04/08/2023
গুরু ও শিষ্য লক্ষণ সমূহ,,,,
সাধন পথে অগ্রসর হতে গেলে পথপ্রদর্শকের জন্য গুরু প্রযোজ্য । গুরু র আদেশ ও উপদেশ মেনে এগিয়ে চলতে হয় সাধনপথে। গুরুর কৃপা ও তাঁর দেওয়া পথ নির্দেশ সম্বল করে এগিয়ে যেতে হবে সাধলপথে।। যিনি মন্ত্র ও তন্ত্র সিদ্ধ তিনিই গুরু ।।
যিনি কুলাচারী বিরাচারী অথবা দিব্বাচারী তিনিই শ্রেষ্ঠ ।।
গুরু অরণ্য বাসী,শ্মশান বাসী ,গুহাবাসী সন্ন্যাসী,মঠ বা আশ্রম বাসী হতেই হবে তার কোন দরকার নেই।। যে কোন সদ্ গুণ সম্পন্ন সংসারী গুরু হতে পারেন ।
তবে যিনিই গুরু হবেন তাঁর এই গুন গুলি থাকা আবশ্যক, ,,,, , ঈশ্বর বিশ্বাসী , ভক্তি পরায়ন , বর্ণাশ্রম অনুযায়ীই আচরণ, কুসংস্কার মুক্ত, পরোপকারী, সংযমী, শান্ত ,নির্ভীক, মৃদুভাষী মেধাবী জ্ঞানি বিবেক সম্পন্ন ইত্যাদি ।।
আর যে যে গুণ গুলি থাকলে গুরু করণ করা যাই না,,,,,,,,, একচক্ষু , পঙ্গু, খঞ্জ, রাগী ,বিলাসীও লালসা পরশ্রীকাতরতা যারদেহে শেতী কুষ্ঠ রোগ রহিত, ছলনাকারী,কপট, শঠ,লোভী, প্রতারক , হিংসুক , অধিকভোজন বিলাসী, দাম্ভিক,অর্থ লোভী, অহংকারী ,অজ্ঞ,কলহকারী,তার্কিক, কুত্সিত,কদাকার, নিজগুরু নিন্দা কারী, ধূর্ত, ক্ষমা হিন, নিত্য কর্মে বিমুখ গুণযুক্ত গুরু র নিকট গুরু করণ করা উচিত নহে।।
এর পর শিষ্য র লক্ষণ সমূহ,,,
দুর্দান্ত পাপাচারী ,অত্যাচারী, ,ঝগড়াটে,কৃপণ, অবিশ্বাসী ,প্রতারক, আচারহিন, অলসযুক্ত, পরনিন্দা কারী, লোভী,ক্রোধী,কপট,দেমাকযুক্ত, কটুভাষী, দুষ্কর্ম কারী, শাস্ত্র অবমাননা কারী, তোষামোদ কারী, অহংকারী, চোর , প্রতারক, ঈশ্বর অবিশ্বাসী , মিথ্যা বাদী,চঞ্চল গুন প্রভৃতি থাকলে তাহাকে কদাচ শিষ্য করা উচিত নহে ।।