
25/02/2024
প্রতিদিন আমি নির্দিষ্ট কিছু মানুষের জন্য অপেক্ষা করি।
আমি চাই, তারা আমার খোঁজ নিক, কেমন আছি জানুক। হোয়াটসঅ্যাপ এর ইনবক্সে গিয়ে Online দেখে বসে থাকি।গল্প লিখতে লিখতেও চোখ রাখি।
এই বুঝি একবার বলবে," ওই, কী করছো?"
আমি অপেক্ষা করি, করতে ভালোও বাসি।
প্রতিদিন সেই আশা পূরণ হয় না, হবার কথা ও নয়।
তবুও অপেক্ষা করি,
জানলা দিয়ে রোদ আসে, বিকেলে রোদ পড়ে সবচেয়ে বেশি। পশ্চিম খোলা জানালা আমার।
মানুষ গুলোও তাই শেষ বেলায় ডেকে যায়।
" কিগো, ভালো আছো তো?"
এতটুকু শুনি দিনশেষে। আমি অপেক্ষা করি আরও একটা দিনের। খাতার পাতায় আরো একটা পর্ব লেখা হয়।
গল্পের চেয়ে উপন্যাসে নেশা বেশী আমার। লিখতেই থাকি, লিখতেই থাকি।
ছোট্ট কয়েকটা কথা, তবুও কত কিছু বলে বোঝাতে হয়।
আমার ভালো লাগে অপেক্ষা করতে, ভালো লাগে ইনবক্সের সবুজ বাতির দিকে চেয়ে থাকতে।
একটা নাম জ্বলজ্বল করে।
আমার উপন্যাস এর নায়িকা দের থেকেও তার টান বেশী।
একটা শব্দের এতোটা টান থাকতে পারে?
আমি অপেক্ষা করি,
দিনশেষে যেমন পশ্চিম খোলা জানালা দিয়ে রোদ আসে, তেমনি করে হলেও একবার ডাক আসুক।
" ভালো আছো তো? খেয়েছো?"
এতটুকুই বেশ। তবুও অপেক্ষা করি।
----- Facebook🍁