01/09/2024
ঘাড়ে কোমরে ব্যাথা? চোখের পাওয়ার কমছে? ছানি সৃষ্টি শুরু করেছে? দৃষ্টি শক্তি কমছে?
তাহলে,এই পোষ্টটি মন দিয়ে পড়ুন।
আশা করা যায়, সমাধানের একটা পথ পেতে পারেন ইনশাআল্লাহ।
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
উচ্চারণ: ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি।
অর্থ: এবং যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন
[আল কুরআন : সূরা আশ শোয়ারা,আয়াত নং ৮০]
🔷গ্রন্থঃ সূনান আত তিরমিজী [তাহকীককৃত]
অধ্যায়ঃ ২৬/ চিকিৎসা (كتاب الطب عن رسول الله ﷺ)
হাদিস নম্বরঃ ২০৩৮
🔷২. চিকিৎসা গ্রহণে উৎসাহ প্রদান করা
🔷২০৩৮। উসামা ইবনু শারীক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, মফস্বলের লোকেরা বলল, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। আমরা কি (রোগীর) চিকিৎসা করব না? তিনি বললেন, হ্যাঁ, হে আল্লাহর বান্দাহগণ! তোমরা চিকিৎসা কর। আল্লাহ তা’আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার ঔষধ বা নিরাময়ের ব্যবস্থা রাখেননি (রোগও দিয়েছেন রোগ সারাবার ব্যবস্থাও করেছেন)। কিন্তু একটি রোগের কোন নিরাময় নেই। সাহাবীগণ বললেনঃ হে আল্লাহর রাসূল সে রোগটি কি? তিনি বললেনঃ বার্ধক্য।
সহীহ, ইবনু মা-জাহ (৩৪৩৬)।
আবু ঈসা বলেন। ইবনু মাসউদ, আবু হুরাইরা, আবু খুযামা তার পিতার সূত্রে ও ইবনু আব্বাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ।
✅তাহলে বর্তমান কালের ভয়াবহ শিরদাঁড়ার ব্যাথা ও চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়ায় কী চিকিৎসা আছে?
🔷 হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” (সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩)
{সনদে দূর্বলতা আছে}
শিরদাঁড়া বা মেরুদন্ডের দূর্বলতা প্রকাশ পায় যখন যে কোন ভার্টিব্রাল এন্ড প্লেটে ও সাইনুভিয়াল মেমব্রেনে সরবরাহ থাকা ধমনী জালিকা ( ক্যাপিলারি) গুলো আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলতঃ ইন্টার ভার্টেব্রাল ডিস্কের মধ্যে জলের পরিমাণ কমে যায়। উপরন্তু জালিকার বন্ধ সৃষ্টি কারী রক্তের ঘনত্ব বৃদ্ধি করে এমন বিভিন্ন রকম বিষাক্ত রাসায়নিক পদার্থ বা বিভিন্ন জীবাণুর উপাদান , যদি ঐ সাইনুভিয়াল মেমব্রেনে বা ভার্টেব্রাল এন্ড প্লেটে কোষীয় ইনজুরি করে ইনফ্লামেশন তৈরি করে। এখানে একটা ক্রনিক জটিল ইমিউনো ইনফ্লামেটরি কেমিক্যাল প্রক্রি