Doctor Tanjib

Doctor Tanjib This page is for general information for the people on health and wellness.

How to keep themselves healthy by having health food and keeping chronic diseases like hypertension,diabetes away.

Some unknown facts about cholesterol
26/03/2025

Some unknown facts about cholesterol

A good start for the day -balanced diet for breakfast- choose your food wisely
23/11/2024

A good start for the day -balanced diet for breakfast- choose your food wisely

25/10/2024

MARRIAGE IS NOT A COMPETITION

1. Stop competing with your spouse who earns more and who contributes the most money. You two are one with an equal stake in the marriage. Both of you should give as you can. Belittling your spouse who earns less than you doesn't motivate him or her to love you and walk with you better

2. Stop wanting to win every argument with your spouse. Too many marriages suffer because the husband and wife want to prove who is more right. Sometimes you have to let arguments go and focus on what is most important: love. It doesn't matter who is right, what matters is that you both feel loved

3. Stop competing who is more educated than the other. Just because you have a Degree, Masters or PhD doesn't mean you look down on your spouse who hasn't gone to formal school to your level. Education is not just about going to University, appreciate your spouse's intellectual might regardless of how many certificates your spouse has. Intimacy doesn't require good grades and awards

4. Stop competing with your spouse who is more loved by the children between you two. Children love mom and dad just the same

5. Stop competing who has done fewer wrongs than the other. Love doesn't keep a record of wrongs. Love covers a multitude of sins

6. Stop competing who is more spiritual than the other. Grow together in prayer and fellowship, build each other up. Knowing God is not a race

7. Stop competing along gender lines, belittling your wife because she is a woman, wishing your husband ill and failure because he is a man just so that you show him what a man can do, a woman can do too. Complement each other, don't fight each other

8. Stop competing who does the most good in your marriage. Stop keeping scores of your good deeds against the good deeds of your spouse. You are not doing your spouse a favor by loving him/her

9. Stop competing who is more romantic or more sexy between you two. You both have different ways of expressing your desires. Find a rhythm out of your unique expressions instead of forcing your spouse to be like you. Find your dance.

15/10/2024

Both countries sundarbans can be seen from so close proximity # wonderful # # India sundarbans and Bangladesh sundarban

Fruit - OrangesIt has glycemic index value of 52A high source of vitamin C and b6, oranges are ideal for daily consumpti...
02/10/2023

Fruit - Oranges

It has glycemic index value of 52

A high source of vitamin C and b6, oranges are ideal for daily consumption. People with diabetes can consume it as it has a lower sugar quantity.

Fruit - Apple

The glycemic index of apple is around - 36

Apples are rich source of antioxidants and dietary fiber. High dietary fibre is good for the guts. It adds roughage and helps maintain good bowel habits. Consumption of apples will help control blood sugar and lower hypertension and cholesterol in blood

Kidney bean

It has glycemic index of - 24

Beans are high in vitamins and mineral. They are rich source of fibre and plant protein. Beans help to control blood sugars. Rich fibre also maintains the colon and help in weight reduction.

Barley

The glycemic index is - 28

Gluten-free, high in fiber and potassium, barley helps sustain hunger in diabetic patients. It prevents gallstones too.

Dark Chocolate

It has glycemic index of– 23

It improves heart health and gives radiant skin. Besides, dark chocolates are good antioxidants, magnesium, and low in sugar.

Plain Skimmed Milk

GI value - 37

Skimmed milk has reduced fat content and is suitable for health. It gives your body that much-needed protein intake.

Apple Cider Vinegar

GI value - 40

Apple cider vinegar acts as a natural laxative and reduces belly fat. This vinegar lowers blood sugar, cholesterol and prevents heart illness.

Garlic

GI value – below 20

Loaded vitamin B, C, and manganese, garlic bestows plenty of health benefits like digestion, strong bones, sharp memory, lower blood pressure, and control over blood sugar.

Health benefits of brocolliGlycemic Index (GI) value - 15Foods with GI values less than 55 are ideal for diabetes.Brocco...
19/09/2023

Health benefits of brocolli

Glycemic Index (GI) value - 15

Foods with GI values less than 55 are ideal for diabetes.

Broccoli is a rich source of vitamin K and vitamin C. It also has a high fiber content which can help reduce diabetes.

As winter season is comming Consumption of brocolli will boost the immune system of the body and can help reduce diabetes obesity and add fibre to the diet.

15/05/2023

Identification of artificially ripened mangoes

Check the skin color
Artificially ripened mangoes tend to have a uniform color and may appear more yellow or orange than naturally ripened mangoes. They may also have a slightly shiny appearance due to the chemicals used in the ripening process

Dip the mangoes in a bucket of water

Dip the mangoes in a bucket of tap water. If the mangoes are ripened from the trees the mangoes will shink to the bottom of the bucket. But if the mangoes are artificially ripened it will float on the water and will not sink to the bottom.

Smell the mango
Naturally ripened mangoes have a sweet, fruity smell, while artificially ripened mangoes may have a chemical or a different odour. If the mango has a strange or unpleasant smell, it may have been artificially ripened.

Check the firmness of the fruit
Artificially ripened mangoes may feel softer or mushier than naturally ripened mangoes. This is because the chemicals used in the ripening process can break down the cell walls in the fruit, making them softer.

Conduct a taste test
Artificially ripened mangoes may have a bland or strange taste, compared to the sweet and flavourful taste of naturally ripened mangoes. If the mango tastes off or has an unpleasant aftertaste, it may have been artificially ripened.

Identifying artificially ripened mangoes is important to ensure that you are buying and eating safe and healthy fruit. By checking the skin color, smelling the mango, checking the firmness, looking for external damage, and conducting a taste test, you can easily identify whether a mango has been artificially ripened or not. So the next time you buy mangoes, remember to use these tips to make sure you're getting the real deal.

05/09/2022

Masoor Dal ।। মসুর ডাল

ডালে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান পাওয়া যায় তা প্রায় সবাই জানেন। মসুর ডাল এমনই একটি ডাল, যার পুষ্টিগুণ ও বিপুল ঔষধি গুণ রয়েছে। মসুর ডালকে ক্যালোরি এবং প্রোটিনের অনন্য সমন্বয় হিসাবে বিবেচনা করা যেতে পারে, যা স্বাস্থ্যকর এবং সঠিক পুষ্টি প্রদানে কার্যকর হতে পারে। মসুর ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। মসুর ডাল এমনই একটি ডাল, যার পুষ্টিগুণ ও বিপুল ঔষধি গুণ রয়েছে

মসুর ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে
প্রতিদিন ১০০ গ্রাম বা ১২৫ মিলিলিটার রান্না করা মসুর ডাল খাওয়া যেতে পারে

মসুর ডাল আপনার স্বাস্থ্যের জন্য ভালো কেন?

১. ওজন কমানোর জন্য মাসুর ডালের উপকারিতা- বেশি খিদে পেলে অনেকেই বেশি খেয়ে ফেলে। এর ফলে ওজন বৃদ্ধির ঝুঁকি হতে পারে। মসুর ডালের অন্যতম উপকারিতা হল ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন রয়েছে। এগুলি তাৎক্ষণিকভাবে খিদে নিবারণ করতে পারে এবং ওজন বাড়ার সমস্যা রোধ করতে পারে।

২. হার্ট এবং কোলেস্টেরলের জন্য- ক্রমবর্ধমান কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকির কারণ। একই সময়ে, মসুর ডালে ফাইবার রয়েছে এবং NCBI দ্বারা প্রকাশিত একটি গবেষণা অনুসারে, ফাইবার ক্রমবর্ধমান কোলেস্টেরল কমাতে পারে। ফাইবারে উপস্থিত হাইপোকোলেস্টেরলেমিক প্রভাব এর পিছনে কাজ করতে পারে। এছাড়াও, পলিফেনল-সমৃদ্ধ মসুর ডালেরও অ্যান্টি-কোলেস্টেরলেমিক প্রভাব রয়েছে। এর ভিত্তিতে বলা যায় মসুর ডাল কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সহায়ক হতে পারে।

৩. রক্তে শর্করার জন্য মসুর ডালের উপকারিতা- অতিরিক্ত চিনি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। যদি একজন ব্যক্তি রক্তে শর্করার সমস্যায় ভুগছেন, তবে এটি থেকে মুক্তি পাওয়ার অনেক উপায় রয়েছে। তার মধ্যে একটি হল মসুর ডাল খাওয়া। NCBI (ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন) ওয়েবসাইটে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, মসুর ডাল ডায়াবেটিস রোগী এবং সুস্থ মানুষের রক্তে শর্করা, লিপিড এবং লিপোপ্রোটিন বিপাক উন্নত করার ক্ষমতা রাখে।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়- পেপটাইড মসুর ডাল পাওয়া যায়, যা শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকলাপ বাড়াতে পারে। এতে শরীরে যেকোনো ধরনের সংক্রমণের ঝুঁকি কমে যায়। তাই মসুর ডালে উপস্থিত পেপটাইড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।

৫. দাঁত এবং হাড়ের জন্য- দুর্বল হাড় জয়েন্টে ব্যথা হলে মসুর ডাল এই সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে, কারণ মসুর ডালে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে যা হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে।

এছাড়াও, মস্তিষ্ক সতেজ রাখতে এবং মসুর ডালে পাওয়া লেকটিন (এক ধরনের প্রোটিন) ক্যান্সার-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা মসুর ডালে উপস্থিত ফেনোলিক যৌগগুলির সঙ্গে টিউমার বৃদ্ধির প্রক্রিয়াকে বাধা দিতে পারে।

06/08/2022

ইলিশ মাছ///Hilsa Fish

ইলিশ মাছ শুধু স্বাদেই উপাদেয়, তাই নয়। আমাদের শরীরের জন্যও অত্যন্ত উপকারী (Hilsa Fish Health Benefits)। কিন্তু ইলিশ মাছ আমাদের শরীরের কী উপকার করে? সেগুলো জানা আছে কি? বিশেষজ্ঞদের মতে, ইলিশ মাছ একেবারেই গুরুপাক নয়। এই মাছে রয়েছে ভরপুর উপকারী গুণাগুণ। ১০০ গ্রাম ইলিশে থাকে প্রায় ২১.৮ গ্রাম প্রোটিন। এছাড়া রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং মিনারেল।

১. ইলিশ হৃদপিণ্ডের জন্যও অত্যন্ত উপকারী। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। এছাড়াও এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিভিন্ন প্রকার হৃদরোগকে দূরে রাখে।

২. শরীরে রক্ত সঞ্চালন সঠিক রাখতে সাহায্য করে ইলিশ মাছ। স্বাদের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যেরও উপকার করে।

৩. আর্থরাইটিসের সমস্যা দূর করতে অত্যন্ত স্বাস্থ্যকর ইলিশ মাছ।

৪. চোখের জন্য শুধু মৌরলা মাছই উপকারী নয়। একইরকম উপকারী ইলিশ মাছও। দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। তার সঙ্গে চোখের নানা অসুখও প্রতিরোধ করে।

৫. ফুসফুসের নানা অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে ইলিশ মাছ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তাই চিন্তা না করে ইলিশ মাছ খান। যেকোনওভাবে ইলিশ মাছ খেলেই তা স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ, এই ইলিশ মাছই রক্ষা করবেন আপনার হৃদপিণ্ডটিকে।
আর দূরে রাখবে হৃদরোগ।

30/07/2022

Dry Fruits: কেন রোজ কাজু, কিশমিশ, আমন্ড একসঙ্গে খাবেন
রোজ আমরা যে খাবার খাই তাই দিয়ে শরীরের ভিটামিন আর খনিজের চাহিদা পূরণ হয় না। শরীর সুস্থ রাখতে গেলে নিয়ম করে ড্রাই ফ্রুটসও খাওয়া প্রয়োজন। এর মধ্যে থাকে প্রচুর পুষ্টিকর উপাদান। থাকে ভিটামিন ই, ক্যালশিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক। এছাড়াও থাকে আয়রন, থায়ামিন, ভিটামিন বি৬, ভিটামিন কে, পটাশিয়াম।

ড্রাই ফ্রুটসের মধ্যে সবচেয়ে পরিচিত হল কাজু, কিশমিশ, আমন্ড। আর এই তিন ফলের মধ্যেই রয়েছে প্রচুর উপকারিতা। পুষ্টিগুণে ঠাসা হলেও রোজ যে প্রচুর পরিমাণে খাওয়া যাবে তা কিন্তু একেবারেই নয়। বরং এই কাজু, আমন্ড খাওয়ারও বেশ কিছু নিয়ম রয়েছে। পরিমাণের থেকে বেশি কাজু খেলেই বাড়বে কোলেস্টেরলের পরিমাণ।

নিয়ম করে ড্রাই ফ্রুটস খেতে পারলে ত্বক ভাল থাকে। বজায় থাকে ত্বকের উজ্জ্বল ভাব। এছাড়াও ব্রণ হয় না। বলিরেখাও পড়ে না। একই সঙ্গে মন ভাল রাখতেও কাজে আসে এই কাজুবাদাম। এই বাদাম রোজ একমুঠো করে খেতে পারলে আমাদের মনও ভাল থাকে। সেই সঙ্গে পরিপাকতন্ত্রের জন্যেও ভাল। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে থাকে।

ড্রাই ফ্রুটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। যা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই রোজ সকালে উঠে আমন্ড, পেস্তা এসব খাোয়ার অভ্যাস করুন। এতে ওজনও থাকবে নিয়ন্ত্রণের মধ্যে। তবে এর পাশাপাশি কিন্তু তেলেভাজা, ফাস্টফুড বা প্যাকেট খাবার খেলে চলবে না।

রোজ কাজু, কিশমিশ খেলে দাঁত মজবুত হয়। কাজির মধ্যে থাকা ক্যালশিয়াম দাঁতের জন্য উপকারী। সেই সঙ্গে তা আমাদের হাড়কেও মজবুত করে। তাই নিয়মিত খেতে পারলে খুবই ভাল। চুল ভাল রাখতেও উপকারী এই কাজু-কিশমিশ। যে কারণে রোজ কাজু, কিশমিশ খেলে চুলের গোড়া শক্ত হয়।

24/07/2022

First day sealdah metro ride

24/07/2022

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য খাদ্য : hypertension diet
সবুজ শাকসবজি :
আমাদের মধ্যে প্রত্যেকেরই এই দৈনন্দিন টেনসন স্ট্রেসের জীবনে এগুলিকে কাটিয়ে তোলার জন্য দৈনন্দিন খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে যারা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এর সমস্যায় ভুগছেন তারা যদি সবুজ শাকসবজি গ্রহণ করেন তবে তাদের শরীরে সবুজ শাক সবজির পটাশিয়াম শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। যার ফলে উচ্চ রক্তচাপ হ্রাস পায়। সোডিয়াম মূলত উচ্চ রক্তচাপের কারণে শরীরে সোডিয়াম বৃদ্ধি পায়। তাই মাথায় রাখতে হবে দৈনিক যে সমস্ত শাক সবজি গুলি খাদ্যতালিকায় রাখবেন সেগুলি হল –
পালং

লেটুস শাক

বিট শাক

শালগম

রঙিন শাকসবজি ইত্যাদি।

ওটমিল :
ওটস হল ডায়েটারি ফাইবার, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এবং অন্যান্য খনিজ খাদ্য উপাদান গুলির একটি উৎকৃষ্ট উৎস। ওজন হ্রাস করার জন্য এটিকে একটি দুর্দান্ত খাদ্য হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। তা ছাড়াও ওটমিল রক্তে লিপিডের মাত্রা কম করতে সহায়তা করে, যা উচ্চ রক্তচাপের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। এছাড়াও বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, যারা প্রতিদিন প্রায় পাঁচ গ্রাম ওটস গ্রহণ করে তারা সিস্টোলিক রক্তচাপ এর প্রায় ৭.৭ মিমি এইচজি কম এবং ডায়াস্টোলিক রক্তচাপ এর ৫.৫ মিমি এইচজি কম করেছেন। তাই প্রতিদিন প্রাতঃরাশ বা মধ্যাহ্নভোজনে ওটস সেবন করুন। এটি উচ্চ রক্তচাপকে কম রাখতে সহায়তা করবে।

বিটরুট :
বিটরুট হল নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ একটি খাদ্য উপাদান। এটি রক্তনালীগুলোকে বিভক্ত করতে সহায়তা করে। যার ফলে উচ্চ রক্তচাপ কমিয়ে আনা সম্ভব হয়। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা, পনেরো জন পুরুষ এবং পনেরো জন মহিলার ওপর করা একটি পরীক্ষায় দেখেছেন যে, দৈনিক যদি ৫০০ গ্রাম বিটের রস খাওয়া যায় সেটি শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে একটি দলকে বিটের রস এবং অন্য দলকে আপেলের রস গ্রহণ করিয়ে দু সপ্তাহ পরে দেখা গিয়েছে যে, যারা বিটের রস গ্রহণ করেছে দু সপ্তাহ পরে তাদের সিস্টোলিক রক্তচাপ এর পরিমাণ ৪ থেকে ৫ মিমি এইচজি কম হয়ে গিয়েছে।

রসুন :
রসুন হল সালফার সমৃদ্ধ একটি যৌগ, যা অ্যালিসিন হিসেবে পরিচিত। এটি হাইড্রোজেন সালফেট এর উৎপাদনকে উদ্দীপিত করে এবং নাইট্রিক অক্সাইড কে নিয়ন্ত্রণ করে। এই দুটি রক্তনালীকে শিথিল করতে এবং বিচ্ছিন্ন করতে সহায়তা করে। তুলসী, রোজমেরি এবং থাইম এর মতন ভেষজ গুলিতেও একই রকম প্রভাব রয়েছে। দৈনিক কাঁচা রসুনের ১-২ টুকরো গ্রহণ করুন এবং নিয়মিত রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি টেনশন কেও দূরে রাখুন।

বেদানা বা ডালিম :
আমাদের পরিচিত বিভিন্ন ফল গুলির মধ্যে অন্যতম একটি রঙিন ফল হল ডালিম। এটি হলো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন খনিজ এবং ডায়েটারি ফাইবার যুক্ত এক ধরনের ফল। যা ওজন হ্রাস করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। তবে গবেষণায় দেখা গিয়েছে যে, ডালিমের রস খাওয়ার ফলে হাইপারটেনশনের ফলে সৃষ্ট রক্তচাপের মাত্রা কম করতে সহায়তা করে। তাই চিকিৎসকেরা প্রতি বিকল্প দিনে এক থেকে দুই গ্লাস ডালিমের রস খাওয়ার পরামর্শ দিয়েছেন।

ফ্যাট জাতীয় মাছ :
সালমন, মাকেরেল, ইলিশ এবং টুনার মত ফ্যাট যুক্ত মাছ গুলিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা দেহের অভ্যন্তরে প্রদাহ কমাতে সহায়তা করে। এর পাশাপাশি এগুলি ভিটামিন ডি এর উৎকৃষ্ট উৎস। বিজ্ঞানীরা মনে করেন যে, ওমেগা-থ্রি এ থাকা ডি এইচ এ কোর্স গুলিতে ভোল্টেজ গেট এর চ্যানেলগুলি সক্রিয় করে, যার ফলে সোডিয়াম বের হয়। একটি পরীক্ষায় দেখা গেছে যে, যারা ফ্যাট যুক্ত মাছ খান তাদের ওজন হ্রাস পায় এবং সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ কম থাকে। তাই প্রতি সপ্তাহে চর্বিযুক্ত মাছের তিন চার টুকরো খাদ্যতালিকায় গ্রহণ করুন। তবে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ফিশ অয়েল সাপ্লিমেন্টও পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারেন।

Address

Baluhati
711114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Tanjib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share