Bengali Nursing Students

Bengali Nursing Students ⚕️ɴᴜʀꜱᴇꜱ ꜰᴏʀ ᴀ ʜᴇᴀʟᴛʜʏ ᴄᴏᴍᴍᴜɴɪᴛʏ🤝

16/06/2024

Eid Ul Adha Mubarak ♥️🌚🎉

14/06/2024

বিশ্ব রেকর্ডটা গাছ রোপণ করেও হতে পারতো🌲🌲🌲🌲(Collected)
23/04/2024

বিশ্ব রেকর্ডটা গাছ রোপণ করেও হতে পারতো🌲🌲🌲🌲
(Collected)



22/04/2024

27/03/2024

🔰 _পোস্ট এর নাম:-_ ANM(R) & GNM-2024 (Female Only)

🔰 _মোট শূন্যপদ সংখ্যা:-_ Nil

🔰 _আবেদন পদ্ধতি:-_ Online

🔰 _আবেদনের শুরুর তারিখ:-_ Running

🔰 _আবেদনের শেষ তারিখ:-_ 21-04-2024

🔰 _ভুল সংশোধনের তারিখ:-_ 23to25-04-2024

🔰 _পরীক্ষার তারিখ:-_ 14-07-2024

🔰 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧:- H.S With 40% Marks / Vocational Stream : Home Science

🔰 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞:-
• 𝗙𝗼𝗿 𝗚𝗘𝗡/ 𝗨𝗥/ 𝗢𝗕𝗖 𝗖𝗮𝘁𝗲𝗴𝗼𝗿𝘆: 400/-
• 𝗙𝗼𝗿 𝗦𝗖/ 𝗦𝗧/𝗣𝗪𝗗 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀: 300/-
+ 𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗖𝗵𝗮𝗻𝗴𝗲𝘀

✍️ANM & GNM গুরত্বপূর্ণ :-- 🎯𝘼𝙉𝙈 /𝙂𝙉𝙈 𝘼𝙋𝙋𝙇𝙔 𝙇𝙄𝙉𝙆 𝘼𝘾𝙏𝙄𝙑𝙀কোনে age limit নেই । উচ্চমাধ্যমিকে 40% নাম্বার থাকলেই আবেদন করা য...
27/03/2024

✍️ANM & GNM গুরত্বপূর্ণ :--

🎯𝘼𝙉𝙈 /𝙂𝙉𝙈 𝘼𝙋𝙋𝙇𝙔 𝙇𝙄𝙉𝙆 𝘼𝘾𝙏𝙄𝙑𝙀
কোনে age limit নেই । উচ্চমাধ্যমিকে 40% নাম্বার থাকলেই আবেদন করা যাবে।

ANM & GNM আবেদন শুরু...
21/03/2024 to 21/04/2024

🔖Apply Link

Content Owned and Maintained by West Bengal Joint Entrance Examinations Board. Designed, Developed and Hosted by National Informatics Centre, Ministry of Electronics & Information Technology, Government of India

বন্ধুত্ব
27/03/2024

বন্ধুত্ব

কল্যানী AIIMSসাম্প্রতিক পুরোদস্তর কল্যানী AIIMS তৈরি হলো। কোন্ কোন্ দিন কোন্ ডাঃ বসে এবং বুক করার সময় সূচী। সকলের জন্য ...
27/03/2024

কল্যানী AIIMS
সাম্প্রতিক পুরোদস্তর কল্যানী AIIMS তৈরি হলো। কোন্ কোন্ দিন কোন্ ডাঃ বসে এবং বুক করার সময় সূচী। সকলের জন্য ।ওপরের ফটো টা ক্লিক করলে পুরো opd লিস্ট টা বেরিয়ে আসবে।সবাইকে অনুরোধ থাকলো জানাবার।মাত্র ১১ টাকা দিয়ে এখন চিকিৎসা করা হচ্ছে opd তে এবং সেটা একবার করলে এক বছর করতে হবে না এবং বেড ভাড়া করা হলো ৩৫ টাকা এবং খাওয়া দাওয়া ফ্রী.।

aiimskayani.edu.in এই ওয়েবসাইট দিয়ে প্রবেশ করবেন। সমস্ত দেশের সমস্ত নাগরিক দের জন্য একই ব্যাবস্থা।

27/03/2024

🚨 ️MOTIVATIONAL LINE....

🚨হতাশ হবেন না... 🤦‍♂️

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট
হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

কলকাতায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, কলকাতা থেকে প্রায় ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন কলকাতার থেকে স্লো (slow)!
পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।

কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।

কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।

কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে তাহাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে ,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।

শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..
একদিন সফল হবেন। 🏆👍

🏥 #দক্ষিণ_ভারতের বিখ্যাত হসপিটাল এবং সেখানে আপনি কিভাবে চিকিৎসা করাবেন🆘              🚨🙏(জনস্বার্থে প্রচারিত)🙏🚨 #তামিলনাড...
26/03/2024

🏥 #দক্ষিণ_ভারতের বিখ্যাত হসপিটাল এবং সেখানে আপনি কিভাবে চিকিৎসা করাবেন🆘
🚨🙏(জনস্বার্থে প্রচারিত)🙏🚨
#তামিলনাড়ু রাজ্যে রয়েছে বিখ্যাত হাসপাতাল। চোখ বন্ধ করে এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানবেন কিভাবে? এটা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। কথা দিচ্ছি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন কোন হাসপাতালে চিকিৎসা করাবেন।☎️❤️‍🩹

🏥 ১. অ্যাপোলো (Apollo Hospital) -

অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান – অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র ৪ কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে ৩ কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত।

ঠিকানা - ✈️

Apollo Hospitals, Greams Road 21, Greams Lane
Off Greams Road
Chennai - 600006
+91-44-28290200 / +91-44-28293333
+91-44-28294429

# থাকা ও খাওয়া – -

চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল৷ কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার । তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।

সময়

১। টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করলেই চলবে।২। বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে।

রেজিস্ট্রেশান :

এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্ৰথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম "সুন্দুরি ব্লক/Sundoori Block"। এই ব্লকেই হয় রেজিস্ট্রেশান ।

🏥 ২. শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার (Sri Ramachandra

Medical Centre) - 1+1

পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্ৰ মেডিকেল সেন্টারে চিকিৎসা করাত পারেন। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। শ্ৰী রামাচন্দ্র মেডিকেল সেন্টারটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হয় চেন্নাই এর পোরুর নামক জায়গায়। তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু এখানে চিকিৎসা দানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসার ব্যবস্থাপনা চোখে লাগার মতো|

ঠিকানা - ✈️

এই হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে অবস্থিত।

Sri Ramachandra Medical Centre No.1 Ramachandra Nagar, Porur Chennai, Tamil Nadu,

🏥 ৩. ভেলোরের সি.এম.সি হাসপাতাল - কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাড়ু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।

কেন ভেলোরে চিকিৎসা করবেন? ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।

ঠিকানা -✈️

এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাটি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাটি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাটি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন৷ Address :

Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004 Phone : 0416228 1000

কোথায় থাকবেন?

সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন৷ লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।

🏥 ৪. শ্রী নারায়নী হাসপাতালে (Sri Narayani Hospital & Research Centre) −1+

অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলেও এখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। কাটপাটি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হল ২৮ কিলোমিটার।

ঠিকানা✈️

Sri Narayani Hospital & Research Centre Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055
Phone: 0416 220 6301

🏥 ৫. মানিপাল হাসপাতাল (Manipal Hospital)

মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি ৬০০ বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো ৩০০ বেড এখানে শিগ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাইএর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মিনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টার গুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।

ঠিকানা - ✈️

Manipal Hospital HAL Airport road
Manipal Hospital Bangalore - 560 017
98, HAL Airport road,
Appointment Helpline: 1800 3001 4000
Enquiries: +91 80 40119000/2502 4444

কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই একটু সময় লাগবে । এখানে লাইনে দাড়াতে হবে, ওয়েটিং রুমে কিছুটা সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু টাকা আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে চিকিৎসা করতে। আর যাদের সময়, ধৈয্য এবং টাকা সবই কম তাদের জন্য পরামর্শ দেব শ্রি রামচন্দ্র বা নারায়নী হাসপাতালে চিকিৎসা করতে। দুইটির মধ্যে শ্রি রামচন্দ্র হাসপাতাল কিছুটা হলেও এগিয়ে।

🚨 # # জনস্বার্থে প্রচারিত # #🚨

Address

Bangalore
560002

Website

https://chat.whatsapp.com/DoIvGWgrBbO7PiiHCshakA

Alerts

Be the first to know and let us send you an email when Bengali Nursing Students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share