03/03/2024
উত্তুরে হাওয়ার দাপট কমেছে। শীতও গুঁড়িসুড়ি মেরে একপাশে সরে পড়েছে। কোকিল লেপের তলা থেকে বের হয়ে ভৈরবীতে সুর ভাঁজছে। কুহেলীর হাতছানিকে উপেক্ষা করে দিবাকর বাসন্তিকাকে উজ্জ্বল হাসিতে অভিনন্দন জানাচ্ছে। আকাশে বাতাসে অশোকে পলাশে আগমন বার্তা উচ্চকিত, "বসন্ত জাগ্রত দ্বারে"।
সুপ্রভাত