We Want "State General Hospital" at Tapan Block

We Want "State General Hospital" at Tapan Block আমরা চাই তপন ব্লকে স্টেট জেনারেল হাসপ?

14/10/2024

💥দক্ষিণ দিনাজপুরের তপনে, জনসাধারনের চিকিৎসার জন্য সর্বপ্রথম কোথায় সরকারিভাবে হাসপাতাল গড়ে তোলা হয়েছিল ? বিস্তারিত জানতে চাই 🙏

16/09/2024

🗣️তপন ব্লকের সাধারণ নাগরিক হিসেবে আপনারা, ্রামীণ_হাসপাতালের আধুনিকীকরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিকে সমর্থন করেন কি ?

12/09/2024

🟥দক্ষিণ দিনাজপুরের
"Tapan Rural Hospital"..এ
Doctors এর সংখ্যা ১৫ বছর আগেও যা ছিলো এখনো সেই একই. (বিশেষজ্ঞ চিকিৎসক শুন্যই)😰

23/07/2024

#বঞ্চনার আর এক নাম ..🥺
👀👀যে হাসপাতালে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যায় প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারি হয় সেই হাসপাতালের করুন কাহিনী শুনুন ---->
🔸1. এখানে মায়েদের জন্য একটিও #স্ত্রী_রোগ_বিশেষজ্ঞ ডাক্তার নেই! (যদিও ছিলো না কোনো দিন)
🔸2. নবজাতক শিশুদের জন্যও এখানে নেই কোনো #শিশু_ডাক্তার! (ছিলো না কোনো দিনও)
🔸3. রাত্রে লোডশেডিং হলে পেশেন্টদের কাছে #মোমবাতি_হ্যারিকেনই সম্বল, কারণ এখানে নেই কোনো জেনারেটর!! (যদিও ২০ বছর আগে ছিলো!)
🔹4. পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত প্রায় ৩ লক্ষ জনসংখ্যার বিরাট #ব্লক হলেও এখানে আজও বেড সংখ্যা ঐ সাকুল্যে ৩০!!! ঐ ২০ বছর ধরেই!! নেই আজও কোনো #স্পেশালিষ্ট_ডাক্তার!!
🔹5. অবাক কান্ড যে, Hospital র সামনে আজও #অন্ধকারাচ্ছন্ন_পরিবেশ রাত্রিতে ! ( যেখানে যত্র তত্র এখন হাই-মাস্ক লাইট হামেশায় চোখে পরে মাঠে ঘাটে!!)
🔹6. একটু বৃষ্টি হলেই পেশেন্টদের আজও াদা ভেঙে হাসপাতালে ঢুকতে হয়!!
🔹 একদিনের জন্যও ব্যবহার না করা নুতন X-Ray Machine ও এখানে বছরের পর বছর ধরে পরে থেকে #অকেজো হয়ে যায় অনাদর অবহেলায় !!
🔹রাজ্যের তৃতীয় বৃহত্তম ব্লক হওয়া সত্বেও ুরাল_হাসপাতালের চিকিৎসা ওয়ার্ড মান্ধাতার আমলের সেই #দুটি_ঘরের মধ্যেই সীমিত!!
👉স্থানীয় জনপ্রতিনিধিরা কোথায় ⁉️ আর, এখানকার #রোগী_কল্যান_সমিতিরও কি এসব নজরে পরে না ⁉️ সবার আগে তো আপনাদেরই উদ্যোগ নেওয়া দরকার!! অন্তত #তপনের জনসাধারনের কথা ভেবে , কারন আমাদের কাছে এই হাসপাতালের #বিকল্প বলে কিছুই নেই এখানে, আর আপনাদের পরিবারেরও কিন্তু বিপদের সময় এই হাসপাতালই একমাত্র ভরসা!!😭

20/04/2024

I am sorry to say.. তপন গ্রামীণ হাসপাতালের নাম দেওয়া হোক "Candle Hospital" 😥.যেখানে লোডশেডিং এ পেশেন্ট বেডের পাশে মোমবাতি জ্বলে❗

16/04/2024

ব্লকের ছোটো বড়ো সরকারি অফিসের একাধিক ঘরে AC চলে! অথচ, 30 বেডের Tapan Rural Hospital এ একটা জেনারেটরও নেই ❗গান্ডু পাবলিক সব❗

30/01/2024

🟥রেকর্ড সংখ্যায় 'ডেলিভারি' হয় তপন গ্রামীণ হাসপাতালে..তবুও এখানে আজও নেই কোনো Gynecologist and Pediatrician ভাবতে হবে সব্বাইকেই🙏

28/11/2023

💥সকল ব্যক্তিবর্গের কাছে বিনীত অনুরোধ, আমাদের একমাত্র #হাসপাতাল হিসেবে পরিচিত র বর্তমান #ডামাডোল_অবস্থার নিরশন হোক অবিলম্বে 🙏.......কারণ,
#তপন ব্লকের একমাত্র চিকিৎসা কেন্দ্র বলতে ্রামীণ_হাসপাতাল কেই আমরা চিনি। যাদের টাকা আছে তারা বাইরে যায় treatment এর জন্য ঠিকই কিন্তু ব্লকের দরিদ্র পরিবারগুলোর কাছে এই হাসপাতালের গুরুত্ব অপরিসীম। যে কোনো রোগ হলেই এই তপন হাসপাতালই একমাত্র ভরষা সকলেরই, এমনকি আমাদের কাছেও।সবার স্বার্থেই কালবিলম্ব না করে বর্তমানে কারোর কারোই 'মান' "অভিমান " পরিত্যাগ করা উচিৎ । নইলে আখেরে স্থানীয়দেরই ক্ষতি।ভাবতে হবে, এগিয়ে আসতে হবে সব্বাইকেই 🙏

19/10/2023

📢👁️ সুনির্দিষ্ট কাঙ্ক্ষিত পরিকাঠামো এবং বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় তপন গ্রামীণ হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যু ঠেকানো অসম্ভব 😡...

15/10/2023

🟥রাত্রিবেলায় এমারজেন্সিতে পেশেন্ট গেলে, বাই ফোন কলেই ট্রিটমেন্ট করা হচ্ছে!এমন নানাবিধ দুঃখজনক ঘটনাকে চাক্ষুষ করছে অসহায় তপনবাসী😰

13/02/2022

🟥পার্শ্ববর্তী উত্তর দিনাজপুরে ও মালদায় উন্নত চিকিৎসা পরিসেবার জন্য মেডিক্যাল কলেজ,স্টেট জেনারেল হাসপাতাল থাকলেও আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর সবদিক থেকেই বঞ্চিত। মাননীয় মন্ত্রী, সাংসদ, বিধায়কগন সহ সকল জনপ্রতিনিধিবৃন্দের কাছে করোজোরে অনুরোধ বিষয়টি নিয়ে অতীব তৎপরতার সঙ্গে একটু ভাবুন 🙏

Address

Tapan Block
Balurghat
733127

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Want "State General Hospital" at Tapan Block posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to We Want "State General Hospital" at Tapan Block:

Share

Category