

২.অস্থিরতা নিয়ন্ত্রণ করাঃ

মাঝে মাঝে আমরা আমাদের কাজ করার সময় মনের মধ্যে এক ধরনের অস্থিরতা অনুভব করি কিংবা বিভিন্ন ধরনের ফোবিয়া ভয়ে আতঙ্কিত হয়ে যায়। মেডিটেশন আমাদের মানসিক অস্থিরতা কমিয়ে একটি সুন্দর মানসিক অবস্থা পেতে সহয়তা করে।

৩.মনযোগ বৃদ্ধি করাঃ

আমরা সাধারণত কোনো কাজ করার সময় বেশিক্ষণ মনযোগ ধরে রাখতে পারি না, বিশেষ করে পড়ার টেবিলে বই নিয়ে বসলে মনযোগ একটু পর পর অন্যদিকে চলে যায়। মজা করে বললে অনেকটা "মন বসে না পড়ার টেবিলে" টাইপের। কিন্তু কথাটা যতটা মজার, তার চেয়ে বেশি পীড়াদায়ক। নিয়মিত মেডিটেশন করার ফলে যে কোনো কাজে আপনার মনযোগ বৃদ্ধি পাবে।

৪.ঘুমের উন্নতি হওয়াঃ

বেশিরভাগ তরুন বয়সীদের একটি বিশেষ সমস্যা হলো 'ঘুম না আসা'। এই সমস্যার কারণে বেশিরভাগ তরুণ বয়সীরা রাতের বেলা অকারণে মোবাইল ফোনে অধিক সময়, যা পর্যায়ক্রমে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক ক্ষতিও করে। নিয়মিত মেডিটেশনের অভ্যাস বিশেষ করে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে অল্প সময়ের মেডিটেশন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে সাহায্য করে এবং ঘুমের গুণগত মান বাড়িয়ে দেয়।

৫.আসক্তি দূর করতে সাহায্য করেঃ

বেশিরভাগ মানুষই কোনো না কোনো আসক্তিতে ভোগে, হতে পারে মাদক আসক্তি বা পর্নোগ্রাফির প্রতি আসক্তি কিংবা অন্য যে কোনো ধরনের আসক্তি। এসব বদ অভ্যাস দূর করতে গেলে আমাদের মাঝে এক ধরনের অস্থিরতা কাজ করে। মেডিটেশনের মাধ্যমে আপনি যে মানসিক শৃঙ্খলা বিকাশ করতে সক্ষম তা আপনাকে আত্ম-নিয়ন্ত্রণ বাড়িয়ে যে কোনো ধরনের আসক্তি দূর করতে সহায়তা করে।

ধন্যবাদ। যোগাযোগ - নিচে CALL NOW বাটনে ক্লিক করুন।

15/01/2024
অপারেশনে ভয় পাচ্ছেন বা অর্থের সমস্যা বা বয়সের কারণে অপারেশন করা যাবে না এমন যদি হয়ে থাকে তাহলে আমাদের সাথে কথা বলুন। ...
08/10/2023

অপারেশনে ভয় পাচ্ছেন বা অর্থের সমস্যা বা বয়সের কারণে অপারেশন করা যাবে না এমন যদি হয়ে থাকে তাহলে আমাদের সাথে কথা বলুন। এই নাম্বারে 84140 21292

মেরুদন্ডের চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন -
যদি আপনি স্পাইনাল স্টেনোসিস এর চিকিৎসা শুরু না করে থাকেন, তবে কি হবে?
চিকিৎসা না করার ফলে স্পাইনাল স্টেনোসিস বেড়ে গিয়ে মেরুদন্ডের প্যাসেজের সংকোচন ঘটে যাচ্ছে। তাহলে স্পাইনাল কর্ডের সংকোচন হয়ে গিয়ে স্পাইনাল নার্ভগুলির থাকার জন্য ফাঁপা পাসেজের সংকোচন হবে। স্পাইনাল স্টেনোসিস যদি যথাযথভাবে চিকিৎসা না করা হয়, তবে এটা আপনাকে ব্যাথায় অত্যন্ত কষ্ট দেয় এবং এমনকি আপনার চলাফেরা করতে বাধার সৃষ্টি করে। যা থেকে ভবিষ্যতে প্যারালাইসিস এর সম্ভাবনাও হতে পারে।

If you are experiencing fear of surgery or if there are financial or age-related issues preventing surgery, please talk to us. Call us at this number. 8414021292

Vertebral disease related topic-

What Happens If You Don’t Treat Spinal Stenosis?
In medical terms, “stenosis” refers to narrowing down of anybody passage. If we associate it with the spine, then it means a narrowing of the spinal cord, or the bone passage in which the spinal nerves sit.

Spinal stenosis can lead to severe discomfort and prevent you from carrying out regular activities if not treated properly. Even it may lead to paralysis.

বাবা আমার কোমড়ে/ পায়ে ভীষণ ব্যথা হচ্ছে আমি উঠতে পারছিনা, হাঁটতে চলতে পারছি না এরকম কথা সন্তানদের কাছে অনেকেই বলেন, বিশ...
05/10/2023

বাবা আমার কোমড়ে/ পায়ে ভীষণ ব্যথা হচ্ছে আমি উঠতে পারছিনা, হাঁটতে চলতে পারছি না এরকম কথা সন্তানদের কাছে অনেকেই বলেন, বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা। তবে কমবয়সীদের মধ্যেও ইদানীং খুব বেশি হচ্ছে।

আজকাল প্রচুর লোক ভার্টিব্রা বা মেরুদন্ডের রোগে ভুগছেন। এই রোগ প্রচন্ড ব্যথা এবং যন্ত্রণা সৃষ্টি করে। নার্ভে চাপ পড়ে সিগনাল পাঠানো বন্ধ হয়ে যায়, কোন কোন ক্ষেত্রে নার্ভের ক্ষত তৈরি করে, শিরা এবং ধমনীতে চাপ লেগে রক্ত চলাচলে বাধা তৈরি হয় এর ফলস্বরূপ অনেক মানুষ হাঁটাচলা করতে অক্ষম হয়ে যান। এমনকি দেখা গেছে অনেক ক্ষেত্রে পঙ্গুত্ব চলে আসে, পাশাপাশি রক্তের সার্কুলেশন বন্ধ হওয়ার জন্য হার্ট অ্যাটাক এবং স্টোক তো রয়েছেই। তবে আপনি জানতে হবে কি করে এর থেকে রেহাই পাওয়া যায় এবং স্বাভাবিক জীবনধারণে সক্ষম হওয়া যায়।

মেরুদন্ডের অপারেশন পর্যায়ে পৌঁছে গেলেও বিকল্প চিকিৎসা পদ্ধতি যেমন হোমিওপ্যাথি, স্যুজোক, আকুপ্রেসার ইত্যাদি থেরাপীর সাহায্যে তাকে রোগ থেকে পরিত্রাণ দেওয়া যায় এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ক্ষয় হয়ে যাওয়া হাড়ও পুনর্গঠন হয়ে গেছে। আশ্চর্য লাগছে না?
হ্যাঁ, এটাই হচ্ছে ডাক্তার শ্যামোৎপল ও তার দীর্ঘ চিকিৎসা অভিজ্ঞতার ফসল।

শয্যাশায়ী রোগী বহু জায়গায় চিকিৎসা করে এবং বহু হাসপাতাল থেকে ফেরৎ আসার পর এখানে ভালো হচ্ছেন এবং দুহাত তুলে আশীর্বাদ করছেন। পাশাপাশি প্রত্যেক রোগী আরো অন্য রোগীদের নিয়ে আসছেন সুস্থ করিয়ে নেবেন বলে। এটাই বিশ্বাস এবং ভরসা।

ভার্টিব্রাল রোগ যেমন হার্নিয়েটেড ডিক্স, স্পন্ডাইলোসিস বা স্কোলিওসিস রোগ গুলিতে সাধারণ কনভেনশনাল অর্থাৎ প্রচলিত চিকিৎসা প্রদান করার পরে কিছুদিন ভালোই থাকে কিন্তু ধীরে ধীরে পেইনকিলার কাজ করা বন্ধ করে দেয় তখন স্টেরয়েড প্রয়োগ করতে হয়। পেইনকিলার এবং স্টেরয়েড এর সাইড এফেক্ট কিন্তু মারাত্মক, তার চোটে রোগী অন্যান্য দিকে বিভিন্ন রকমের অসুস্থতা অর্জন করতে থাকেন। বেশ কিছুদিনের দিনের মধ্যে রোগী শয্যাশায়ী হয়ে যান। এমত অবস্থায় রোগী এবং রোগীর অভিভাবকরা চিন্তায় পড়ে যান যে এখন কি করা যাবে। এদিকে অভিজ্ঞ সার্জন হলে অপারেশনে যেতে বাধা দেন কারণ বলেন যে উনার মেরুদন্ড আগের চাইতে নরম হয়ে গেছে এখন অপারেশন করাটা ঠিক হবে না। তাহলে এরকম রোগী কি বাঁচানো যাবে না? যাবে!

হোমিওপ্যাথিক একটি সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি। এ কোন রকম সাইড এফেক্ট ছাড়া এবং বিন্দুমাত্র কোষের ক্ষতি করা ছাড়া কোষগুলিকে নতুন জীবন প্রদান করে। রোগীর বিভিন্ন লক্ষণের সাথে মিলিয়ে প্রদান করা ওষুধ ভার্টিব্রাল সম্পর্কিত সমস্যা সমাধান করতে খুবই আরামদায়ক এবং টাকা পয়সার দিকে লাভজনক বলে প্রমাণিত হচ্ছে।
হোমিওপ্যাথির আবিষ্কর্তা বিশ্ববিখ্যাত উইলিয়াম ফ্রেডেরিক হ্যানিম্যান তাঁর অর্গানন বইয়ের 288 এবং 289 এফোরিজেমে উল্লেখ করেছেন যে ক্রনিক ডিজিজে অর্থাৎ পুরনো রোগের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি থেরাপি প্রয়োগ করলে তাড়াতাড়ি আরোগ্য লাভ হয়। এই সূত্রের উপর ভিত্তি করে ওষুধের পাশাপাশি থেরাপি প্রয়োগ করায় আশু আরোগ্য লাভ হচ্ছে বলে প্রমাণিত হচ্ছে। রোগীরা জানাচ্ছেন তারা খুব অল্প সময়ের মধ্যে আগের থেকে ভালো অনুভব করছেন।

"সুজোক থেরাপি, একটি কোরিয়ান পদ্ধতি, হাত এবং পায়ের উপর উপযুক্ত স্থানগুলিতে চাপ দেওয়া হয় যাতে শক্তি প্রবাহ চালিত হতে পারে এবং ভার্টিব্রাল সম্পর্কিত ব্যথাকে নিরসন করতে পারে। এটি একটি দ্রুত ফলদায়ী অপশন।"

"অ্যাকুপ্রেসার একটা এমন চিকিৎসা থেরাপি, যা কিনা শারীরিক মেরিডিয়ানের নির্দিষ্ট অ্যাকুপয়েন্টগুলির দিকে নজর দেয়। এই বিনা-সার্জারি অপশনের দ্বারা এই অঞ্চলে চাপ দেওয়া হলে ব্যথা কমানো এবং ভার্টিব্রাল স্বাস্থ্যকে উন্নত করা যেতে পারে।"

কারা কারা আরোগ্য হতে পারবেন। ছোট বড়, কম বয়স্ক, বেশি বয়স্ক যে কোন রোগীরাই আরোগ্য হতে পারবেন। তবে বেশি বয়স্কদের ক্ষেত্রে থেরাপিটা আরো বেশি ভালো কাজ করে কারণ তাতে রক্ত চলাচলের মাত্রা বেড়ে যায়। এবং মেরুদন্ডের হাড়ের খিঁচুনি ভাবটা কমে আসে কারণ ওটা যথাযথভাবে পজিশন করানো হয় ফিজিক্যাল থেরাপির মাধ্যমে।

দেখা গেছে যে মেরুদন্ড সোজা রাখতে পারলে বা টানটান রাখতে পারলে শরীর সুস্থ থাকে। এর প্রমাণ আমরা পাই - যেমন পড়াশোনা করতে বসলে কুঁজো হয়ে না বসে মেরুদণ্ড টান করে বসতে বলা হয়, আসন প্রাণায়াম ধ্যান ইত্যাদি যৌগিক ক্রিয়ার ক্ষেত্রেও মেরুদন্ড টান করে বসার নির্দেশ আছে, যেকোনো ধর্মেই প্রার্থনার সময় মেরুদন্ড দান করে বসার বা দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া রয়েছে। আসলে মেরুদন্ড টান রাখতে পারলে আমাদের অনেক রোগ এমনিতেই কমে যায়।
বয়স্ক পুরুষ এবং মহিলারা এমনিতেই থেরাপি করাতে পারেন, নিজেকে সচল রাখুন আর সুস্থ থাকুন, মেরুদণ্ডকে টানটান রাখতে পারলেই কেল্লাফতে। বহু রোগ এমনিতেই দূরে চলে যাবে।

ইতি - আপনাদের প্রিয় চিকিৎসক।

#মেরুদন্ডের #কোমড়ের #ব্যথা #পিঠের

Good morning everyone.
15/12/2022

Good morning everyone.

Address

Assam Agartala Road, Opposite Dhaleswar School - 8414021292
Agartala
799007

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+91 9774452115

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial Dr.Shyamotpal's Multispeciality Clinic,Kalyani,Dhaleswar. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Unofficial Dr.Shyamotpal's Multispeciality Clinic,Kalyani,Dhaleswar.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

AROGYA * আরোগ্য * आरोग्य

The word AROGYA mean healing.Healing the body by the help of natural remedy.